>> o ২৬ আমি বলিলাম, তাহাদিগকে উড়াইয়ী দিব, মনুষ্যদের মধ্য হইতে তাহদের স্মৃতি লোপ করিব । ২৭ কিন্তু ভয় করি, পাছে শত্র বিরক্ত করে, পাছে তাহদের বিপক্ষগণ বিপরীত বিচার করে, পাছে তাহারা বলে, আমাদেরই হস্ত উন্নত, এ সকল কাৰ্য্য সদা ভু করেন নাই । ২৮ কেননা উহার যুক্তিবিহীন জাতি, উহাদের মধ্যে বিবেচনা নাই। ২৯ আহ, কেন তাহারা জ্ঞানবান হইয়৷ এই কথা বুঝে না? কেন আপনাদের শেষদশী বিবেচনা করে না ? ৩০ এক জন কিরূপে সহস্ৰ লোককে তাড়াইয় দেয়, দুই জন দশ সহস্ৰকে পলাতক করে ? ন, তাহদের শৈল তাহাদিগকে বিক্রয় করিলেন, সদাপ্রভু তাহাদিগকে সমর্পণ করিলেন। ৩১ কেনন। উহাদের শৈল আমাদের শৈলের তুল্য নয়, আমাদের শত্রুরাও এইরূপ বিচার করে । ৩২ কারণ তাহদের দ্রীক্ষালত সদোমের দ্রাক্ষালত হইতে উৎপন্ন ; ঘমোরার ক্ষেত্রস্থ দ্রীক্ষালত হইতে উৎপন্ন ; তাহাদের দ্রাক্ষফল বিষময়, তাহাদের গুচছ তিক্ত : ৩৩ তাহদের দ্রীক্ষারস নাগদিগের গরল, তাহা কালসৰ্পের উৎকট হলাহল । ৩৪ ইহা কি আমার কাছে সঞ্চিত নহে ? আমার ধনাগারে মুদ্রাঙ্ক দ্বারা রক্ষিত নহে ? ৩৫ প্রতিশোধ ও প্রতিফলদান আমারই কৰ্ম্ম, যে সময়ে তাহদের পা পিছলিয়া ফাইবে : কেননা তাহদের বিপদের দিন নিকটবৰ্ত্তা, তাহীদের জন্য যাহ। যহ নিরূপিত, শীঘ্রই আদিবে। ৩৬ কারণ সদাপ্রভু আপন প্রজাদের বিচার করবেন, আপন দাসদের উপরে সদয় হইবেন : যেহেতু তিনি দেখবেন, তাহদের শক্তি গিয়াছে, বদ্ধ কি মুক্ত কেহই নাই । ৩৭ তিনি বলিবেন, কোথায় তাহদের দেবগণ, কোথায় সেই শৈল, যাহার শরণ লইয়াছিল, ৩৮ ঘাহা তাহদের বলির মেদ ভোজন করিত, তাহীদের পেয় নৈবেদ্যের দ্রীক্ষারস পান করিত ? তাহারাই উঠিয়া তোমাদের সাহায্য করুক, তাহারাই তোমাদের আশ্রয় হউক । ৩৯ এখন দেখ, আমি, আমিই তিনি : আমি ব্যতীত কোন ঈশ্বর নাই ; আমি বধ করি, আমিই সজীব করি : আমি আঘাত করিয়াছি, আমিই সুস্থ করি : আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহই নাই । ৪• কেনন। আমি আকাশের দিকে হস্ত উঠাই, অীর বলি, আমি অনন্তজীবী, ৪১ অামি যদি আপন খড়গবজে শাণ দিই, যদি বিচারসাধনে হস্তক্ষেপ করি, দ্বিতীয় বিবরণ। [ © २ ; २७– ©© ; २ ? তবে আমার বিপক্ষগণের প্রতিশোধ লইব, আমার বিদ্বেষী দিগকে প্রতিফল দিব । ৪২ অামি নিজ বাণ সকল মত্ত করিব রক্তপানে, হত ও বন্দি লোকদের রক্তপানে ; আমার খড়গ মাংস ভক্ষণ করবে, শত্ৰু-সেনানিগণের মস্তক { খাইবে ] । ৪৩ জাতিগণ, তাহার প্রজাদের সহিত হর্বনাদ কর : কেনন। তিনি আপন দাসদের রক্তের প্রতিফল দিবেন, আপন বিপক্ষগণের প্রতিশোধ লইবেন, আপন দেশের জন্ত, আপন প্ৰজাগণের জন্ত প্রায়শ্চিত্ত করিবেন। আর মোশি ও নুনের পুত্ৰ হোশয় আসিয়া লোকদের কর্ণগোচরে এই গীতের সমস্ত কথা কহিলেন । ৪৫ মোশি সমস্ত ইস্রায়েলের কাছে এই সকল কথা সমাপ্ত ৪৬ করিলেন ; আর তাহাদিগকে কহিলেন, আমি অদ্য তোমাদের কাছে সাক্ষ্যরূপে যাহাঁ যাহা কহিলাম, তোমরা সেই সমস্ত কথায় মনোযোগ কর, আর তোমাদের সন্তানগণ যেন এই ব্যবস্থার সকল কথা পালন করিতে যত্নবান হয়, এই জন্ত তাহাদিগকে ৪৭ তাহ আদেশ করিতে হইবে । বস্তুতঃ ইহা তোমাদের পক্ষে নিরর্থক বাক্য নহে, কেননা ইহা তোমাদের জীবন, এবং তোমরা যে দেশ অধিকার করিতে যৰ্দন পার হইয়া যাইতেছ, সেই দেশে এই বাক্য দ্বারা দীর্ঘায়ু হইবে। ৪৮ সেই দিবসে সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি এই ৪৯ অবরিাম পৰ্ব্বতে, অথাৎ ধিরহের সম্মুখে অবস্থিত মোয়াব দেশস্থ নবো পৰ্ব্বতে উঠ, এবং তামি অধিকারার্থে ইস্রায়েল সন্তানগণক যে দেশ দিতেছি, সেই ৫০ কনান দেশ দশন কর । আর তোমার ভ্রাত হীরোণ যেমন হোর পবর্বতে মরিয়া আপন লোকদের নিকট সংগৃহীত হইল, তদ্রুপ তুমি যে পৰ্ব্বতে উঠবে, তোমাকে তথায় মরিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইতে ৫১ হইবে ; কেননা সিন প্রান্তরে কাদেশস্থ মরীব। জলের নিকটে তোমরা ইস্রায়েল-সন্তানগণের মধ্যে আমার বিরুদ্ধে সত্যলজঘন করিয়াছিলে, ফলতঃ ইস্রায়েলসন্তানগণের মধ্যে আমাকে পবিত্র বলিয়া মান্ত কর ৫২ নই। তুমি আপনার সম্মুখে দেশ দেখিবে, কিন্তু আমি ইস্রায়েল-সন্তানগণকে যে দেশ দিতেছি, তথায় প্রবেশ করিতে পাইবে না । 88 ইস্রায়েলের প্রতি মোশির আশীৰ্ব্বাদ । උළු ’’ ঈশ্বরের লোক মোশি মৃত্যুর পূৰ্ব্বে ইত্ৰীয়েল-সন্তানগণকে যে আশীৰ্ব্ববাদে আশীৰ্ব্ববাদ করে২ লেন, তাহী এই। তিনি কহিলেন, সদপ্রভু সীনয় হইতে আসিলেন, সেয়ীর হইতে তাহদের প্রতি উদিত হইলেন : পারণ পৰ্ব্বত হইতে আপন তেজ প্রকাশ করিলেন, 180
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।