পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、* >8ー○ ; R ] তাহার মাংস সিদ্ধ করা যাইত, তখন যাজকের চাকর ১৪ ত্ৰিকণ্টক শূল হন্তে করিয়া আসিত ; এবং ডাবরে কিম্বা হাড়িতে কিম্ব। কটাহে কিম্ব বহুগুণাতে তাহা মারিত ; আর সেই শূলে যাহ উঠিত, তাহা সকলই যাজক শূলে করিয়া লইয়া যাইত ; ইস্রায়েলের যত লোক শীলোতে আসিত, সেই সকলের প্রতি তাহার ১৫ এইরূপ ব্যবহার করিত। আবার মেদ দগ্ধ না হইতে যাজকের চাকর আসিয়া যজমানকে কহিত, যাজককে শুল্য মাংস দেও ; সে তোমা হইতে সিদ্ধ মাংস লইবে ১৬ না, কাচাই লইবে । আর ঐ ব্যক্তি যখন বলিত, প্রথমে মেদ দগ্ধ করিতে হইবে, তৎপরে তোমার প্রাণের অভিলাষ অনুসারে গ্রহণ করিও, তখন সে উত্তর করিয়া ১৭ বলিত,না, এখনই দেও,নতুবা কাড়িয়া লইব । এইরূপে সদাপ্রভুর সাক্ষাতে ঐ যুবাদের পাপ অতিশয় ভারী হইল, কেনন। লোকের সদাপ্রভুর নৈবেদ্য অবজ্ঞা করিত। ১৮ কিন্তু বালক শমুয়েল মদীন-হুত্রের এফোদ পরিহিত ১৯ হুইয়া সদাপ্রভুর সম্মুখে পরিচয্য করতেন। আর তাহার মাত প্রতিবৎসর এক একখানি ক্ষুদ্র বস্ত্র প্রস্তুত করিয়া স্বামীর সহিত বার্ষিক বলিদানার্থে আসিবার ২• সময়ে আনিয় তাহকে দিতেন। আর এলি ইলুকানাকে ও তাহার স্ত্রীকে এই আশীৰ্ব্ববাদ করিলেন, সদাপ্রভুকে যাহা দেওয়া হইয়াছিল, তাহার পরিবর্ভে তিনি এই স্ত্রী হইতে তোমাকে অারও সন্তান দিউন । ২১ পরে তাহারা স্বস্থানে প্রস্থান করিলেন । আর সদাপ্রভু হান্নার তত্ত্বাবধান করিলেন ; তাহাতে তিনি গৰ্ত্তবতা হইলেন, আর তিনি তিন পুত্র ও দুই কন্য। প্রসব করিলেন। ইতিমধ্যে বালক শমুয়েল সদাপ্রভুর সাক্ষাতে বাড়িয়া উঠিতে লাগিলেন । আর এলি অতিশয় বৃদ্ধ হইলেন, এবং সমস্ত ইস্রায়েলের প্রতি তাহার পুত্রেরা যাহ। যাহ করে, সে সমস্ত কথা, এবং সমাগম-তামুর দ্বারসমীপে সেবার্থে শ্রেণীভূত স্ত্রীলোকদের সহিত তাহার। শয়ন করে, সে কথা ২৩ তিনি শুনিতে পাইলেন। তখন তিনি তাহাদিগকে বলিলেন, তোমর কেন এমন ব্যবহার করিতেছ ? আমি এই সমস্ত লোকের নিকটে তোমাদের মন্দ ২৪ আচরণের কথা শুনিতেছি। হে আমার পুত্ৰগণ, ন না, আমি যে জনরব শুনিতে পাইতেছি, তাহ ভাল নয় ; তোমরা সদাপ্রভুর প্রজাদিগকে আজ্ঞালঙ্ঘন করাই২৫ তেছ। মনুষ্য যদি মনুষ্যের বিরুদ্ধে পাপ করে, তবে ঈশ্বর তাহার বিচার করিবেন ; কিন্তু মনুষ্য যদি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে, তবে তাহার জন্য কে বিনতি করবে ? তথাপি তাহারা পিতার বাক্যে কর্ণপাত করিত না, কেনন। তাহাদিগকে বধ করা সদাপ্রভুর ২৬ অভিপ্রেত ছিল। কিন্তু বালক শমূয়েল উত্তর উত্তর বৃদ্ধি পাইয়। সদাপ্রভুর কাছে ও মনুষ্যদের কাছে অনুগ্রহ প্রাপ্ত হইতেন । পরে ঈশ্বরের এক জন লোক এলির নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, যে সময়ে তোমার ૨૨ る" ১ শমুয়েল । ૨ ૭૭ পিতার কুল মিসরে ফরেীণ-কুলের অধীন ছিল, তখন আমি না প্রত্যক্ষরূপে তাহাদিগকে দর্শন দিয়া ছলাম ? ২৮ আমার যাজক হইতে, আমার যজ্ঞবেদির উপরে বলি উৎসর্গ করতে ও ধূপ জ্বালাইতে, আমার সাক্ষাতে এফোদ পরিধান করিতে আমি না ইস্রায়েলের সমস্ত বংশ হইতে তাহাকে মনোনীত করিয়ছিলাম ? আর ইস্রায়েল-সন্তানগণের অগ্নিকৃত সমস্ত উপহার না ২৯ তোমার পিতৃকুলকে দিয়াছিলাম । অতএব আমি [ আপন ] নিবাসে যাহ উৎসর্গ করিতে আজ্ঞা করিয়াছি, আমার সেই বলি ও নৈবেদ্যের উপরে তোমরা কেন পদাঘাত করিতেছ ? এবং তামার প্রজ ইস্রায়েলের সমস্ত নৈবেদ্যের অগ্রিমাংশ দ্বারা যাহাতে তোমরা হৃষ্টপুষ্ট হও, এই আশয়ে তুমি কেন আম৷ অপেক্ষ আপন পুত্রদিগকে অধিক গৌরবান্বিত করি৩• তেছ? অতএব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কহেন, আমি নিশ্চয় বলিয়াছিলাম; তোমার কুল ও তোমার পিতৃকুল যুগে যুগে আমার সম্মুখে গমনাগমন করবে, কিন্তু এখন সদাপ্রভু কহেন, তাই আম৷ হইতে দূরে থাকুক। কেননা যাহার। আমাকে গৌরবান্বিত করে, তাহাদিগকে আমি গৌরবান্বিত করিব : কিন্তু যাহার ৩১ আমাকে তুচ্ছ করে, তাহার। তুচ্ছাকৃত হইবে । দেখ, এমন সময় আসিতেছে, যে সময় আমি তোমার বাহু ও তোমার পিতৃকুলের বাহু ছেদন করিব, তোমার ৩২ কুলে একটা বৃদ্ধও থাকিবে না। আর ঈশ্বর হস্রায়েলকে যে সমস্ত মঙ্গল দিবেন, তাহাতে তুমি [ আমার ] নিবাসের সঙ্কট দেখিবে, এবং তোমার কুলে কেহ ৩৩ কখনও বৃদ্ধ হইবে না। আর আমি আপন যজ্ঞবেদি হইতে তোমার যে লোককে ছেদন না করিব, সে তোমার চক্ষুর ক্ষয় ও প্রাণের ব্যথা জন্মাইবার জন্ত থাকিবে, এবং তোমার কুলে উৎপন্ন সমস্ত লোক ৩৪ যৌবনাবস্থায় মরিবে। আর তোমার দুই পুত্রের উপরে, হফন ও পানহসের উপরে যাহ। ঘটিবে, তাহ তোমার জন্ত চিহ্ন হইবে ; তাহার। দুই জন এক দিবসে মরিবে । ৩৫ আর আমি আপনার নিমিত্তে এক বিশ্বস্ত যাজককে উৎপন্ন করিব, সে আমার হৃদয়ের ও আমার মনের মত কৰ্ম্ম করবে ; আর আমি তাহার এক স্থায়ী কুল প্রতিষ্ঠিত করিব ; সে নিয়ত আমার অভিষিক্তের ৩৬ সম্মুখে গমনাগমন করবে। আর তোমার কুলের মধ্যে অবশিষ্ট প্রত্যেক জন এক রৌপ্যমুদ্র ও এক খণ্ড রুটার নিমিত্তে তাহার কাছে প্ৰণিপাত করিতে আসবে, আর বলবে, বিনয় করি, আiম যাহাতে এক খণ্ড কুটী খাইতে পাই, সে জন্ত একটা যাজক ত্বপদে আমাকে নিযুক্ত করুন। শমুয়েলের দর্শনপ্রাপ্তি । ○ আর বালক শমুয়েল এলির সম্মুখে সদাপ্রভুর পরিচয্য করতেন। আর তৎকাল সদাপ্রভুর ২ বাক্য দুর্লভ ছিল, দর্শন যখন তখন হইত না । আর 233