سياسي ! $ সদাপ্রভু কর্তৃক যে বংশ নির্ণত হইবে, সেই বংশের এক এক গোষ্ঠী নিকটে আসিবে ; ও সদাপ্রভু কর্তৃক ষে গোষ্ঠী নিীত হইবে, তাহার এক এক কুল নিকটে আসিবে ; ও সদাপ্রভু কর্তৃক যে কুল নির্ণীত হইবে, ২৫ তাহার এক এক পুরুষ নিকটে আসিবে। তার যে ব্যক্তি বজ্জিত দ্রব্য রাখিয়ছে বলিয়া ধরা পড়িবে, তাহাকে ও তাহার সম্পকীয় সকলকেই আগুনে পোড়াইয়া দিতে হুইবে, কেননা সে সদাপ্রভূর নিয়ম লঙ্ঘন করিয়াছে, ও ইস্রায়েলের মধ্যে মুঢ়তার ক্রিয় করিয়াছে। পরে যিহেশুয় প্রত্যুষে উঠিয়া ইস্রায়েলকে স্ব স্ব বংশানুসারে নিকটে আনইলেন ; তাহাতে যিহ্ৰদ-বংশ ১৭ ধরা পড়িল ; পরে তিনি যিহুদার গোষ্ঠী সকলকে নিকটে আনইলে সেরহীয় গোষ্ঠী ধরা পড়িল ; পরে তিনি সেরহীয় গোষ্ঠীক পুরুষানুসারে অনাইলে সদি ১৮ ধরা পড়িল । পরে তিনি তাহার কুলকে পুরুষানুসারে আনইলে যিহুদী-বংশীয় সেরহের সন্তান সব্দির সন্তান ১৯ কন্মির পুত্র আখন ধরা পড়িল । তখন যিহেশুয় আখনকে কহিলেন, হে আমার বৎস, বিনয় করি, তুমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর মহিমা স্বীকার কর, তাহার স্তব কর ; এবং তুমি কি করিয়াছ, আমাকে ২০ বল ; আম হুইতে গোপন করিও না । অtখন উত্তর করিয়া যিহোশূয়কে কহিল, সত্য, আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি, আমি এই ২১ এই কাৰ্য্য করিয়াছি ; আমি লুটিত দ্রব্যের মধ্যে উত্তম একখানি বাবিলীয় শাল, দুই শত শেকল রৌপ্য ও পঞ্চাশ শেকল পরিমিত এক থান স্বর্ণ দেখিয়া লোভে পড়িয়া হরণ করিয়াছি ; আর দেখুন, সে সকল আমার তাস্তুর মধ্যে ভূমিতে লুকান রহিয়াছে, আর নীচে রৌপ্য অাছে ! তখন যিহেশূৰ্য দূত প্রেরণ করিলে তাহারা তাহার তাম্বুতে দোড়িয়া গেল, তার দেখ, তাহার তাম্বুর মধ্যে ২৩ তাহ লুকান রহিয়াছে, আর নীচে রৌপ্য ছিল। আর তাহার। তন্থর মধ্য হইতে সে সকল লইয়া যিহেীশুয়ের ও সমস্ত হস্রায়েল সন্তানের কাছে অনিল, এবং সদা২৪ প্রভুর সম্মুখে তাহ বিস্তার করিল। পরে যিহোশূন্ত্র ও সমস্ত ইস্রায়েল সেরহের সন্তান আখনকে ও সেই রৌপ্য, শাল, স্বর্ণের খান ও তাহার পুত্রকষ্ঠীগণ এবং তlহার গোরু, গর্দভ, মেষ ও তাম্বু, এবং তাহার যাহা কিছু ছিল, সমস্তই লইলেন ; আর আথোর তলভূমিতে ২৫ তানি লন। পরে বিহেশুয় কহিলেন, তুমি আমাদিগকে কেন ব্যাকুল করিলে? অদ্য সদাপ্ৰভু তোমাকে ব্যাকুল করিবেন। পরে সমস্ত ইস্রায়েল তাহাকে প্রস্তরাঘাত করিল ; তাহারা তাহাদিগকে আগুনে ২৬ পোড়াইল ও প্রস্তরাঘাত করিল। পরে তাহার। তাহার উপরে প্রস্তরের বৃহৎ রাশি করিল, তাহ অদ্যপি রহিয়াছে। এইরূপে সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধ হইতে নিবৃত্ত হইলেন। অতএব সেই স্থান অদ্যপি অথোর [ব্যাকুলতী] তলভূমি নামে আখ্যাত রহিয়াছে। >W。 