* > ; > -२१ । ] লোকেরা, গিলিয়দের অধ্যক্ষগণ, পরস্পর কহিল, অম্মোন-সন্তানগণের সহিত যুদ্ধ করিতে কোন ব্যক্তি আরম্ভ করিবে ? সে গিলিয়দ-নিবাসী সমস্ত লোকের প্রধান হইবে । SS ঐ সময়ে গিলিয়দীয় ফিপ্তহু বলবান বীর ছিলেন ; তিনি এক বেশ্যার পুত্র : গিলিয়দ ২ তাহার জন্ম দিয়াছিলেন । আর গিলিয়দের স্ত্রী তাহীর জন্য কএকটী পুত্র প্রসব করিল ; পরে সেই স্ত্রীজাত পুত্রেরা যখন বয়ঃপ্রাপ্ত হইল, তখন যিগুহকে তাড়াইয়া দিল, কহিল, আমাদের পিতৃকুলের মধ্যে তুমি অধিকার পাইবে না, কেননা তুমি অপর এক ৩ খ্রীর পুত্র। তাহাতে যিগুহ আপন ভ্রাতাদের সন্মুখ হইতে পলাইয়া গিয়া টোব দেশে প্রবাস করিলেন : এবং কতকগুলিন অসরিচিত্ত লোক যিগুহের কাছে একত্র হইল, তাহার। তাহার সঙ্গে বাহিরে যাইত । ৪ কিছু কাল পরে অন্মোন-সন্তানগণ ইস্রায়েলের ৫ সহিত যুদ্ধ করিতে লাগিল। তখন ইস্রায়েলের সহিত অম্মোন-সন্তানগণ যুদ্ধ করাতে গিলিয়দের প্রাচীনবর্গ ৬ যিপ্তহকে টোব দেশ হইতে আনিতে গেল। তাহার ষিপ্তহকে কহিল, আইস, তুমি আমাদের অধ্যক্ষ হও, ৭ আমরা অন্মোন-সন্তানদের সহিত যুদ্ধ করিব । যিগুহ গিলিয়দের প্রাচীনবর্গকে কহিলেন, তোমরাই কি আমাকে ঘৃণা করিয়া আমার পিতৃকুল হইতে আমাকে তাড়াইয় দেও নাই ? এখন বিপদগ্ৰস্ত হইয়াছ বলিয়া ৮ আমার কাছে কেন আসিলে ? তখন গিলিয়দের প্রাচীনবর্গ যিগুহকে কহিল, এখন আমরা তোমার নিকটে ফিরিয়া আসিয়াছি, যেন তুমি আমাদের সঙ্গে গিয়া অন্মোন-সন্তানদের সহিত যুদ্ধ করিতে পার, এবং আমাদের অর্থাৎ গিলিয়দ-নিবাসী সমস্ত লোকের ৯ প্রধান হও । তখন যিগুহ গিলিয়দের প্রাচীনবর্গকে কহিলেন, তোমরা যদি অন্মোন-সন্তানগণের সহিত যুদ্ধ করণার্থে আমাকে পুনৰ্ব্বার স্বদেশে লইয়া যাও, আর সদাপ্রভু যদি আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করেন, তবে আমিই কি তোমাদের প্রধান হইব ? ১• তখন গিলিয়দের প্রাচীনবর্গ যিগুহকে কহিল, সদাপ্রভু আমাদের মধ্যে সাক্ষী : আমরা অবশ্য তোমার কথা ১১ অনুসারে কার্য্য করিব। পরে যিগুহ গিলিয়দের প্রাচীনবর্গের সহিত গেলেন ; তাহাতে লোকের তাহাকে আপনাদের প্রধান ও শাসনকৰ্ত্ত করিল : পরে যিগুহ মিস্পাতে সদাপ্রভুর সাক্ষাতে আপনার সমস্ত কথা কহিলেন । পরে যিগুহ অন্মোন-সন্তানদের রাজার নিকটে দূত পঠাইয়া কহিলেন, আমার সহিত তোমার বিষয় কি যে, তুমি আমার সহিত যুদ্ধ করিতে আমার দেশে ১৩ আসিলে ? তাহাতে অন্মোন-সন্তীনগণের রাজা ফিপ্তহের দূতগণকে কহিলেন, কারণ এই, ইস্রায়েল যখন মিসর হইতে আইসে, তখন অর্ণেন অবধি যবেবীক ও যদিন পর্য্যন্ত আমার ভূমি হরণ করিয়াছিল ; অত Sశి বিচারকত্ত্বগণের বিবরণ। 