পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ 8 ; > - * G ; २२ । ] যিহুদী-সন্তানদের দেশ নিরূপণ। $8 কনান দেশে ইস্রায়েল-সন্তানগণ এই এই অধিকার গ্রহণ করিল ; ইলীয়াসর যাজক ও নুনের পুত্ৰ যিহোশূয় এবং ইস্রায়েল-সন্তানগণের বংশসমূহের পিতৃকুলপতিগণ এই সকল তাহাদিগকে অংশ করিয়া ২ দিলেন ; সদা ভু মোশি দ্বারা যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তাহারা গুলিবাট দ্বার সাড়ে নয় ৩ বংশের অংশ নিরূপণ করিলেন । কেননা যদনের ওপারে মোশি আড়াই বংশকে অধিকার দিয়াছিলেন, কিন্তু লেৰীয়দিগকে লোকদের মধ্যে অধিকার দেন ৪ নাই। কেননা যোষেফ-সন্তানগণ দুই বংশ হইল, মনঃশি ও ইক্রয়িম : আর লেবীয়দিগকে দেশে কোন অংশ দেওয়া গেল না, কেবল বাস করিবার জন্ত কতকগুলি নগর, এবং তাহদের পশুপালের ও তাহদের সম্পত্তির জন্ত সেই সকল নগরের পরিসরভূমি দেওয়া গেল । ৰ সদাপ্রভু মেশিকে যে আজ্ঞা দিয়াছিলেন, ইস্রায়েলসন্তানগণ তদনুসারে কার্য্য করিল, এবং দেশ বিভাগ করিয়া লইল । ৬ আর যিহদা-সন্তানগণ গিল্গলে যিহোশূয়ের নিকটে আসিল ; আর কনিসীয় যিফুল্লির পুত্র কালেব তাহাকে কহিলেন, সদাপ্রভু আমার ও তোমার বিষয়ে কাদেশবর্ণেয়ে ঈশ্বরের লোক মোশিকে যে কথা বলিয়াছিলেন, ৭ তাহা তুমি জ্ঞাত আছ। আমার চল্লিশ বৎসর বয়সের সময়ে সদা প্রভুর দাস মোশি দেশ অনুসন্ধান করিতে কাদেশ-বর্ণেয় হইতে আমাকে প্রেরণ করিয়াছিলেন, তার আমি সরল অন্তঃকরণে তাহার নিকটে সংবাদ ৮ তানিয়া দিয়াছিলাম। আমার যে ভ্রাতৃগণ আমার সহিত গিয়াছিল, তাহার লোকদের হৃদয় [ ভয়ে ] গলাইয়া দিয়াছিল ; কিন্তু আমি সম্পূর্ণরূপে আপন ৯ ঈশ্বর সদাপ্রভুর অনুগামী ছিলাম। আর মোশি ঐ দিবসে দিব্য করিয়া বলিয়াছিলেন, যে ভূমির উপরে তোমার পাদবিক্ষেপ হইয়াছে, সেই ভূমি তোমার ও চিরকাল তোমার সন্তানগণের অধিকার হইবে ; কেননা তুমি সম্পূর্ণরূপে আমার ঈশ্বর সদাপ্রভুর অনুগমন ১• করিয়াছ । আর এখন, দেখ, প্রান্তরে ইস্রায়েলের ভ্রমণকালে যে সময়ে সদাপ্রভু মোশিকে সেই কথা বলিয়াছিলেন, সেই অবধি সদাপ্রভু আপন বাক্যানুসারে এই পয়তাল্লিশ বৎসর আমাকে জীবৎ রাখিয়াছেন ; আর ১১ এখন দেখ, আদ্য আমার বয়স পচাশী বৎসর। মোশি যে দিন আমাকে প্রেরণ করিয়াছিলেন, সেই দিন আমি যেমন বলবান ছিলাম, অদ্যাপি তদ্রুপ আছি । যুদ্ধের জন্ত এবং বাহিরে যাইবার ও ভিতরে আসিবার জন্ত আমার তখন যেমন শক্তি ছিল, এখনও সেইরূপ ১২ শক্তি আছে। অতএব সেই দিন সদাপ্রভু এই যে পৰ্ব্বতের বিষয় বলিয়াছিলেন, এখন ইহা অামাকে দেও : কেননা তুমি সেই দিন শুনিয়াছিলে যে, অনাকীয়ের সেখানে থাকে, এবং নগর সকল বৃহৎ ও প্রাচীরবেষ্টিত : যিহোশূয়ের পুস্তক ।

  • > Go

