পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ ७ 8 তৎকালে ক্ষীণদৃষ্টি হওয়াতে এলি আর দেখিতে পাই৩ তেন না। এক দিন এলি স্বস্থানে শয়ন করিয়া আছেন, ঈশ্বরীর প্রদীপ নিৰ্ব্বাণ হয় নাই, এবং ঈশ্বরীয় সিন্দুক যে স্থানে ছিল, শমূয়েল সেই স্থানে অর্থাৎ সদাপ্রভুর ৪ মন্দিরমধ্যে শুষ্টয়া আছেন ; এমন সময়ে সদাপ্ৰভু শমূরেলকে ডাকিলেন ; আর তিনি উত্তর করিলেন, ৫ এই যে আমি। পরে তিনি এলির নিকটে দৌড়িয়া গিয়া কহিলেন, এই যে আমি ; আপনি ত আমাকে ডাকিয়া-ছন। তিনি কহিলেন, আমি ডাকি নাই, তুমি ফিরিয়া গিয়া শয়ন কর । তখন তিনি গিয়৷ ৬ শয়ন করিলেন। পরে সদাপ্রভু পুনর্বার ডাকিলেন, শমুয়েল , তাহাতে শময়েল উঠয় এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি ; আপনি ত আমাকে ডাকিয়াছেন। তিনি উত্তর করিলেন, বৎস, আমি ডাকি ৭ নাই, তুমি ফিরিয়া গিয়া শয়ন কর। সেই সময়ে শমূয়েল সদাপ্রভুর পরিচয় পান নাই, এবং তাহার কাছে ৮ সদাপ্রভুর বাক্যও প্রকাশিত হয় নাই। পরে সদাপ্ৰভু তৃতীয় বার শমুয়েলকে ডাকিলেন : তাহাতে তিনি উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে অমি: আপনি ত আমাকে ডাকিয়াছেন। তখন এলি বুঝিলেন, ৯ সদাপ্রভুই বালককে ডাকিতেছেন। অতএব এলি শমূয়েলকে কহিলেন, তুমি গিয়া শয়ন কর ; যদি তিনি আবার তোমাকে ডাকেন, তবে বলিও, হে সদাপ্রভু, বলুন, আপনকার দাস শুনিতেছে । তখন শমুয়েল ১০ গিয়া স্বস্থানে শয়ন করিলেন। পরে সদাপ্রভু আসিয়া দlড়াইলেন, এবং অন্ত অন্ত বারের স্থায় ডাকিয়া কহিলেন, শমূয়েল, শমুয়েল ; আর শমূয়েল উত্তর করিলেন, ১১ বলুন, আপনকার দাস শুনিতেছে। তখন সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, দেখ, আমি ইস্রায়েলের মধ্যে এক কৰ্ম্ম করিব, তাহ যে শুনিবে, তাহার দুই কর্ণ শিহ১২ রিয়া উঠিবে। আমি এলির কুলের বিষয়ে যাহা যাহা বলিয়াছি, সে সমস্ত সেই দিন তাহার বিরুদ্ধে প্রথমা১৩ বধি শেষ পর্য্যন্ত সফল করিব । বস্তুতঃ আমি তাহাকে বলিয়াছি, সে যে অপরাধ জানে, সেই অপরাধের জন্ত আমি যুগানুক্রমে তাহার কুলকে দণ্ড দিব ; কেননা তাহার পুত্রেরা তাপনাদিগ-ক শাপগ্ৰস্ত করিতে ছ, ১৪ তথাপি সে তাহাদিগকে নিবৃত্ত করে নাই । অতএব এলির কুলের বিষয়ে আমি এই শপথ করিয়াছি যে, এলির কুলের অপরাধ বলিদান কি নৈবেদ্য দ্বারা কখনই পরিস্কৃত হইলে না । শমূহল প্রভাত পর্যন্ত শুইয়া রহিলেন, পরে সদপ্রভূর গৃহর কবাট মুক্ত করিলেন ; কিন্তু শমুয়েল এলিকে ঐ দশ নর বিযয় জনাইতে ভীত হইলেন । ১৬ পরে এলি শমু য়লক ডাকিলন, কহিলেন, হে আমার বৎস শমূয়ল । তিন উত্তর করিলেন, এই যে আমি । ১৭ এলি