ミR যিহোশূয়ের পুস্তক । [ ৭ ; ১৫ — ৮ ; ১৩ । অয় নগরের বিনাশ । ৮ পরে দাপ্রভু যিহেশ্বরকে কহিলন, তুমি ভীত কি নিরাশ হইও না ; সমস্ত সৈন্তাকে সঙ্গে করিয়া লও, উঠ, অয়ে যাত্র কর ; দেখ, আমি আয়ের রাজাকে ও তাহার প্রজাদিগকে এবং তাহর নগর ও ২ তাহার দেশ তোমার হস্তে সমর্পণ করিয়াছি। তুমি যিরীহোর ও তথাকার রাজার প্রতি যেরূপ করিলে, তায়ের ও তথাকার রাজার প্রতিও তদ্রুপ করিবে, কিন্তু তাহার লুটদ্রব্য ও পশু তোমরা আপনাদের জন্ত লইবে। তুমি নগরের বিরুদ্ধে পশ্চাৎ দিকে আপনার এক দল সৈন্ত গোপনে রাখ । ৩ তপন যিহোশূয় ও সমস্ত যোদ্ধা উঠিয়া অয়ের বিরুদ্ধে যাত্রা করিলেন ; যিহেশুয় ত্রিশ সহস্র বলবান বীর মনোনীত করিলেন, এবং তাহাদিগকে রাত্রিতে পাঠা৪ ইয়া দিলেন। তিনি এই অজ্ঞা করিলেন, দেখ, তোমরা নগরের পশ্চাতে নগরের বিরুদ্ধে লুকাইয়া থাকিবে : নগর হইতে বেশী দূরে যাইবে না, কিন্তু সকলেই ৫ প্রস্তুত থাকিবে । পরে তামি ও আমার সঙ্গী সমস্ত লোক নগরের নিকট উপস্থিত হইব ; আর তাহারা যখন পূর্বের হয় আমাদের বিরুদ্ধে বাহির হইয়া আসিবে, তখন আমরা তাহদের সন্মুখ হইতে পলায়ন ৬ করিব। আর তাহারা বাহির হইয়া আমাদের পশ্চাৎ পশ্চাৎ অtfসবে, শেষে আমরা তাহাদিগকে নগর হইতে দুরে আকর্ষণ করিব ; কেননা তাহারা বলিবে, ইহার পূর্বের স্থায় আমাদের সম্মুখ হইতে পলায়ন করিতেছে ; এইরূপে আমরা তাহদের সন্মুখ হইতে পলা৭ য়ন করিব ; আর তোমরা গুপ্ত স্থান হইতে উঠিয়। নগর অধিকার করিবে ; কেননা তোমাদের ঈশ্বর ৮ সদাপ্রভু তাহ তোমাদের হস্তে সমপণ করবেন । নগর আক্রমণ করিবামাত্র তোমরা নগরে আগুন লাগাইয়। দিবে ; তোমরা সদাপ্রভুর বাক্যনুসারে কার্য্য করবে ; দেখ, আমি তোমাদিগকে আজ্ঞা করিলাম । ৯ এইরূপে বিহেশুয় তাহাদিগকে প্রেরণ করিলেন : তার তাহারা গিয়৷ তায়ের পশ্চিম বৈথেলের ও অয়ের মধ্যস্থানে লুকাইয়া থাকিল; কিন্তু যিহোশূয় লোকদের ১• মধ্যে সেই রাত্রিযাপন করিলেন। পরে যিহোশূয় প্রত্যুষে উঠিয়া লোক সংগ্ৰহ করিলেন, আর তিনি ও হস্রায়েলের প্রাচীনবগ লোকদের অগ্ৰে অগ্ৰে অয়ে যাত্রা করিলেন । ১১ আর তাহার সঙ্গী সমস্ত যোদ্ধ চলিল, এবং নিকটবৰ্ত্তা হইয়া নগরের সম্মুখে উপস্থিত হইল, আর আয়ের উত্তরদিকে শিবির স্থাপন করিল ; তাহার ও অয়ের মধ্যস্থানে ১২ এক উপত্যক ছিল । আর তিনি অনুমান পাচ সহস্ৰ লোক লইয়া নগরের পশ্চিমদিকে বৈথেলের ও আয়ের ১৩ মধ্যস্থানে লুকাইয়। রাখিলেন । এইরূপে লোকেরা নগরের উত্তরদিক্স্থ সমস্ত শিবিরকে ও নগরের পশ্চিমদিকে আপনাদের গুপ্ত দলকে স্থাপন করিল ; এবং যিহে।শুদ্ধ ঐ রাত্রিতে তলভূমির মধ্যে গমন করিলেন। 188
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।