○ や 、 তোমরা তাঁহাই যত্বপূর্বক পালন করিবে ; তুমি তাহাতে আর কিছু যোগ করবে না, এবং তাহ হইতে কিছু হ্রাস করিবে না। দেবপূজা এবং অখাদ্যভোজন নিষেধ। S তোমার মধ্যে কোন ভাববাদী কিম্বা স্বপ্নদর্শক উঠয়। যদি তোমার জন্ত কোন চিহ্ন কিম্ব অদ্ভুত ২ লক্ষণ নিরূপণ করে ; এবং সেই চিহ্ন কিম্ব অদ্ভুত লক্ষণ সফল হয়, যাহার সম্বন্ধে সে তোমার অজ্ঞাত অন্ত দেবতাদের বিষয়ে তোমাদিগকে বলিয়াছিল, আইস, আমরা তাহদের অনুগামী হুই, ও তাহীদের সেবা ৩ করি, তবে তুমি সেই ভাববাদীর কিম্বা সেই স্বপ্নদর্শকের বাক্যে কর্ণপাত করিও না ; কেননা তোমরা তোমাদের সমস্ত হৃদয়ের ও তোমাদের সমস্ত প্রাণের সহিত আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম কর কি না, তাহ জানিবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের ৪ পরীক্ষা করেন । তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুরই অনুগামী হও, তাহাকেই ভয় কর, তাহারই আজ্ঞা পালন কর, তাহারই রবে অবধান কর, তাহীরই সেবা ৫ কর, ও তাহতেই আসক্ত থাক। আর সেই ভাববাদীর কিম্ব সেই স্বপ্নদর্শকের প্রাণদণ্ড করিতে হইবে : কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, দাস-গৃহ হইতে তোমাকে মুক্ত করিয়াছেন, তাহার বিরুদ্ধে সে বিপথগমনের কথা কহিয়াছে ; এবং তোমার ঈশ্বর সদা প্ৰভু যে পথে গমন করিতে তোমাকে আজ্ঞ করিয়াছেন, তাহ হইতে তোমাকে ভ্ৰষ্ট করা তাহার অভিপ্রায়। অতএব তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে । ৬ তোমার ভ্রাত, তোমার সহোদর কিম্ব তোমার পুত্র কি কন্যা কিম্বা তোমার বক্ষের ভার্ষ্য কিম্বা তোমার প্রাণত্যুল্য মিত্র যদি গোপনে তোমাকে প্রবৃত্তি দিয়া বলে, আইস, আমরা গিয়া অন্ত দেবতাদের সেবা করি, তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত কোন দেবতা, তোমার চতুর্দিকুস্থিত নিকটবৰ্ত্ত কিম্বা তোম৷ হইতে দূরবত্তা, পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যন্ত যে কোন জাতির যে কোন দেবতা হউক, তাহার বিষয়ে যদি এই কথা বলে, ৮ তবে তুমি সেই ব্যক্তির প্রস্তাবে সম্মত হইও না, তাহার কথায় কাণ দিও না ; তোমার চক্ষু তাহার প্রতি দয়। করিবে না, তাহাকে কৃপা করিবে না,তাহাকে লুকাইয়া ৯ রাখিবে না। কিন্তু অবশ্য তুমি তাহীকে বধ করিবে ; তাহাকে বধ করিবার জন্য প্রথমে তুমিই তাহার উপরে হস্তীৰ্পণ করিবে, পরে সমস্ত লোক হস্তপণ করিবে । ১. তুমি তাহীকে প্রস্তরাঘাত করিবে, যেন সে মরিয়া যায় ; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়৷ আনিয়াছেন, তাহার অনুগমন হইতে সে তোমাকে দ্বিতীয় বিবরণ। [ లి ; పి — $ 8 ; c) | ১১ দ্রষ্ট করিতে চেষ্টা করিয়াছে। তাঁহাতে সমস্ত ইস্রায়েল তাহা শুনিবে, ভয় পাইবে, এবং তোমার মধ্যে তাদৃশ দুষ্কৰ্ম্ম