পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ ; ३० - ¢ ; »२ । ] র্যাহার প্রান্তরে সর্বপ্রকার তাঘাতে মিস্ট্রীয়দিগকে ৯ বধ করিয়াছিলেন। হে পলেষ্টীয়ের, বলবান হও, পুরুষত্ব দেখাও ; ঐ ইত্ৰীয়ের যেমন তোমাদের দাস হইল, তদ্রুপ তোমরা যেন উহাদের দাস না হও : ১• পুরুষত্ব দেখাও, যুদ্ধ কর। তখন পলেষ্টীয়ের যুদ্ধ করিলেন, এবং ইস্রায়েল আহত হইয়া প্রত্যেক জন আপন আপন তাসুত পলায়ন করিল। তার অতি মহাসংহার হইল, কেননা ইস্রায়েলের মধ্যে ত্রিশ সহস্ৰ ১১ পদাতিক মারা পড়িল। আর ঈশ্বরের সিন্দুক শক্রহস্তগত হইল, এবং এলির দুই পুত্র, হফুনি ও পৗনহস, মারা পড়িল । তখন বিস্তামীনীয় এক জন লোক সৈদ্যশ্রেণী হইতে দৌড়িয়া গিয়া সেই দিবসে শীলোতে উপস্থিত হইল । ১৩ তাহার বস্ত্র ছিন্ন ও মস্তকে মৃত্তিক ছিল। যখন সে আসিতেছিল, দেখ, পথের পার্থে এলি আপন আসনে বসিয়া প্রতীক্ষা করিতেছিলেন ; কেননা তাহার অন্তঃকরণ ঈশ্বরের সিন্দুকের জন্ত থরথর করিয়া কঁাপিতেছিল। পরে সেই লোকটী নগরে উপস্থিত হইয়া ঐ সংবাদ দিলে নগরস্থ সকল লোক ক্ৰন্দন করিতে ১৪ লাগিল । আর এলি সেই ক্ৰনদনের শবদ শুনিয়া জিজ্ঞাসা করিলেন, এই কলরবের কারণ কি ? তখন সেই লোকটী শীঘ্ৰ আসিয়া এলিকে সংবাদ দিল । ১৫ ঐ সময়ে এলি আটানব্বই বৎসর বয়স্ক ছিলেন, এবং ১৬ ক্ষীণদৃষ্টি হওয়াতে দেখিতে পাইতেন না । সেই ব্যক্তি এলিকে বলিল, আমি সৈন্তশ্রেণী হইতে আসিয়াছি, অদ্যই সৈন্তশ্রেণী হইতে পলাইয়। আসিয়াছি। এলি ১৭ জিজ্ঞাসিলেন, বৎস, সমাচার কি ? যে সংবাদ অনিয়াছিল, সে উত্তর করিল, ইস্রায়েল পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিয়াছে, আবার লোকদের মধ্যে মহাসংহার হইয়াছে ; আবার আপনার দুই পুত্র হফনি ও পীনহসও মরিয়াছে, এবং ঈশ্বরের সিন্দুক শক্ৰহস্তগত ১৮ হইয়াছে। তখন সে ঈশ্বরের সিন্দুকের নাম করিবামাত্র এলি দ্বারের পার্থে আসন হইতে পশ্চাতে পতিত হইলেন, এবং তাহার ঘাড় ভাঙ্গিয় গেল, তিনি মরিয়৷ গেলেন, কেনন। তিনি বৃদ্ধ ও ভারী ছিলেন। তিনি চল্লিশ বৎসর ইস্রায়েলের বিচার করিয়াছিলেন । ১৯ তখন তাহার পুত্রবধু, পীনহসের স্ত্রী, গৰ্ত্তবতী ছিল, প্রসবকাল সন্নিকট হইয়াছিল ; ঈশ্বরের সিন্দুক শক্রহস্তগত হইয়াছে, এবং তাহার শ্বশুর ও স্বামী মরিয়াছেন, এই সংবাদ শুনিয়া সে নত হইয়। প্রসব করিল : কারণ তাহার প্রসববেদন হঠাৎ উপস্থিত হইয়াছিল। ২• তখন তাহার মরণ সময়ে যে স্ত্রীলোকের নিকটে দাড়াইয়াছিল, তাহার কহিল, ভয় নাই, তুমি ত পুত্র প্রসব করিলে। কিন্তু সে কিছুই উত্তর দিল না, কিছুই ২১ সনোযোগ করিল না। পরে সে বলকটার নাম ঈখাবোদ | হীনপ্রতাপ 1 রাখিয়া কহিল, ইওয়েল হইতে প্রতাপ গেল ; কেননা ঈশ্বরের সিন্দুক শক্রইগুগত হইয়াছিল, এবং তাহার