পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> ; >aー* o ; ? t ] ১৭ পরে গুলিবাটক্রমে চতুর্থ অংশ ইষাগরের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে ইবাগর-সন্তানগণের ১৮,১৯ নামে উঠিল। যিখিয়েল, কঙ্কল্পোৎ,শুনিম, হফারায়ম, ২• শীয়োন, অনহরৎ, রবীৎ, fকশিয়োন, এবস, রেমৎ, ২১ ঐন্দ্র-গন্নাম, ঐন্‌-হদা ও বৈৎ-পৎসেস তাহদের ২২ অধিকার হইল। আর সে সীম৷ তাবোর, শহৎলুম ও বৈৎ-শেমশ পর্য্যন্ত গেল, আর যদিন তাহদের সীমার প্রান্ত হইল : স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর । ২৩ আপন আপন গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানগণের ংশের এই অধিকার ; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর । পরে গুলিবাটক্রমে পঞ্চম অংশ আপন তাপন গোষ্ঠী অনুসারে আশের-সন্তানগণের বংশের নামে উঠিল । ২৫ তাহদের সীমা হিল্‌কৎ, হলী, বেটন, অকৃষফ, অলন্মে২৬ লক, অমাদ ও মিশাল, এবং পশ্চিমদিকে কমিল, ও ২৭ শীহোর-লিবনিৎ পৰ্য্যন্ত গেল। আর সূর্যোদয় দিকে বৈৎ দাগোনের অভিমুখে ঘূরিয়া সবুলন ও উত্তরদিকে যি গুহেল উপত্যকা, বৈৎ-এমক ও ন্তীয়েল পৰ্য্যন্ত গেল, ২৮ পরে বামদিকে কাবুলে, এবং এব্রোণে, রহোবে, হন্মোনে ২৯ ও কান্নাতে, এবং মহাসীদেন পর্য্যন্ত গেল। পরে সে সীমা ঘূরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘূরিয়া হোষাতে গেল, এবং ৩০ অকৰীব প্রদেশস্থ সমুদ্রতর, আর উন্ম, অফেক ও রহেব তাহার প্রান্ত হইল ; স্ব স্ব গ্রামের সহিত ৩১ বাইশটী নগর। আপন আপন গোষ্ঠী অনুসারে অশেরসন্তানগণর বংশের এই অধিকার ; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর । পরে গুলিবাটক্রমে ষষ্ঠ অংশ নগুলি-সন্তানগণের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে নস্তালি-সন্তান৩৩ গণের নামে উঠিল । তাহদের সীমা হেলফ অবধি, সাননীমস্থ আলোন বৃক্ষ অবধি, অদামী-নেকব ও যকৃ নিয়েল দিয়া লকুম পৰ্য্যন্ত গেল, ও তাহার অন্তভাগ ৩৪ যদনে ছিল । আর ঐ সীম। পশ্চিমদিকে ফিরিয়া অসনোৎ-তাবোর পর্য্যন্ত গেল, এবং তথা হইতে হুক্কোক পয্যন্ত গেন ; আর দক্ষিণে সবুলন পৰ্য্যন্ত, ও পশ্চিমে আশের পর্য্যন্ত, ও স্বৰ্য্যোদয় দিকে যদল ৩৫ সম পহু যিহুদ। পয্যন্ত গেল। আর প্রাচীরবেষ্টিত ৩৬ নগর সিন্দাম, সের, হম্মৎ, রক্কৎ, কিন্নেরৎ, অদামা, ৩৭ রাম, হাৎসোর, কেদশ, ইদ্রিয়ী, ঐন হৎসোর, ৩৮ যিরোণ, মগদল-এল, হোরেম, বৈৎ-তানৎ ও বৈৎ৩৯ শেমণ স্ব স্ব গ্রামের সহিত উনিশট নগর। আপন আপন গোষ্ঠী অনুসারে নস্তালি-সন্তানগণের বংশের এই অধিকার ; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর। আর গুলিব টক্রমে সপ্তম অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে দান-সন্তানগণর বংশের নামে উঠিল। ৪১ তাহদের অধিকারের সীম। সব, ইষ্টয়েল, ঈর-শেমশ, ৪৯.