পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** ; oー*○ ; 8 I ] ও রাখিবে, পরে তাহ ফিরাইয়া দিবে। তুমি তাহার গর্দভের সম্বন্ধেও তদ্রুপ করবে, এবং তাহার বস্ত্রের সম্বন্ধেও তঞপ করিবে ; তোমার ভ্রাতার হারাণ যে কোন দ্রব্য তুমি পাও, সেই সকলের বিষয়ে তদ্রুপ করিবে ; তোমার গা ঢাকা দেওয়া অকৰ্ত্তব্য । ৪ তোমার ভ্রাতার গদভ কিথা বলদকে পথে পতিত দেখিলে তাহদের হইতে গা ঢাকা দিও না ; অবগু তুমি তাহাদিগকে তুলিতে তাহার সাহায্য করবে। ৪ খ্রীলোক পুরুষের পরিধেয়, কিম্ব। পুরুষ স্ত্রীলোকের বস্ত্র পরিধান করবে না ; কেননা যে কেহ তাহ। করে, সে তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘৃণার পাত্র । ৬ পথের পাশ্বস্থ কোন বৃক্ষ কিম্ব ভূমির উপরে তোমার সম্মুখ যদি কোন পক্ষীর বাসাতে শাবক কিম্ব। ডিম্ব থাকে, এবং সেই শাবকের কিম্ব ডিম্বের উপরে পক্ষিণ বসিয়া থাকে, তবে তুমি শাবকগণের ৭ সহিত পক্ষিণাকে ধরিও না । তুমি আপনার জন্ত শাবকগুলিকে লইতে পার, কিন্তু নিশ্চয় পক্ষিণাকে ছাড়য়া দিবে ; যেন তোমার মঙ্গল ও দীর্ঘ পরমায়ু হয়। ৮ নুতন গৃহ প্রস্তুত করিলে তাহার ছাদে আলসিয়া নিৰ্ম্মাণ করবে, পাছে তাহার উপর হইতে কোন মনুষ্য পড়িলে তুমি আপন গৃহে রক্তপাতের অপরাধ বৰ্ত্তাও । ৯ তোমার দ্রাক্ষাক্ষেত্রে মিশ্রিত বীজ বপন করিবে ন ; পাছে সমস্ত ফল—তোমার উপ্ত বীজে ও দ্রাক্ষাক্ষেত্রের ফল—তুমি স্বত্বহীন হও । ১০ বলদ ও গর্দভে একত্র যুড়িয়া চাস করিবে না । ১১ লোম ও মসীনা-মিশ্রিত স্বত্র। নৰ্ম্মিত বস্ত্র পরিধান করিও না । আপনার আবরণার্থক গাত্রীয় বস্ত্রের চারি কোণে থোপ দিও । - ১৩ কোন পুরুষ যদি বিবাহ করিয়া স্ত্রীর কাছে গমন ১৪ করে, পরে তাহাকে ঘুণ। করে, এবং তাহার নামে অপবাদ দেয়, ও তাহার দুনাম করিয়া বলে, আমি এই স্ত্রীকে বিবাহ করিয়াছি বটে, কিন্তু সঙ্গ কালে ১s ইহার কোম। র্য্যর চিহ্ন পাইলাম না ; তবে সেই কন্তর পিতামাতা তাহার কে মায্যের চিহ্ন লইয়। নগরের প্রাচীনবর্গের নিকটে নগর-দ্বারে উপস্থিত ১৬ করিবে। আর কস্তার পিত। প্রাচীনবর্গকে বলিবে, আমি এই ব্যক্তির সহিত অপন কস্তার বিবাহ দিয়া১৭ ছিলাম, কিন্তু এ তাহাকে ঘৃণা করে ; আর দেখ, এ অপবাদ দিয়া বলে, আম তোমার কন্যার কোমর্য্যের চিহ্ন পাই নাই ; কিন্তু আমার কস্তার কোমায্যের চিহ্ন এই দেখুন। আর তাহার। নগ.রর প্রাচীনবৰ্গের ১৮ সাক্ষাতে সেই বস্ত্র বিস্তার করবে। পরে নগরের ১৯ প্রাচীনবগ সেই পুরুষকে ধরিয়া শাস্তি দিবে। আর তাহার এক শত । শেকল ] রৌপ্য দণ্ড করিয়। কস্তার পিতাকে দিবে, কেনন। সেই ব্যক্ত ইস্রায়েলায় এক কুমারীর উপরে ছুনাম আনিয়াছে ; আর সে তাহার Y R দ্বিতীয় বিবরণ।

