& o 8 তোমাদের সহিত যুদ্ধ করিল, আর আমি তোমাদের ১২ হস্তে তাহাদিগকে সমর্পণ করিলাম। আর তোমাদের অগ্ৰে অগ্রে ভিমরুল প্রেরণ করিলাম ; তাহার তোমাদের সন্মুখ হইতে সেই জনগণকে, ইমেরীয়দের সেই দুই রাজাকে দূর করিয়া দিল ; তোমার খড়েগ ১৩ বা ধনুকে উহা হইল না। আর তোমরা যে স্থানে শ্রম কর নাই, এমন এক দেশ, ও যাহার পত্তন কর নাই, এমন অনেক নগর আমি তোমাদিগকে দিলাম: তোমরা তথায় বাস করিতেছ ; তোমরা যে দ্রীক্ষালত। ও জিতবৃক্ষ রোপণ কর নাই, তাহার ফল ভোগ করিতেছ। অতএব এখন তোমরা সদাপ্রভুকে ভয় কর, সারল্যে ও সত্যে তাহার সেবা কর, আর তোমাদের পিতৃপুরুষের [ ফরাৎ ] নদীর ওপরে ও মিসরে যে দেবগণের সেবা করিত, তাহাদিগকে দূর করিয়া দেও ; ১৫ এবং সদাপ্রভুর সেবা কর। যদি সদাপ্রভুর সেবী কর তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে, তাহাকে অদ্য মনোনীত কর ; নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হউক, কিন্ধ৷ যাহাঁদের দেশে তোমরা বাস করিতেছ, সেই ইমেরীয়দের দেবগণ হয় হউক ; কিন্তু আমি ও আমার পরি১৬ জন আমরা সদাপ্রভুর সেবা করিব। লোকের উত্তর করিল, আমরা যে সদাপ্রভুকে ত্যাগ করিয়া অন্ত ১৭ দেবগণের সেবা করিব, তাহ দূরে থাকুক। কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু, তিনিই আমাদিগকে ও আমাদের পিতৃপুরুষগণকে মিসর দেশ হইতে, দাসগৃহ হইতে, বাহির করিয়া আনিয়াছেন, ও আমাদের দৃষ্টিগোচরে সেই সকল মহৎ চিহ্ন-কাৰ্য্য করিয়াছেন, এবং আমরা যে পথে আসিয়াছি, সেই সমুদয় পথে ও যে সমস্ত জাতির মধ্য দিয়া আসিয়াছি, তাহীদের ১৮ মধ্যে আমাদিগকে রক্ষা করিয়াছেন ; আর সদাপ্রভু এ দেশনিবাসী ইমোরীয় প্রভৃতি সমস্ত জাতিকে আমাদের সন্মুখ হইতে দূর করিয়া দিয়াছেন ; অতএব আমরাও সদাপ্রভুর সেবা করিব ; কেননা তিনিই ১৯ আমাদের ঈশ্বর । যিহেশুয় লোকদিগকে কহিলেন, তোমরা সদাপ্রভুর সেবা করিতে পার না ; কেননা তিনি পবিত্র ঈশ্বর, স্বগেীরবরক্ষণে উদযোগী ঈশ্বর : তিনি তোমাদের অধৰ্ম্ম ও পাপ ক্ষমা করিবেন না । ২০ তোমরা যদি সদাপ্রভুকে ত্যাগ করিয়া বিজাতীর দেবগণের সেবা কর, তবে পূৰ্ব্বে তোমাদের মঙ্গল করিলেও পশ্চাৎ তিনি ফিরিয়া দাড়াইবেন, তোমাদের অমঙ্গল ২১ করিবেন, ও তোমাদিগকে সংহার করবেন। তখন লোকের যিহে।শুরকে কহিল, ন, আমরা সদাপ্রভুরই S 3 যিহোশূয়ের পুস্তক। [ * 8 ; ) – రిరి | ২২ সেবা করিব। যিহেশুয় লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদের বিষয়ে আপনার সাক্ষী হুইলে যে, তোমরা সদাপ্রভুর সেবা করণার্থে তাহাকেই মনোনীত করিয়াছ। তাহার বলিল, সাক্ষী হুইলাম। ২৩ [ তিনি কহিলেন, তবে এখন আপনাদের মধ্যস্থিত বিজাতীয় দেবগণকে দূর করিয়া দেও, ও আপন আপন ২৪ হৃদয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে রাখ। তখন লোকের যিহেশূয়কে কহিল, আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুরই সেবা করিব, ও তাহার রবে কর্ণপাত ২৫ করিব। তাহাতে যিহেশুয় সেই দিনে লোকদের সহিত নিয়ম স্থির করিলেন, তিনি শিখিমে তাহীদের জন্ত বিধি ও শাসন স্থাপন করিলেন । পরে যিহোশূয় ঐ সকল কথা ঈশ্বরের ব্যবস্থা-গ্রন্থে লিখিলেন, এবং একখানি বৃহৎ প্রস্তর লইয়৷ সদাপ্রভুর ধৰ্ম্মধামের নিকটবৰ্ত্তী এল বৃক্ষের তলে স্থাপন করি২৭ লেন । পরে যিহোশয় সমস্ত লোককে কহিলেন, দেখ, এই প্রস্তরখানি আমাদের বিষয়ে সাক্ষী হইবে ; কেননা সদাপ্রভু আমাদিগকে যে যে কথা কহিলেন, তাহার সেই সকল কথা এ শুনিল ; অতএব এ তোমাদের বিষয়ে সাক্ষী হইবে, পাছে তোমরা আপনাদের ঈশ্বরকে ২৮ অস্বীকার কর। পরে যিহোশূয় লোকদিগকে আপন আপন অধিকারে বিদায় করিলেন । যিহোশূয়ের ও ইলিয়াসরের মৃত্যু। さや ২৯ এই সকল ঘটনার পরে নুনের পুত্র, সদাপ্রভুর দাস ৩• যিহেীশূয় এক শত দশ বৎসর বয়সে মরিলেন। পরে লোকের গাশ পৰ্ব্বতের উত্তরে পর্বতময় ইক্রয়িম প্রদেশস্থ তিন্নৎ-সেরহে তাহার অধিকারের অঞ্চলে ৩১ তাহার কবর দিল । যিহোশূয়ের সমস্ত জীবনকালে, এবং যে প্রাচীনবর্গ যিহেশুয়র মরণের পরে জীবিত ছিলেন, ও ইস্রায়েলের জন্ত সদাপ্রভুর কুত সমস্ত কাৰ্য্য জ্ঞাত ছিলেন, তাহীদেরও সমস্ত জীবনকালে ইস্রায়েল সদাপ্রভুর সেবা করিল। আর ইস্রায়েল-সন্তানগণ যোষেফের অস্থি, যাহা মিসর হইতে আনিয়াছিল,তাহ শিখিমে সেই ভূমিখণ্ডে পুতিল, যাহা যাকোব এক শত রৌপ্য-যুদ্রায় শিখিমের পিতা হমোরের সন্তানগণের কাছে ক্রয় করিয়াছিলেন ; আর তাহ যোষেফ-সন্তানগণের অধিকার ৩৩ হইল। পরে হারোণের পুত্র ইলিয়ােসর মরিলেন ; আর লোকের তাহকে তাহার পুত্ৰ পীনহসের পাহাড়ে কবর দিল, পববতময় ইক্ৰয়িম প্রদেশের সেই পাহাড় তাহাকে দত্ত হইয়াছিল। రిఫి 204
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।