পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、*、や প্রতি এই কাৰ্য্য করিব, আমরা গুলিবঁটপূর্বক তাহার ১• বিরুদ্ধ যাইব । আর আমরা লোকদের জন্ত খাদ্য দ্রব্য আনতে ইস্রায়েল-বংশসমূহের মধ্যে এক শত লোকের প্রতি দশ, সহস্ত্রের প্রতি এক শত ও দশ সহস্ত্রের প্রতি এক সহস্ৰ লোক গ্রহণ করিব, যেন আমরা বিস্তামীনের গিবিয়াতে গিয়া ইস্রায়েলের মধ্যে কৃত সমস্ত মূঢ়তার কৰ্ম্ম অনুসারে প্রতিফল দিতে পারি। ১১ এইরূপে ইস্রায়েলের সমস্ত লোক এক মানুষের দ্যায় একযোগ হইয়। ঐ নগরের প্রতিকূলে একত্র হইল। পরে ইস্রায়েলের বংশসমূহ বিদ্যামীন বংশের সর্বত্র লোক প্রেরণ করিয়া কহিল, তোমাদের মধ্যে এ কি ১৩ দুষ্কৰ্ম্ম হইয়াছে ? তোমরা এখন ঐ লোকদিগকে, গিবিয়া-নিবাসী পাষণ্ডদিগকে, সমর্পণ কর, আমরা তাহাদিগকে বধ করিয়া ইস্রায়েল হইতে দুষ্টাচার লোপ করিব । কিন্তু বিদ্যামীন আপন ভ্রাতাদের অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের কথা শুনিতে সম্মত হইল ১৪ না। বরং ইস্রায়েল-সন্তানগণের সহিত যুদ্ধ করণার্থে বিদ্যামীন-সন্তানগণ নানা নগর হইতে গিবিয়াতে গিয়া ১৫ একত্র হইল। সেই দিন নানা নগর হইতে আগত বিদ্যামীন-সন্তানদের ছবিবশ সহস্র খড়গধারী লোক গণিত হইল ; ইহার গিবিয়া-নিবাসিগণ হইতে ভিন্ন ; তাহারাও সাত শত মনোনীত লোক গণিত হইল। ১৬ আবার এই সকল লোকের মধ্যে সাত শত মনোনীত লোক নেটা ছিল ; তাহীদের প্রত্যেক জন কেশ লক্ষ্যে ফিঙ্গার পাথর মারিতে পারিত, লক্ষ্যচ্যুত হইত না । বিদ্যমীন ভিন্ন ইস্রায়েলের খড়গধারী চারি লক্ষ লোক গণিত হইল : ইহারা সকলেই যোদ্ধা ছিল। ১৮ ইস্রায়েল-সন্তানগণ উঠিয় বৈথেলে গিয়া ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিল ; তাহার কহিল,বিদ্যমীন-সন্তানগণের সহিত যুদ্ধ করিতে আমাদের মধ্যে প্রথমে কে যাইবে ? ১৯ সদাপ্রভু কহিলেন, প্রথমে যিহ্ৰদ যাইবে । পরে ইস্রায়েল-সন্তানগণ প্রাতঃকালে উঠিয়৷ গিবিয়ার সম্মুখে ২• শিবির স্থাপন করিল। পরে ইস্রায়েল-লোকের বিন্যামীনের সহিত যুদ্ধ করিতে বাহির হইয় গেল ; তাহাদের সহিত যুদ্ধ করিতে ইস্রায়েল-লোকের গিবিয়ার ২১ সমীপে সৈন্ত্য রচনা করিল। তখন বিদ্যামীন-সন্তানগণ গিবিয়া হইতে বাহির হইয়। ঐ দিবসে ইস্রায়েলের মধ্যে বাইশ সহস্ৰ লোককে সংহার করিয়া ভুতলশায়ী কারল । পরে ইস্রায়েল-লোকেরা আপনাদিগকে আশ্বাস দিয়া, প্রথম দিবসে যে স্থানে সৈন্য রচনা করিয়াছিল, পুনর্ববার ২৩ সেই স্থানে সৈন্ত্য রচনা করিল। আর ইস্রায়েল-সন্তানগণ উঠিয়া গিয়া সন্ধ্যাকাল পর্য্যন্ত সদাপ্রভুর সাক্ষাতে রোদন করিল,এবং সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিল, আমরা আপন ভ্রাত। বিদ্যামীন-সন্তানদের সহিত বুদ্ধ করিতে কি পুনৰ্ব্বার যাইব ? সদাপ্রভু কহিলেন,তাহার ২৪ বিরুদ্ধে যাও । পরে ইস্রায়েল-সন্তানগণ দ্বিতীয় দিবসে ২৫ বিস্তামীন-সন্তানগণের প্রতিকুলে উপস্থিত হইল। আর O R So 之之 বিচারকত্ত্বগণের বিবরণ। ۵۹ - ۰ لا و o ه ] বিদ্যামীন সেই দ্বিতীয় দিবসে তাহীদের বিরুদ্ধে গিবিয়া হইতে নির্গত হইয়া পুনৰ্ব্বার ইস্রায়েল সন্তানগণের মধ্যে আঠার সহস্ৰ লোককে সংহার করিয়া ভূতলশায়ী করিল, ইহারা সকলেই খড়গধারী ছিল। পরে সমস্ত ইস্রায়েল-সন্তান, সমস্ত লোক, গিয়া বৈথেলে উপস্থিত হইল, এবং সেই স্থানে সদাপ্রভুর সম্মুখে রোদন করিল ও বসিয়া রহিল, এবং সেই দিন সন্ধ্যা পর্য্যন্ত উপবাস করিয়৷ সদাপ্রভুর সম্মুখে ২৭ হোম ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল। সেই সময়ে ঈশ্বরের নিয়ম-সিন্দুক ঐ স্থানে ছিল, এবং হারোণের পৌত্র ইলিয়াসরের পুত্ৰ পীনহস তৎসম্মুখে দণ্ডায়মান ২৮ ছিলেন ; অতএব ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুকে এই কথা জিজ্ঞাসা করিল, আমরা আপন ভ্রাত। বিদ্যামীনসন্তানগণের সহিত যুদ্ধ করিতে এখনও কি পুনকবার যাইব ? না ক্ষান্ত হইব ? সদাপ্রভু কহিলেন, যাও, কেননা কল্য আমি তোমাদের হস্তে তাহাদিগকে সম২৯ পণ করিব। পরে ইস্রায়েল গিবিয়ার চারিদিকে ঘাটি বসাইল । পরে তৃতীয় দিবসে ইস্রায়েল-সন্তানগণ বিদ্যামীনসন্তানগণের বিরুদ্ধে উঠিয়া গিয়া অন্তান্ত সময়ের স্যায় ৩১ গিবিয়ার নিকটে সৈন্য রচনা করিল। তখন বিদ্যামীনসন্তানগণ ঐ লোকদের বিরুদ্ধে বাহির হইল, এবং নগর হইতে দূরে আকৰ্ষিত হইয়। প্রথম বারের স্থায় লোকদিগকে আঘাত ও বধ করিতে লাগিল, বিশেষতঃ বৈথেলে যাইবার ও ক্ষেত্রস্থ গিবিয়াতে যাইবার দুই রাজপথে তাহারা ইস্রায়েলের মধ্যে অনুমান ত্রিশ ৩২ জনকে বধ করিল। তাঁহাতে বিদ্যামীন-সন্তানগণ কহিল, উহারা আমাদের সম্মুখে পূৰ্ব্বমত পরাজিত হইতেছে । কিন্তু ইস্রায়েল-সন্তানগণ বলিয়াছিল, আইস, আমরা পলাইয়া উহাদিগকে নগর হইতে রাজপথে ৩৩ আকর্ষণ করি। অতএব ইস্রায়েলের সমস্ত লোক আপন আপন স্থান হইতে উঠিয়া গিয়া বাল-তামরে সৈন্ত রচনা করিল ; ইতিমধ্যে ইস্রায়েলের লুক্কায়িত লোকের আপনাদের স্থান হইতে অর্থাৎ মারে-গেবা হইতে নিৰ্গত ৩৪ হইল। পরে সমস্ত ইস্রায়েল হইতে দশ সহস্ৰ মনোলীত লোক গিবিয়ার সম্মুখে আসিল, তাহাতে ঘোরতর সংগ্ৰাম হইল : কিন্তু উহারা জানিত না যে, অমঙ্গল ৩৫ উহাদের নিকটবৰ্ত্তী। তখন সদাপ্রভু ইস্রায়েলের সম্মুখে বিদ্যামীনকে আঘাত করিলেন, আর সেই দিন ইস্রায়েল-সন্তানগণ বিদ্যমীনের পাঁচশ সহস্ৰ এক শত লোককে সংহার করিল, ইহারা সকলেই খড়গধারী ছিল। এইরূপে বিদ্যামীন-সন্তানগণ দেখিল যে, তাহরী আহত হইয়াছে ; কারণ ইস্রায়েলের লোকেরা বিদ্যামীনের নিকট হইতে পলায়ন করিয়াছিল, যেহেতুক তাহারা যাহাদিগকে গিবিয়ার বিরুদ্ধে স্থাপন করিয়াছিল, সেই লুক্কায়িত লোকদের উপরে নির্ভর করিতে৩৭ ছিল। ইতিমধ্যে ঐ লুক্কায়িতের সত্বর গিবিয়া আক্রমণ করিল, আর প্রবেশ করিয়া খড়গধারে সমস্ত নগর ২৬ woe ○○ 226