○ レアペ ২৭ অনাদি ঈশ্বর তোমার বাসস্থান, নিম্নে অনন্তস্থায়ী বাহুযুগল ; তিনি তোমার সম্মুখ হইতে শক্রকে দূর করিলেন, আর বলিলেন, বিনাশ কর । ২৮ তাই ইস্রায়েল নিৰ্ভয়ে বাস করে, যাকোবের উৎস একাকী থাকে, শস্তের ও দ্রাক্ষরসের দেশে বাস করে : আর তাহার আকাশ হইতেও শিশির ক্ষরে । ২৯ হে ইস্রায়েল । ধন্ত তুমি, তোমার তুল্য কে ? তুমি সদাপ্রভু কর্তৃক নিস্তারপ্রাপ্ত জাতি, তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার ঔৎকর্ষের খড়গ। তোমার শক্রগণ তোমার কর্তৃত্ব স্বীকার করিবে, আর তুমিই তাহদের উচ্চস্থলী সকল দলন করিবে । মোশির মৃত্যু। wo)3 পরে মোশি মোয়াবের তলভূমি হইতে নবে৷ পৰ্ব্বতে, বিরাহের সম্মুখস্থিত পিসগ-শৃঙ্গে, উঠিলেন। আর সদাপ্রভু তাঁহাকে সমস্ত দেশ, দান পৰ্য্যন্ত ২ গিলিয়দ, এবং সমস্ত নপ্তালি, আর ইক্রয়িম ও মনঃশির দেশ, এবং পশ্চিম সমুদ্র পয্যন্ত যিহুদার সমস্ত ৩ দেশ, এবং দক্ষিণ দেশ, ও সোয়র পর্য্যন্ত খর্জরপুর ৪ যিরাহের তলভূমির অঞ্চল দেখাইলেন । আর সদাপ্রভু তাহাকে কহিলেন, আমি যে দেশের বিষয়ে শপথ করিয়া অব্রাহীমকে, ইসহাককে ও ঘাকোবকে বলিয়াছিলাম, আমি তোমার বংশকে সেই দেশ দিব, এ সেই দ্বিতীর বিবরণ – যিহোশূয়ের পুস্তক। [ ©© ; २१ - * ; ४ ॥ দেশ ; আমি উহা তোমাকে চক্ষুষ দেখাইলাম, কিন্তু ও তুমি পার হইয়। ঐ স্থানে যাইবে না। তখন সদাপ্রভুর দাস মোশি সদাপ্রভুর বাক্যানুসারে সেই স্থানে মোয়াব ৬ দেশে মরিলেন । আর তিনি মোয়াব দেশে বৈৎপিয়োরের সম্মুখস্থ উপত্যকাতে র্তাহাকে কবর দিলেন: কিন্তু তাহার কবরস্থান অদ্যপি কেহ জানে না । ৭ মরণকালে মোশির বয়স এক শত বিংশতি বৎসর হইয়াছিল ; তাহার চক্ষু ক্ষীণ হয় নাই, ও তাহার ৮ তেজের হ্রাস হয় নাই। পরে ইস্রায়েল-সন্তানগণ মোশির নিমিত্ত মোয়াবের তলভূমিতে ত্রিশ দিন রোদন করিল : এই রূপে মোশির শোকে তাহদের রোদনের দিন সম্পূর্ণ হইল। আর নুনের পুত্ৰ যিহোশূয় বিজ্ঞতাঁর আত্মায় পরিপূর্ণ ছিলেন, কারণ মোশি তাহার উপরে হস্তার্পণ করিয়াছিলেন ; আর ইস্রায়েল-সন্তানগণ তাহার কথায় মনোযোগ করিয়া মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে কৰ্ম্ম করিতে লাগিল । মোশির তুল্য কোন ভাববাদী ইস্রায়েলের মধ্যে আর উৎপন্ন হয় নাই ; সদাপ্রভু তাহার সঙ্গে সম্মুখা১১ সন্মুখি হইয়া আলাপ করতেন ; বস্তুতঃ সদাপ্রভু তাহাকে পাঠাইলে তিনি মিসর দেশে, ফরেণের, তাহার সমস্ত দাসের ও তাহার সমস্ত দেশের প্রতি সৰ্ব্বপ্রকার চিহ্ন ও অদ্ভুত লক্ষণ প্রদর্শন করিলেন, ১২ এবং সমস্ত ইস্রায়েলের দৃষ্টিতে মোশি পরাক্রান্ত হস্তের ও ভয়ঙ্করতার কত না কৰ্ম্ম করিয়াছিলেন । ఏ S O যিহোশূয়ের পুস্তক। যিহোশূয়ের নিয়োগ । ২ _সদাপ্রভুর দাস লুপির মৃত্যু হইলে পর সদ্যু প্রভু নুনের পুত্ৰ যিহোশূয় নামে মোশির পরি২ চারককে কহিলেন, আমার দাস মোশির মৃত্যু হইয়াছে ; এখন উঠ, তুমি এই সমস্ত লোক লহয়৷ এই যর্দন পার হও, এবং তাহাদিগকে অর্থাৎ ইস্রায়েলসন্তানগণকে আমি যে দেশ দিতেছি, সেই দেশ যাত্রা ৩ কর। যে সকল স্থানে তোমরা পদার্পণ করবে, আমি মোশিক যেমন বলিয়াছিলাম, তদনুসারে সেই সকল ৪ স্থান তোমাদিগকে দিয়াছি । প্রান্তর ও এই লিবানোন হইতে মহানদী, ফরাৎ নদী পৰ্য্যন্ত হিৰ্ত্তীয়দের সমস্ত দেশ, এবং সুয্যের অগুগমনের দিকে মহাসমুদ্র পর্য্যস্ত ও তোমাদের সীম৷ হইবে । তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাড়াইতে পরিবে না ; আমি যেমন 18 মোশির সহবৰ্ত্ত ছিলাম,তদ্রুপ তোমার সহবৰ্ত্ত থাকিব; আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব ৬ ন । বলবান হও ও সাহস কর ; কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদিগকে আধকার করাইবে । ৭ তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস কর ; আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্বপূর্বক পালন কর । তাহ। হইতে দক্ষিণে কি বাম ফিরিও না ; যেন তুমি ষে কোন স্থানে যাও, সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে ৮ পার। তোমার মুখ হইতে এই ব্যবস্থাপুণ্ডক বিচলিত না হউক ; তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূৰ্ব্বক সেই সকলের অনুযায়ী কৰ্ম্ম করণার্থে তুমি দিবীরত্র তাহ ধ্যান কর ; কেনন তাহা করিলে তোমার শুভ গতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। 2
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।