পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○b〜 ১২ অগ্রে অগ্ৰে দোঁড়িবে। আর তিনি তাহাদিগকে আপনার সহস্রপতি ও পঞ্চাশৎপতি নিযুক্ত করিবেন, এবং কাহাকে কাহাকে তাহার ভূমি চাস ও শস্ত ছেদন করিতে এবং যুদ্ধের অস্ত্র ও রথের সজ্জা নিৰ্ম্মাণ করিতে ১৩ নিযুক্ত করবেন। আর তিনি তোমাদের কষ্ঠাগণকে লইয়৷ হুগন্ধি-প্রস্তুতকারিণী, পাচিক ও রুটীওয়ালী ১৪ করিবেন। আর তিনি তোমাদের উৎকৃষ্ট শস্তক্ষেত্র, দ্রাক্ষাক্ষেত্র ও জিতবৃক্ষ সকল লইয়া আপন দাসদিগকে ১৫ দিবেন। আর তোমাদের শস্তের ও দ্রাক্ষার দশমাংশ লইয় আপন কৰ্ম্মচারীদিগকে ও দাসদিগকে দিবেন। ১৬ আর তিনি তোমাদের দাস দাসী ও সৰ্ব্বোত্তম যুব পুরুষদিগকে ও তোমাদের গর্দভ সকল লইয়া আপন ১৭ কাৰ্য্যে নিযুক্ত করিবেন। তিনি তোমাদের মেষগণের ১৮ দশমাংশ লইবেন ও তোমরা তাহার দাস হইবে । সেই দিন তোমরা আপনাদের মনোনীত রাজা হেতু ক্ৰন্দন করিবে ; কিন্তু সদাপ্রভু সেই দিন তোমাদিগকে উত্তর ১৯ দিবেন না। তথাপি লোকেরা শমূয়েলের বাক্যে কর্ণপাত করিতে অসম্মত হইয়া কহিল, না, আমাদের ২• উপরে এক জন রাজ চাই ; তাহাতে আমরাও আর সকল জাতির সমান হইব, এবং আমাদের রাজা আমাদের বিচার করিবেন ও আমাদ্ধের অগ্রগামী ২১ হইয়া যুদ্ধ করিবেন। তখন শমূয়েল লোকদের সমস্ত কথা শুনিয়। সদাপ্রভুর কর্ণগোচরে নিবেদন করি২২ লেন। তাহাতে সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি তাহীদের বাক্যে কর্ণপাত কর, তাহীদের নিমিত্তে এক জনকে রাজ কর। পরে শমূয়েল ইস্রায়েল লোকদিগকে কহিলেন, তোমরা প্রত্যেকে আপন আপন নগরে যাও । শোল রাজপদে নিযুক্ত হন। > আর বিন্যামীন বংশীয় এক লোক ছিলেন, তাহার নাম কীশ । তিনি আবীয়েলের পুত্র, ইনি সরেীরের পুত্র, ইনি বথোরতের পুত্র, ইনি অফৗহের পুত্র। কৗশ এক জন বিস্তামীনীয় বলবান বীর ২ ছিলেন। আর শেল নামে তাহার এক পুত্র ছিলেন : তিনি সুন্দর যুব পুরুষ ; ইস্রায়েল-সন্তানদের মধ্যে তদপেক্ষ। সুন্দর কোন পুরুষ ছিল না, এবং তিনি অন্য সমস্ত লোক হইতে এক মস্তক দীর্ঘ ছিলেন। ৩ একদা শৌলের পিতা কীশের গর্দভী গুলি হারাইয়। গিয়াছিল, তাহাতে কৗশ আপন পুত্ৰ শেলকে কহিলেন, তুমি এক জন চাকর সঙ্গে লও, উঠ, গর্দভ৪ দের অন্বেষণ করিতে যাও। তাহাতে তিনি পৰ্ব্বতময় ইফ্রয়িম প্রদেশ দিয়া ভ্রমণ করিয়া শালিশ প্রদেশ দিয়া গমন করিলেন ; কিন্তু তাহারা তাহদের উদ্দেশ পাইলেন না। পরে তাহারা শালীম প্রদেশ দিয়া গমন করিলেন ; সেখানেও নাই। পরে তিনি বিদ্যামানীয়দের দেশ দিয়া গমন করিলেন, কিন্তু তাহারা সেখানেও ও পাইলেন না। পরে সুফ প্রদেশে উপস্থিত হইলে শোল ১ শমুয়েল । [ ৮ ; ১২ – ৯ ; ১৬ ৷ আপনার সঙ্গী চাকরটীকে কহিলেন, আইস, আমরা ফিরিয়া যাই ; কি জানি, আমার পিতা গর্দভীদের ভাবনা ছাড়িয়া দিয়া আমাদের জন্য ভাবিত হইবেন । ৬ সে তাহাকে কহিল, দেখুন, এই নগরে ঈশ্বরের এক জন লোক আছেন ; তিনি অতি সন্মানিত ; তিনি যাহা যাহা বলেন, সকলই সিদ্ধ হয় ; চলুন, আমরা এখন সেই স্থানে যাই ; হয় ত তিনি আমাদের গন্তব্য পথ ৭ বলিয়া দিতে পারবেন । তখন শোল আপন চাকরকে কহিলেন, কিন্তু দেখ, যদি আমরা যাই, তবে সেই ব্যক্তির কাছে কি লইয়া যাইব ? অামাদের পাত্রে ত খাদ্যের শেষ হইয়াছে ; ঈশ্বরের লোকের কাছে লইয়া যাইবার জন্ত আমাদের উপহার নাই ; আমাদের কাছে ৮ কি আছে ? তখন চাকরটী শৌলকে উত্তর করিল, দেখুন, আমার হস্তে শেকলের চতুর্থাংশ রৌপ্য আছে ; আমি ঈশ্বরের লোককে ইহাই দিব, আর তিনি আমা৯ দিগকে পথ বলিয়া দিবেন।— পূৰ্ব্বকালে ইস্রায়েলের মধ্যে ঈশ্বরের নিকটে জিজ্ঞাসা করণার্থে যাইতে হইলে লোকে এইরূপ বলিত, চল, আমরা দর্শকের নিকটে যাই ; কেননা সম্প্রতি যাহাকে ভাববাদী বলা যায়, ১• পূৰ্ব্বকালে তাহাকে দর্শক বলা যাইত। —তখন শেল আপন চকেরটীকে কহিলেন, ভালই বলিলে ; চল, আমরা যাই । আর ঈশ্বরের লোক যেখানে ছিলেন, সেই নগরে তাহারা গমন করিলেন । ১১ যখন তাহারা নগরের দিকে উৰ্দ্ধগামী পথে উঠিতেছিলেন, তখন জল তুলিবার জন্য কয়েকটা যুবতী বাহিরে আসিয়াছিল, তাহারা তাহাদিগকে দেখিয়৷ জিজ্ঞাসা করিলেন, দর্শক কি এই স্থানে আছেন ? ১২ তাহার। তাহাদিগকে উত্তর করিয়া কহিল, হা, তাছেন : দেখ, তিনি তোমার সম্মুখে আছেন ; শীঘ্ৰ এখনই যাও, তিনি অদ্ব্য নগরে আসিয়াছেন, কারণ ঐ উচ্চস্থলীতে ১৩ অদ্য লোকদের এক যজ্ঞ হইবে। তোমরা নগরমধ্যে প্রবেশ করিবামাত্র, তিনি উচ্চস্থলীতে আহার করিতে যাইবার পূবেব, তাহার দেখা পাইবে ; কেনন। তিনি যাবৎ উপস্থিত না হইবেন, তাবৎ লোকের ভোজন করিবে না, কারণ তিনি যজ্ঞীয় দ্রব্যে আশীৰ্ব্বাদ করেন, পরে নিমন্ত্রিতের ভোজন করে ; অতএব তোমরা এক্ষণে উঠ গিয়া ; এই সময়ে তাহার দেখা পাইবে । ১৪ তখন তাহারা নগরে উঠলেন ; তাহারা নগরমধ্যে উপস্থিত হইলে দেখ, শমুয়েল উচ্চস্থলীতে যাইবার জন্য বাহির হইয়া তাহদের সম্মুখে উপস্থিত হইলেন। ১৫ আর শৌলের উপস্থিত হইবার পূর্ব দিবসে সদাপ্রভু শমূয়েলের কর্ণগোচরে প্রকাশ করিয়াছিলেন, ১৬ কল্য এমন সময়ে আমি বিন্যামীন প্রদেশ হইতে এক জন লোককে তোমার নিকটে প্রেরণ করিব ; তুমি তাহাকে আমার প্রজ ইস্রায়েলের নায়ক করিবার জন্ত অভিষিক্ত করিবে ; আর সে পলেষ্টীয়দের হস্ত হইতে আমার প্রজাদিগকে নিস্তার করিবে ; কেননা আমার প্রজাদের ক্ৰন্দন আমার কর্ণগোচর হওয়াতে 238