পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

है ; ४४– © ; २२ । ] দের বাক্যেও কর্ণপাত করিত না, কিন্তু অন্ত দেবগণের অনুগমনে ব্যভিচার করিত, ও তাহদের কাছে প্রাণপাত করিত ; এইরূপে তাহদের পিতৃপুরুষের সদাপ্রভুর আজ্ঞা পালন করিয়া যে পথে গমন করিতেন, তাহার। তদনুসারে না করিয়। সেই পথ হইতে ১৮ শীঘ্রই ফিরিল। আর সদাপ্রভু যখন তাহাদর জন্ত বিচারকর্তা উৎপন্ন করিতেন, তখন সদ। প্রভু বিচারকর্তার সঙ্গে সঙ্গে থাকিয় বিচারকর্তার সমস্ত জীবনকালে শক্রদের হস্ত হইতে তাহাদিগকে নিস্তার করিতেন, কারণ উপদ্রব ও তাড়নকারিগণের সমক্ষে তাহাদের কাতরোক্তি প্রযুক্ত সদাপ্রভু করুণাবিষ্ট হইতেন । ১৯ কিন্তু সেই বিচারকর্তা মরিলেই তাহার। ফিরিত, পিতৃপুরুষদের অপেক্ষা আরও ভ্রষ্ট হইয়া পড়িত, অন্ত দেবগণের অনুগামী হইয় তাহদের সেবা করিত, ও তাহাদের কাছে প্ৰণিপাত করিত , আপন আপন ক্রিয়া ২• ও স্বেচ্ছাচারিতার কিছুই ছাড়িত না । তাহাতে ইস্রা য়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, তিনি কহিলেন, আমি ইহাদের পিতৃপুরুষদিগকে যে নিয়ম পালনের আজ্ঞা দিয়াছিলাম, এই জাতি তাহ লজঘন ২১ করিয়াছে, আমার রবে কর্ণপাত করে নাই ; অতএব যিহোশূয় মরণকালে যে যে জাতিকে অবশিষ্ট রাখিয়াছে, আমিও ইহাদের সম্মুখ হইতে তাহদের কাহা২২ কেও অধিকারচু্যত করিব না। তাহদের পিতৃপুরুষেরা যেমন সদা ভুর পথে গমন করিয় তাহার আজ্ঞা পালন করিত, তাহারাও তদ্রুপ করিবে কি না, এই বিষয়ে ঐ জাতিগণের দ্বারা ইস্রায়েলের পরীক্ষা লইব । ২৩ এই জন্ত সদাপ্ৰভু সেই জাতিদিগকে শীঘ্র অধিকারচু্যত না করিয়া অবশিষ্ট রাখিলেন ; যিহোশূয়ের হস্তেও সমর্পণ করেন নাই । WS) ইস্রায়েলের মধ্যে যাহার কনানের যুদ্ধ সকল জ্ঞাত ছিল না, সেই লোকদের পরীক্ষা লইবার ২ নিমিত্তে, এবং ইস্রায়েল-সন্তানগণের পুরুষপরম্পরকে শিক্ষা দানার্থে, অথাৎ যাহার। অগ্ৰে যুদ্ধ জানিত না, তাহাদিগকে তাহা শিখাইবার নিমিত্তে সদাপ্রভু এই ৩ সকল জাতিকে অবশিষ্ট রাখিয়াছিলেন ; পলেষ্টয়দের পাচ ভূপাল, এবং বালু-হর্মোণ পৰ্ব্বত অবধি ইমাতে প্রবেশের পথ পৰ্য্যন্ত লিবানোন পববতনিবাসী সমস্ত ৪ কনানীয়, সীদোনীয় ও হিববীয়গণ । ইহার ইস্রায়েলের পরীক্ষাথে, অথাৎ সদাপ্রভু তাহদের পিতৃপুরুখদিগকে মোশি দ্বারা যে সকল আজ্ঞা দিয়াছিলেন, সেই সকলেতে তাহার কর্ণপাত করিবে কি না, তাহ। যেন জানা যায়, এই জন্ত অবশিষ্ট রহিল । ফলে ইস্রায়েল-সন্তানগণ কনানীয়, হিৰ্ত্তীয়, ইমোরীয়, পরিবীয়, হিববীয় ও যিৰূষায়গণের মধ্যে বসতি ৬ করিল ; আর তাহার। তাহদের কন্যাগণকে বিবাহ করিত, তাহদের পুত্ৰগণের সহিত আপন আপন কন্তাদের বিবাহ দিত ও তাহদের দেবগণের সেব। করিত । বিচারকর্তৃগণের বিবরণ। 