১ ৬ ; ১৭ – ১৭ ; ২০ । ] উৎসবে ও কুটীরের উৎসবে ; আর তাহারা সদাপ্রভুর ১৭ সম্মুখে রিক্তহস্তে দেখা দিবে না : প্রত্যেক জন তোমার ঈশ্বর সদা ভুর দত্ত আশীৰ্ব্বাদানুসারে আপন আগন সঙ্গতি অনুযায়ী উপহার দিবে। বিচারক ও রাজগণের কর্তব্য । তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সকল বংশানুসারে তোমাকে ষে সমস্ত নগর দিবেন, সেই সকল নগরের দ্বারদেশে তুমি আপনার জন্ত বিচারকত্ত্বগণকে ও শাসন কর্তৃগণকে নিযুক্ত করিবে ; আর তাহার। হায্য বিচারে ১৯ লোকদের বিচার করবে। তুমি অন্তায় বিচার করিবে না, কাহারও মুখাপেক্ষা করিবে না, ও উৎকোচ লহৰে না ; কেনন। উৎকোচ জ্ঞানীদের চক্ষু অন্ধ করে ও ২০ ধাৰ্ম্মিকদের বাক্য বিপরীত করে । সকবতোভাবে যাহ। ন্তায্য, তাহারই অনুগামী হইবে, তাহাতে তুমি জীবিত থাকিরা আপন ঈশ্বর সদাপ্রভুর দত্ত দেশ অধিকার করিবে । তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে ষে যজ্ঞবেদ নিৰ্ম্মাণ করিলে, তাহার কাছে কোন প্রকার কাঠের ২২ অশের মূৰ্ত্তি স্থাপন করিবে না। কোন স্তম্ভও উত্থা পন করবে না, কেননা তাহ তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘূণাস্পদ । 9ግ তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে দোষযুক্ত, কোন প্রকার কলঙ্কযুক্ত গোরু কিম্ব মেষ বলি দান করিব না ; কেননা তোমার ঈশ্বর সদাপ্ৰভু তাই ঘুণ করেন । ২ তোমার মধ্যে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সকল নগর দিবেন, তাহার কোন নগরের দ্বারের ভিতরে যদি এমন কোন পুরুষ কিম্ব। স্ত্রীলোক পাওয়া যায়, যে তোমার ঈশ্বর সদ প্রচুর নিয়ম লঙ্ঘন দ্বারা তাহার ৩ দৃষ্টিত যাহা মন্দ, তাহাই করিয়াছে; গিয়া অন্ত দেবতা দের সেবা করিয়াছে, ও আমার অজ্ঞার বিরুদ্ধে তাহtদের কাছে অথবা সূর্য্যের বা চন্দ্রের কিম্ব আকাশও বাহিনীর কাহারও কাছে প্ৰণিপাত করিয়াছে ; আর তোমাকে তাহ বলা হইয়াছে, ও তুমি শুনিয়াছ, তবে যত্বপূর্বক অনুসন্ধান করিবে, আর দেখ, যদি ইহা সতা ও নিশ্চিত হয় যে, ইস্রায়েলের মধ্যে এইরূপ ঘৃণাই কাৰ্য্য ৫ হইয়াছে, তবে তুমি সেই দুষ্কৰ্ম্মকারী পুরুষ কিম্বা স্ত্রীলোককে বাহির করিয়া আপন নগর-দ্বারের সমীপে আনিবে ; পুরুষ হউক বা স্ত্রীলোক হউক, তুমি প্রস্তরা ৬ ঘাত দ্বার। তাহার প্রাণদণ্ড করবে। প্রাণদণ্ডের যোগ্য ব্যক্তির প্রাণদণ্ড দুই সাক্ষীর কিম্বা তিন সাক্ষীর প্রমাণে হইবে : একমাত্র সাক্ষীর প্রমাণে তাহার প্রাণ ৭ দণ্ড হইবে না। তাহাকে বধ করিতে প্রথমে সাক্ষীরা, পশ্চাৎ সমস্ত প্রজালোক তাহার উপরে হাত উঠাইবে । এইরূপে তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করলে ৷ -৮ রক্তপাতের কিম্ব বিরোধের কিথ আঘাতের বিষয়ে br
