পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*レ; 8cーネ> ; > 1」 তোমাকে ঋণ দিবে, কিন্তু তুমি তাহীকে ঋণ দিবে না; সে মস্তকস্বরূপ হুইবে, ও তুমি পুচ্ছম্বরূপ হইবে। এই সমস্ত অভিশাপ তোমার উপরে আসিবে, তোমার অনুধাবন করিয়৷ তোমার বিনাশ পৰ্য্যন্ত তোমাকে আশ্রয় করিবে ; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সকল আজ্ঞা ও বিধি দিয়াছেন, তুমি সে সকল পালনার্থে তাহার রবে কর্ণপাত করিলে না। ৪৬ এ সমস্ত তোমার ও যুগে যুগে তোমার বংশের উপরে ৪৭ চিহ্ন ও অদ্ভুত লক্ষণস্বরূপ থাকিবে। যেহেতুক সৰ্ব্বপ্রকার সম্পত্তির বাহুল্যপ্রযুক্ত তুমি আনন্দপূর্বক প্রফুল্লচিত্তে আপন ঈশ্বর সদাপ্রভুর দাসত্ব করিতে না ; ৪৮ এই জন্ত সদাপ্রভু তোমার বিরুদ্ধে যে শক্রগণকে পাঠাইবেন, তুমি ক্ষুধায়, তৃষ্ণায়, উলঙ্গতায়, ও সকল বিষয়ের অভাব ভোগ করিতে করিতে তাহদের দাসত্ব করিবে ; এবং যে পৰ্য্যন্ত তিনি তোমার বিনাশ না করেন, সে পৰ্য্যন্ত তোমার গ্রীবাতে লৌহের যোয়ালি ৪৯ দিয়া রাখবেন। সদাপ্রভু তোমার বিরুদ্ধে অতি দূর হইতে, পৃথিবীর প্রান্ত হইতে এক জাতিকে আনিবেন ; যেমন ঈগল পক্ষী উড়িয়া আইসে, [সে সেইরূপ আসিবো ; সেই জাতির ভাষা তুমি বুঝিতে পরিবে ৫০ না। সেই জাতি ভয়ঙ্কর বদন, সে বৃদ্ধের মুখাপেক্ষা ৫১ করিবে না, ও বালকের প্রতি কৃপা করিবে না। আর যে পৰ্য্যন্ত তোমার বিনাশ না হইবে, তাবৎ সে তোমার পশুর ফল ও তোমার ভূমির ফল ভোজন করিবে ; যাবৎ সে তোমার বিনাশ সাধন না করিবে, তাবৎ তোমার জন্ত শস্ত,ভ্ৰীক্ষারস কিম্বাতৈল,তোমার গোরুর বৎস কিম্ব তোমার মেধীর শাবক অবশিষ্ট রাখিবে না। ৫২ অীর তোমার সমস্ত দেশে যে সকল উচ্চ ও সুরক্ষিত প্রাচীরে তুমি বিশ্বাস করিতে, সে সকল যাবৎ ভূমিসাৎ ন হইবে, তাবৎ সে তোমার সমস্ত নগর-দ্বারে তোমাকে অবরোধ করিবে ; তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত তোমার সমস্ত দেশে সমস্ত নগর-দ্বারে সে তোমাকে ৫৩ অবরোধ করিবে। আর যখন তোমার শক্রগণ কর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন তুমি আপন শরীরের ফল, তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত নিজ পুত্র ৫৪ কস্তাদিগের মাংস, ভোজন করিবে । যখন সমস্ত নগরদ্বারে শক্রগণকর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন তোমার মধ্যে যে পুরুষ কোমল ও অতিশয় সুখভোগী, আপন ভ্রাতার, বক্ষঃস্থিত ভাৰ্য্যার ও অবশিষ্ট সন্তানদের প্রতি তাহার এমন চক্ষু টাটাইবে যে, ৫৫ সে তাহীদের কাহাকেও আপনি সন্তানদের মাংসের কিছুই দিবে না ; তাহার কিছুমাত্র অবশিষ্ট না থাক ৫৬ প্রযুক্ত সে তাহাদিগকে খাইবে । যখন সমস্ত নগরদ্বারে শক্ৰগণকর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন যে স্ত্রী কোমলতা ও সুখভোগ প্রযুক্ত আপন পদতল ভূমিতে রাখিতে সাহস করিত না, তোমার মধ্যবৰ্ত্তিন এমন কোমলাঙ্গী ও সুখভোগিনী মহিলার চক্ষু আপন বক্ষঃস্থিত স্বামীর, আপন পুত্রের ও কন্তর @@ দ্বিতীয় বিবরণ।

