পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 。 নানাবিধ আদেশ । \જ লেীয় যাজকগণ, লেবির সমস্ত বংশ, ইস্ত্রীয়েলের সহিত কোন অংশ কি অধিকার পাইবে না, তাহারা সদাপ্রভুর অগ্নিকৃত উপহার ও তাহার ২ অধিকৃত বস্তু ভোগ করবে। তাহারা আপন ভ্রাতাদের মধ্যে কোন অধিকার পাইবে না; সদাপ্রভুই তাহাদের অধিকার, যেমন তিনি তাহাদিগকে বলিয়াছেন। ৩ আর প্রজালোকদের হইতে যাজকগণের প্রাপ্য বিষয়ের এই বিধি ; যাহার গোরু কিম্বা মেষ বলিদান করে, তাহার। বলির স্কন্ধ, দুই গাল ও পাকস্থলী ৪ যাজককে দিবে। তুমি আপন শস্তের, দ্রাক্ষরসের ও তৈলের অগ্রিমাংশ, এবং মেষলোমের অগ্রিমাংশ ৫ তাহাকে দিবে। কেননা সদাপ্রভুর নামে পরিচর্য্য৷ করিতে নিত্য দণ্ডায়মান হইবার জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সকল বংশের মধ্য হইতে তাহাকে ও তাহার সন্তানগণকে মনোনীত করিয়াছেন । ৬ আর সমস্ত ইস্রায়েলের মধ্যে তোমার কোন নগর দ্বারে যে লেবীয় প্রবাস করে, সে যদি আপন প্রাণের সম্পূর্ণ বাসনায় তথা হইতে সদাপ্রভুর মনোনীত স্থানে ৭ আইসে, তবে সে সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান আপন লেবীয় ভ্রাতাদের ন্তায় আপন ঈশ্বর সদাপ্রভুর নামে ৮ পরিচর্য্যা করিবে। তাহার ভোজনার্থে সমান অংশ পাইবে ; তাহ ছাড়া সে আপন পৈতৃক অধিকার বিক্রয়ের মূল্যও ভোগ করবে। ৯ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, সেই দেশে উপস্থিত হইলে তুমি তথাকার জাতি গণের ঘৃণাই ক্রিয়ার স্তায় ক্রিয়া করিতে শিখিও না। ১০ তোমার মধ্যে যেন এমন কোন লোক পাওয়া না যায়, যে পুত্র বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন করায়, ১১ ষে মন্ত্র ব্যবহার করে, বা গণক, বা মোহক, বী মায়াবী, বা ঐন্দ্রজালিক, বা ভূতড়িয়া, বা গুণী বা ২২ প্রেতসাধক। কেননা সদাপ্রভু এই সকল ক্রিয়াকারীকে ঘৃণা করেন ; আর সেই ঘৃণাৰ্হ ক্রিয় প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে তাহাদিগকে অধি১৩ কারচু্যত করিবেন। তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর ১৪ উদেশে সিদ্ধ হও । কেননা তুমি যে জাতিগণকে অধিকারচু্যত করিবে, তাহার। গণক ও মন্ত্রব্যবহারীদের কথায় কর্ণপাত করে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকেই তাহা করিতে দেন নাই। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্য হইতে, তোমার ভ্রাতৃগণের মধ্য হইতে, তোমার জন্ত আমার সদৃশ এক ভাববাদী উৎপন্ন করবেন, তাহারই কথায় তোমরা ১৪ কৰ্ণপাত কfরবে। কেননা হোরেবে সমাজের দিবসে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে এই প্রার্থনাই ত করিয়ছিল, যথা, আমি যেন আপন ঈশ্বর সদাপ্রভুর রব পুনর্নবার শুনিতে ও এই মহাগ্নি আর দেখিতে ন৷ ১৭ পাই, পাছে আমি মারা পড়ি। তখন সদাপ্রভু আমাকে > g. দ্বিতীয় বিবরণ । 