পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ » ७ তথাকার লোকদিগকে বধ করিল, এবং নগর সমভূমি করিয়া তাহার উপরে লবণ ছড়াইয়া দিল । ৪৬ পরে শিখিমের দুর্গস্থিত গৃহস্থ সকল এই কথা শুনিয়া এল্‌-বরী দেবের মন্দিরস্থ এক দৃঢ় গৃহে প্রবেশ ৪৭ করিল। পরে শিখিমের দুর্গস্থিত সমস্ত গৃহস্থ একত্র হইয়াছে, এই কথা অবীমেলকের কর্ণগোচর হইল । ৪৮ তখন আবীমেলক ও তাহার সঙ্গিগণ সকলে সলমোন পৰ্ব্বতে উঠিল। আর অবৗমেলক কুঠার হস্তে লইয়াছিল ; সে বৃক্ষ হইতে এক শাখ কাটিয়া লইয়। আপন স্বন্ধে রাখিল, এবং আপন সঙ্গী লোকদিগকে কহিল, তোমরা আমাকে যাহা করিতে দেখিলে, শীঘ্র সেই৪৯ রূপ কর। তাহাতে সমস্ত লোক প্রত্যেক জন এক এক শাখা কটিয়া লইয়া অবীমেলকের পশ্চাৎ পশ্চাৎ চলিল ; পরে সেই সকল শাখা ঐ দৃঢ় গৃহের গাত্রে রাখিয়৷ সেই গৃহে আগুন লাগাইয়া দিল ; এইরূপে শিখিমের দুর্গস্থিত সমস্ত লোকও মরিল ; তাহার। স্ত্রী ও পুরুষ অনুমান সহস্ৰ লোক ছিল । পরে অবীমেলক তেবেসে গমন করিল, ও তেবেসের বিরুদ্ধে শিবির স্থাপন করিয়া তাহ হস্তগত করিল। ৫১ কিন্তু ঐ নগরের মধ্যে দুরাক্রম এক দুর্গ ছিল, অতএব সমস্ত পুরুষ ও স্ত্রী, এবং নগরের সকল গৃহস্থ পলাইয়৷ তাহার মধ্যে গিয়া দ্বার রুদ্ধ করিয়৷ দুর্গের ছাদের উপরে ৫২ উঠিল । পরে অবীমেলক সেই দুর্গের কাছে উপস্থিত হইয় তাহার বিরুদ্ধে যুদ্ধ করিল, এবং তাহ অগ্নি দ্বারা পোড়াইয়া দিবার জন্ত দুর্গের দ্বার পর্য্যন্ত গেল । ৫৩ তখন একটা স্ত্রীলোক বাতার উপরের পাট লইয়৷ অবীমেলকের মস্তকের উপরে নিক্ষেপ করিয়া তাহার ৫৪ মাথার খুলি ভগ্ন করিল। তাহাতে সে শীঘ্র আপন অস্ত্রবাহক যুবকে ডাকিয়া কহিল, তুমি খড়গ খুলিয়৷ আমাকে বধ কর ; পাছে লোকে আমার বিষয়ে বলে, একটা স্ত্রীলোক উহাকে বধ করিয়াছে। তখন সে ৫৫ যুবা তাহাকে বিদ্ধ করিলে সে মরিয়া গেল। পরে অবীমেলক মরিয়াছে দেখিয়া ইস্রায়েলের লোকেরা প্রত্যেকে তাপন আপন স্থানে প্রস্থান করিল। এইরূপে অবমেলক আপনার সত্তর জন ভ্রাতাকে বধ করিয়া আপন পিতার বিরুদ্ধে যে দুস্কৰ্ম্ম করিয়াছিল, ঈশ্বর তাহার সমুচিত দণ্ড তাহীকে দিলেন ; a৭ আবার শিখিমের লোকদের মস্তকে ঈশ্বর তাহীদের সমস্ত দুষ্কর্মের প্রতিফল বৰ্ত্তাইলেন ; তাহাতে ফিরুকালের পুত্র যোথমের শাপ তাহদের উপরে পড়িল । তোলয়, যায়ীর ও ফিপ্তহের বিবরণ। రి অবীমেলকের পরে তোলয় ইস্রায়েলের নিস্তারার্থে উৎপন্ন হইলেন ; তিনি ইষাৰ্থর বংশীয় দোদয়ের পৌত্র পূয়ার পুত্র ; তিনি পৰ্ব্বতময় ইক্রয়িম ২ প্রদেশস্থ শামীরে বাস করতেন । তিনি তেইশ বৎসর ইস্রায়েলের বিচার করিলেন ; পরে তিনি মরিয়া গেলেন, এবং শামীরে তাহার কবর হইল। 