পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ レや ৬ ছেদ হয় নাই । ফলতঃ যে সমস্ত লোক, যে যোদ্ধারা মিসর হইতে বাহির হইয়া আসিয়াছিল, তাহার। সদাপ্রভুর রবে কর্ণপাত করিত না, তজ্জন্ত তাহদের ংহার না হওয়া পৰ্য্যন্ত ইস্রায়েল-সন্তানগণ চল্লিশ বৎসর প্রান্তরে ভ্রমণ করিয়াছিল ; কেননা আমাদিগকে দুগ্ধমধুপ্রবাহী যে দেশ দিবার বিষয়ে সদাপ্রভু উহাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছিলেন, সদাপ্রভু উহাদিগকে সেই দেশ দেখিতে দিবেন না, এমন দিব্য ৭ উহাদের কাছে করিয়াছিলেন । উহাদের স্থানে উহাদের যে সন্তানদিগকে তিনি উৎপন্ন করিলেন, যিহোশূয় তাহদেরই ত্বকৃছেদ করাইলেন ; কেননা তাহার আচ্ছন্নত্বক ছিল ; কারণ পথের মধ্যে তাহীদের ত্বক্৮ ছেদ করা যায় নাই। সেই সমস্ত লোকের ত্বকছেদ সমাপ্ত হইলে পর যাবৎ তাহার। সুস্থ ন হইল, তাবৎ ১ শিবিরের মধ্যে স্ব স্ব স্থানে থাকিল । পরে সদাপ্রভু যিহেশূয়কে কহিলেন, অদ্য আমি তোমাদের হইতে মিসরের দুনাম গড়াইয়। দিলাম। আর আদ্য পয্যন্ত সেই স্থানের নাম গিল্গল | গড়ান ] আখ্যাত হইয়াছে। ইস্রায়েল-সন্তানগণ গিলগােল শিবির স্থাপন করিল : আর সেই মাসের চতুর্দশ দিনের সায়ংকালে যিরীহোর ১১ তলভূমিতে নিস্তারপর্ব পালন করিল। সেই নিস্তারপকের পরদিবসে তাহার দেশেৎপন্ন শস্ত ভোজন করিতে লাগিল, সেই দিনে তাড়াশুন্য রট ও ভাজ। ১২ শস্ত ভোজন করিল। আর সেই পরদিবসে তাহীদের দেশেৎপন্ন শস্ত ভোজনের পরে মান্না নিবৃত্ত হইল ; সেই অবধি ইস্রায়েল-সন্তানগণ আর মান্না পাইল না, কিন্তু সেই বৎসরে তাহার কনান দেশের ফল ভোজন করিল। যিরীহোঁর পতন ও বিনাশ । ১৩ ফিরহোর নিকটে অবস্থিতি-কালে যিহেীশূয় চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখ, এক পুরুষ তাহার সম্মুখে দণ্ডায়মান, তাহার হস্তে একথান নিস্কোষ খড়গ : যিহোশূয় তাহার কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি ১৪ আমাদের পক্ষ, কি আমাদের শক্রদের পক্ষ । তিনি কহিলেন, না ; কিন্তু আমি সদাপ্রভুর সৈন্তের অধ্যক্ষ, এখনই আসিলাম । তখন যিহোশূয় ভূমিতে উবুড় হইয় পড়িয়া প্ৰণিপাত করিলেন, ও তাহকে কহিলেন, হে আমার প্রভু, আপনকার এ দাসকে কি ১৫ আজ্ঞা করেন ? সদাপ্রভুর সৈন্তের অধ্যক্ষ যিহোশূয়কে কহিলেন, তোমার পদ হইতে পাণ্ডুকা খুলিয়া ফেল, কেননা যে স্থানে তুমি দাড়াইয়া আছ, ঐ স্থান পবিত্র । Wり তখন যিহেশূয় সেইরূপ করিলেন। (সেই সময়ে ইস্রায়েল-সন্তানগণের হেতু যিরীহে। নগর রুদ্ধ ও সংরুদ্ধ ছিল, কেহ ভিতরে অসিত না, কেহ বহিরে ২ যাইত না।) আর সদাপ্রভু যি ইশূয়ক কহিলেন, দেখ, আমি যিরাহে, ইহার রাজাকে ও বলবন বীর সকলকে ও তোমার হস্তে সমর্পণ করিলাম। তোমরা সমস্ত যোদ্ধ। 