৭ ; ২২ – ৮ ; ২১ । ] ২২ তখন উহার ঐ তিন শত তুরী বাজাইল, আর সদপ্রভু শিবিরের প্রত্যেক জনের খড়গ তাহার বন্ধুর ও সমস্ত সৈন্তের বিরুদ্ধে চালনা করাইলেন : তাহাতে সৈন্যগণ সরোরার দিকে বৈৎ-শিট্ট পৰ্য্যন্ত, টববতের নিকটবৰ্ত্ত আবেল-মহোলীর সীম পর্য্যন্ত পলায়ন করিল। পরে নগুলি, অশের ও সমস্ত মনঃশি হইতে ইস্রায়েলের লোকের সমাহত হইয়। মিদিয়নের পশ্চাৎ ২৪ পশ্চাৎ তাড়া করিয়া গেল। আর গিদিয়োন পৰ্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের সর্বত্র দূত প্রেরণ করিয়া এই কথা কহিলেন, তোমরা মিদিয়নের বিরুদ্ধে নামিয়া আইস, এবং তাহদের অগ্রে বৈৎ-বার ও যদ্দন পর্য্যন্ত জলাশয় সকল হস্তগত কর। তাহাতে ইক্রয়িমের সমস্ত লোক সমাহত হইয়। বৈৎ-বারা ও যদ্দন পর্য্যন্ত জলাশয় ২৫ সকল হস্তগত করিল। আর তাহারা ওরেব ও সেব নামে মিদিয়নের দুই অধ্যক্ষকে ধরিল ; আর ওরেব নামক শৈলে ওরেবকে বধ করিল, এবং সেব নামক দ্রীক্ষাকুণ্ডের নিকটে সেবকে বধ করিল, এবং মিদিয়নের পশ্চাৎ পশ্চাৎ তাড়া করিয়া গেল ; আর ওরেবের ও সেবের মস্তক যদিন-পারে গিদিয়নের নিকটে লইয়া গেল। Byo পরে ইস্ক্রয়িমের লোকের তাহীকে কহিল, তুমি মিদিয়নের সহিত যুদ্ধ করিতে যাইবার সময়ে আমাদিগকে যে আহবান কর নাই, আমাদের প্রতি এ কেমন ব্যবহার করিলে ? এইরূপে তাহার। ২ তাহীর সহিত অত্যন্ত বিবাদ করিল। তখন তিনি তাহাদিগকে কহিলেন, এখন তোমাদের কৰ্ম্মের তুল্য কোন কৰ্ম্ম আমি করিয়াছি ? অবয়েষরের দ্রাক্ষ চয়ন অপেক্ষী ইক্রয়িমের পরিত্যক্ত দ্রীক্ষণফল কুড়ান ও কি ভাল নয় ? তোমাদেরই হস্তে ত ঈশ্বর মিদিয়নের দুই রাজাকে, ওরেব ও সেবকে, সমর্পণ করিয়াছেন ; আমি তোমাদের এই কৰ্ম্মের তুল্য কোন্ কৰ্ম্ম করিতে পারিয়াছি ? তখন তাহার এই কথায় তাহার প্রতি তাহাদের ক্রোধ নিবৃত্ত হইল । ৪ গিদিয়োন ও র্তাহীর সঙ্গী তিন শত লোক যদিনে আসিয়া পার হইলেন ; তাহার শ্রান্ত হইলেও তাড়া ২ করিয়া যাইতেছিলেন। আর তিনি মুক্কোতের লোকদিগকে কহিলেন, বিনয় করি, তোমরা আমার অনুগামী লোকদিগকে রুট দেও, কেনন। তাহার শ্রান্ত হইয়াছে ; আর আমি সেবহু ও সল্মুন্নের, মিদিয়নের দুই রাজার পশ্চাৎ পশ্চাৎ তাড়া করিয়া যাইতেছি। ও তাঁহাতে কুক্কোতের অধ্যক্ষগণ কহিল, সেবহের ও সলমুন্নের হস্ত কি এখন তোমার হস্তগত হইয়াছে যে, ৭ আমরা তোমার সৈন্ত্যগণকে রুটী দিব ? গিদিয়োন কহিলেন, ভাল, যখন সদাপ্রভু সেবহকে ও সলমুন্নকে আমার হস্তে সমর্পণ করিবেন, তখন আমি প্রান্তরের কণ্টক ও খ্যাকুল দ্বারা তোমাদের মাংস ছিড়িব । ৮ পরে তিনি তথা হইতে পলুয়েলে উঠিয়া গিয়া তথাকার ఇరి বিচারকর্তৃগণের