दै ९ ९ শিম্শোনকে কহিল, এ যাবৎ তুমি আমাকে উপহাস করিলে, আমাকে মিথ্যা কথা কহিলে ; কিসে তোমাকে বাধিতে পারা যায়, আমাকে বল না। তিনি কহিলেন, তুমি যদি আমার মাথার সাত গুচ্ছ চুলতানার ১৪ সহিত বুন, তবে হইতে পারে। তাহাতে সে ভাতের গোজের সহিত তহুি বদ্ধ করিয়া তাহাকে কহিল, হে শিমূশোন, পলেষ্টীয়ের তোমাকে ধরিল। তখন তিনি নিদ্রা হইতে জাগরিত হইয়া তান৷ শুদ্ধ তাতের গোজ উপড়াইয়া ফেলিলেন । পরে দলীল তাহাকে কহিল, তুমি কি প্রকারে বলিতে পার যে, তুমি আমাকে ভাল বাস ? তোমার মন ত আমাতে নাই ; এই তিন বার তুমি আমাকে উপহাস করিলে ; কিসে তোমার এমন মহাবল হয়, ১৬ তাহা আমাকে কহিলে না। এইরূপে সে প্রতিদিন বাক্য দ্বারা তাহাকে পীড়াপীড়ি করিয়া এমন ব্যস্ত করিয়া তুলিল যে, প্রাণধারণে র্তাহার বিরক্তি বোধ ১৭ হইল। তাই তিনি মনের সমস্ত কথা ভাঙ্গিয় বলিলেন, তাহাকে কহিলেন, আমার মস্তকে কখনও কুর উঠে নাই, কেনন। মাতার গৰ্ত্ত হইতে আমি ঈশ্বরের উদ্দেশে নাসরীয় ; ক্ষৌরি হইলে আমার বল আমাকে ছাড়িয়। যাইবে, এবং আমি দুৰ্ব্বল হইয়৷ অন্ত সকল ১৮ লোকের সমান হইব। তখন, এ আমাকে মনের সমস্ত কথা ভাঙ্গিয় বলিয়াছে বুঝিয়া, দলীলা লোক পঠাইয়৷ পলেষ্টীয়দের ভূপালদিগকে ডাকাইয়া কহিল, এই বার আইকন, কেননা সে আমাকে মনের সমস্ত কথা ভাঙ্গিয় বলিয়াছে। তাহাতে পলেষ্টীয়দের ভূপালের টাকা হাতে করিয়া তাহার নিকটে অসিলেন । ১৯ পরে সে আপনার জানুর উপরে তাহাকে নিদ্রিত করিল, এবং এক জনকে ডাকাইয়া তাহার মস্তকের সাত গুচ্ছ কেশ ক্ষৌরি করাইল ; এইরূপে সে তাহাকে ক্লেশ দিতে আরস্ত করিল, আর তাহার বল তাহাকে ২• ছাড়িয়া গেল। পরে সে কহিল, হে শিমূশোন, পলেষ্টীয়ের তোমাকে ধরিল। তখন তিনি নিদ্রা হইতে জাগরিত হইয়া কহিলেন, অন্তান্ত সময়ের স্থায় বাহিরে গিয়া গা ঝাড়া দিব। কিন্তু সদাপ্রভু ষে তাহাকে ত্যাগ করিয়াছেন, তাহ তিনি বুঝিলেন ২১ না। তখন পলেষ্টয়ের তাহাকে ধরিয়া উহার দুই চক্ষু উৎপাটন করিল ; এবং তাহাকে ঘসাতে আনিয়া পিত্তলের দুই শৃঙ্খলে বদ্ধ করিল ; তিনি কারাগারে ২২ র্যাত পেষণ করিতে থাকিলেন । তথাপি ক্ষৌরি হইবার পর তাহার মস্তকের কেশ পুনৰ্ব্বার বৃদ্ধি পাইতে লাগিল । পরে পলেষ্টীয়দের ভূপালের আপনাদের দেবতা দাগোনের উদ্দেশে মহাযজ্ঞ ও আমোদ প্রমোদ করিতে একত্র হইলেন ; কেননা তাহার কহিলেন, আমাদের দেবতা আমাদের শক্র শিমূশোনকে আমাদের হস্তে ২৪ দিয়াছেন। আর তাহাকে দেখিয়া লোকেরা আপনাদের দেবতার প্রশংসা করিতে লাগিল ; কেনন। তাহার। 