3 e যিহোশূয়ের পুস্তক। ۹ د و ن - وه و d ] এই নগর বেষ্টন করিয়া এক এক বীর প্রদক্ষিণ ৪ করিবে ; এইরূপ ছয় দিন করিবে । আর সাত জন যাজক সিন্দুকের অগ্রে অগ্ৰে মহাশব্দকারী সাত তুরী বহন করিবে ; পরে সপ্তম দিবসে তোমরা সাত বার নগর প্রদক্ষিণ করিবে, ও যাজকগণ তুরী বাজাইবে। ৫ আর তাহার। উচ্চৈঃস্বরে মহাশবদকারী শিঙ্গা বাজাইলে যখন তোমরা সেই তুরীধ্বনি শুনিবে, তখন সমস্ত লোক অতি উচ্চৈঃস্বরে সিংহনাদ করিয় উঠবে, তাহাতে নগরের প্রাচীর স্বস্থানে পড়িয়া যাইবে, এবং লোকেরা প্রত্যেক জন সন্মুখপথে উঠিয়া যাইবে । ৬ পরে নুনের পুত্ৰ যি হাশূয় যাজকগণকে ডাকিয়া কহিলেন, তোমরা নিয়ম-সিন্দুক তুল, এবং সাত জন যাজক সদাপ্রভূর সিন্দুকের অগ্ৰে অগ্ৰে মহাশব্দকারী ৭ সাত তুরী বহন করুক। আর তিনি লোকদিগকে কহিলেন, তোমরা অগ্রসর হইয়া নগর বেষ্টন কর, এবং সসজ্জ সৈন্ত সদাপ্রভুর সিন্দুকের অগ্ৰে অগ্ৰে ৮ গমন করুক। তখন লোকদের কাছে যিহোশূয়ের বাক্য সাঙ্গ হইলে সেই সাত জন যাজক সদাপ্রভুর অগ্রে অগ্ৰে মহাশব্দকারী সাত তুরী বহন করতঃ তুব্রী বাজাইত বাজাইতে চলিতে লাগিল,ও সদপ্রভুর নিয়ম৯ সিন্দুক তাহীদের পশ্চাৎ পশ্চাৎ চলিল । আর সসজ্জ সৈন্ত তুরীবাদক যাজকদের অগ্রে অগ্ৰে চলিল, এবং পশ্চাৎ দিকের সৈন্ত সিন্দুকের পশ্চাৎ পশ্চাৎ গমন করিল, {যাজকগণ ] তুরীধ্বনি করিতে করিতে চলিল । ১• আর যিহোশূয় লোকদিগকে বলিলেন, তোমরা সিংহনাদ করিও না, আপন আপন রব শুনাইও না,তোমাদের মুখ হইতে বাক্য নির্গত না হউক : পরে আমি যে দিন সিংহনাদ করিতে তোমাদিগকে আজ্ঞা করিব, ১১ সেই দিন তোমরা সিংহনাদ করিবে । এইরূপে তিনি নগরের চারিদিকে এক বার সদাপ্রভুর সিন্দুক প্রদক্ষিণ করাইলেন ; আর তাহার। শিবিরে আসিয়া শিবিরে রাত্রি যাপন করিল। ১২ আর যিহোশূয় প্রত্যুষে উঠিলেন, এবং যাজকগণ ১৩ সদাপ্রভুর সিন্দুক তুলিয়া লইল । আর সেই সাত জন যাজক সদাপ্রভুর সিন্দুকের অগ্ৰে অগ্ৰে মহাশক কারী সাত তুরী বহন করতঃ অনবরত চলিল, ও তুরী বাজাইতে লাগিল ; এবং সসজ্জ সৈন্ত তাহদের অগ্ৰে অগ্ৰে চলিল, এবং পশ্চাৎ দিকের সৈন্ত সদ প্রভুর সিন্দুকের পশ্চাৎ পশ্চাৎ গমন করিল, । যাজকগণ ] তুরীধ্বনি ১৪ করতে করিতে চলিল। আর তাহার। দ্বিতীয় দিবসে এক বার নগর প্রদক্ষিণ করিয়া শিবিরে ফিরিয়া ১৫ তাসিল । তাহারা ছয় দিন এইরূপ করিল। পরে সপ্তম দিবসে তাহারা প্রতুষে অরণাদয় কালে উঠিয় সাত বার সেই প্রকারে নগর প্রদক্ষিণ করিল : কেবল ১৬ সেই দিবসে সাত বার নগর ও দক্ষিণ করল । পরে যাজকগণ সপ্তম বার তরী বজাইলে যিহেশুয় লোকদিগকে কহিলেন, তোমরা সিংহনাদ কর, কেননা ১৭ সদাপ্রভু তোমাদিগকে এই নগর দিয়াছেন। আর 186