९ ९ 8 করিয়া সেই ক্ষোদিত প্রতিমা, এফোদ, ঠাকুরগুলা ও ছাচে ঢাল প্রতিমা তুলিয়া লইল, তখন পুরোহিত ১৯ তাহাদিগকে কহিল, তোমরা কি করিতেছ ? তাহারা উত্তর করিল, চুপ কর, মুখে হাত দিয়া আমাদের সঙ্গে সঙ্গে চল, এবং আমাদের পিতা ও পুরোহিত হও । তোমার পক্ষে কোনটা ভাল, এক জনের কুলের পুরোহিত হওয়া, না ইস্রায়েলের এক বংশের ও ২০ গোষ্ঠীর পুরোহিত হওয়া ? তাহতে পুরোহিতের মন প্রফুল্প হইল, সে ঐ এফোদ, ঠাকুরগুলা ও ক্ষোদিত ২১ প্রতিম লইয়। সেই লোকদের মধ্যবৰ্ত্ত হইল। আর তাহারা মুখ ফিরাইয় প্রস্থান করিল, এবং বালকবালিকা, পশু ও দ্রব্য সামগ্রী আপনাদের সম্মুখে রাখিল । ২২ তাহারা মাথার বাট হইতে কিঞ্চিৎ দূরে গেলে পর মৗখার বাটীর নিকটস্থ বাটীসমূহের লোকের একত্র হইয়া দান-সন্তানগণের কাছে গিয়া উপস্থিত হইল ; ২৩ এবং দান-সন্তানদিগকে ডাকিতে লাগিল। তাহীতে তাহারা মুখ ফিরাইয়া মাখাকে কহিল, তোমার কি হইয়াছে যে, তুমি এত লোক সঙ্গে করিয়া আসিতেছ? ২৪ সে কহিল, তোমরা আমার নিৰ্ম্মিত দেবগণ ও পুরোহিতকে চুরি করিয়া লইয়া যাইতেছ, এখন আমার আর কি আছে ? অতএব “ তোমার কি হইয়াছে ? ” ২৫ ইহা আমাকে কেন জিজ্ঞাসা করিতেছ ? দান-সন্তানগণ তাহাকে কহিল, আমাদের মধ্যে যেন তোমার রব শুনা না যায় ; পাছে গোয়ারের তোমাদের উপর ২৬ পড়ে,এবং তুমি সপরিবারে প্রাণ হারাও । পরে দানসন্তানগণ আপন পথে গমন করিল, এবং মীথ তাহাদিগকে তাপন হইতে অধিক বলবান্ দেখিয়া ফিরিল, আপন বাটীতে ফিরিয়া আসিল । ২৭ পরে তাহারা মাখার নিৰ্ম্মিত বস্তু সকল ও তাহার পুরোহিতকে সঙ্গে লইয়৷ লয়িশে সেই স্বস্থির ও নিশ্চিন্ত লোক-সমাজের নিকটে উপস্থিত হইল ; এবং খড়গধারে তাহাদিগকে বধ করিল, আর নগর আগুনে পোড়াইয়৷ ২৮ দিল । উদ্ধারকর্তা কেহ ছিল না, কেননা সেই নগর সীদোন হইতে দূরে ছিল, এবং অন্ত কাহারও সহিত তাহাদের সম্বন্ধ ছিল না। আর তাহ বৈৎ-রহোবের নিকটস্থ তলভূমিতে ছিল। পরে তাহার। ঐ নগর ২৯ নিৰ্ম্মাণ করিয়৷ তথায় বাস করিল। আর তাহাদের পিতৃপুরুষ যে দান ইস্রায়েলের পুত্র, তাহার নামানুসারে সেই নগরের নাম দান রাখিল ; কিন্তু পূর্বে সেই নগরের নাম লয়িশ ছিল । আর দান-সন্তানগণ আপনাদের জন্ত সেই ক্ষোদিত প্রতিমা স্থাপন করিল, এবং তদেশীয় লোকদের বন্দিত্বের সময় পৰ্য্যন্ত মোশির পুত্র গেশোমের সন্তান যোনাথন এবং তাহার সন্তানগণ দানীয় বংশের পুরো৩১ হিত হইল। আর যত দিন শীলোতে ঈশ্বরের গৃহ থাকিল, তাহার। আপনাদের জন্ত মাখার নিৰ্ম্মিত ঐ ক্ষোদিত প্রতিম স্থাপন করিয়া রাখিল । 