পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○* ওষ্ঠাধর নড়িতেছিল, কিন্তু তাহার স্বর শুনা গেল না : ১৪ এই জন্ত এলি তাহাকে মত্ত জ্ঞান করিলেন । তাই এলি তাহাক কহিলেন, তুমি কতক্ষণ মত্ত হইয়া থাকিবে ? তোমার দ্রাক্ষারস তোমা হইতে দূর কর । ১৫ হান্ন৷ উত্তর করিলেন, হে আমার প্রভু, তাহ নয়, আমি দুঃখিনী স্ত্রী, দ্রাক্ষারস কিম্ব তুরা পান করি নাই, কিন্তু সদাপ্রভুর সাক্ষাতে আমার মনের কথা ১৬ ভাঙ্গিয় বলিয়াছি । আপনার এই দাসীকে আপনি পাষণ্ড মনে করিবেন না ; বস্ততঃ আমার চিন্তার ও মনস্তাপের বাহুল্য প্রযুক্ত আমি এই পয্যন্ত কথ। ১৭ কহিতেছিলাম। তখন এলি উত্তর করিলেন, তুমি শান্তিতে যাও ; ইস্রায়েলের ঈশ্বরের কাছে যাহা যজ্ঞা ১৮ করলে, তাহ। তিনি তোমাক দিউন । হান্ন। কহিলেন, আপনার দৃষ্টিতে আপনার এই দাসী অনুগ্রহ প্রাপ্ত হউক। পরে সেই স্ত্রী আপন পথে চলিয়। গলেন । এবং ভোজন করিলেন ; তাহার মুখ আর বিষন্ন রহিল না । পরে তাহার প্রত্যুষে উঠিয় সদাপ্রভুর সম্মুখে প্রণিপাত করিলেন, এবং ফিরিয়া রামায় আপন বটীত আসিলেন । তার হলুকন আপন স্ত্রী হান্নার পরিচয় ২• লইল সদা প্ৰভু তাহাকে স্মরণ করলেন । তাহাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গৰ্ত্তধারণ করিয়। পুত্ৰ প্রসব করিলেন ; আর ‘ আমি সদাপ্রভুর কাছে ইহাকে যজ্ঞা করিয়া লইয়াছি।’ এই বলিয় তাহার নাম শমূ২১ য়েল রাখিলেন। পরে তাহার স্বামী ইলকান ও তাহার সমস্ত পরিবার সদাপ্রভুর উদ্দেশে বার্ষিক বলিদান ও ২২ মনত নিবেদন করিতে গেলেন ; কিন্তু হান্না গেলেন না ; কারণ তিনি স্বামীকে কহিলেন, বালকট স্তম্ভ ত্যাগ করিলেই আমি তাহাকে লইয়া যাইব, তাহাতে সে সদাপ্রভুর সাক্ষাতে নীত হইয়। নিত্য সে স্থানে ২৩ থাকিবে। তাহার স্বামী ইল্কান। তাহাকে কহিলেন, তোমার দৃষ্টিত যাহা ভাল বোধ হয়, তাহাই কর । তাহার স্তন্ত তাগি পয্যন্ত বিলম্ব কর ; সদা প্ৰভু কেবল আপন বাক্য স্থির করুন। অতএব সে স্ত্রী গৃহ রহিলেন, এবং বালকট যাবৎ স্তন্ত ত্যাগ না করিল, তাবৎ তাহাকে স্তন্তপান করাইলেন। পরে তাহার স্তন্য ত্যাগ হইলে তিনি তিনটা বৃষ, এক ঐফ স্থজী ও এক কুপ। দ্রাক্ষ রসের সহিত তাহাকে শীলাত সদাপ্রভুর গৃহে লইয়া গেলেন ; ২৫ তখন বালকট অল্পবয়স্ক ছিল । পরে তাহারা বৃষ বলিদান করি লন ও বাল কটা-ক এলির কাছে আনলেন । ২৬ তার হান্ন। কহিলন, হে আমার প্রভু, আপনার প্রাণের দিব্য, হে আমার প্রভু, যে স্ত্রী