  • SS

স্ত্রী হইবে, ঐ পুরুষ যাবজ্জীবন তাঁহাকে ত্যাগ করিতে ২০ পরিবে না। কিন্তু সেই কথা যদি সত্য হয়, কঙ্কার ২১ কেমার্য্যের চিহ্ন যদি না পাওয়া যায় ; তবে তাহারা সেই কন্যাকে বাহির করিয় তাহার পিতৃগৃহের দ্বারসমীপে আনিবে, এবং সেই কন্যার নগরের পুরুষের প্রস্তরাঘাতে তাহাকে বধ করিবে ; কেননা পিতৃগৃহে ব্যভিচার করাতে সে ইস্রায়েলের মধ্যে মুঢ়তার কৰ্ম্ম করিয়াছে ; এইরূপ তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করবে । কোন পুরুষ যদি পরস্ত্রীর সহিত শয়ন কালে ধরা পড়ে, তবে পরস্ত্রীর সহিত শয়নকারী সেই পুরুষ ও সেই স্ত্রী উভয়ে হত হুইবে ; এইরূপ তুমি ইস্রায়েলের মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে । ২৩ যদি কেই পুরুষের প্রতি বাগদত্ত কোন কুমারীকে ২৪ নগরমধ্যে পাইয়। তাহার সহিত শয়ন করে ; তবে তোমরা সেই দুই জনকে বাহির করিয়৷ নগর-দ্বারের নিকটে আনেয়। প্রস্তরাঘাতে বধ করিবে ; সেই কস্তাকে বধ কারবে, কেননা নগরের মধ্যে থাকিলেও সে চীৎকার করে নাই, এবং সেই পুরুষকে বধ করিবে, কেনন। সে তাপন প্রতিবাসীর স্ত্রীকে মানভ্রষ্ট। কারয়াছ ; এইরূপে তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লেপ কারবে । কিন্তু যদি কোন পুরুষ বাগদত্ত কস্তাকে মাঠে পাইয়া বলপূর্বক তাহার সাহত শয়ন করে, তবে তাহার ২৬ সহিত শয়নকারী সেই পুরুষমাত্র হত হইবে ; কিন্তু কন্যার প্রতি তুমি কিছুই করিবে না ; সে কন্যাতে প্রাণদণ্ডের যোগ্য পাপ নাই ; ফলতঃ যেমন কোন মনুষ্য আপন প্রতিবাসীর বিরুদ্ধ উঠয় তাহাকে প্রাণে বধ ২৭ করে, ইহাও তঞপ । কেনন। সেই পুরুষ মাঠে তাহাকে পাইয়াছিল ; ঐ বাগদত্ত। কস্ত। চীৎকার করলেও তাহার নিস্তারকর্ত। কেহ ছিল না । যদি কেহ অবাগদত্ত কুমারী কন্যাকে পাইয় তাহাকে ধরিয়া তাহার সহিত শয়ন করে, ও তাহার। ধরা পড়ে, ২৯ তবে তাইরি সহিত শয়নকারী সেই পুরুষ কস্তার পিতাকে পঞ্চাশ [ শকল ] রৌপ্য দিবে, এবং তাহাকে মানভ্রষ্টা করিয়াছে বলিয়। সে তাহার স্ত্রী হইবে ; সেই পুরুষ তাহাকে যাবজ্জীবন ত্যাগ করতে পরিবে না। কোন পুরুষ আপন পিতৃভ র্যাকে গ্রহণ করবে না, ও আপন পিতার আবরণীয় অনাবৃত করবে না। མ་ 9 টুর্ণাও কৰা ছিন্নালঙ্গ ব্যক্তি সদাপ্রভুর সমাজে প্রবেশ করবে না । ২ জারজ ব্যক্তি সদাপ্রভুর সমাজে প্রবেশ করিবে না : তাহার দশম পুরুষ পৰ্য, গুও সদাপ্রভুর সমাজে প্রবেশ করিতে পাইবে না। ৩ অম্মোনীয় fকথ। মোয়াবীয় কেহ সদাপ্রভুর সমাজে প্রবেশ করিতে পাইবে না ; দশম পুরুষ পয্যন্ত তাহtদের কেহ সদাপ্রভুর সমাজে কখনও প্রবেশ করতে ৪ পাইবে না। কেননা মিসর হইতে তোমাদের আসিবার ২২ ミ● ২৮ Voe 169