১৫ ; ৭ – ১ ৬ ; ১৩ । ] য়াছে ; যেহেতুক তাহার শ্বশুর তাহার স্ত্রীকে লইয়া তাহার সখীকে দিয়াছে। তাহতে পলেষ্টীয়ের আসিয়া সেই স্ত্রীকে ও তাহার পিতাকে আগুনে পোড়াইয় ৭ মারিল। শিমূশোন তাহাদিগকে কহিলেন, তোমরা যদি এ প্রকার কাজ কর, তবে আমি নিশ্চয়ই তোমাদের ৮ প্রতিশোধ লইব, তাহার পর ক্ষান্ত হইব । পরে তিনি তাহাদিগকে আঘাত করিলেন, কটিদেশের উপরে জঙ্ঘায় মহা আঘাত করিলেন : আর নামিয়া গিয়া ঐটম শৈলের ফাটালে বাস করিলেন । ৯ আর পলেষ্টীয়ের উঠিয়া গিয়া যিহুদা দেশে শিবির ১• স্থাপন করিয়া লিহীতে ব্যাপিয়া রহিল । তাহাতে যিহুদার লোকের জিজ্ঞাসা করিল, তোমরা আমাদের বিরুদ্ধে কেন আসিলে ? তাহার কহিল, শিমূশোনকে বাধিতে আসিয়াছি ; সে আমাদের প্রতি যেমন করি১১ রাছে, আমরাও তাঁহার প্রতি তদ্রুপ করিব। তখন যিহুদার তিন সহস্ৰ লোক ঐটম শৈলের ফাটালে নামিয়া গিয়া শিমূশোনকে কহিল, পলেষ্টীয়ের ঘে আমাদের কৰ্ত্তা, তাহ তুমি কি জান না ? তবে আমাদের প্রতি তুমি এ কি করিলে । তিনি কহিলেন, তাহারা আমার প্রতি যেরূপ করিয়াছে, আমিও তাহt১২ দের প্রতি তদ্রুপ করিয়াছি । তাহার। তাহকে কহিল, আমরা পলেষ্টীয়দের হস্তে সমর্পণ করিবার জন্ত তোমাকে বাধিতে আসিয়াছি। শিমূশোন তাহাদিগকে কহিলেন, তোমরা আমাকে আক্রমণ করিবে না, আমার কাছে ১৩ এই দিব্য কর। তাহার কহিল, ন, কেবল তোমাকে দৃঢ়ৰূপে বাধিয়া তাহদের হস্তে সমর্পণ করিব ; কিন্তু আমরা যে তোমাকে বধ করিব, তাহ নয়। পরে তাহারা দুই গাছ নূতন রজু দ্বারা তাহাকে বধিয় ১৪ ঐ শৈল হইতে লইয়া গেল। তিনি লিহাঁতে উপস্থিত হইলে পলেষ্টীয়েয় তাহার কাছে গিয়া জয়ধ্বনি করিল। তথন সদাপ্রভুর আত্মা সবলে তাহার উপরে আসিলেন, আর তাহার দুই বাহুস্থিত দুই রজ্জ অগ্নিদগ্ধ শণের দ্যায় হইল, এবং তাহার দুই হস্ত হইতে বেড়ী খসিয়৷ ১৫ পড়িল। পরে তিনি এক গর্দভের কাচা হনু দেখিতে পাইয়া হস্ত বিস্তারপূর্বক তাহ লইয়৷ তদ্বারা সহস্র ১৬ লোককে আঘাত করিলেন। আর শিমূশোন কহিলেন, গর্দভের হনু দ্বারা রাশির উপরে রাশি হইল, গর্দভের হনু দ্বার সহস্ৰ জনকে হানিলাম। পরে তিনি কথা সমাপ্ত করিয়া হস্ত হইতে ঐ হনু নিক্ষেপ করিলেন, আর সেই স্থানের নাম রামণ্ড-লিহী ১৮ হনু-গিরি] রাখিলেন। পরে তিনি অতিশয় তৃষ্ণাতুর হওয়াতে সদাপ্রভুকে ডাকিয় কহিলেন, তুমি আপন দাসের হস্ত দ্বার। এই মহানিস্তার সাধন করিয়াছ, এখন আমি তৃষ্ণ হেতু মারা পড়ি, ও অচ্ছিন্নত্বক লোকদের ১৯ হাতে পড়ি। তাঁহাতে ঈশ্বর লিইস্থিত শূন্তগর্ভ স্থান বিদীর্ণ করিলেন, ও তাহ হইতে জল নির্গত হইল ; তখন তিনি জল পান করিলে তাহার প্রাণ ফিরিয়া আসিল, ও তিনি সজীব হইলেন ; অতএব তাহার So বিচারকর্তৃগণের