সদাপ্রভুর উদেশে প্রার্থনা করিতে করিতে এই স্থানে আপনার সম্মুখে ২৭ দাড় ছয়ছিল, সে আমি । আমি এই বালকের জন্য প্রথনা করিয়ছিলাম ; আর সদাও ভুর কাছে যাহ। ২৮ চাহিয়াছিলাম, তই তিনি আমাকে দিয়াছেন । এই জন্ত তামও ইহাকে সদাও ভুকে দিলাম ; এ চির 3 సె 을8 ১ শমুয়েল । [ ১ - ১৪ – ২ ; ১৩। জীবনের জন্য সদাপ্রভুকে দত্ত। পরে তাহারা সেই স্থানে সদাপ্রভুকে প্ৰণিপাত করিলেন। হান্নার প্রশংসা-গীত । & পরে হান্না প্রার্থনা করিয়া কহিলেন, আমার অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লাসিত, আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল : শক্রগণের কাছে আমার মুখ বিকশিত হইল ; কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিত । ২ সদা প্রভুর দ্যায় পবিত্র কেহ নাই, তুমি ব্যতীত আর কেহ নাই, আমাদের ঈশ্বরের তুল্য শৈল নাই । ৩ তোমরা এমন মহালাঘার কথা আর কহিও না, তোমাদের মুখ হইতে দপ নিৰ্গত না হউক ; কেননা সদ। প্ৰভু জ্ঞানের ঈশ্বর, তাহাক হুক কৰ্ম্ম সকল তুলাতে পরিমিত হয়। ৪ বিক্রমীদের ধনুক ভগ্ন হইল, স্থলিতের পরাক্রম বদ্ধ কটি হইল । ৫ পরিতৃপ্তর খাদ্যের জন্ত বেতনগ্রাহী হইল, ক্ষুধিতর বিশ্রাম প্রাপ্ত হইল : এমন কি, বন্ধ্য। সপ্ত পুত্র প্রসব করিল, আর বহুপুত্র। ক্ষীণ হইল । ৬ সদ।প্রভু মারেন ও বচন, তিনি পাতালে নামান ও উৰ্দ্ধে তুলেন । ৭ সদা প্ৰভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন। ৮ তিনি ধূলি হইতে দীনহীনকে তুলেন, সারের ঢিবি হইতে দরিদ্রকে উঠান, কুলীনদের সঙ্গে বসাইয়া দেন, প্রতাপ-সিংহাসনের অধিকারী করেন। কেননা পৃথিবীর স্তম্ভ সকল সদাপ্রভুর : তিনি সেই সকলের উপরে জগৎ স্থাপন করিয়াছেন । ৯ তিনি আপন সাধু দগর চরণ রক্ষা করবেন, কিন্তু তুষ্টগণ অন্ধকারে স্তব্ধীকুত হইবে : কেনন। বলে কোন মনুষ্য জয়ী হইবে না। ১• সদপ্রভুর সহিত বিবাদ কারিগণ ভগ্ন হইবে : তিন স্ব গ থাকিয় তাহদের উপরে বজ্রনাদ করবেন: সদাপ্রভু পৃথিবীর প্রান্ত পয্যন্ত শাসন করবেন, তিনি আপন রাজাকে বল fদবেন, আপন অভিষিক্তের শৃঙ্গ উন্নত করবেন। পরে হল কান। রময় আপন বটী ত গেলেন। আর বালকট এলি যাজকের সম্মুখে সদাপ্রভুর পরিচর্য্যা করিতে লাগিলেন । এলির দুই পুলের দুষ্টতা ও তাহার ফল । ১২ এলির দুই পুত্ৰ পাষণ্ড ছিল, তাহার। সদাপ্রভুকে ১৩ জনিত না । বাস্ত বক ঐ যাজকের লোকদের সহিত এই রূপ ব্যবহার করিত ; কেহ বলিদান করলে যখন 3 X 232