পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> や 8 ১২ তোমার ভ্রাতা অর্থাৎ কোন ইব্রীয় পুরুষ কিম্বা ইত্ৰীয় স্ত্রীলোক যদি তোমার নিকট বিক্রীত হয়, এবং ছয় বৎসর পর্য্যন্ত তোমার দাস্যকৰ্ম্ম করে ; তবে সপ্তম বৎসরে তুমি তাহাকে মুক্ত করিয়া আপনার ১৩ নিকট হইতে বিদায় দিবে। আর মুক্ত করিয়া তোমার নিকট হইতে বিদায় দিবার সময় তুমি তাহাকে রক্ত১৪ হস্তে বিদায় করিবে না ; তুমি আপন পাল, শস্য ও দ্রাক্ষারস হইতে তাহাক প্রচুর পুরস্কার দিবে ; তোমার ঈশ্বর সদা ভু তোমাকে যেমন আশীবাদ করিয়াছেন, ২৫ তদনুসারে তাহাকে দিবে। আর স্মরণে রাখবে, তুমি মিসর দেশে দাস ছিল, এবং তোমার ঈশ্বর সদ।প্ৰভু তোমাকে মুক্ত করিয়াছেন : এই জষ্ঠ আমি অদ্য ১৬ তোমাকে এই অজ্ঞা দিতেছি । পরন্তু তোমার নিকটে স্বখে থাকাতে সে তোমাকে ও তোমার পরিজনগণকে ভাল বাসে বলিয়৷ যদি বলে, আ ম তোমাকে ছাড়িয়া ১৭ যাইব না ; তবে তুমি এক গুজি লইয়া কপাটের সহিত তাহার কর্ণ বিধিয়া দিবে, তাহাতে সে নিত্য তোমার দাস থাকিবে ; আর দাসীর প্রতিও তদ্রুপ ১৮ করিবে । ছয় বৎসর পয্যন্ত সে তোমার কাছে বেতনজীবীর বেতন অপেক্ষ। দ্বিগুণ দাস্যকৰ্ম্ম করিয়াছে, এই কারণ তাহাক মুক্ত করিয়া বিদায় দেওয়া কাঠন মনে করিবে না ; তাহাতে তোমার ঈশ্বর সদাপ্ৰভু তোমার সকল কার্য্যে তোমাকে আশীৰ্ব্বাদ করিবেন । তুমি আপন গোমেষাদি পশুপাল হইতে উৎপন্ন সমস্ত প্রথমজাত পুংপশুকে আপন ঈশ্বর সদাপ্রভুর উদশে পবিত্র করবে ; তুমি গোরুর প্রথমজাত দ্বারা কোন কৰ্ম্ম করিবে না, এবং তোমার প্রথমজাত মেষের ২• লোম ছেদন করিবে না । সদাপ্রভু যে স্থান মনোনীত করবেন, সেই স্থানে তোমার ঈশ্বর সদাও ভুর সম্মুখে তুমি সপরিবারে প্রতি বৎসর তাহ ভোজন করবে । ২১ যদি তাহতে কোন দোষ থাকে, অথাৎ সে যদি খঞ্জ কিম্ব অন্ধ হয়, কোন ও কারে দোষযুক্ত হয়, তবে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তাহ বলিদান করিবে ২২ না। আপন নগর-দ্বারের ভিতরে তাহ ভোজন করিও : অশুচি কি শুচি, উভয় লোকই কৃষ্ণসারের কিম্বা হরি ২৩ শের স্যায় তাহ ভোজন করিতে পারে। তুমি কেবল তাহার রক্ত ভোজন করবে না, তাহা জলের দ্যায় ভূমিতে ঢালিয়া ফেলিবে । বার্ষিক প্রধান তিনটী পর্বের নিয়ম। S\, তুমি আবীব মাস পালন করিবে, তোমার - - ঈশ্বর সদাও ভুর উদ্দেশে নিস্তারপব পালন করবে: কেনন। আবাব মাসে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে রাত্রিকালে মিসর হইতে বাহির কfরয়। অlনয়া ছcেন। ২ আর সদা ভু আপন নামের বাসাথে যে স্থান মনোনীত করবেন, সেই স্থানে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে মেষ।