পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఢి ఎ e ফলতঃ তাহারা গিয় রাজদূতের বেশ ধারণ করিয়া আপন আপন গর্দভের উপরে পুরাতন ছাল এবং দ্রাক্ষরসের পুরাতন, জীর্ণ ও তালীযুক্ত কুপ চাপাং ইল। আর পায়ে পুরাতন ও তালীযুক্ত পাণ্ডুক ও গাত্রে পুরাতন বস্ত্র দিল, এবং সমস্ত শুষ্ক ও ছাতাপড়। ৬ রুটী পাথেয় লইল । পরে তাহার। গিল্গলস্থিত শিবিরে যি হাশুয়র নিকটে গিয় তাহাকে ও ইস্রায়েল লোকদিগকে কহিল, আমরা দূরদেশ হইতে আসিলাম ; অতএব এখন আপনার আমাদের সহিত নিয়ম স্থির ৭ করুন। তখন ইস্রায়েল লোকের সেই হিববীয়দিগকে কহিল, কি জানি, তোমরা আমাদেরই মধ্যে বাস করিতেছ , তাহা হইলে আমরা তোমাদের সহিত কি ৮ প্রকারে নিয়ম স্থির করিতে পারি ? তাহারী যিহোশুরকে কহিল, আমরা আপনকার দাস। তখন যিহোশুর জিজ্ঞাসা করিলেন, তোমরা কাহারী ? কোথ৷ ৯ হইতে আসিলে ? তাহার কহিল, আপনকার দাস আমরা আপনকার ঈশ্বর সদাপ্রভুর নাম শুনিয়া অতি দূরদেশ হইতে আসিলাম, কেননা তাহার কীৰ্ত্তি, এবং ১• তিনি মিসর দেশে যে কাৰ্য্য করিয়াছেন, আর যদিনের ওপারস্থ দুই ইমোরীয় রাজার প্রতি, হিন্থবোনের রাজ। সহোনের ও বাশনের রাজা অষ্টারোৎ-নিবাসী ওগের প্রতি যে কাৰ্য্য করিয়াছেন, সমস্তই আমরা শুনিয়াছি। ১১ আর আমাদের প্রাচীনবর্গ ও দেশনিবাসী লোক সকল আমাদিগকে কহিল, তোমরা যাত্রার জন্ত হস্তে পাথেয় দ্রব্য লইয়। তাহীদের সহিত সাক্ষাৎ করিতে যাও, এবং তাহাদিগকে বল, আমরা আপনাদের দাস ; অতএব এখন আপনার আমাদের সহিত নিয়ম স্থির ১২ করুন। আপনাদের নিকটে আসিবার নিমিত্তে যে দিন যাত্রা করি, সেই দিন আমরা গৃহ হইতে যে তপ্ত রুটী পাথেয় ভানিয়াছিলাম, এই দেখুন, আমাদের ১৩ সেই রুটী এখন শুষ্ক ও ছাতাপড়া। আর যে সকল কুপ। দ্রাক্ষরসে পূর্ণ করিয়াছিলাম, সেগুলি নুতন ছিল, এই দেখুন, সে সকল ছিড়িয়া গিয়াছে। আর আমাদের এই সকল বস্ত্র ও পাদুক পুরাতন হইয়াছে, ১৪ কেননা পথ অতি দূর। তাহাতে লোকের তাহীদের খাদ্য দ্রব্য গ্রহণ করিল, কিন্তু সদাপ্রভুর অভিমত ১৫ জিজ্ঞাসা করিল না। আর যিহেশুয় তাহদের সহিত সন্ধি করিয়া যাহাঁতে তাহার বাচে, এমন নিয়ম করিলেন, এবং মণ্ডলীর অধ্যক্ষগণ তাহদের কাছে শপথ করিলেন । এইরূপে তাহীদের সহিত নিয়ম স্থির করিবার পরে তিন দিন গত হইলে উহার শুনিতে পাইল, তাহার। আমাদের নিকটস্থ এবং আমাদের মধ্যে বাস করি১৭ তেছে। পরে ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিয়া তৃতীয় দিবসে তাহীদের নগর সকলের কাছে উপস্থিত হইল । সেই সকল নগরের নাম গিবিয়োন, কফর, বেরোৎ ১৮ ও কিরিয়ৎ-বিয়ারম ৷ মণ্ডলীর অধ্যক্ষগণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে