পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ ; ১৭ – ১ ০ ; ১৩ । ] ১৭ আমি তাহদের প্রতি দৃষ্টিপাত করিলাম। পরে শমূয়েল শেলকে দেখিলে সদাপ্রভু তাহাকে কহিলেন, দেখ, এ সেই ব্যক্তি, যাহার বিষয়ে আমি তোমার কাছে বলিয়াছিলাম, সেই আমার প্রজাদের উপরে ১৮ কর্তৃত্ব করিবে। তখন শেল দ্বারদেশে শমূয়েলের নিকটে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, বিনয় করি, ১৯ দর্শকের গৃহ কোথায়, আমাকে বলিয়া দিউন। তখন শমুয়েল শেলকে উত্তর করিলেন, আমিই দর্শক, আমার অগ্রে অগ্ৰে উচ্চস্থলীতে চল ; কেননা অদ্য তোমরা আমার সহিত ভোজন করিবে ; প্রাতে অtfম তোমাকে বিদায় করিব, এবং তোমার মনের সমস্ত ২০ কথা তোমাকে জ্ঞাত করিব। আর অদ্য তিন দিন হইল, তোমার যে সকল গর্দভী হারাইয়াছে, তাহাঁদের জন্ত মনে ভাবিত হইও না ; সে সকল পাওয়া গিয়াছে। আর ইস্রায়েলের সমস্ত বাঞ্ছনীয় দ্রব্য কাহার ? সে সকল কি তোমার এবং তোমার সমস্ত পিতৃকুলের ২১ নয় ? শৌল উত্তর করিলেন, আমি কি ইস্রায়েলবংশ সকলের মধ্যে ক্ষুদ্রতম বিদ্যামীন বংশীয় নহি ? আবার বিদ্যামীন বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সৰ্ব্বাপেক্ষ ক্ষুদ্র নয় ? তবে আপনি আমাকে কেন ২২ এই প্রকার কথা কহেন ? পরে শমূয়েল শৌলকে ও তাহার চাকরটীকে লইয়া ভোজনশালায় গেলেন, অমুমন ত্ৰিশ জন নিমন্ত্রিতের মধ্যে তাহাদিগকে উত্তম ২৩ স্থানে বসাইলেন। পরে শমূয়েল পাচককে কহিলেন, আমি যে অংশ তোমাকে দিয়৷ তোমার কাছে রাখিতে ২৪ বলিয়ছিলাম, তাহা আন । তাহাতে পাচক উরু ও তাহার উপরে যাহা ছিল, তাহ জানিয়া শৌলের সম্মুখে স্থাপন করিল। আর [ শমুয়েল ] কহিলেন, দেখ, ইহা রাখা গিয়াছিল ; তুমি ইহা আপনার সম্মুখে রাখ, ভোজন কর ; কেননা নির্দিষ্ট সময়ের অপেক্ষাতে ইহা তোমার জন্ত রাখা গিয়াছে, আমি বলিয়াছিলাম যে, আমি লোকদিগকে নিমন্ত্রণ করিয়াছি। তাহাতে সে দিন শেল শমূয়েলের সহিত আহার করিলেন। ২৫ পরে তাহারা উচ্চস্থলী হইতে নগরে নামিয়া গেলে শমুয়েল গৃহের ছাদের উপরে শৌলের সহিত কথোপ২৬ কথন করিলেন । পরে তাহারা প্রভাতে উঠিলেন, আর আলো হইয়া আসিলে শমুয়েল গৃহের ছাদের উপরে শেলকে ডাকিয়া কহিলেন, উঠ, আমি তোমাকে বিদায় করি। তখন শোল উঠিলেন, আর তিনি ও ২৭ শমুয়েল দুই জন বাহিরে গেলেন। পরে তাহার নামিয়া নগরের প্রান্তভাগ দিয়া গমন করিতেছিলেন, এমন সময়ে শমূয়েল শেলকে কহিলেন, তোমার চাকরটীকে অগ্ৰে যাইতে বল, কিন্তু তুমি কিছু কাল দাড়াও, আমি তোমাকে ঈশ্বরের বাক্য শ্রবণ করাই । তাহাতে চাকর অগ্ৰে চলিল । S రి আর শমুয়েল তৈলের শিশি লইয়। তাহার মস্তকে ঢালিলেন, এবং তাঁহাকে চুম্বন করিয়৷ কহিলেন, সদাপ্রভু কি তোমাকে আপন অধিকারের ১ শমুয়েল ।