及°宁 ১৪ এব এখন নিৰ্ব্বিরোধে তাহ ফিরাইয়া দেও। তাঁহাতে ফিপ্তহু অন্মোন-সন্তানগণের রাজার নিকটে পুনৰ্ব্বার ১৫ দূত পাঠাইলেন ; তিনি তাহাকে কহিলেন, যিগুহ এই কথা কহেন, মোয়াবের ভূমি কিম্ব অন্মোন১৬ সন্তানগণের ভূমি ইস্রায়েল হরণ করে নাই। কিন্তু মিসর হইতে আসিবার সময়ে ইস্রায়েল সুফসাগর পৰ্য্যন্ত প্রান্তরের মধ্যে ভ্রমণ করিয়া যখন কাদেশে ১৭ উপস্থিত হয়, তখন ইদোমের রাজার নিকটে দূত পাঠাইয়া বলিয়াছিল, বিনয় করি, আপনি নিজ দেশের মধ্য দিয়া আমাকে যাইতে দিউন, কিন্তু ইদোমের রাজা সে কথায় কাণ দিলেন না ; আর সেইরূপ মোয়াবের রাজার নিকটে বলিয়। পাঠাইলে তিনিও সম্মত হইলেন না ; অতএব ইস্রায়েল কাদেশে ১৮ রহিল। পরে তাহারা প্রান্তরের মধ্য দিয়া গিয়া ইদোম দেশ ও মোয়াব দেশ প্রদক্ষিণপূর্বক মোয়াব দেশের পূৰ্ব্বদিক দিয়া আসিয়া অর্ণেনের ওপারে শিবির স্থাপন করিল, মোয়াবের সীমার মধ্যে প্রবেশ করিল ১৯ না, কেননা অর্ণেন মোয়াবের সীম। পরে ইস্রায়েল হিৰ্ষবোনের রাজা, ইমোরীয়দের রাজা,সাঁহোনের নিকটে দূত পঠাইল ; ইস্রায়েল তাহাকে কহিল, বিনয় করি, আপনি নিজ দেশের মধ্য দিয়া আমাদিগকে নিজ ২০ স্থানে যাইতে দিউন। কিন্তু সহোন ইস্রায়েলকে বিশ্বাস করিয়া আপন সীমার মধ্য দিয়া যাইতে দিলেন না : সহোন আপনার সমস্ত লোক একত্র করিয়া যহসে শিবির স্থাপন করিলেন; ইস্রায়েলের সহিত যুদ্ধ করি২১ লেন । আর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু সাঁহোনকে ও তাহার সমস্ত লোককে ইস্রায়েলের হস্তে সমর্পণ করিলেন, ও তাহারা তাহাদিগকে আঘাত করিল ; এইরূপে ইস্রায়েল সেই দেশনিবাসী ইমোরীয়দের সমস্ত ২২ দেশ অধিকার করিল। তাহারা অর্ণোন অবধি যবেবাক পৰ্য্যন্ত ও প্রান্তর অবধি যদিন পৰ্য্যন্ত ইমোরীয়দের সমস্ত ২৩ অঞ্চল অধিকার করিল। সুতরাং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আপন প্রজ ইস্রায়েলের সম্মুখে ইমোরীয়দিগকে অধিকারচু্যত করিলেন ; এখন আপনি কি ২৪ তাহদের দেশ অধিকার করিবেন ? আপনার কমোশ দেব আপনাকে অধিকারার্থে যাহা দেন, আপনি কি তাহারই অধিকারী নহেন ? আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সম্মুখে যাহাদিগকে অধিকারচু্যত করিয়া২৫ ছেন, সে সমস্তের অধিকারী আমরাই আছি। বলুন দেখি, মোয়াবের রাজা সিপোরের পুত্র বালক হইতে আপনি কি শ্রেষ্ঠ ? তিনি কি ইস্রায়েলের সহিত বিবাদ করিয়াছিলেন, না তাহদের সহিত যুদ্ধ করিয়াছিলেন ? ২৬ হিন্থবোনে ও তাহার উপনগরসমূহে, অরোয়েরে ও তাহার উপনগরসমূহে এবং অর্ণেন তটসমীপস্থ সমস্ত নগরে তিন শত বৎসরাবধি ইস্রায়েল বাস করিতেছে ; এত দিনের মধ্যে আপনার কেন সে সমস্ত ফিরাইয়৷ ২৭ লন নাই ? আমি ত আপনাদের বিরুদ্ধে কোন দোষ করি নাই ; কিন্তু আমার সহিত যুদ্ধ করাতে আপনি 217
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।