শ্বশুরের ও স্বামীর মৃত্যু হইয়া ১ই ১ শমুয়েল । & S) 6. ২২ ছিল। সে কহিল, ইস্রায়েল হইতে প্রতাপ গেল, কারণ ঈশ্বরের সিন্দুক শক্ৰহস্তগত হইয়াছে। সিন্দুক পুনরায় ইস্রায়েলীয়দের হস্তগত হয়। {{ গলেইয়ের ঈশ্বরের সিন্দুক লইয়। এবন এবর হইতে অসদাদে অনিয়াছিল। পরে পলেষ্টয়ের ঈশ্বরের সিন্দুক দাগোন দেবের গৃহে লইয়া গিয়া ৩ দাগোনের পার্থে স্থাপন করিল। পরদিবসে অস্দেীদের লোকের প্রত্যুষে উঠল, আর দেখ, সদাপ্রভুর সিন্দু কের সম্মুখ দাগোন ভূমিতে উবুড় হইয় পড়িয়৷ আছে ; তাহাতে তাহার। দাগোনকে তুলিয়া পুনর্বার ৪ স্বস্থানে স্থাপন করিল। তাছার পরদিবসেও লোকের প্রত্যুষে উঠিল, তার দেখ, সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে দাগোন ভূমিতে উবুড় হইয় পড়িয়া আছে, এবং গোবরাটে দাগোনের মুণ্ড ও দুই কর ছিন্ন হইয়া পতিত ৫ অাছে, কেবল দেহমাত্র অবশিষ্ট আছে। এই নিমিত্তে দাগেনের পুরোহিত এবং আর যত লোক দাগেনের মন্দিরে প্রবেশ করে, তাহদের মধ্যে অদ্য পর্য্যন্ত কেহ অস্দোদে স্থিত দাগেনের গোবরাটে পা দেয় না। ৬ আর তাস্ দাদীয়দের উপরে সদাপ্রভুর হস্ত ভারী হইল, এবং তিনি তাহাদিগকে সংহার করিলেন, অসূ- , দেীদের ও আসপাশের লোকদিগকে স্ফোটক দ্বার ৭ আঘাত করিলেন। পরে অস্দোদীয়ের এইরূপ দেখিয়া কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে থাকিবে না ; কেননা আমাদের উপরে ও আমাদের দেবতা দাগোনের উপরে তাহার হস্ত ক্লেশদায়ক হই৮ ফ্লাছে । অতএব তাহার। লোক পাঠাইয়৷ পলেষ্টীয়দের ভূপালদিগকে আপনাদের নিকটে একত্র করিয়া কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকের বিষয়ে আমাদের কি কৰ্ত্তব্য । ভূপালের কহিলেন, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক গাতে নীত হউক । তাহাতে তাহারা ইস্রা৯ য়েলের ঈশ্বরের সিন্দুক তথায় লইয়া গেল। তাহার। লইয়া গেলে পর ঐ নগরের বিরুদ্ধে সদাপ্রভুর হস্ত অত্যন্ত ত্রসজনক হইল, এবং তিনি নগরের ছোট কি বড় সকল লোককে আঘাত করিলেন, তাহদের স্ফোটক হইল । ১• পরে তাহারা ঈশ্বরের সিন্দুক ইক্রোণে প্রেরণ করিল। কিন্তু ঈশ্বরের সিন্দুক ইক্রোণে উপস্থত হইলে ইক্রোণীয়ের ক্রন্দন করিয়। কহিল, আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ করিবার জন্ত উহার। আমাদের কাছে ১১ ইস্রায়েলর ঈশ্বরের সিন্দুক আনি ।-ছ। পরে তাহার লোক পঠাইয়৷ পলেষ্টয়দের সমস্ত ভূপালকে একত্র করিয়া কহিল, ইস্রায়েলর ঈশ্বরের সিন্দুক পঠাইয়া দিউন, তাহ স্বস্থানে ফিরিয়া যাউক, আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ ন করুক । কারণ সারীভয়ে নগরের সববত্র ত্রাস হই য়ছিল ; সেই স্থানে ১২ ঈশ্বরের হস্ত অতিশয় ভারী হইযাছিল। যে লোকের 235