পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৯ ; ১০ – ২০ ; ১৮ । ] প্রতিজ্ঞাত সমস্ত দেশ তোমাকে দেন ; তবে তুমি সেই তিন নগর ভিন্ন আরও তিনটী নগর নিরূপণ করিবে ; ১• যেন তোমার ঈশ্বর সদাপ্রভু আধিকারার্থে তোমাকে যে দেশ দিতেছেন, তোমার সেই দেশের মধ্যে নির্দোষের রক্তপাত না হয়, আর তোমার উপরে রক্তপাতের অপরাধ না বৰ্ত্তে । কিন্তু যদি কেহ আপন প্রতিবাসীকে দ্বেষ করিয়া তাহার জন্ত ঘাটি বসায় ও তাহার প্রতিকুলে উঠয়। তাহাকে সাংঘাতিক আঘাত করে, আর সে মরিয়া যায়, পরে ঐ ব্যক্তি যদি ঐ সকল নগরের মধ্যে কোন ১২ একটা নগরে পলায়ন করে ; তবে তাহীর নিবাসনগরের প্রাচীনবর্গ লোক পঠাইয়৷ তথা হইতে তাহাকে অনাইবে, ও তাঁহাকে বধ করিবার জন্ত রক্তের প্রতি১৩ শোধদাতার হস্তে সমর্পণ করিবে । তোমার চক্ষু তাহার প্রতি দয়া না করুক, কিন্তু তুমি ইস্রায়েলের মধ্য হইতে নিরপরাধের রক্তপাতের দোষ দূর করিবে ; তাহাতে তোমার মঙ্গল হইবে । তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে দেশ তোমাকে দিতেছেন, সেই দেশে তোমার প্রাপ্য ভূমিতে পূৰ্ব্বকালের লোকেরা যে সীমার চিহ্ন নিরূপণ করিয়াছে, তোমার প্রতিবাসীর সেই চিহ্ন স্থানান্তর করিবে না। কেহ কোন প্রকার অপরাধ কি পাপ, যে কোন পাপ করিলে, তাহার বিরুদ্ধে একমাত্র সাক্ষী উঠিবে নী ; দুই কিম্বা তিন সাক্ষীর প্রমাণ দ্বারা বিচার নিম্পন্ন হইবে। ১৬ কোন অদ্যায়ী সাক্ষী যদি কাহারও বিরুদ্ধে উঠিয়৷ ১৭ তাহার বিষয়ে অন্তায় কার্য্যের সাক্ষ্য দেয়, তবে সেই বাদী প্রতিবাদী উভয়ে সদাপ্রভুর সম্মুখে, তাৎকালিক ১৮ যাজকদের ও বিচারকত্তাদের সম্মুখে, দাড়াইবে । পরে বিচারকর্তার সযত্নে অনুসন্ধান করিবে, আর দেখ, সে সাক্ষী যদি মিথ্যাসাক্ষী হয়, ও তাহীর ভ্রাতার ১৯ বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য দিয়া থাকে ; তবে সে তাহার ভ্রাতার প্রতি যেরূপ করিতে কল্পনা করিয়াছিল, তাহার প্রতি তোমরা তদ্রুপ করিবে ; এইরূপে তুমি ২০ আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে । তাহ শুনিয়া অবশিষ্ট লোকের ভয় পাইয়া তোমার মধ্যে ২১ সেরূপ দুষ্কৰ্ম্ম আর করিবে না । তোমার চক্ষু দয়া নী করুক ; প্রাণের পরিশোধ প্রাণ, চক্ষুর পরিশোধ চক্ষু, দন্তের পরিশোধ দন্ত, হস্তের পরিশোধ হস্ত, পদের পরিশোধ পদ । যুদ্ধ বিষয়ক ব্যবস্থা। ૨૦ তুমি তোমার শক্ৰদের প্রতিকূলে যুদ্ধ করিতে গিয়া যদি আপনার অপেক্ষ অধিক অশ্ব, রথ ও লোক দেখ, তবে সেই সকল হইতে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে তোমাকে উঠাইয়৷ আনিয়াছেন, তিনিই তোমার ২ সহবত্তী। আর তোমরা যুদ্ধাথে নিকটবত্তী হইলে যাজক

  • >