fদ পাল ও গোপাল হঠতে পশু ল য়। ও নিস্তারপর্কের বলিদান করবে। তুমি তাহার সইত > R দ্বিতীয় বিবরণ । [ ১ ৫ ; ১২ – ১ ৬ ; ১৬ } তাড়ীযুক্ত রুট খাইবে না ; কেননা তুমি ত্বরান্বিত হইয়াই মিসার দেশ হইতে বহির হইয়।fচলে ; এই জষ্ঠ সাত দিবস সেই বলির সহিত তাড়াশুষ্ঠ রট, দুঃথাবস্থার রুটী, ভোজন করিবে ; যেন মিসর দেশ হইতে তোমার নির্গমনের দিন যাবজ্জীবন তোমার ৪ স্মরণে থাকে । সাত দিন তোমার সীমার মধ্যে তাড়ী দৃষ্ট না হউক : এবং প্রথম দিবসের সন্ধ্যাকালে তুমি যে বলিদান কর, তাহার মাংস কিছুই প্রাতঃকাল ৫ পর্য্যন্ত সমস্ত রাত্রি অবশিষ্ট না থাকুক। তোমার ঈশ্বর সদা ভু তোমাকে যে সকল নগর দিবেন,তাহার কোন নগরের দ্বারের ভিতরে নিস্তারপকেবর বলিদান করিতে ৬ পরিবে না ; কিন্তু তোমার ঈশ্বর সদাও ভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করবেন, সেই স্থানে মিসর দেশ হইতে তোমার বাহির হইয়া আসিবার ঋতুত, সন্ধ্যাকালে, স্বৰাস্ত সময়ে নিস্তারপবের ৭ বলিদান করিবে । আর তোমার ঈশ্বর সদাও ভুর মনোনীত স্থানে তাহ পাক কারয়। ভোজন করবে ; পরে ৮ প্রাতঃকালে আপন তাম্বতে ফিরিয়া যাইবে । তুমি ছয় দিন তাড় শূন্ত রটা খাইবে, এবং সপ্তম দিবসে তোমার ঈশ্বর সদপ্রভুর উদ্দেশে পকসভা হইবে ; তুমি কোন ৷ ক{য্য করবে না । ৯ তুমি সাত সপ্তাহ গণনা করিবে ; ক্ষেত্রস্থ শস্তে প্রথম কাস্তা দেওয়া অবধি সাত সপ্তাহ গণনা করিতে ১০ আরস্ত করবে। পরে তোমার ঈশ্বর সদাপ্রভুর আশীববাদ,নুযায়ী সঙ্গতি হইতে স্ব-ইচ্ছায় দত্ত উপহার দ্বারা তোমার ঈশ্বর সদাপ্রভুর উদেশে সাত সপ্তাহর উৎসর ১১ পালন করবে। আর তোমার ঈশ্বর সদপ্রভু আপন নামের বাসাথে ষে স্থান মনানীত করবেন, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মথে তুমি, তোমার পুত্রকন্ত, তোমার দাসদাসী, তোমার নগর-দ্বারের মধ্যবত্তী লেবীয় ও তোমার মধ্যনিবাসী বিদেশী, পিতৃ১২ হীন ও বিধবা সকলে আনন্দ করিবে। আর তুম স্মরণে রাখিবে যে, তুমি মিসর দেশে দাস ছিলে, এবং এই সকল বিধি যত্নপুকক পালন করিবে । তোমার খামার ও দ্রাক্ষাকুণ্ড হইতে যাহা সংগ্ৰহ করিবার, তাহ সংগ্রহ করলে পর তুমি সাত দিন ১৪ কুটা-রর উৎসব পালন কfরবে। আর সেই উৎসবে তুম, তোমার পুলকন্যা, তোমার দাসদাসী ও তোমার নগর-দ্বারের মধ্যবৰ্ত্তী লেবীয় ও বিদেশী এবং পিতৃহীন ১৫ ও বিধব। সকলে আনন্দ করবে। সদাপ্রভুর মনোনীত স্থানে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদেশ সাত দিন উৎসব পালন করিবে ; কেননা তোমার ঈশ্বর সদাও ভু তোমার সমস্ত উৎপন্ন দ্রব্যে ও হস্তকুত সমস্ত কৰ্ম্মে তোমাকে আশীৰ্ব্বাদ করবেন, আর তুম সম্পূর্ণ আনন্দত হইবে । তোমার প্রত্যেক পুরুষ বৎসরের মধ্যে তিন বার তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মখে তাহার মনোনীত স্থানে দেখা দিবে ; তাড়াশুষ্ঠ রটার উৎসবে, সাত সপ্তাহের రి J 164