পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७० ; ०-२७ । ] অযুত অযুত পবিত্রের নিকট হইতে আসিলেন : তাহদের জন্ত তাহার দক্ষিণ হস্তে অগ্নিময় ব্যবস্থা ছিল। ও নিশ্চয় তিনি গোষ্ঠীদিগকে প্রেম করেন, তাহার পবিত্ৰগণ সকলে তোমার হস্তগত : তাহারা তোমার চরণতলে বসিল, প্রত্যেকে তোমার বাক্য গ্রহণ করিল। ৪ মোশি আমাদিগকে ব্যবস্থা আদেশ করিলেন, তাহা যাকোরের সমাজের অধিকার । যখন জনাধ্যক্ষের সমাগত হইল, ইস্রায়েলের সমস্ত বংশ একত্র হইল, তখন যি শুরূণে এক রাজা ছিলেন । ও রূবেণ বাচিয়া থাকুক, তাহার মৃত্যু না হউক, তথাপি তাহার লোক অল্পসংখ্যক হউক । ৭ আর যিহুদার বিষয়ে তিনি কহিলেন, হে সদাপ্রভু, যিহদার রব শুন, তাহার লোকদের নিকটে তাহাকে আন ; সে স্বহস্তে আপনার পক্ষে যুদ্ধ করিল, তুমি শক্ৰদের বিরুদ্ধে তাহার সাহায্যকারী হইবে। ৮ আর লেবির বিষয়ে তিনি কহিলেন, তোমার সেই সাধুর* সহিত তোমার তুৰ্ম্মীম ও উরীম রহিয়াছে : যাহার পরীক্ষা তুমি মঃসাতে করিলে, যাহার সহিত মরীবার জল সমীপে বিবাদ করিলে । ৯ সে আপন পিতার ও আপন মাতার বিষয়ে বলিল, আমি তাহাকে দেখি নাই ; সে আপন ভ্রাতাদিগকে স্বীকার করিল না, আপন সন্তানগণকেও চিনিল না ; কেননা তাহার তোমার বাক্য রক্ষা করিয়াছে, এবং তোমার নিয়ম পালন করে। ২• তাহারা যাকেবিকে তোমার শাসন, ইস্রায়েলকে তোমার ব্যবস্থা শিক্ষা দিবে : তাহার তোমার সম্মুখে ধূপ রাখিবে, তোমার বেদির উপরে পূর্ণাহুতি রাখিবে। ১১ সদাপ্রভো, তাহার সম্পত্তিতে আশীৰ্ব্ববাদ কর, তাহার হস্তের কৰ্ম্ম গ্রাহ কর : *** আঘাত কর, যাহারা তাহার বিরুদ্ধে ಔದ, যাহারা তাহাকে দ্বেষ করে, যেন তাহার। আর উঠিতে না পারে । ১২ বিদ্যমীনের বিষয়ে তিনি কহিলেন, সদাপ্রভুর প্রিয় জন তাহার নিকটে নির্ভয়ে বাস কারবে ; তিনি সমস্ত দিন তাহাকে আচ্ছাদন করেন, সে তাহার বগলে বাস করে । ১৩ আর যেযেফের বিষয়ে তিনি কহিলেন, তাহার দেশ সদাপ্রভুর আশীৰ্ব্বাদযুক্ত হউক,

  • (ব।) প্রিয় পাত্রের ।

দ্বিতীয় বিবরণ। > シ。 আকাশের উত্তম উত্তম দ্রব্য ও শিশির দ্বার, তাধে বিস্তীর্ণ জলধি দ্বার, ১৪ সূর্য্যপক্ক ফলের উত্তম উত্তম দ্রব্য দ্বারা, চান্দ্রমাসের পালায় পক্ক উত্তম উত্তম দ্রব্য দ্বারা, ১৫ পুরাতন পৰ্ব্বতগণের প্রধান প্রধান দ্রব্য দ্বার, চিরন্তন গিরিমালার উত্তম উত্তম দ্রব্য দ্বার, ১৬ পৃথিবীর উত্তম উত্তম দ্রব্য ও তৎপূর্ণতা দ্বারা : আর যি ন ঝোপবাসী, তাহার সন্তোষ হউক : সেই আশীৰ্ব্বাদ বৰ্ত্তক যেযেফের মস্তকে : ভাতৃগণ হইতে পৃথককৃতের মস্তকের তালুতে । ১৭ তাহার প্রথমজাত বৃষভ শোভাযুক্ত, তাহার শৃঙ্গযুগল গবয়ের শৃঙ্গ ; তদ্বারা সে পৃথিবীর প্রান্ত পৰ্য্যন্ত সমস্ত জাতিকে গুতাইবে : সেই শৃঙ্গ যুগল ইক্ৰয়িমের অযুত অযুত লোক, মনঃশির সহস্ৰ সহস্ৰ লোক । ১৮ আর সবুলনের বিষয়ে তিনি কহিলেন, সবুলুন ! তুমি আপন যাত্রাতে আনন্দ কর, ইষাগর । তুমি আপন তাম্বুতে আনন্দ কর । ১৯ ইহার গোষ্ঠদিগকে পৰ্ব্বতে আহবান করিবে: সে স্থানে ধাৰ্ম্মিকতার বলি উৎসর্গ করিবে, কেননা ইহার সমুদ্রের বহুল দ্রব্য, এবং বালুকার গুপ্ত ধন সকল শোষণ করিবে । ২০ আর গাদের বিষয়ে তিনি কহিলেন, ধন্ত তিনি, যিনি গাদকে বিস্তার করেন ; সে সিংহীর দ্যায় বসতি করে, সে বাহু এবং মস্তকের তালুও বিদীর্ণ করে। ২১ সে আপনার জন্য অগ্রিমাংশ নিরীক্ষণ করিল : কারণ তথায় অধিপতির অধিকার রক্ষিত হইল : আর সে লোকদের অধ্যক্ষগণের সঙ্গে আসিল : সদাপ্রভুর ধাৰ্ম্মিকতা সিদ্ধ করিল, ইস্রায়েল সম্বন্ধে তাহার শাসন সিদ্ধ করিল। আর দানের বিষয়ে তিনি কহিলেন, দান সিংহশাবক, যে বাশন হইতে লম্ফ দেয় । আর নগুলির বিষয়ে তিনি কহিলেন, নপ্তালি ! তুমি অনুগ্রহে তৃপ্ত, আর সদাপ্রভুর আশীৰ্ব্বাদে পরিপূর্ণ ; তুমি সমুদ্র ও দক্ষিণ অধিকার কর । ২৪ আর আশেরের বিষয়ে তিনি কহিলেন, পুত্ৰগণে আশের আশীৰ্ব্বাদযুক্ত হউক, সে আপন ভ্রাতাদের কাছে অনুগৃহীত হউক, সে অাপন চরণ তৈলে মগ্ন করুক । ২৫ তোমার অর্গল লৌহ ও পিত্তলময় হইবে, তোমার যেমন দিন, তেমনি শক্তি হইবে । হে যিশুরূণ, ঈশ্বরের তুল্য কেহ নাই ; তিনি তোমার সাহায্যার্থে আকাশরথে, নিজ গৌরবে গগনরথে যাতায়াত করেন । ২২ ミ○ ミや 181