আর করিবে না। ১২ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে যে নিবাসনগর দিবেন, তাহার কোন নগর সম্বন্ধে যদি শুনিতে ১৩ পাও যে, কতকগুলি পাষণ্ড তোমার মধ্য হইতে নিৰ্গত হইয়৷ এই কথা বলিয়। আপন নগরনিবাসীদিগকে ভ্রষ্ট করিয়াছে, আইস, আমরা গিয়া অন্ত দেবতাদের ১৪ সেবা করি, যাহাদিগকে তোমরা জান না, তবে তুমি জিজ্ঞাসা করিবে, অনুসন্ধান করিবে, ও যত্নপূর্বক প্রশ্ন করিবে ; আর দেখ, তোমার মধ্যে ঈদৃশ ঘূণার্হ দুষ্কৰ্ম্ম ১৫ হইয়াছে, ইহা যদি সত্য ও নিশ্চিত হয়, তবে তুমি খড়গধারে সেই নগরের নিবাসীদিগকে আঘাত করিবে, এবং নগর ও তাহার মধ্যস্থিত পশু শুদ্ধ সকলই খড়গ১৬ ধারে নিঃশেষে বিনষ্ট করিবে ; আর তাহার লুটিত দ্রব্য সকল তাহরে চকের মধ্যে সংগ্ৰহ করিয়া সেই নগর ও সেই সকল দ্রব্য সকবতোভাবে আপন ঈশ্বর সদপ্রভুর উদেশে অগ্নিতে পোড়াইয়া দিবে ; তাহাতে সেই নগর চিরকালীন ঢিবি হুইয়া থাকিবে, তাহ। ১৭ পুনর্কবার নিৰ্ম্মিত হইবে না। আর সেই বজ্জিত দ্রব্যের কিছুই তোমার হস্তে লগ্ন না থাকুক ; যেন সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধ হইতে ফিরেন, এবং তিনি তোমার পিতৃপুরুষদের কাছে যে শপথ করিয়াছেন, তদনুসারে তোমার প্রতি কৃপা ও করুণা করেন, ও তোমার বৃদ্ধি ১৮ করেন ; যখন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিয়া, আমি অদ্য তোমাকে যে যে অজ্ঞা দিতেছি, তাহার সেই সমস্ত আজ্ঞা পালন করিবে, ও তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যথার্থ আচরণ করিবে । S8 তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সন্তান ; - - তোমরা মৃত লোকদের জন্য আপন আপন শরীর কটকুট করিবে না, এবং ভ্রমধ্যস্থল ক্ষৌরি করিবে না । ২ কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা; ভূমওলস্থ সমস্ত জাতির মধ্য হইতে সদাপ্রভু আপনার নিজস্ব প্রজা করণার্থে তোমাকেই মনোনীত করিয়াছেন । ৩,৪ তুমি কোন ঘুণাই দ্রব্য ভোজন করিবে না। এই সকল পশু ভোজন করিতে পার ; গোরু, মেষ এবং ৫ ছাগল, হরিণ, কৃষ্ণসার এবং বনগোরু, বনছাগল, বাত৬ প্রমী, পৃষত এবং সম্বর। আর পশুগণের মধ্যে যত পশু সম্পূর্ণ দ্বিখণ্ড খুরবিশিষ্ট ও জাওর কাটে, সেই ৭ সকল তোমরা ভোজন করিতে পার। কিন্তু যাহার জাওর কাটে, কিম্ব দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাহদের মধ্যে এইগুলি ভোজন করিবে না ; উ2, শশক ও শাফন ; কেননা তাহার। জাওর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুর৮ বিশিষ্ট নয়, তাহারা তোমাদের পক্ষে অশুচি ; আর শুকর দ্বিখণ্ড খুরবিশিষ্ট বটে, কিন্তু জাওর কাটে না, সে তোমাদের পক্ষে অশুচি ; তোমরা তাহদের মাংস ভোজন করিবে না, তাহদের শব স্পর্শও করিবে না। 162
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।