62 о && বিচারকর্তৃগণের বিবরণ। [ ఎ ; 8అ– : o ; :b | ৩ তাহার পরে গিলিয়দীয় যায়ীর উৎপন্ন হইয়া বাইশ ৪ বৎসর পর্য্যন্ত ইস্রায়েলের বিচার করিলেন। তাহার ত্ৰিশটী পুত্র ছিল, তাহার ত্রিশ গর্দভে চড়িয়া বেড়াইত ; এবং তাহদের ত্রিশ নগর ছিল ; গিলিয়দ দেশস্থ সেই সকল নগরকে অদ্যাপি হবোৎ-যায়ীর বলা যায়। ৫ পরে যায়ীর মরিয়৷ গেলেন, এবং কামোনে তাহার কবর হইল। ৬ পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহ মন্দ, তাহাই পুনৰ্ব্বার করিল, এবং বাল দেবগণের, অষ্টারোৎ দেবীদের, আরামের দেবগণের, সীদোনের দেবগণের, মোয়াবের দেবগণের, অন্মোন-সন্তানদের দেবগণের ও পলেষ্টীয়দের দেবগণের সেবা করিতে লাগিল ; তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিল, তাহার ৭ সেবা করিল না। তখন ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি পলেষ্টীয়দের হস্তে ও অন্মোন-সন্তানদের হস্তে তাহাদিগকে বিক্রয় করি৮ লেন । আর ইহারা ঐ বৎসর ইস্রায়েল-সন্তানগণকে পীড়ন ও চূর্ণ করিল ; আঠার বৎসর পর্য্যন্ত যদ্দন-পারস্থ গিলিয়দের অন্তঃপাতী ইমোরীয় দেশনিবাসী সমস্ত ৯ ইস্রায়েল-সন্তানকে চূর্ণ করিল। আর অন্মোন-সন্তানগণ যিহদার ও বিদ্যমীনের এবং ইক্রায়ম কুলের সহিত যুদ্ধ করিতে যদিন পার হইয়া আসিত ; এইরূপে ইস্রায়েল আতিশয় কষ্ট পাইতে লাগিল । পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করিয়া কহিল, আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি, কেননা আমরা আপনাদের ঈশ্বরকে ত্যাগ এবং ১১ বাল দেবগণের সেবা করিয়াছি। তাহাতে সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণকে কহিলেন, মিশ্রীয়দের হইতে, ইমোরীয়দের হইতে, অন্মোন-সন্তানদের হইতে ও পলেষ্টীয়দের হইতে আমি কি তোমাদিগকে [নিস্তার ১২ করি | নাই ? আর সীদোনীয়, অমলেকীয় ও মায়োনীয়গণ তোমাদের উপরে উপদ্রব করিয়াছিল, এবং তোমরা আমার কাছে ক্ৰনদন করিলে আমি তাহীদের ১৩ হস্ত হইতে তোমাদিগকে নিস্তার করিলাম। তথাপি তোমরা আমাকে ত্যাগ করিয়া অন্ত দেবগণের সেবা করিলে, অতএব আমি আর তোমাদের নিস্তার করিব ১৪ ন ; যাও, আপনাদের মনোনীত ঐ দেবগণের কাছে ক্ৰন্দন কর : সঙ্কটের সময়ে তাহারাই তোমাদিগকে ১৫ নিস্তার করুক। তখন ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুকে কহিল, আমরা পাপ করিয়াছি ; এখন তোমার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই আমাদের প্রতি কর : বিনয় করি, কেবল অদ্য আমাদিগকে উদ্ধার কর । ১৬ পরে তাহার। আপনাদের মধ্য হইতে বিজাতীয় দেবগণকে দূর করিয়া সদাপ্রভুর সেবা করিল ; তাহাতে ইস্রায়েলের কষ্টে তাহার প্রাণ দুঃখিত হইল। ১৭ ঐ সময়ে অন্মোন-সন্তানগণ সমাহত হইয়া গিলিয়দে শিবির স্থাপন করিল। আর ইস্রায়েল-সন্তানগণ একত্র ১৮ হইয়। মিসৃপাতে শিবির স্থাপন করিল। তাহাতে > e 216