পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ; s१ - 6 ; ०१ । ] পশ্চাৎ ধাবমান হইলে সীষরীর সমস্ত সৈন্য খড়গধারে পতিত হইল ; এক জনও অবশিষ্ট রহিল না। কিন্তু সীষর পদব্রজে পলাইয়। কেনীয় হেবরের স্ত্রী যায়েলের তাম্বুর দিকে গেলেন ; কেনন। হাৎসোরের যাবীন রাজাতে ও কেনীয় হেবরের কুলে তখন ঐক্য ১৮ ছিল। আর যায়েল সীষরার সঙ্গে দেখা করিতে বাহির হইয় তাহাকে কহিলেন, হে আমার প্রভু, ফিরিয়া আইসন, আমার এখানে আইমন, ভীত হইবেন না । তখন তিনি তাহার দিকে ফিরিয়া তাম্বুমধ্যে গেলে সেই স্ত্রী এক কম্বল দিয় তাহাকে ঢাকিয়া রাখিলেন। ১৯ আর সীষরা তাহাকে কহিলেন, বিনয় করি, আমাকে একটু খাবার জল দেও, আমি পিপাদিত হইয়াছি। তাহাতে তিনি দুগ্ধের কুপ খুলিয়া পান করিতে দিলেন ২০ ও তাঁহাকে ঢাকিয়। রাখিলেন। পরে সীধর। তাহাকে কহিলেন, তুমি তাম্বুদ্ধারে দাড়াইয়া থাক ; যদি কেহ আসিয়া জিজ্ঞাস করে, এখানে কি কোন মানুষ ২১ আছে ? তবে বলিও, কেহ নাই। পরে হেবরের স্ত্রী যায়েল তাম্বুর এক গোজ লইলেন, ও মুদগর হস্তে করিয়া ধীরে ধীরে তাহার নিকটে গিয়া তাহার কর্ণমূলে গোজ এমন বিদ্ধ করিলেন যে, তাহ মৃত্তিকায় প্রবেশ করিল ; কারণ তিনি নিদ্রাগত ছিলেন : ২২ এইরূপে তিনি মূৰ্ছিত হইয়৷ মরিয়া গেলেন। আর দেখ, বারক সীষরার পশ্চাৎ তাড়া করিয়া যাইতেছিলেন ; তখন যায়েল র্তাহার সঙ্গে দেখা করিতে বাহিরে আসিয়া কহিলেন, আইস, তুমি যাহার অন্বেষণ করিতেছ, সেই মানুষ আমি তোমাকে দেখাই ; তাহতে তিনি তাহার তাম্বুতে প্রবেশ করিলেন, আর দেখ, সীষর মৃত পড়িয়া আছেন, ও তাহার কর্ণমূলে গোজ ং৩ বিদ্ধ রহিরাছে। এইরূপে ঈশ্বর সেই দিন কনান-রাজ যাবীনকে হস্রায়েল-সন্তানগণের সাক্ষাতে নত করিলেন। ২৪ আর ইস্রায়েল-সন্তানগণ যে পৰ্য্যন্ত কনান-রাজ যাবীনকে বিনষ্ট না করিল, সে পর্য্যন্ত কনান-রাজ যাবীনের বিরুদ্ধে তাহদের হস্ত উত্তর উত্তর প্রবল হইয়া উঠিল। No দবোরার বিজয়-সঙ্গীত। (C সেই দিন দবোরা ও অবনোয়মের পুত্র বারক এই গান করিলেন। ২ ইস্রায়েলে নায়কগণ নেতৃত্ব করিলেন, প্রজার স্ব-ইচ্ছায় আপনাদিগকে উৎসর্গ করিল, এজন্ত তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর । ৩ রাজগণ, শ্রবণ কর ; নৃপগণ, কর্ণ দেও ; আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশে গান করিব, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত করিব। ৪ হে সদাপ্রভু, তুমি যখন সেয়ীর হইতে নির্গমন করিলে, ইদোম-ক্ষেত্র হইতে অগ্রসর হইলে, বিচারকর্তৃগণের বিবরণ।