3. o e) অরামীয় ও মোয়াবীয়দের উপদ্রব হইতে ইস্রায়েলের উদ্ধার । ৭ তার ইস্রায়েল-সন্তানগণ সদা ভুর দৃষ্টিতে যাহ মন্দ, তাহাই করিল, ও আপনাদের ঈশ্বর সদাপ্রভকে ভুলিয়া গিয়া বাল দেবগণের ও আশের দেবীদের ৮ সেবা করিল। অতএব ইস্রায়েলের প্রতি সদাও ভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি তারাম-নহরয়িমের রাজা কুশন রিশিয়াথয়িমের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন, তার ইস্রায়েল-সন্তানগণ আট বৎসর পর্য্যন্ত কুশন-রিশিয়াথয়িমের দাসত্ব করিল। ৯ পরে ইস্রায়েল সন্তানগণ সদাপ্রভুর উদেশে ক্ৰন্দন করিল। তাহাতে সদাও ভু ইস্রায়েল-সন্তানগণের জন্য এক নিস্তারকর্তাকে-কালেবের কনিষ্ঠ ভাত কনসের পুত্ৰ অত্নীয়েলকে—উৎপন্ন করিলেন ; তিনি তাহী১০ দিগকে নিস্তার করিলেন। সদাও ভুর আত্মা তাহার উপরে আসিলেন, আর তিনি ইস্রায়েলের বিচার করিতে লাগিলেন ; তিনি যুদ্ধার্থে বাহির হইলেন, আর সদাপ্রভু আরাম-রাজ কুশন-রিশিয়াথরিনকে তাহার হস্তে সমর্পণ করিলেন ; আর কুশন-রশিয়া১১ খয়িমের বিরুদ্ধে তাহার হস্ত প্ৰবল থাকিল । এইরূপে চল্লিশ বৎসর পর্য্যন্ত দেশ নিষ্কণ্টকে রহিল ; পরে কনসের পুত্র অৎনীয়েলের মৃত্যু হইল । পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, পুনর্ববার তাই করিল ; অতএব সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহ করায় সদাপ্ৰভু ইস্রায়েলের বিরুদ্ধে মোয়াব-রাজ ইগ্লোনকে সবল করিলেন। ১৩ রাজ। অন্মোন-সন্তানগণকে ও অমালেককে আপনার নিকটে একত্র করিলেন, এবং যাত্রা করিয়া ইস্রায়েলকে আঘাত করিলেন ও খর্জরপুর অধিকার করে১৪ লেন । আর ইস্রায়েল-সন্তানগণ আঠার বৎসর পর্য্যন্ত ১৫ মোয়াব-রাজ ইগ্লোনের দাসত্ব করিল। পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করিল ; আর সদাপ্রভু তাহদের জন্ত এক নিস্তারকর্ভাকে, বিদ্যামীন বংশীয় গেরার পুত্ৰ এহুদকে, উৎপন্ন করিলেন ; তিনি নেট ছিলেন। ইস্রায়েল-সন্তানগণ তাহীর দ্বার। মোয়াবরাজ ইগ্লোনের নিকটে উপঢৌকন প্রেরণ করিল। ১৬ এহুদ আপনার জন্য এক হস্ত দীর্ঘ একখানি দ্বিধার খড়গ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন, তাহা আপন দক্ষিণ ১৭ উরুদেশে বস্ত্রের ভিতরে বাধিয়া রাখিলেন। পরে মোয়াব-রাজ ইগ্লোনের নিকটে উপঢৌকন লইয়া ১৮ গেলেন ; ঐ ইম্লোন অতি স্থূলকায় লোক ছিলেন। পরে উপঢৌকন দেওয়া হইয়া গেলে তিনি ঐ উপঢৌকন১৯ বাহক লোকদিগকে বিদায় করিলেন । কিন্তু আপনি গিল্গলস্থ প্রস্তরকের হইতে ফিরিয়া আসিয়া কহিলেন, হে রাজন, তাপনকার নিকট আমার একটা গোপনীয় কথা আছে। রাজা বলিলেন, চুপ চুপ ; তখন যাহারা নিকট দাড়াইয়াছিল, তাহারা সকলে Σ & 207