X 3 j (? দ্বিতীয় বিবরণ। ) や ● ৩ আসিয়া লোকদের কাছে কথা কহিবে, তাহাদিগকে বলিবে, হে ইস্রায়েল, শুন, তোমরা অদ্য তোমাদের শক্রগণের সহিত যুদ্ধ করিতে নিকটে যাইতেছ ; তোমাদের হৃদয় দুৰ্ব্বল না হউক ; ভয় করিও না, কম্পমান হইও না, বা উহাদের হইতে ত্ৰাসযুক্ত হইও না। ৪ কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের নিস্তারার্থে তোমাদের পক্ষে তোমাদের শক্রগণের সহিত যুদ্ধ ৫ করিতে তোমাদের সঙ্গে সঙ্গে যাইতেছেন। পরে অধ্যক্ষগণ লোকদিগকে এই কথা কহিবে, তোমাদের মধ্যে কে নূতন গৃহ নিৰ্ম্মাণ করিয়া তাহার প্রতিষ্ঠা করে নাই ? সে যুদ্ধে মরিলে পাছে অন্ত লোক তাহার প্রতিষ্ঠা করে, এই জন্ত সে আপন গৃহে ফিরিয়া ৬ যাউক । আর কে দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার প্রথম ফল ভোগ করে নাই ? সে যুদ্ধে মরিলে পাছে অন্ত লোক তাহার প্রথম ফল ভোগ করে, এই জন্ত ৭ সে আপন গৃহে ফিরিয়া যাউক। আর বাগ্‌দান হইলেও কে বিবাহ করে নাই ? সে যুদ্ধে মরিলে পাছে অন্ত লোক সেই কন্যাকে গ্রহণ করে, এই জন্ত সে আপন ৮ গৃহে ফিরিয়া যাউক । অধ্যক্ষগণ লোকদের কাছে আরও কথা কহিবে, তাহার। বলিবে, ভীত ও দুৰ্ব্বলহৃদয় লোক কে আছে ? সে আপন গৃহে ফিরিয়া যাউক, পাছে তাহার হৃদয়ের স্থায় তাহার ভ্রাতাদের ৯ হৃদয় গলিয়া যায়। পরে অধ্যক্ষগণ লোকদের কাছে কথা সাঙ্গ করিলে পর তাহার লোকদের উপরে সেনাপতিদিগকে নিযুক্ত করিবে । ১০ যখন তুমি কোন নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতে তাহার নিকটে উপস্থিত হইবে, তখন তাহার কাছে সন্ধির ১১ কথা ঘোষণা করিবে । তাহাতে যদি সে সন্ধি করিতে সন্মত হইয়া তোমার জন্ত দ্বার খুলিয়া দেয়, তবে সেই নগরে যে সমস্ত লোক পাওয়া যায়, তাহার তোমাকে ১২ কর দিবে, ও তোমার দাস হইবে। কিন্তু যদি সে সন্ধি না করিয়া তোমার সহিত যুদ্ধ করে, তবে তুমি সেই ১৩ নগর অবরোধ করিবে । পরে তোমার ঈশ্বর সদাপ্রভু তাহা তোমার হস্তগত করিলে তুমি তাহার সমস্ত পুরুষ১৪ কে খড়গধারে আঘাত করিবে, কিন্তু স্ত্রীলোক, বালকবালিকা ও পশুগণ প্রভৃতি নগরের সর্বস্ব, সমস্ত লুটদ্রব্য আপনার জন্ত লুটম্বরূপে গ্রহণ করিবে, আর তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত শক্ৰদের লুট ভোগ : ৫ করিবে। এই নিকটবৰ্ত্তী জাতিদের নগর ব্যতিরেকে যে সকল নগর তোমা হইতে অতি দূরে আছে, তাহt১৬ দেরই প্রতি এইরূপ করবে। কিন্তু এই জাতিদের যে সকল নগর তোমার ঈশ্বর সদ্যপ্রভু আধিকারার্থে তোমাকে দিবেন, সেই সকলের মধ্যে শ্বাসবিশিষ্ট কাহা১৭ কেও জীবিত রাখিবে না ; তুমি আপন ঈশ্বর সদপ্রভুর আজ্ঞানুসারে তাহাদিগকে—হিৰ্ত্তীয়, ইমোরীয়, কননীয়,পরিষীয়,হিববীয় ও যিৰূষীয়দিগকে—নিঃশেষে ১৮ বিনষ্ট করিবে ; পাছে তাহারা আপন আপন দেবতাদের উদ্দেশে যে সকল ঘৃণাই কৰ্ম্ম করে, তদ্রুপ করিতে 167