  • 、○>

২ নায়ক করিবার জন্ত অভিষেক করিলেন না ? অদ্য তুমি যখন আমার নিকট হইতে প্রস্থান করিবে, তখন বিষ্ঠামীনের সীমাস্থিত সেল্সহে রাহেলের কবরের নিকটে দুই জন পুরুষের দেখা পাইবে ; তাহার তোমাকে বলিবে, তুমি যে সকল গর্দভীর অন্বেষণে গিয়াছিলে, সে সকল পাওয়া গিয়াছে ; আর দেখ, তোমার পিতা গর্দভীদের ভাবনা ছাড়িয়া দিয়া তোমার জন্ত চিন্তা করিতেছেন, বলিতেছেন, আমার পুত্রের ৩ জন্ত কি করিব ? পরে তুমি তথা হইতে অগ্রসর হইয়া তাবোরের এলোন বৃক্ষের নিকটে আসিবে, সে স্থানে বৈথেলে ঈশ্বরের নিকট যাইতেছে, এমন তিন জন পুরুষের দেখা পাইবে, দেখিবে, তাহদের মধ্যে এক জন তিনটী ছাগবৎস, আর এক জন তিনখন রুটী, আর এক জন এক কুপী দ্রাক্ষারস বহন করিতেছে। ৪ তাহার তোমাকে মঙ্গলবাদ করিবে ও দুইখান রুটী তোমাকে দিবে, এবং তুমি তাহদের হস্ত হইতে ৫ তাহা গ্রহণ করবে। পরে পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদল যেখানে আছে, তুমি ঈশ্বরের সেই পৰ্ব্বতে উপস্থিত হইবে, তথায় নগরে পহুছিলে এমন এক দল ভাববাদীর সহিত সাক্ষাৎ হইবে, যাহার নেবল, তবল, বঁাশী ও বীণা লইয়া উচ্চস্থলী হইতে নামিয়া আসিতেছে, আর ৬ ভাবোক্তি প্রচার করিতেছে। তখন সদাপ্রভুর আত্মা সবলে তোমার উপরে আসিবেন,তাহাতে তুমিও তাঁহাদের সহিত ভাবোক্তি প্রচার করিবে, এবং অন্য প্রকার ৭ মনুষ্য হইয়। উঠবে। এই সকল চিহ্ন তোমার প্রতি ঘটিলে পর তোমার হস্ত যাহা করিতে পায়, তাহ। ৮ করিও, কেননা ঈশ্বর তোমার সহবত্তী। আর তুমি আমার অগ্ৰে অগ্ৰে গিল্গলে নামিয়া যাইবে, আর দেখ, হোমবলি ও মঙ্গলার্থক ৰলি উৎসর্গ করিবার জন্য আমি তোমার নিকটে বাইৰ ; আমি যাবৎ তোমার নিকটে উপস্থিত হইয়া তোমার কৰ্ত্তব্য তোমাকে জ্ঞাত না করি, তাবৎ সাত দিন বিলম্ব করিবে । ৯ পরে তিনি শমূয়েলের নিকট হইতে যাইবার জন্য ফিরিয়া দাড়াইলে ঈশ্বর তাহাকে অন্ত মন দিলেন, ১• এবং সেই দিন ঐ সমস্ত চিহ্ন সফল হইল। তাহার। সেখানে, সেই পৰ্ব্বতে, উপস্থিত হইলে, দেখ, এক দল ভাববাদী তাহার সম্মুখে পড়িলেন ; এবং ঈশ্বরের আত্মা সবলে তাহার উপরে আসিলেন, ও তাহাদের ১১ মধ্যে তিনি ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন । আর যাহার পূৰ্ব্বে তাহাকে জানিত, তাহারা সকলে যখন দেখিল, দেখ, তিনি ভাববাদীদের সহিত ভাবোক্তি প্রচার করিতেছেন, তখন লোকেরা পরস্পর কহিল, কীশের পুত্রের কি হইল ? শেলও কি ভাববাদিগণের ১২ মধ্যে এক জন ? তাহাতে তথাকার এক জন উত্তর করিল, ভাল, উহাদের পিতা কে ? এইরূপে, “শেলও কি ভাববাদিগণের মধ্যে এক জন ?” এই কথা প্রবাদ ১৩ হইয়। উঠিল । পরে তিনি ভাবোক্তি প্রচার সঙ্গ করিয়া উচ্চস্থলীতে গেলেন। 239