পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* १ ९ ঈশ্বর সদাপ্রভু যে দেশ স্বত্বাধিকারের জন্য তোমাকে দিতেছেন, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু চারিদিকের সকল শত্রু হইতে তোমাকে বিশ্রাম দিলে পর তুমি আকাশমণ্ডলের নীচে হইতে অমালকের স্মৃতি লোপ করিবে ; ইহা ভুলিয়া যাইও না । অগ্রিমাংশ ও দশমাংশ বিষয়ক নিয়ম। ২৬ তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে দেশ তোমাকে দিতেছেন, তুমি যখন সেই দেশে প্রবিষ্ট হইয় তাহ অধিকার করবে, ও তথায় বাস করিবে . ২ তৎকালে তুমি ভূমির যাবতীয় ফলের, তোমার ঈশ্বর সদা প্ৰভু যে দেশ তোমাকে দিতেছেন, সেই দেশে উৎপন্ন ফলের অগ্রিমাংশ হইতে কিছু কিছু লইয়। চুপড়িতে করিয়া, তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করবেন, সেই স্থানে গমন ৩ করিব । আর তাৎকালিক যাজকের কাছে গিয়া তাহাকে বলিবে, সদাপ্রভু আমাদিগকে যে দেশ দিতে আমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছিলেন, সেই দেশ আমি আসিয়াছি ; ইহা অদ্য তোমার ঈশ্বর ৪ সদাপ্রভুর নিকটে নিবেদন করিতেছি। আর যাজক তোমার হস্ত হইতে সেই চুপড়ি লইয়া তোমার ঈশ্বর ও সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে রাখবে। আর তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সন্মুখ এই কথা কহিবে, এক জন নষ্টকল্প আরামীয় আমার পিতৃপুরুষ ছিলেন ; তিনি অল্প সংখ্যায় মিসরে নামিয়া গিয়া প্রবাস করিলেন : এবং সে স্থানে মহৎ, পরাক্রান্ত ও বহু প্রজ জাতি হইয়। ৬ উঠলেন । পরে মিশ্ৰীয়েরা আমাদের প্রতি দৌরাত্মা করল, আমাদিগকে দুঃখ দিল ও কঠিন দাসত্ব করা৭ ইল ; তাহাতে আমরা আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করিলাম ; আর সদাপ্রভু আমাদের রব শুনিয়া আমাদের কষ্ট, শ্রম ও উপদ্রবের ৮ প্রতি দৃষ্টি করিলেন। সদাপ্রভু বলবান হস্ত, বিস্তারিত বাহু ও মহাভয়ঙ্করত এবং নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দ্বারা মিসর হইতে আমাদিগকে বাহির করিয়া আনি৯ লেন । আর তিনি আমাদিগকে এই স্থানে আনিয়াছেন, ১• এবং এই দেশ, দুগ্ধমধুপ্রবাহী দেশ দিয়াছেন। এখন, হে সদাপ্রভু, দেখ, তুমি আমাকে যে ভূমি দিয়াছ, তাহার ফলর অগ্রিমাংশ আমি আনিয়াছি । এই বলিয়া তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুথে তাহ রাখিয়৷ ১১ আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে প্ৰণিপাত করবে। আর তোমার ঈশ্বর সদাপ্ৰভু তোমাকে ও তোমার পরিবারকে যে যে মঙ্গল দান করিয়াছেন, সেই সকলেতে তুমি ও লেবীয় ও তোমার মধ্যবৰ্ত্তী বিদেশী, তোমরা সকলে আনন্দ করিবে । ১২ তৃতীয় বৎসরে, অর্থাৎ দশমাংশের বৎসরে, তোমার উৎপন্ন দ্রব্যের সমস্ত দশমাংশ পৃথক্করণ সমাপ্ত করিলে পর তুমি লেবায়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধ বাকে তাহ দিবে, তাহাতে তাহার তোমার নগর-দ্বার দ্বিতীয় বিবরণ। [ ২ ৬ ঃ ১ – ২৭ ; ৩ । ১৩ মধ্যে ভোজন করিয়া তৃপ্ত হইবে। পরে তুমি আপন ঈশ্বর সদা প্রভুর সন্মুখে এই কথা কহিবে, তোমার আজ্ঞাপিত সমস্ত বাক্যানুসারে আমি আপন গৃহ হইতে পবিত্র বস্তু বাহির করিয়া লেবায়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে দিয়াছি ; তোমার কোন ১৪ আজ্ঞা লঙ্ঘন করি নাই ও ভুলিয়া যাই নাই ; আমার শোকের সময় আমি তাহার কিছুই ভোজন করি নাই, অশুচি অবস্থায় তাহার কিছুই বাহির করি নাই, এবং মৃত লোকের উদ্দেশে তাহার কিছুই দিই নাই, আমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিয়াছি; ১৫ তোমার আজ্ঞানুসারেই সমস্ত কৰ্ম্ম করিয়াছি। তুমি আপন পবিত্র নিবাস হইতে, স্বৰ্গ হইতে, দৃষ্টিপাত কর, তোমার প্রজ ইস্রায়েলকে আশীৰ্ববাদ কর, এবং আমাদের পিতৃপুরুষদের কাছে কুত তোমার দিবানুসারে যে ভূমি আমাদিগকে দিয়াছ, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশকেও আশীৰ্ব্বাদ কর । এই সকল বিধি ও শাসন পালন করিতে অদ্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে অজ্ঞা করিতেছেন তুমি যত্নপূর্বক তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত ১৭ প্রাণের সহিত এ সমস্ত রক্ষা ও পালন করিবে । আদ্য ভুম এই অঙ্গীকার করিয়াছ যে, সদাপ্রভুই তোমার ঈশ্বর হইবেন, এবং তুমি তাহার পথে চলবে, তাহার বিধি, তাহার আজ্ঞ ও তাহার শাসন সকল পালন ১৮ করিবে, এবং তাহার রবে কর্ণপাত করিবে । আর অদ্য সদাপ্রভুও এই অঙ্গীকার করিয়াছেন যে, তাহার প্রতিজ্ঞানুসারে তুমি তাহার নিজস্ব প্ৰজা হইবে ও ১৯ তাহার সমস্ত আজ্ঞ। পালন করিবে ; আর তিনি আপনার রচিত সমস্ত জাতি অপেক্ষ। তোমাকে শ্রেষ্ঠ করিয়া প্রশংসা, কীৰ্ত্তি ও ময্যাদাস্বরূপ করিবেন, এবং তিনি যেমন বলিয়াছন, তদনুসারে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র প্রজ৷ হইবে। মোশির তৃতীয় বক্তৃত । কনান দেশে ব্যবস্থা ঘোষণা করিবার আদেশ । ९१ পরে মোশি ও ইস্রায়েলের প্রাচীনবর্গ লোকদিগকে এই আজ্ঞা করিলেন, বলিলন, আদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিই, তোমরা ২ সে সমস্ত পালন করিও। আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, তুমি যখন যদিন পর হইয়। সেই দেশে উপস্থিত হইবে, তখন আপনার জন্ত কতকগুলিন বৃহৎ প্রস্তর স্থাপন করিবে ও তাহা চুণ ৩ দিয়া লেপন করিবে। আর পার হইলে পর তুমি সেই প্রস্তরগুলির উপরে এই ব্যবস্থার সমস্ত কথা লিখিবে ; যেন তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে যে অঙ্গীকার করিয়াছেন, তদনুসারে যে দেশ, যে দুগ্ধমধুপ্রবাহী দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে > 。 172