হয় ত, সদাপ্রভু আমার সহবৰ্ত্ত থাকিবেন, আর আমি সদাও ভুর বাক্যানুসারে তাহাদিগকে অধিকারচু্যত ১৩ করিব । তখন যিহোশূয় তাহাকে আশীৰ্ব্বাদ করিলেন, এবং যিফুল্লির পুত্র কালেবকে অধিকারার্থে হিঘ্রোণ ১৪ দিলেন । এই জন্ত তাদ্য পৰ্য্যন্ত হিত্ৰোণে কনিসীয় যিফুল্লির পুত্র কালেবের অধিকার রহিয়াছে ; কেননা তিনি সম্পূর্ণরূপে ইস্রায়েলের ঈশ্বর সদাও ভুর অনুগামী ১৫ ছিলেন । পূৰ্ব্বকালে হিব্রাণের নাম কিরিয়ৎ আর্ব [অবপুর ] ছিল ; ঐ অর্ব অনাকীয়দের মধ্যে মহল্লোক ছিলেন। পরে দেশে যুদ্ধবিরাম হইল। S& ...”. গুলিবাটক্রমে আপন আপন গোষ্ঠী অনুসারে যিহদা-সন্তানগণের বংশের অংশ নিরূপিত হইল : ইদোমের সীমা পৰ্য্যন্ত, অর্থাৎ দক্ষিণ দিকে, ২ সৰ্ব্ব দক্ষিণ প্রান্তে, সিন প্রান্তর পর্য্যন্ত। আর তাহদের দক্ষিণ সীমা লবণসমুদ্রের প্রান্ত হইতে অর্থাৎ দক্ষিও ণাভিমুখ বঙ্ক হইতে আরম্ভ হইল ; আর তাহ দক্ষিণদিকে আক্রীম আরোহণ-পথ দিয়া দিন পর্য্যন্ত গেল, এবং কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক হইয়৷ উৰ্দ্ধগামী হইল, পরে হিঘোণে গিয়া অন্দরের দিকে উদ্ধগামী হইয়া ৪ কৰ্ক পয্যন্ত ঘূরিয়া গেল। পরে অসমোন হহয়! মিসরের স্রোত পৰ্য্যন্ত বাহির হইয়া গেল ; আর ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল ; এই তোমাদের দক্ষিণ সীম ৫ হইবে। আর পূর্ব সীমা যদনের মুহান পৰ্য্যন্ত লবণসমুদ্র । আর উত্তর দিকের সীমা যদনের মুহানায় ৬ সমুদ্রের বঙ্ক হইতে বৈৎ-ইগ্লায় উদ্ধগমন করিয়া বৈৎআরাবার উত্তর দিক হইয়া গেল, পরে সে সীমা রূবেণ৭ সন্তান বোহনের প্রস্তর পয্যন্ত উঠিয়া গেল। পরে সে সীমা আখের তলভূমি হইতে দবীরের দিকে গেল : পরে স্রোতের দক্ষিণ পারস্থ অদুৰ্ম্মীম আরোহণ-পথের সন্মুখস্থ গিলুগলের দিকে মুখ করিয়৷ উত্তর দিকে গেল, ও ঐন শেমশ নামক জলাশয়ের দিকে চলিয়া গেল, ৮ আর তাহার অন্তভাগ ঐন রোগেলে ছিল। সে সীম। হিন্নোমূ-সন্তানের উপত্যক দিয়া উঠিয়া বিৰুষের অর্থাৎ যিরশালেমের দক্ষিণ পার্থে গেল : পরে ঐ সীমা পশ্চিম হিন্নোম উপত্যকার সম্মুখস্থ অথচ রফায়াম তলভূমির উত্তরপ্রান্তে স্থিত পৰ্ব্বত-শৃঙ্গ পয্যন্ত গেল। ৯ পরে ঐ সীম৷ সেই পৰ্ব্বত-শৃঙ্গ অবধি নিপ্তোহের জলের উনুই পর্য্যন্ত বিস্তুত হইল, এবং ইফ্রোণ পৰ্ব্বতস্থ নগরগুলি পয্যন্ত বাহির হইয়া গেল। আর সে সীমা বাল। ১০ অর্থাৎ কিরিয়ৎ যিয়ারম পয্যন্ত গেল ; পরে সে সীম। বালা হইতে সেয়ীর পকত পর্য্যন্ত পশ্চিম দিকে ঘুরিয়া যিয়ারীম পববতের উত্তর পাশ্ব অর্থাৎ কসালোন পৰ্য্যন্ত গেল : পরে বৈৎ-শেমশে অধোগামী হইয়া তিমুর ১১ নিকট দিয়া গেল। আর সে সীম। ইক্রোণের উত্তর পার্শ্ব পর্যন্ত গমন করিল ; পরে সে সীমা শিক্করেণ পৰ্য্যন্ত বিস্তুত হইল, এবং বালা পৰ্ববত হইয়। যবনিয়েলে ১২ গেল ; ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল । আর পশ্চিম সীম। মহাসমুদ্র ও তাহার অঞ্চল পৰ্য্যন্ত। আপন 195