বিবরণ। & S S) লোকদের কাছেও সেইরূপ কহিলেন, তাহতে হঙ্কোতের লোকের যেরূপ উত্তর করিয়াছিল, পলুয়েলের ৯ লোকেরাও তাহকে সেইরূপ উত্তর করিল। তখন তিনি পলুয়েলের লোকদিগকেও কহিলেন, আমি যখন কুশলে ফিরিয়া আসিব, তখন এই দুর্গ ভাঙ্গিয় ফেলিব। সেবহ ও সলমুন্ন কর্কোরে ছিলেন, এবং তাহীদের সঙ্গী সৈন্য অনুমান পনের হাজার লোক ছিল : পুৰ্ব্বদেশের লোকদের সমস্ত সৈন্তের মধ্যে ইহারাই মাত্র অবশিষ্ট ছিল ; আর খড়গধারী এক লক্ষ বিংশতি সহস্ৰ ১১ লোক নিপতিত হইয়াছিল। পরে গিদিয়োন নোবহের ও যগ্বিহের পূর্বদিকে তাম্বুনিবাসীদের পথ দিয়৷ উঠিয়া গিয়া সেই সৈন্তগণকে আঘাত করিলেন, ১২ যেহেতুক সৈন্তগণ নিশ্চিন্ত ছিল। তখন সেবহু ও সলমুন্ন পলায়ন করিলেন, কিন্তু তিনি তাহীদের পশ্চাৎ পশ্চাৎ তাড়া করিয়া গেলেন ; এবং সেবহ ও সন্মুন্নকে, মিদিয়নের সেই দুই রাজাকে, ধরিলেন ; আর সমস্ত সৈন্তকে ত্ৰাসযুক্ত করিলেন। ১৩ পরে যোয়ীশের পুত্র গিদিয়োন হেরসের আরোহণ ১৪ পথ দিয়া যুদ্ধ হইতে ফিরিয়া আসিতেছিলেন, এমন সময়ে স্থক্কোৎ-নিবাসীদের এক যুবাকে ধরিয়া জিজ্ঞাসাবাদ করিলেন : তাহীতে সে স্থক্কোতের অধ্যক্ষগণের ও তথাকার প্রাচীনদের সাতত্তির জনের নাম লেখাইয়। ১৫ দিল। পরে তিনি কুক্কোতের লোকদের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, সেবহ ও সলমুন্নকে দেখ, যাহাদের বিষয়ে তোমরা আমাকে ঠাট্টা করিয়া বলিয়াছিলে, সেবহের ও সলমুন্নের হস্ত কি এখন তোমার হস্তগত যে, আমরা তোমার শ্রান্ত লোকদিগকে রুটী দিব ? ১৬ আর তিনি ঐ নগরের প্রাচীনগণকে ধরিলেন, এবং প্রান্তরের কণ্টক ও স্যাকুল লইয়া তাহ দ্বারা সুক্কোতের ১৭ লোকদিগকে শিক্ষা দিলেন। পরে তিনি পনুয়েলের দুর্গ ভাঙ্গিয় ফেলিলেন, ও নগরের লোকদিগকে বধ করিলেন। আর তিনি সেবহ ও সল্মুন্নকে কহিলেন, তোমরা তাবোরে যে পুরুষদিগকে বধ করিয়ছিলে, তাহার কি প্রকার লোক ? তাহারা উত্তর করিলেন, আপনি যেমন, তাহারাও সেইরূপ, প্রত্যেকে রাজপুত্ৰ সদৃশ ১৯ ছিল । তিনি কহিলেন, তাহারা আমার ভ্রাত, আমারই সহোদর ; জীবন্ত সদাপ্রভুর দিব্য, তোমর। যদি তাহাদিগকে জীবিত রাখিতে, আমি তোমা২০ দিগকে বধ করিতাম না । পরে তিনি অপেন জ্যেষ্ঠ পুত্র যেথরকে কহিলেন, উঠ, ইহাদিগকে বধ কর। কিন্তু সেই বালক আপন খড়গ বাহির করিল না, কারণ সে ভয় করিল, কেননা তখনও সে বালক । ২১ তখন সেবহু ও সন্মুন্ন কহিলেন, আপনি উঠিয়৷ আমাদিগকে আঘাত করুন, কেননা যে যেমন পুরুষ, তাহার তেমনি বীরত্ব। তাহাতে গিদিয়োন উঠিয়া সেবহ ও সলমুন্নকে বধ করিলেন, এবং তাঁহাদের উষ্ট্রগুলির গলার সমস্ত চন্দ্রহার লইলেন।
- 6
ごb" 213