9 ஐ বিচারকর্তৃগণের বিবরণ। [ str; ) సె – పి ఎ ; పి | গিবিয়া-নিবাসীদের দুষ্টামি ও তাহার তিক্ত ফল । Sఏ তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না। আর পবর্বতময় ইক্রয়িম প্রদেশের প্রান্তভাগে এক জন লেবীয় প্রবাস করিত ; সে বৈৎলেহম-যিহুদী হইতে ২ এক উপপত্নী গ্রহণ করিয়াছিল। পরে সেই উপপত্নী তাহার বিরুদ্ধে বেষ্ঠাচার করিল, এবং তাঁহাকে ত্যাগ করিয়া বৈৎলেহম-যিহুদায় আপন পিতার বাটীতে গিয়া ৩ চারি মাস কাল সে স্থানে থাকিল। পরে তাহার পুরুষ উঠিয় তাহাকে চিত্তপ্রবোধক কথা কহিতে ও ফিরাইয়া আনিতে তাহার কাছে গেল, তাহার সঙ্গে তাহার চাকর ও দুইটী গর্দভ ছিল। তাহার উপপত্নী তাহাকে পিতার বাচীর মধ্যে লইয়া গেলে সেই যুবতীর পিতা তাহাকে দেখিয়া আনন্দ সহকারে তাহার সহিত ৪ সাক্ষাৎ করিল ; তাহার শ্বশুর ঐ যুবতীর পিতা আগ্ৰহপূৰ্ব্বক তাহাকে রাখিলে সে তাহার সহিত তিন দিন বাস করিল ; এবং তাহারা সেই স্থানে ভোজন পান ৫ ও রাত্রি যাপন করিল। পরে চতুর্থ দিবসে তাহার। প্রত্যুষে গাত্ৰোখান করিল, আর সে বাইবার জন্ত উঠিল । তখন সেই যুবতীর পিতা জামাতাকে কহিল, কিঞ্চিৎ আহার করিয়া তোমার অন্তঃকরণ স্বস্থির কর, ৬ পরে আপন পথে যাইও । তাহাতে তাহারা দুই জন একত্র বসিয়া ভোজন পান করিল ; পরে যুবতীর পিতা সেই ব্যক্তিকে কহিল, বিনয় করি, সন্মত হও, ৭ এই রাত্রিটুকু বিলম্ব কর, প্রফুল্লচিত্ত হও । তথাপি সেই ব্যক্তি যাইবার জন্ত উঠিল ; কিন্তু তাহার শ্বশুর তাহাকে সাধ্যসাধনা করিলে সে সেই রাত্রিও তথায় ৮ যাপন করিল। পরে পঞ্চম দিবসে সে যাইবার জন্ত প্রত্যুষে উঠিল ; আর যুবতীর পিতা তাহাকে কহিল, বিনয় করি, তোমার অন্তঃকরণ স্বস্থির কর, বৈকাল পৰ্য্যন্ত তোমরা বিলম্ব কর ; তাহাতে তাহারা উভয়ে ৯ আহার করিল। পরে সেই পুরুষ, তাহার উপপত্নী ও চাকর যাইবার জন্ত উঠিলে তাহার শ্বশুর ঐ যুবতীর পিত তাহাকে কহিল, দেখ, প্রায় দিবাবসান হইল, বিনয় করি, তোমরা এই রাত্রিটুকু বিলম্ব কর ; দেখ, বেলা শেষ হইয়াছে ; তুমি এই স্থানে রাত্রিবাস কর, প্রফুল্লচিত্ত হও; কল্য তোমরা প্রত্যুষে উঠিলেই তুমি ১০ তোমার তাম্বুতে যাইতে পারবে। কিন্তু ঐ ব্যক্তি সেই রাত্রি বিলম্ব করিতে অসম্মত হইল ; সে উঠিয়া যাত্র। করিয়া যিবুষের অর্থাৎ যিরশালেমের সম্মুখে আসিয়া উপস্থিত হইল ; তাহার সঙ্গে সজ্জান্বিত দুইটী গর্দভ ১১ ছিল ; আর তাহার উপপত্নীও সঙ্গে ছিল। যিবুষের কাছে উপস্থিত হইলে দিব প্রায় একেবারে অবসান হইল ; তাহাতে চাকরট আপন কৰ্ত্তাকে কহিল, বিনয় করি, আইমন, আমরা যিবুৰীয়দের এই নগরে প্রবেশ ১২ করিয়। রাত্রি যাপন করি । কিন্তু তাহার কর্তা তাহাকে কহিল, যাহার। ইস্রায়েল-সন্তান নয়, এমন বিজাতীয় 224
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।