পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ; ৯ – ২ ; ১৬ । ] ৯ আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই ? তুমি বলবান হও ও সাহস কর, ত্ৰাসযুক্ত কি নিরাশ হুইও না ; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবত্তী । ১• তখন যিহোশূয় লোকদের অধ্যক্ষগণকে আজ্ঞা ১১ করিলেন, তোমরা শিবিরের মধ্য দিয়া যাও, লোকদিগকে এই কথা বল, তোমরা আপনাদের জন্ত পাথেয় সামগ্রী প্রস্তুত কর ; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে তোমাদিগকে যে দেশ দিতেছেন, সেই দেশে প্রবেশ করিয় তাহ অধিকার করিবার জন্ত তিন দিনের মধ্যে তোমাদিগকে এই যদিন পার হইয়৷ ১২ যাইতে হইবে। পরে যিহেশূয় রূবেণীয়দিগকে,গাদায়১৩ দিগকে ও মনঃশির অৰ্দ্ধ বংশকে কহিলেন, সদাপ্রভুর দাস মোশি তোমাদিগকে যে আজ্ঞা দিয়াছিলেন, তাহা স্মরণ কর; তিনি বলিয়াছিলেন, তোমাদের ঈশ্বর সদা প্ৰভু তোমাদিগকে বিশ্রাম দিতেছেন, আর এই ১৪ দেশ তোমাদিগকে দিবেন। মোশি যদ্দনের পূর্ববপারে তোমাদিগকে যে দেশ দিয়াছেন, তোমাদের স্ত্রীলোক, বালকবালিক ও পশুগণ সেই দেশে থাকিবে ; কিন্তু তোমরা, সমস্ত বলবান বীর, সসজ্জ হইয়া তোমাদের ভ্রাতৃগণের অগ্রে অগ্রে পার হইয়। যাইবে ও তাহদের ১৫ সাহায্য করিবে । পরে যখন সদাপ্রভু তোমাদের দ্যায় তোমাদের ভ্রাতৃগণকে বিশ্রাম দিবেন, অর্থাৎ তোমা দের ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে যে দেশ দিতেছেন, তাহারাও যখন সেই দেশ অধিকার করিবে, তখন তোমর। যদিনের পূর্বপারে সুৰ্য্যোদয়-দিকে সদাপ্রভুর দাস মোশির দত্ত আপনাদের অধিকারে ফিরিয়া ১৬ আসিয়া তাহ ভোগ করবে। তাহার। যিহোশূয়কে উত্তর করিল, আপনি আমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছেন, সে সকল আমরা করিব ; আপনি আমাদিগকে যে কোন স্থানে পাঠাইবেন, সেইখানে আমরা ১৭ যাইব । আমরা সকববিষয়ে যেমন মোশির কথা শুনিতাম, তেমনি আপনার কথা শুনিব ; কেবল আপনার ঈশ্বর সদাপ্রভু যেমন মোশির সহবৰ্ত্ত ছিলেন, তেমনি ১৮ আপনারও সহবত্তী হউন । যে কেহ আপনার আজ্ঞার বিরুদ্ধাচরণ করিবে, এবং আপনার আজ্ঞাপিত সকল কথা ন৷ শুনিবে, তাহার প্রাণদণ্ড হইবে ; আপনি কেবল বলবান হউন ও সাহস করুন। দেশ দেখিবার জন্ত দুই জন চর পাঠান হয়। R,蠶 যিহোশূয় শিটীম হইতে দুই জন চরকে গোপনে এই কথা বলিয়। পাঠাই য়। দিলেন, তোমরা যাও, ঐ দেশ ও যিরীহে নগর নিরীক্ষণ কর । তখন তাহার। গিয়া রহিব নাম্নী এক বেষ্ঠার গৃহে প্রবেশ করিয়া সেই স্থানে শয়ন করিল। ২ আর লোকের ফিরহের রাজাকে কহিল, দেখুন, দেশ অনুসন্ধান করিতে ইস্রায়েল-সন্তানগণের মধ্যে কয়েকটা যিহোশূয়ের পুস্তক। ○ ア○ ৩ লোক আজ রাত্ৰিতে এস্থানে অtসিয়াছে। তখন যিরীহোর রাজা রাহবের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন, যে লোকের তোমার কাছে আসিয়া তোমার গৃহে প্রবেশ করিয়াছে, তাহাদিগকে বাহির করিয়া আন, কেননা তাহারা সমস্ত দেশ অনুসন্ধান ৪ করিতে আসিয়াছে। তথন সে স্ত্রীলোকটী ঐ দুই জনকে লইয়। লুকাইয়া রাখিল, আর বলিল, সত্য, সেই লোকেরা আমার কাছে আসিয়াছিল বটে ; কিন্তু তাহার কোথাকার লোক, তাহা আমি জানিতাম ৫ না। অন্ধকার হইলে নগর-দ্বার বন্ধ করিবার একটু আগে সেই লোকেরা চলিয়া গিয়াছে ; তাহার কোথায় গিয়াছে, আমি জানি না ; শীঘ্র তাহদের পশ্চাৎ ৬ পশ্চাৎ যাও, গেলে তাহদের সঙ্গ ধরিবে। কিন্তু স্ত্রীলোকটী তাহাদিগকে ছাদের উপরে লই য়া গিয়া ছাদের উপরে আপনার সাজান মসিনার ডাটার মধ্যে লুকা৭ ইয়। রাগিয়াছিল। ঐ লোকের তাহদের পশ্চাৎ যদিনের পথে পারঘাট পৰ্য্যন্ত দৌড়িয়া গেল ; এবং যাহার। তাহাদের পশ্চাৎ দৌড়িয়া গেল, সেই লোকের বাহির হইবামাত্র নগর-দ্বার বন্ধ হইল । ৮ সেই দুই জন চর শয়ন করিবার পূৰ্ব্বে ঐ স্ত্রীলোকটী ৯ ছাদের উপরে তাহাদর নিকট আসিল, তার তাহীদিগকে কহিল, আমি জানি, সদাপ্রভু তোমাদিগকে এই দেশ দিয়াছেন, আর তোমাদের হইতে আমাদের উপরে ত্রাস উপস্থিত হইয়াছে, ও তোমাদের সম্মুখে এই ১০ দেশনিবাসী সমস্ত লোক গলিয়া গিয়াছে। কেননা মিসর হইতে তোমরা বাহির হইয়া আসিলে সদাপ্রভু তোমাদের সম্মুখে কি প্রকারে সুফসাগরের জল শুষ্ক করিয়াছিলেন, এবং তোমরা যদনের ওপারস্থ সাঁহোন ও ওগ নামে ইমোরীয়দের দুই রাজার প্রতি বাহ করিয়াছ, তাহাদিগকে যে নিঃশেষে বিনষ্ট করিয়াছ, ১১ তাহ। আমরা শুনিলাম ; আর শুনিবামাত্র আমাদের হৃদয় গলিয়া গেল ; তোমাদের হেতু কাহারও মনে সাহস রহিল না, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু ১২ উপরিস্থ স্বর্গে ও নীচস্থ পৃথিবীতে ঈশ্বর। অতএব এখন, বিনয় করি, তোমরা আমার কাছে সদাপ্রভুর নামে দিব্য কর ; আমি তোমাদের উপরে দয়া করিলাম, এই জন্য তোমরাও আমার পিতৃকুলের উপরে দয়া ১৩ করিবে, এবং একটী সত্য চিহ্ন আমাকে দেও ; ফলতঃ তোমরা আমার পিতামাতা, ভ্রাতাভগিনীগণ ও তাহাদের সমস্ত পরিজনকে বাচাইবে, ও মৃত্যু হইতে আমাদের ১৪ প্রাণ উদ্ধার করবে। সেই দুই জন তাহাকে বলিল, তোমরা যদি আমাদের এই কাৰ্য্য প্রকাশ না কর, তোমাদের পরিবর্তে আমাদের প্রাণ যাউক ; যে সময়ে সদাপ্রভু আমাদিগকে এই দেশ দিবেন, তৎকালে আমরা তোমার প্রতি দয়া ও সত্য ব্যবহার করিব । ১৫ পরে সে বাতায়ন দিয়। রজ্জ দ্বারা তাহাদিগকে নামাইয়। দিল, কেননা তাহার গৃহ নগর-প্রাচীরের গাত্রে ১৬ ছিল, সে প্রাচীরের উপরে বাস করিত। আর সে 183