  • a :)

ও সদাপ্রভুর সাক্ষাতে পর্বতগণ কম্পমান হইল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে ঐ সীনয় কম্প মান হইল । ৬ অনাতের পুত্র শমৃগরের সময়ে, যায়েলের সময়ে, রাজপথ শূন্ত হইল, পথিকের বক্র পথ দিয়া গমন করিত। ৭ নায়কগণ ইস্রায়েলের মধ্যে ক্ষান্ত ছিলেন, তাহার ক্ষান্ত ছিলেন : শেষে আমি দুবোরা উঠিলাম, ইস্রায়েলের মধ্যে মাতৃস্থানীয় হইয়া উঠিলাম। ৮ তাহার নূতন দেবতা মনোনীত করিয়াছিল ; তৎকালে নগরদ্বারে যুদ্ধ হইল : ইস্রায়েলের চল্লিশ সহস্ৰ লোকের মধ্যে কি একখান ঢাল বা শল্য দৃষ্ট হইল ? ৯ আমার হৃদয় ইস্রায়েলের অধ্যক্ষগণের অভিমুখ, ৰtহার প্রজাদের মধ্যে স্ব-ইচ্ছায় আপনাদিগকে উৎসর্গ করিলেন ; ; তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর । ১০ তোমরা যাহার শুভ্র গর্দভীতে চড়িয়া থাক, যাহারা দুলিচার উপরে বসিয়া থাক, যাহারা পথে ভ্রমণ কর, তোমরাই উহার সংবাদ দেও। ১১ ধনুৰ্দ্ধরদের রব হইতে দূরে, জল তুলিবার স্থান সকলে, সেখানে কীৰ্ত্তিত হইতেছে সদাপ্রভুর ধৰ্ম্মক্রিয়া, ইস্রায়েলে তাহার শাসন সংক্রান্ত ধৰ্ম্মক্রিয়া সমূহ :তখন সদাপ্রভুর প্রজাগণ নগরদ্বারে নামিয়া যাইত। ১২ দবোরে, জাগ্রত হও, জাগ্রত হও ; - জাগ্রত হও, জাগ্রত হও,গীত গান কর; বারক, উঠ , অবনোয়মের পুত্ৰ, তোমার বন্দিগণকে বন্দি কর । ১৩ তখন নরেন্দ্রদের অবশিষ্টের ও জনগণ নামিল ; সদাপ্রভু আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামিলেন । : y ১৪ ইফুয়িম হইতে অমলেক নিবাসীরা আসিল] : - বিস্তামীন তোমার লোকদের মধ্যে তোমার পশ্চাতে [আসিল] : মার্থীর হইতে অধ্যক্ষগণ নামিলেন, সবুলুন হইতে রণ-দণ্ডধারিগণ নামিলেন। ১৫ ইষাথরের অধ্যক্ষগণ দবোরার সঙ্গী ছিলেন, ইষাথর যেমন বারকও তেমনি, তাহার পশ্চাৎ তাহার বেগে তলভূমিতে গেলেন। রূবেণের স্রোতঃসমূহের নিকটে গুরুতর চিত্তসংকল্প হইল । ১৬ তুমি কেন মেষবাখানের মধ্যে বসিলে ? কি মেষপালকগণের বংশীবাদ্য শুনিবার জন্ত ? রূবেণের স্রোতঃসমূহের নিকটে গুরুতর চিত্তপরীক্ষা হইল। a ভূমি কপিল, আকাশও বৃষিল, ১৭ গিলিয়দ যদ্দনের ওপারে বাস করিল, মেঘমালা জল বরিষণ করিল। আর দান কেন জাহাজে রহিল ? о. т. 14 ] , 209