জিজ্ঞস করলেন, তিন তোমাকে কি কথা কহিলেন ? বিনয় করে, আম হইতে তাহ গোপন করিও না ; ঈশ্বর যে যে কথা তোমাকে বলিয়াছেন, > & ১ শমুয়েল। [ O ; e - 8 ; tr | তাহার কোন কথা যদি আম হইতে গোপন কর, তবে তিনি তোমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন। ১৮ তখন শমুয়েল তাহাকে সেই সমস্ত কথা কহিলেন, কিছুই গোপন করিলেন না। তখন এলি কহিলেন, তিনি সদাপ্রভু ; তাহার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই করুন । পরে শমুয়েল বাড়িয়া উঠিতে লাগিলেন, এবং সদাপ্রভু তাহার সহবত্তী ছিলেন, তাহার কোন কথা ২• ভূ মতে পড়িতে দিতেন না। তাহাতে দান অবধি বের-শেবা পৰ্য্যন্ত সমস্ত ইস্রায়েল জানিতে পাইল যে, শমুয়েল সদাপ্রভুর ভাববাদী হইবার জন্ত বিশ্বাসের ২১ পাত্র হইয়াছেন । আর সদাপ্রভু শীলোতে পুনরায় দর্শন দিলেন, কেননা সদাও ভু শীলাতে শমুয়েলের কাছে সদাপ্রভুর বাক্য দ্বারা আপনাকে প্রকাশ করিতেন। আর সমস্ত ইস্রায়েলের কাছে শমুয়েলের বাক্য উপস্থিত হহত । ঈশ্বরীয় সিন্দুক পলেষ্টীয়দের হস্তগত হয়। এলির মৃত্যু। 8 ...” ইস্রায়েল যুদ্ধার্থে পলেষ্টীয়দের বিপরীতে বাহির হইয় এবন-এধরে শিবির স্থাপন করিল, ২ এবং পলেষ্টয়েরা অফেকে শিবির স্থাপন করিল। আর পলেষ্টয়ের ইস্রায়েলের বিরুদ্ধে সৈন্যরচনা করিল - যখন যুদ্ধ বাধিয়া গেল, তখন ইস্রায়েল পলেষ্টীয়দের সম্মুখে আহত হইল ; তাহারা ঐ যুদ্ধক্ষেত্রে সৈন্তশ্রেণীর অনুমান চারি সহস্ৰ লোককে নিহনন করিল। ও পরে লোকের শিবিরে প্রবেশ করিলে ইস্রায়েলের প্রাচীনবর্গ কহিলেন, সদাপ্রভু অদ্য পলেষ্টীয়দের সম্মুখে আমাদিগকে কেন আঘাত করিলেন । আইস, আমর শীলে হইতে আপনাদের নিকটে সদাপ্রভুর নিয়মসিন্দুক আনাই, যেন তাহ আমাদের মধ্যে আসিয়৷ শক্রগণের হস্ত হইতে আমাদিগকে নিস্তার করে। ৪ অতএব লোকের শীলোতে দূত পঠাইয়া বাহিনীগণের সদাপ্রভু, যিনি করূবদ্বয়ে আসীন, তাহার নিয়মসিন্দুক তথা হইতে আনাইল। তখন এলির দুই পুত্র, হফান ও পীনহস, সে স্থানে ঈশ্বরের নিয়ম সিন্দুকের ও সহিত ছিল। পরে সদাপ্রভুর নিয়ম সিন্দুক শিবিরে উপস্থিত হইলে সমস্ত ই শ্রয়েল এমন মহসিংহনাদ ৬ করিয়া উঠিল যে, পৃথিবী কপিতে লাগল। তখন পলেষ্টয়ের ঐ সি-ইনদের ধ্বন শুনিয়া জিজ্ঞাসা করিল, ইব্রীয়দের শিবিরে মহাসিংহনাদের ঐ ধ্বনি হইতেছে কেন ? পরে তাহার বুঝল, সদা ভুর নিয়ম৭ সিন্দুক শিবিরে আসয়াছে। তখন পলেষ্টয়ের ভীত হইয়। কহিল, শিবিরে ঈশ্বর আসিয়ছেন। আরও কহিল, হায়, হায়, ইহার পূ করত কখনও এমন হয় ৮ নাই। হয়, হায়, এই পর্যক্রমী দেবগণর হস্ত হইতে আমাদিগকে কে উদ্ধার করিবে ? ইহার সেই দেবতা, 3సి 234