পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о ধুলির স্তায় তোমার বংশবৃদ্ধি করিব ; কেহ যদি পৃথিবীস্থ ধূলি গণিতে পারে, তবে তোমার বংশও ১৭ গণ যাইবে। উঠ, এই দেশের দীর্ঘপ্রস্থে পৰ্য্যটন কর, কেননা আমি তোমাকেই ইহা দিব । তখন অব্রাম তাম্বু তুলিয়া হিরোণে স্থিত মস্ত্রির এলোন বনের নিকটে গিয়া বাস করিলেন, এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিলেন । লোটের বন্দিত্ব ও পুনরুদ্ধার । $8 শিনিয়রের অম্রাফল রাজা, ইল্লাসরের অরিয়েক রাজী, এলমের কদলায়োমর রাজা এবং ২ গোয়ীমের তিদিয়ল রাজার সময়ে ঐ রাজগণ সদেীমের রাজ বির, ঘমোরার রাজা বিশা, অদমার রাজ। শিনাব, সবোয়িমের রাজা শিমেবর ও বিলার অর্থাৎ সোয়রের রাজার সহিত যুদ্ধ করিলেন । ৩ ইহার! সকলে সিদৗম তলভূমিতে অর্থাৎ লবণসমুদ্রে ৪ একত্র হইয়াছিলেন । ইহার দ্বাদশ বৎসর পর্য্যন্ত কদলায়েমরের দাসত্বে থাকিয়া ত্রয়োদশ বৎসরে ৫ বিদ্রোহী হন । পরে চতুর্দশ বৎসরে কদর্লায়োমর ও তাহার সহায় রাজগণ আসিয়া অস্তরোৎ কর্ণয়িমে রফায়ীয়দিগকে, হমে সুষীয়দিগকে, শাবি কিরিয়া৬ খয়িমে এমীয়দিগকে ও প্রান্তরের পাশ্বস্থ এল পারণ পৰ্য্যন্ত সেয়ীর পবর্বতে তথাকার হোরীয়দিগকে ৭ আঘাত করিলেন । পরে তথা হইতে ফিরিয়া ঐনমিম্পটে অর্থাৎ কাদেশে গিয়া আমালেকীয়দের সমস্ত দেশকে এবং হৎসসোন-তামর নিবাসী ইমোরীয়৮ দিগকে আঘাত করিলেন। আর সদোমের রাজা, ঘমোরার রাজা, অদমীর রাজা, সবোয়িমের রাজা ও বিলার অর্থাৎ সোয়রের রাজা বাহির হইয়া ৯ এলমের কদলীয়েমের রাজার, গোয়ীমের তিদিয়ল রাজার, শিনিয়রের অম্রাফল রাজার ও ইল্লা সরের অরিয়োক রাজার সহিত, পাঁচ জন রাজা চারি জন রাজার সহিত, যুদ্ধ করশার্থে সিদীম ১• তলভূমিতে সেনা স্থাপন করিলেম । ঐ সিদীম তলভূমিতে মেটিয়া তৈলের অনেক খাত ছিল : আর সদোম ও ঘমোরার রাজগণ পলায়ন করিলেন ও তাহার মধ্যে পতিত হইলেন, এবং অবশিষ্টের ১১ পৰ্ব্বতে পলায়ন করিলেন। আর শক্ররা সদোম ও ঘমোরার সমস্ত সম্পত্তি ও ভক্ষ্য দ্রব্য লইয়া ১২ প্রস্থান করিলেন । বিশেষতঃ তাহারা অব্রামের ভ্রাতুষ্পপুত্ৰ লোটকে ও তাহার সম্পত্তি লইয়া গেলেন, কেনন। তিনি সদোমে বাস করিতেছিলেন। - তখন এক জন পলাতক ইত্ৰীয় অব্রামকে সমাচার দিল ; ঐ সময়ে তিনি ইস্কোলের ভ্রাতা ও আনেরের ভ্রাতা ইমোরীয় মম্রির এলোন বনে বাস করিতে ছিলেন, এবং তাহারা অব্রামের সহায় ছিলেন । ১৪ অভ্রাম যখন শুনিলেন, তাহার জ্ঞাতি ধৃত হইয়া X by చి আদিপুস্তক। [○○ ; >aー > G : 8 ] ছেন, তখন তিনি আপন গৃহজাত তিন শত আঠার জন অভ্যস্ত দাসকে লইয়া দান পর্য্যন্ত ধাবমান ১৫ হইয়া গেলেন। পরে রাত্রিকালে আপন দাসদিগকে দুই দল করিয়া তিনি শত্রগণকে আঘাত করিলেন, এবং দম্মেশকের উত্তরে স্থিত হোবা পৰ্য্যন্ত ১৬ তাড়াইয়া দিলেন। এবং সকল সম্পত্তি, আর আপন জ্ঞাতি লোট ও তাহার সম্পত্তি এবং স্ত্রীলোকদিগকে ও লোক সকলকে ফিরাইয়া আনিলেন । আব্রাম কদলায়োমরকে ও তাহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর, সদোমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে শাবী তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন। ১৮ এবং শালেমের রাজা মন্ধীষেদক রুট ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন , তিনি পরাৎপর ঈশ্বরের ১৯ যাজক । তিনি আব্রামকে আশীৰ্ব্বাদ করিলেন, বলিলেন, তীব্রাম স্বর্গমর্তোর অধিকারী পরাৎপর ২• ঈশ্বরের আশীৰ্ব্বাদপত্রে হউন , আর পরাৎপর ঈশ্বর ধন্য হউন, যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন । তখন আব্রাম সমস্ত দ্রব্যের ২১ দশমাংশ তাহাকে দিলেন । আর সদোমের রাজ। আব্রামকে কহিলেন, মনুষ্য সকল আমাকে দিউন, ২২ সম্পত্তি আপনার জন্ত লউন । তখন আব্রাম সদোমের রাজাকে উত্তর করিলেন, আমি স্বর্গমর্তোর অধিকারী পরাৎপর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে হস্ত ২৩ উঠাইয়া কহিতেছি, আমি আপনার কিছুই লইব না, এক গাছি স্বতা কি পাদুকার বন্ধনীও লইব না ; পাছে আপনি বলেন, আমি অব্রামকে ধনবান ২৪ করিয়াছি । কেবল {আমার যুবগণ যাহা খাইয়াছে তাহা লইব, এবং যে ব্যক্তির। আমার সঙ্গে গিয়াছিলেন, আনের, ইস্কোল ও মস্ত্রি, তাহারা আপন আপন প্রাপ্তব্য অংশ গ্রহণ করুন । অব্রামের সহিত ঈশ্বরের নিয়ম স্থাপন । S(C ঐ ঘটনার পরে দর্শনযোগে সদাপ্রভুর বাক্য আব্রামের নিকটে উপস্থিত হইল, তিনি বলি- ' লেন, অব্রাম, ভয় করিও না, আমিই তোমার ২ ঢাল ও তোমার মহাপুরস্কার। আব্রাম কহিলেন, হে প্ৰভু সদাপ্রভু, তুমি আমাকে কি দিবে ? আমি ত নিঃসন্তান হহয় প্রয়াণ করিতেছি, এবং এই দম্মেশকীয় ইলীয়েষর আমার গৃহের ধনাধিকারী। ৩ আর অব্রাম কহিলেন, দেখ, তুমি আমাকে সন্তান দিলে না, এবং আমার গৃহজাত এক জন আমার ৪ উত্তরাধিকারী হইবে । তখন দেখ, তাহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল, যথা, ঐ ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মিবে, সেই তোমার উত্তরাধিকারী হইবে । > * 10