তাহদের কাছে দিব্য করিয়া ృత్రి যিহোশূয়ের পুস্তক। [ - ; 6 — 9 о ; 9 і ছিলেন বলিয়া ইস্রায়েল-সন্তানগণ তাহাদিগকে আঘাত করিল না, কিন্তু সমস্ত মণ্ডলী অধ্যক্ষগণের বিরুদ্ধ ১৯ বচস করিতে লাগিল । তাহতে অধ্যক্ষের সকল সমস্ত মণ্ডলীকে কহিলেন, আমরা উহাদের কাছে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে দিব্য করিয়াছি, অতএব এখন ২০ উহাদিগকে স্পর্শ করিতে পারি না। আমরা উহাদের প্রতি ইহাই করিব, উহাদিগকে জীবৎ রাগিব, নতুব উহাদের কাছে যে দিব্য করিয়াছি, তৎপ্রযুক্ত আমাদের ২১ প্রতি ক্রোধ উপস্থিত হইবে । অতএব অধ্যক্ষগণ তাহাদিগকে কহিলেন, উহারা জীবৎ থাকুক ; কিন্তু অধ্যক্ষগণের কথানুসারে তাহারা সমস্ত মণ্ডলীর নিমিত্তে কাঠচ্ছেদক ও জলবাহক হইল । ২২ ভার যিহেশুয় তাহাদিগকে ডাকাইয়া কহিলেন, তোমরা ত আমাদেরই মধ্যে বাস করিতেছ ; তবে আমরা তোমাদের হইতে অতি দূরে থাকি, এই কথা ২৩ বলিয়া কেন আমাদিগকে প্রবঞ্চন করিলে ? এই নিমিত্তে তোমরা শাপগ্ৰস্ত হইলে ; আমার ঈশ্বরের গৃহের নিমিত্তে কাঠচ্ছেদন ও জলবহন, এই দাস্যকৰ্ম্ম ২৪ হইতে তোমরা কখনও মুক্তি পাইবে না। তাহার। যিহেশুয়কে উত্তর করিয়া বলিল, আপনাদিগকে এই সমস্ত দেশ দিবার জন্য ও আপনাদের সম্মুখ হইতে এই দেশনিবাসী সমস্ত লোককে বিনাশ করিবার জন্ত আপনকার ঈশ্বর সদাপ্রভু যে আপন দাস মেশিকে আজ্ঞ করিয়াছিলেন, তাহার নিশ্চিত সংবাদ আপনকার দাস আমরা পাইয়াছিলাম, তজ্জন্ত আমরা আপনদের হইতে প্রাণভয়ে অতিশয় ভীত হইরা এই ২৫ কার্য্য করিয়াছি। এখন দেখুন, আমরা আপনকারই হস্তগত, আমাদের প্রতি যাহ করা আপনার ভাল ও ২৬ হায্য বোধ হয়, তাহাই করুন। পরে তিনি তাহীদের প্রতি তাহাই করিলেন, ও ইস্রায়েল-সন্তানগণের হস্ত হইতে তাহাদিগকে রক্ষা করিলেন, তাহাতে তাহারা ২৭ তাহাদিগকে বধ করিল না। আর সদাপ্রভুর মনোনীত স্থানে মণ্ডলীর ও সদাপ্রভুর যজ্ঞবেদির নিমিত্তে কাঠচ্ছেদন ও জলবহন কৰ্ম্মে যিহেশুয় সেই দিবসে তাহাদিগকে নিযুক্ত করিলেন ; তাহার অদ্য পৰ্য্যন্ত তাহ। করিতেছে । পীচ রাজার পরাজয় ও বিনাশ । S రి ফিরশালেমের রাজী আদোনী-ষেদক যখন শুনিলেন, বিহোশূয় ভায় হস্তগত করিয়া নিঃশেষে বিনষ্ট করিয়াছেন, যিরীহে ও তথাকার রাজার প্রতি যেমন করিয়াছিলেন, আয়ের ও তথাকার রাজার প্রতিও তদ্রুপ করিয়াছেন, এবং গিবিয়োন-নিবাসীরা ইস্রায়েলের সহিত সন্ধি করিয়া তাহীদের মধ্যবৰ্ত্তী হই২ য়াছে ; তখন লোকের অতিশয় ভীত হইল, কেনন। গিবিয়োন নগর রাজধানীর স্থায় বৃহৎ এবং অয় অপেক্ষাও বড়, আর তথাকার সমস্ত লোক বলবান ছিল । ৩ তার যিরশালেমের রাজা অদোনী-ষেদক হিত্ৰোণের 190