পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[1 وا لا ; (گ و س-8 ; * لا এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীৰ্ব্বাদ প্রাপ্ত হইবে । পরে অব্রাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্র করিলেন ; এবং লোটও তাহার সঙ্গে গেলেন। হরণ হইতে প্রস্থান কালে অব্রামের পচাত্তর বৎসর ৫ বয়স ছিল । অব্রাম আপন স্ত্রী সারীকে ও ভ্রাতুষ্পপুত্র লোটকে এবং হারণে র্তাহারা যে ধন উপার্জন করিয়াছিলেন, ও যে প্রাণিগণকে লাভ করিয়াছিলেন, সে সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্র করিলেন, ৬ এবং কনান দেশে আসিলেন । আর আব্রাম দেশ দিয়া যাইতে যাইতে শিথিম স্থানে, মোরির এলোন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়ের সেই দেশে বাস করিত। পরে সদাপ্রভু অব্রামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দিব ; আর সেই স্থানে অব্রাম সেই সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়াছিলেন। পরে তিনি ঐ স্থান ত্যাগ করিয়া পৰ্ব্বতে গিয়া বৈথেলের পূর্বদিকে আপনার তাম্বু স্থাপন করিলেন ; তাহার পশ্চিমে বৈথেল ও পূৰ্ব্বদিকে অয় ছিল ; তিনি সে স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিলেন, ও সদাপ্রভুর নামে ডাকিলেন । ৯ পরে অব্রাম ক্রমে ক্রমে দক্ষিণে গমন করিলেন। ১. আর দেশে দুর্ভিক্ষ হইল, তখন অব্রাম মিসরে প্রবাস করিতে যাত্র করিলেন ; কেননা কিনান] ১১ দেশে ভারী দুর্ভিক্ষ হইয়াছিল। আর অব্রাম যখন মিসরে প্রবেশ করিতে উদ্যত হন, তখন আপন স্ত্রী সারীকে কহিলেন, দেখ, আমি জানি, তুমি দেখিতে ১২ সুন্দরী ; এ কারণ মিশ্ৰীয়ের যথন তোমাকে দেখিবে, তখন তুমি আমার স্ত্রী বলিয়। আমাকে বধ ১৩ করিবে, আর তোমাকে জীবিত রাখিবে । বিনয় করি, এই কথা বলিও যে, তুমি আমার ভগিনী ; যেন তোমার অনুরোধে আমার মঙ্গল হয়, ও তোমাহেতু আমার প্রাণ বাচে। ১৪ পরে অব্রাম মিসরে প্রবেশ করিলে মিশ্ৰীয়ের ১৫ ঐ স্ত্রীকে পরমসুন্দরী দেখিল। আর ফরেীণের অধ্যক্ষগণ র্তাহাকে দেখিয়া ফরেীণের সাক্ষাতে র্তাহার প্রশংসা করিলেন ; তাহাতে সেই স্ত্রী ফরেী১৬ শের বাটীতে নীত হইলেন। আর তাহার অনুরোধে তিনি অব্রামকে আদর করিলেন ; তাহাতে অব্রাম মেষ, গোরু, গর্দভ এবং দাস দাসী, গর্দভী ও ১৭ উষ্ট পাইলেন। কিন্তু অব্রামের স্ত্রী সারীর জন্য সদাপ্রভু ফরেীণ ও তাহার পরিবারের উপরে ভারী ১৮ ভারী উৎপাত ঘটাইলেন। তাহাতে ফরেীণ অব্রামকে ডাকিয়া কহিলেন, আপনি আমার সহিত এ কি ব্যবহার করিলেন ? উনি আপনার স্ত্রী, এ কথা ১৯ আমাকে কেন বলেন নাই ? উহাকে আপনার ভগিনী কেন বলিলেন ? আমি ত উহঁাকে বিবাহ

8

bo আদিপুস্তক । o করিতে লইয়াছিলাম। এখন আপনার স্ত্রীকে লইয়৷ ২• চলিয়া যাউন। তখন ফরেীণ লোকদিগকে তাহার বিষয়ে আজ্ঞা দিলেন, আর তাহারা সৰ্ব্বস্বের সহিত তাহাকে ও র্তাহার স্ত্রীকে বিদায় করিল। অব্রাম ও লোটের বিবরণ । S○ পরে অব্রাম ও তাহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিসর হইতে কেনন ২ দেশের] দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন। অব্রাম পশু৩ ধনে ও স্বর্ণ রৌপ্যে অতিশয় ধনবান ছিলেন। পরে তিনি দক্ষিণ হইতে বৈথেলের দিকে যাইতে যাইতে বৈঞ্চেলের ও অয়ের মধ্যবৰ্ত্তা যে স্থানে ৪ পূর্বে তাহার তাম্বু স্থাপিত ছিল, সেই স্থানে আপনার পূর্বনিৰ্ম্মিত যজ্ঞবেদির নিকটে উপস্থিত হইলেন ; তথায় অব্রাম সদাপ্রভুর নামে ৫ ডাকিলেন। আর অব্রামের সহযাত্রী লোটেরও ৬ অনেক মেষ ও গো এবং তাম্বু ছিল। আর সেই দেশে একত্র বাস সম্পোষ্য হইল না, কেনন। তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাহার একত্র ৭ বাস করিতে পারিলেন না। আর অব্রামের পশুপালকদের ও লেটের পশুপালকদের পরস্পর বিবাদ হইল। — তৎকালে সেই দেশে কনানীয়েরা ও ৮ পরিষয়ের বসতি করিত।— তাহাতে অব্রাম লোটকে কহিলেন, বিনয় করি, তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালকগণে ও অামার পশুপালকগণে বিবাদ না হউক ; কেননা আমরা ৯ পরস্পর জ্ঞাতি। তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই ? বিনয় করি, আম৷ হইতে পৃথক হও ; হয়, তুমি বামে যাও, আমি দক্ষিণে যাই ; নয়, তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই । তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন, যদিনের সমস্ত অঞ্চল সোয়র পর্য্যন্ত সৰ্ব্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিসর দেশের হ্যায়, কেনন। তৎকালে সদাপ্রভু সদোম ও ঘমোরা বিনষ্ট ১১ করেন নাই । অতএব লোট আপনার নিমিত্তে যর্দনের সমস্ত অঞ্চল মনোনীত করিয়৷ পূৰ্ব্বদিকে প্রস্থান করিলেন ; এইরূপে তাহারা পরস্পর পৃথকৃ ১২ হইলেন । অব্রাম কনান দেশে থাকিলেন, এবং লোট সেই অঞ্চলস্থিত নগরসমূহের মধ্যে থাকিয়া সদোমের নিকট পর্য্যন্ত তাম্বু স্থাপন করিতে ১৩ লাগিলেন। সদোমের লোকেরা অতি দুষ্ট ও সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপিষ্ঠ ছিল। অব্রাম হইতে লোট পৃথক্ হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়৷ এই যে স্থানে তুমি আছ, এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূৰ্ব্ব ১t পশ্চিমে দৃষ্টিপাত কর ; কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, ইহা আমি তোমাকে ১৬ ও যুগে যুগে তোমার বংশকে দিব । আর পৃথিবীস্থ > 6 S 8 9