বিবরণ। ९ ९ ॐ নাম ঐন-হস্কোরী { আহ্বানকারীর উলুই ] রাখা হইল : ২• তাহ অদ্যপি লিহীতে আছে। পলেষ্টীয়দের সময়ে তিনি বিংশতি বৎসর পর্য্যন্ত ইস্রায়েলের বিচার করি লেন । JV) আর শিমূশোন ঘসাতে গিয়া সেখানে একটা বেষ্ঠীকে দেখিয় তাহার কাছে গমন করি২ লেন । তাহাতে, শিমূশোন এই স্থানে আসিয়াছে, এই কথা শুনিয়া ঘসাতীয়েরা তাহীকে বেষ্টন করিয়া সমস্ত রাত্রি তাহার জন্য নগর-দ্বারে লুকাইয়৷ থাকিল, সমস্ত রাত্রি চুপ করিয়া রহিল, বলিল, প্রাতঃকালে দিন ৩ হইলে আমরা তাহকে বধ করিব। কিন্তু শিমূশোন অৰ্দ্ধরত্র পর্য্যন্ত শয়ন করিলেন, অৰ্দ্ধরাত্রে উঠিয় তিনি নগর দ্বারের অর্গলশুদ্ধ দুই কবাট ও দুই বাজু ধরিয়৷ উপড়াইলেন, এবং স্বন্ধে করিয়া হিরোণের সম্মুখস্থ পৰ্ব্বত-শৃঙ্গে লইয়া গেলেন। ৪ তৎপরে তিনি সোরেক উপত্যকার একটা স্ত্রীলোককে ভাল বাসিলেন, তাহার নাম দলীলা । ৫ তাহাতে পলেষ্টীয়দের ভূপালের সেই স্ত্রীর নিকটে আসিয় তাহাকে কহিলেন, তুমি তাহাকে ফুসলাইয়। দেখ, কিসে তাহার এমন মহাবল হয়, ও কিসে আমরা তাহাকে জয় করিয়া ক্লেশ দিবীর জন্য রাখিতে পারিব : তাহাতে আমরা প্রত্যেকে তোমাকে এগার শত রৌপ্য ৬ মুদ্র। দিব। তখন দলীল। শিমূশোনকে কহিল, বিনয় করি, তোমার এমন মহাবল কিসে হয়, আর ক্লেশ দিবার জন্ত কিসে তোমাকে বধিতে পারা যায়, তাহ। ৭ আমাকে বল। শিমূশোন তাঁহাকে কহিলেন, শুষ্ক হয় নাই, এমন সাত গাছ কচ তাইত দিয়া যদি তাহার আমাকে বাধে, তবে আমি দুৰ্ব্বল হইয়। অন্ত লোকের ৮ সমান হইব । পলেষ্টীয়দের ভুপালের অশুষ্ক সাত গাছ। কাচা তাইত অনিয়া সেই স্ত্রীকে দিলেন ; আর সে ৯ তাহ দ্বারা তাহাকে বাধিল । তখন তাহার অস্তুরাগারে গুপ্তভাবে লোক বসিয়াছিল। পরে দলীল৷ তাহাকে কহিল, হে শিমূশোন, পলেষ্টীয়ের তোমাকে ধরিল। তাহাতে অগ্নির গন্ধে শণস্বত্র যেমন ছিন্ন হয়, তদ্রুপ তিনি ঐ তাইত সকল ছিড়িয়া ফেলি১• লেন ; এইরূপে তাহার বল জানা গেল না। পরে দলীলা শিমূশোনকে কহিল, দেখ, তুমি আমাকে উপহাস করিলে, আমাকে মিথ্যা কথা কহিলে : এক্ষণে বিনয় করি, কিসে তোমাকে বাধিতে পার৷ ১১ যায়, তাহা আমাকে বল। তিনি তাহকে কহিলেন, যে রজু দিয়া কোন কৰ্ম্ম করা হয় নাই, এমন কএক গাছ নুতন রজজু দ্বারা যদি তাহার। আমাকে বঁধে, তবে আমি দুৰ্ব্বল হইয়। অন্ত লোকের সমান হইব । ১২ তাহতে দলীল নুতন রজ্জ লইয়। তাহ দ্বারা তাহাকে বঁধিল ; পরে তাহাকে কহিল, হে শিমূশোন, পলেষ্টীয়ের তোমাকে ধরিল । তখন তন্তরাগারে গুপ্তভাবে লোক বসিয়াছিল। কিন্তু তিনি আপন বাহু হইতে ১৩ স্থত্রের স্থায় ঐ সকল ছিড়িয়া ফেলিলেন। পরে দলীলা 221
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।