34 ২৩ বিচারকত্ত্বগণের বিবরণ। [ ১ ৩ ; >8 – 2 * : * I কহিল, এই যে ব্যক্তি আমাদের শক্র ও তামাদের দেশনাশক, যে আমাদের অনেক লোক বধ করিয়াছে, ইহাকে আমাদের দেবতা আমাদের হস্তে দিয়াছেন। ২৫ তাহদের অন্তঃকরণ প্রফুল্ল হইলে তাহারা কহিল, শিমূশানকে ডাক, সে আমাদের কাছে কৌতুক করুক। তাহাতে লোকের কারাগুহ হইতে শিমূশোনকে ডাকিয়া আনিল, আর তিনি তাহদের সম্মুখে কেতুক করিতে লাগিলেন । তাহারা স্তন্ত সকলের ২৬ মধ্যে র্তাহীকে দাড় করাইয়াছিল। পরে যে বালক হস্ত দিয়া শিমূশোনকে ধরিয়াছিল, তিনি তাহাক কহিলেন, আমাকে ছাড়িয়া দেও, যে দুই স্তস্তের উপরে গৃহের ভার আছে, তাহ আমাকে স্পর্শ করিতে দেও ; আমি ২৭ উহাতে হেলান দিয়া দাড়াইব । পুরুষে ও স্ত্রীলোকে সেই গৃহ পরিপূর্ণ ছিল, আর পলেষ্টীয়দের সমস্ত ভুপাল সেখানে ছিলেন, এবং ছাদের উপরে স্ত্রী পুরুষ প্রায় তিন সহস্ৰ লোক শিমূশোনের কৌতুক দেখিতেছিল। ২৮ তখন শিম্শোন সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে প্রভু সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন : হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একটী বার আমাকে বলবান করুন, যেন আমি পলেষ্টীয়দিগকে আমার দুই চক্ষুর নিমিত্তে একেবারেই প্রতিশোধ ২৯ দিতে পারি। পরে শিম্শোন, মধ্যস্থিত যে দুই স্তস্তের উপরে গৃহের ভার ছিল, তাহ ধরিয়া তাহার একটর উপরে দক্ষিণ বাহু দ্বারা, অন্তটার উপরে বাম বাহু দ্বার ৩• নির্ভর করিলেন। আর পলেষ্টীয়দের সহিত আমার প্রাণ যাউক, ইহা বলিয়া শিমৃশোন আপনার সমস্ত বলে নত হইয়া পড়িলেন ; তাহাতে ঐ গৃহ ভূপালগণের ও যত লোক ভিতরে ছিল, সমস্ত লোকের উপরে পড়িল ; এইরূপে তিনি জীবনকালে যত লোক বধ করিয়াছিলেন, মরণকালে তদপেক্ষ অধিক লোক৩১ কে বধ করিলেন। পরে তাহার ভ্রাতৃগণ ও তাহার সমস্ত পিতৃকুল নামিয়া আসিয়া উহাকে লইয়া সরা ও ইষ্টয়োলের মধ্যস্থানে তাহাঁর পিতা মানোহের কবরস্থানে তাহার কবর দিল । তিনি বিংশতি বৎসর ইস্রায়েলের বিচার করিয়াছিলেন। মীখা ও দানীয়দের বিবরণ। Sዓ পৰ্ব্বতময় ইফুয়িম প্রদেশে মীথ নামে এক ব্যক্তি ছিল । সে আপন মাতাকে কহিল, যে এগার শত রৌপ্য মুদ্র তোমার নিকট হইতে চুরি গিয়াছিল, যে বিষয়ে তুমি শাপ দিয়াছিলে ও আমার কাণে তুলিয়াছিলে, দেখ, সেই রৌপ্য আমার কাছে আছে, আমিই তাহ লইয়াছিলাম। তাহার মাত কহিল, ৩ বৎস, তুমি সদাপ্রভুর আশীৰ্ব্বাদপত্রে হও । পরে সে ঐ এগার শতরৌপ্য মুদ্রা মাতাকে ফিরাইয়া দিলে তাহার মাত কহিল, আমি এই রৌপ্য সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করিতেছি ; আমার পুত্র ইহা আমার হস্ত হইতে লইয়া এক ছাচে ঢালা ও এক ক্ষোদিত 222
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।