- >
দ্বিতীয় বিবরণ। > b@。 দুই জনের বিবাদ তোমার কোন নগর-দ্বারে উপস্থিত হইলে য।দ তাহার বিচার তমর পক্ষে অতি কঠিন হয়, তবে তুমি উঠিয় তাপন ঈশ্বর সদা ভুর মনোনীত ৯ স্থানে যাইবে ; আর লেবীয় যাজকদের ও তৎকালিক বিচারকর্তার নিকটে গিয়া জিজ্ঞস করবে, তাহাতে ১০ তাহার তোমাকে বিচারাজা জ্ঞাত করবে। পরে সদাও ভুর মনোনীত সেই স্থানে তাহারা যে বিচারাজ্ঞী তোমাক জ্ঞাত করিবে, তুমি সেই আজ্ঞার মৰ্ম্মানুসারে কৰ্ম্ম করিবে ; তাহার তোমাকে যাহ। শিক্ষা দিবে, ১১ সমস্তই যত্নপূর্বক করিবে । তাহার তোমাকে ষে ব্যবস্থা শিক্ষ। দিবে, তাহার মৰ্ম্মানুসারে ও তোমাকে যে বিচার বলিবে, তদনুসারে তুমি করিবে ; তাহীদের :২ আদিষ্ট বাক্যের দক্ষিণে কি বামে ফিরিবে না ; কিন্তু যে ব্যক্তি দুঃসাহসপূৰ্ব্বক আচরণ করে, তোমার ঈশ্বর সদা ভুর পরিচয্যাথে সেই স্থানে দণ্ডায়মান যাজকের কিম্ব বিচারকর্তার কথায় কর্ণপাত না করে, সেই মনুষ্য হত হইবে ; ফলে তুমি ইস্রায়েলের মধ্য হইতে ১৩ &ষ্টচার লোপ করিবে । তাহাতে সমস্ত প্রজালোক তাহা শুনিয়া ভয় পাইবে, এবং দুঃসাহসের কার্য্য আর করিবে না । তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, তুমি যখন তথায় গিয়া দেশ অধিকারপূর্বক সেখানে বাস করিবে ? আর বলিবে, আমার চারিদিকের সকল জাতির স্থায় আমিও আপনার উপরে এক জন রাজা ১৫ নিযুক্ত করিব, তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাকে মনোনীত করবেন, তাহাকেই আপনার উপরে রাজা নিযুক্ত করিবে ; তোমার ভ্রাতৃগণের মধ্য হইতে আপনার উপরে রাজা নিযুক্ত করবে ; যে তোমার ভ্রাতা নয়, এমন বিজাতীয় ব্যক্তিকে আপনার উপরে রাজা ১৬ করিত পরিবে না । আর সেই রাজ। আপনার জন্ত অনেক অশ্ব রাখিবে না, এবং অনেক অশ্বের চেষ্টায় প্রজালোকদিগকে পুনকবার মিসর দেশে গমন করাইবে না ; কেননা সদাপ্রভু তোমাদিগকে বলিয়াছেন, ইহার পরে তোমরা সেই পথে আর ফিরিয়া ১৭ যাইবে না। আর সে অনেক স্ত্রী গ্রহণ করবে না, পাছে তাহার হৃদয় বিপথগামী হয় ; এবং সে আপনার জন্ত রৌপ্য কিম্বা স্বর্ণ অতিশয় বৃদ্ধি করিবে ১৮ না । আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশন কালে সে আপনার নিমিত্তে একখান পুস্তকে লেবীয় যাজক১৯ দের সম্মুপস্থিত এই ব্যবস্থার অনুলিপি লিখিবে । তাহা তাহার নিকটে থাকিবে, এবং সে যাবজ্জীবন তাহা পাঠ করবে ; যেন সে আপন ঈশ্বর সদাপ্রভুক ভয় করিতে ও এই ব্যবস্থার সমস্ত বাক্য ও এই সকল ২০ বিধি পালন করিতে শিখে ; যেন আপন ভ্রাতাদের উপরে তাহার চিত্ত উদ্ধত না হয়, এবং সে আজ্ঞার দক্ষিণে কি বামে ন ফিরে ; এ রূপে যেন ইস্রায়েলের মধ্যে তাহার ও তাহার সস্তানদের রাজত্ব দীঘকালস্থায়ী হয় ।
- 8
165