৪৩ শালবন, আয়ালেন.যিৎল, এলোন, তিম, ইক্রোণ, ৪৪,৪৫ হলুতকী, গিববথোন, বালৎ, যিহ্ৰদ, বন-বরক, ર 8 193 যিহোশূয়ের পুস্তক । ৪৯ ఎ సె ৪৬ গাৎ-রিন্মোণ, মেয়কেনি, রক্কোন ও যাফোর সম্মুখস্থ ৪৭ অঞ্চল । আর দান-সন্তানগণের সীম৷ সেই সকল স্থান অতিক্রম করিল ; কারণ দান-সন্তানগণ লেশম নগরের বিরুদ্ধে গিয়া যুদ্ধ করিল, এবং তাহ হস্তগত করিয়া খড়গধারে আঘাত করিল, আর অধিকারপূৰ্ব্বক তাহার মধ্যে বাস করিল, এবং আপনাদের পিতৃপুরুষ দানের নামানুসারে লেশমের নাম দান রাখিল । ৪৮ অপেন আপন গোষ্ঠী অনুসারে দান-সন্তানগণর বংশের এই অধিকার ; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর । এইরূপে আপন আপন সীমানুসারে আধকার জন্ত তাহার। দেশ বিভাগ কার্য্য সমাপ্ত করিল ; আর ইস্রায়েল সন্তানগণ আপনাদের মধ্যে নুনের পুত্ৰ ৫০ যি হাশূয়কে এক অধিকার দিল । তাহারা সদপ্রভুর বাক্যানুসারে তাহার যাচিত নগর অর্থাৎ পৰ্ববতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিমুৎ-সরহ তাহাক দিল ; তাহাতে তিনি ঐ নগর লিক্ষ্মাণ করিয়। তথায় বাস করিলেন । ৫১ - এই সকল অধিকার ইলিয়াসর যাজক, নুনের পুত্র যিহেশূয় ও ইস্রায়েল-সন্তানগণের বংশ সকলের পিতৃকুলপতিগণ শীলাতে সদাপ্রভুর সম্মুখে সমাগম তাম্বুর দ্বারসমীপে গুলিবাট দ্বার দিলেন । এইরূপে তাহার দেশ বিভাগ কাৰ্য্য সমাপ্ত করিলেন । ছয়ট তাশ্রয় নগর নির্ণয় । ২০ পরে সদাপ্রভু যিহেশুয়কে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল ; আমি মোশি দ্বারা তোমাদের কাছে যে যে নগরের কথা বলিয়াছি, তোমরা তাiপনাদের জন্ত সেই সকল আশ্রয়-নগর নিরূপণ ৩ কর । তাঁহাতে যে ব্যক্তি প্রমাদবশতঃ তজ্ঞাতসারে কাহাকেও বধ করে, সেই নরহন্ত। তথায় পলাইতে পরিবে, এবং সেই নগরগুলি রক্তের প্রতিশোধদাতা ৪ হইতে তোমাদের রক্ষার স্থান হইবে । আর সে তাহার মধ্যে কোন এক নগরে পলায়ন করিলে, এবং নগরদ্বারের প্রবেশ স্থানে দাড়াইয়৷ নগরের প্রাচীনবর্গের কর্ণগোচরে আপনার কথা বলিলে : পরে তাহার। নগরমধ্যে আপনাদের নিকটে তাহাকে আনিয়। তাপ৫ নদের মধ্যে বাস করিতে স্থান দিবে। আর রক্তের প্রতিশোধদাতা দৌড়িয় তাহার পশ্চাৎ আসিলে তাহার। তাহার হস্তে সেই নরহস্তাকে সমর্পণ করিবে না ; কেননা সে অজ্ঞাতসারে আপন প্রতিবাসীকে আঘাত করিয়াছিল, সে পূলে তাহার প্রতি দ্বেষ করে নাই । ৬ তাতএব যাবৎ সে বিচারার্থে মণ্ডলীর সাক্ষাতে না দাঁড়ায়, এবং তাৎকালিক মহাযাজকের মৃত্যু না হয়, তাবৎ সে ঐ নগরে বাস করবে ; পরে সেই নরহন্ত৷ আপন নগরে ও আপন বটা ত, যে নগর হইতে পলায়ন করিয়াছিল, সেই স্থানে ফিরিয়া যাইবে । ৭ তাহতে তাহার। পববতময় নগুলি প্র-দশস্থ গালীলের কেদণ, পঞ্চতময় ই ফ্রঞ্জিম প্রদেশস্থ শিথিম, ও পর্বতময় যিহ্রদ। প্রদেশস্থ কিরিয়S-অর্ব অথাৎ হিস্ত্ৰেণ 199