  • & Go:

৫৭ উপরে, এমন কি, আপনার দুই পায়ের মধ্য হইতে নির্গত গৰ্ত্তপুষ্পের ও আপনার প্রসবিত শিশুদের উপরে টাটাইবে ; কারণ সমস্তের অভাব প্রযুক্ত সে ইহাদিগকে গোপনে খাইবে । তুমি যদি এই পুস্তকে লিখিত ব্যবস্থার সমস্ত কথা যত্বপূর্বক পালন না কর ; এইরূপে যদি “ তোমার ঈশ্বর সদাপ্রভু ” এই গৌরবান্বিত ও ভয়াবহ নামকে ৫৯ ভয় না কর ; তবে সদাপ্রভু তোমাকে ও তোমার বংশকে আশ্চৰ্য্য আঘাত করবেন ; ফলতঃ বহুকালস্থায়ী মহাযাত ও বহুকালস্থায়ী ব্যথাজনক রোগ দ্বারা ৬• আঘাত করিবেন । তার তুমি যাহা হইতে উদ্বিগ্ন হইতে, সেই মিশ্রীয় সমস্ত ব্যাধি আবার তোমার উপরে আনিবেন ; সে সকল তোমার সঙ্গের সার্থী ৬১ হইবে। আরও যাহা এই ব্যবস্থাপুস্তকে লিখিত নাই, এমন প্রত্যেক রোগ ও আঘাত সদাপ্রভু তোমার বিনাশ না হওয়া পৰ্য্যন্ত তোমার উপরে তানিবেন । ৬২ তাহাতে আকাশের তারার দ্যায় বহুসংখ্যক ছিলে যে তোমরা, তোমরা অল্পসংখ্যক অবশিষ্ট থাকিবে : কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত ৬৩ করিতে না । আর তোমাদের মঙ্গল ও বৃদ্ধি করিতে যেমন সদাপ্রভু তোমাদের সম্বন্ধে আনন্দ করিতেন, সেইরূপ তোমাদের বিনাশ ও লোপ করিতে সদাপ্রভু তোমাদের সম্বন্ধে আনন্দ করিবেন ; এবং তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, তথা হইতে তোমরা উন্মুলিত ৬৪ হইবে। আর সদাপ্রভু তোমাকে পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পৰ্য্যন্ত সমস্ত জাতির মধ্যে ছিন্নভিন্ন করিবেন ; সেই স্থানে তুমি আপনার ও আপন পিতৃপুরুষদের অজ্ঞাত অন্ত দেবগণের, কাষ্ঠ ও প্রস্তরের, ৬৫ সেবা করিবে। আর তুমি সেই জাতিগণের মধ্যে কিছু মুখ পাইবে না, ও তোমার পদতলের জন্ত বিশ্রামস্থান থাকিবে না, কিন্তু সদাপ্রভু সেই স্থানে তোমাকে হৃৎ৬৬ কম্প, চক্ষুর ক্ষীণত ও প্রাণের শুষ্কতা দিবেন। তার তোমার জীবন তোমার দৃষ্টিতে সংশয়ে দোলায়মান হইবে, এবং তুমি দিবারাত্র শঙ্কা করিবে, ও আপন ৬৭ জীবনের বিষরে তোমার বিশ্বাস থাকিবে না। তুমি হৃদয়ে যে শঙ্কা করিবে ও চক্ষুতে যে ভয়ঙ্কর দৃষ্ঠা দেখিবে, তৎপ্রযুক্ত প্রাতঃকালে বলিবে, হায় হয়, কখন সন্ধ্য হইবে ? এবং সন্ধ্যাকালে বলিলে, হায় হায়, কখন ৬৮ প্রাতঃকাল হইবে ? আর যে পথের বিষয়ে আমি তোমাকে বলিয়াছি, তুমি তাহ আর দেখিবে না, সদাপ্রভু সেই মিসর দেশের পথে জাহাজে করিয়া তোমাকে পুনৰ্ব্বার লইয়। যাইবেন ; এবং সেই স্থানে তোমরা দাসদাসীরূপে আপন শক্রদের কাছে বিক্রীত হইতে চাহিবে ; কিন্তু কেহ তোমাদিগকে ক্রয় করিবে না। ९> সদাপ্ৰভু হোরেবে ইস্রায়েলসন্তানুগণের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলেন, তদ্ভিন্ন মোয়াব দেশে তাহীদের সহিত যে নিয়ম স্থির করিতে মেশিকে আজ্ঞ করিলেন, এই সকল সেই নিয়মের বাক্য। @b" 173