1 P ; ) - : ఎ ? నా ! ১৮ কছিলেন, উহার ভালই বলিয়ছে। আমি উহাদের জল্প উহাদের ভ্রাতৃগণের মধ্য হইতে তোমার সদৃশ এক ভাববাদী উৎপন্ন করিব, ও তাহার মুখে আমার বাক্য দিব ; আর আমি তাহাকে যাহা যাহ আজ্ঞা করিব, তাহ ১৯ তিনি উহাদিগকে বলিবেন । আর আমার নামে তিনি আমার যে সকল বাক্য বলিবেন, তাহাতে যে কেহ কর্ণপাত না করিবে, তাহার কাছে আমি পরিশোধ ২০ লইব । কিন্তু আমি যে বাক্য বলিতে আজ্ঞা করি নাই, আমার নামে যে কোন ভাববাদী দুঃসাহসপূর্বক তাহ বলে, কিম্বা অন্ত দেবতাদের নামে যে কেহ কথা বলে, ২১ সেই ভাববাদীকে মরিতে হইবে। আর তুমি যদি মনে মনে বল, সদাপ্রভু যে বাক্য বলেন নাই, তাহা আমর ২২ কি প্রকারে জানিব ? [ তবে শুন,] কোন ভাববাদী সদাপ্রভুর নামে কথা কহিলে যদি সেই বাক্য পরে সিদ্ধ না হয়, ও তাহার ফল উপস্থিত না হয়, তবে সেই বাক্য সদাপ্রভু বলেন নাই ; ঐ ভাববাদী দুঃসাহসপূর্বক তাহ বলিয়াছে, তুমি তাহ হইতে উদ্বিগ্ন হইও না । ২১ _তোমার ঈশ্বর সদগ্ৰস্তু ল জাতিগুৰুি দেশ তোমাকে দিতেছেন, তাহাদিগকে তিনি উচ্ছিন্ন করিলে পর যখন তুমি তাহাদিগকে অধিকারচুতি ২ করিয়া তাহীদের নগরে ও গৃহে বাস করিবে, তৎকালে, যে দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে তোমাকে দিতেছেন, তোমার সেই দেশের মধ্যে তুমি আপনার ৩ জন্ত তিনটী নগর পৃথক্ করিবে। তুমি আপনার জন্ত পথ প্রস্তুত করবে, এবং তোমার ঈশ্বর সদাপ্ৰভু যে দেশের অধিকার তোমাকে দেন, তোমার সেই দেশের ভূমি তিন ভাগ করবে ; তাহাতে প্রত্যেক নরহন্ত৷ ৪ সেই নগরে পলাইয়া যাইতে পরিবে । যে নরহন্ত। সেই স্থানে পলাইয়া বাচিতে পারে, তাহার বিবরণ এই ; কেহ যদি পূৰ্ব্বে প্রতিবাসীকে দ্বেষ না করিয়া ৫ অজ্ঞানতঃ তাহাকে বধ করে ; যথা, কেহ আপন প্রতিবাসীর সহিত কাষ্ঠ কাটিতে বনে গিয়া গাছ কাটিবার জন্ত বুড়ালি তুলিলে যদি ফলক বাট হইতে খসিয়া প্রতিবাসীর গায় এমন লাগে যে, তাহাঁতেই সে মারা পড়ে, তবে সে ঐ তিনটার মধ্যে কোন এক ৬ নগরে পলাইয়া বাচিতে পারিবে ; পাছে রক্তের প্রতিশোধদাতা অন্তরে উষ্ণ হওয়াতে নরহন্তার পশ্চাৎ ধাবমান হইয়। পথের দূরত্ব প্রযুক্ত তাহাকে ধরিয়া সাংঘাতিক আঘাত করে। সে লোক ত প্রাণদণ্ডের যোগ্য নয়, ৭ কারণ সে পুত্বে উহাকে দ্বেষ করে নাই। এই হেতু আমি তোমাকে আজ্ঞা করিতেছি, তুমি তোমার জন্ত ৮ তিনটী নগর পৃথক্ করবে। আর আমি অদ্য তোমাকে যে সকল আজ্ঞা দিতেছি, তুমি তাহ পালন করিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিল ও যাবজ্জীবন ৯ তাহার পথে চলিলে যদি তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার পিতৃপুরুষদের কাছে কৃত আপন দিব্যানুসারে তোমার সীমা বৃদ্ধি করেন, ও তোমার পিতৃপুরুষদের কাছে 166