পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> ; ○○ー* > ; l] ইয়া তাহার সহিত শয়ন করি, এইরূপে পিতার বংশ ৩৩ রক্ষা করিব। তাহাতে তাহারা সেই রাত্রিতে আপনাদের পিতাকে দ্রাক্ষারস পান করাইল, পরে তাহার জ্যেষ্ঠ কন্যা পিতার সহিত শয়ন করিতে গেল , কিন্তু তাহার শয়ন ও উঠিয়া যাওয়া লোট টের ৩৪ পাইলেন না। আর পরদিন জ্যেষ্ঠ কনিষ্ঠাকে কহিল, দেখ, গত রাত্রিতে আমি পিতার সহিত শয়ন করিয়াছিলাম : আইস, আমরা অদ্য রাত্রিতেও পিতাকে দ্রাক্ষারস পান করাই ; পরে তুমি যাইয়া তাহার সহিত শয়ন কর, এইরূপে পিতার বংশ রক্ষা ৩৫ করিব । এইরূপে তাহারা সেই রাত্রিতেও পিতাকে দ্রাক্ষারস পান করাইল ; পরে কনিষ্ঠ উঠিয়া তাহার সহিত শয়ন করিল ; কিন্তু তাহার শয়ন ও উঠিয়৷ ৩ও যাওয়া লোট টের পাইলেন না । এইরূপে লোটের দুই কন্যাই আপনাদের পিতা হইতে গৰ্ত্তবর্তী হইল । ৩৭ পরে জ্যেষ্ঠা কন্যা পুত্র প্রসব করিয়া তাহার নাম মোয়াব রাখিল ; সে এখনকার মোয়াবীয়দের আদি৩৮ পিতা । আর কনিষ্ঠ কন্যাও পুত্র প্রসব করিয়া তাহার নাম বিন্‌-অন্মি রাখিল, সে এখনকার অন্মোনসন্তানদের আদিপিতা । অব্রাহীম আবার ভার্য্যা অস্বীকার করেন । २० আর অব্রাহাম তথা হইতে দক্ষিণ দেশে যাত্রা করিয়া কাদেশ ও শূরের মধ্যস্থানে ২ থাকিলেন, ও গরীরে প্রবাস করিলেন। আর অব্রাহাম আপন স্ত্রী সারার বিষয়ে কহিলেন, এ আমার ভগিনী , তাহাতে গরীরের রাজা অবীমেলক লোক ৩ পাঠাইয়। সারাকে গ্রহণ করিলেন। কিন্তু রাত্রিতে ঈশ্বর স্বপ্নযোগে অবীমেলকের নিকটে আসিয়া কহিলেন, দেগ, ঐ যে নারীকে গ্রহণ করিয়াছ, তাহার জন্য তুমি মৃত্যুর পাত্র, কেননা সে এক ব্যক্তির স্ত্রী। ৪ তখন আবীমেলক তাহার কাছে যান নাই ; তাই তিনি কহিলেন, হে প্রভো, যে জাতি নির্দোষ, তাহাও কেও কি আপনি বধ করিবেন ? সেই ব্যক্তি কি আমাকে বলে নাই, এ আমার ভগিনী? এবং সেই স্ত্রীও কি বলে নাই, এ আমার ভ্রাতা ? আমি যাহা করিয়াছি, তাহ অন্তঃকরণের সরলতায় ও হস্তের ৬ নির্দোষতায় করিয়াছি । তখন ঈশ্বর স্বপ্নযোগে তাহাকে কহিলেন, তুমি অন্তঃকরণের সরলতায় এ কৰ্ম্ম করিয়াছ, তাহ। আমিও জানি, তাই আমার বিরুদ্ধে পাপ করিতে আমি তোমাকে বারণ করিলাম : ৭ এই জন্য তাহাকে স্পর্শ করিতে দিলাম না । অতএব এখন সেই ব্যক্তির স্ত্রী তাহাকে ফিরাইয়া দেও, কেনন। সে ভাববাদী ; আর সে তোমার জন্য প্রার্থনা করিবে, তাহাতে তুমি বাচিবে ; কিন্তু যদি তাহাকে ফিরাইয়ী ন দেও, তবে জানিও, তুমি ও ৮ তোমার সকলেই নিশ্চয় মরিবে। পরে অবৗমেলক প্রত্যুষে উঠিয়া আপনার সকল দাসকে ডাকিয়৷ আদিপুস্তক ।

  • @

ঐ সমস্ত বৃত্তান্ত তাহদের কর্ণগোচরে কহিলেন : ৯ তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। পরে অবীমেলক অব্রাহামকে ডাকাইয়ী কহিলেন, আপনি আমাদের সহিত এ কি ব্যবহার করিলেন ? আমি আপনার কাছে কি দোষ করিয়াছি যে, আপনি আমাকে ও আমার রাজ্যকে এমন মহাপাপগ্ৰস্ত করিলেন ? আপনি আমার প্রতি অনুচিত কৰ্ম্ম করিলেন । ১• অবমেলক অব্রাহামকে আরও কহিলেন, আপনি কি ১১ দেখিয়াছিলেন যে, এমন কৰ্ম্ম করিলেন ? তখন আব্রাহাম কহিলেন, আমি ভাবিয়ছিলাম, এই স্থানে আদলে ঈশ্বর-ভয় নাই, অতএব ইহারা আমার স্ত্রীর লোভে ১২ আমাকে বধ করিবে। আর সে আমার ভগিনী, ইহাও সত্য বটে ; কেনন। সে আমার পিতৃকন্ত, কিন্তু মাতৃ১৩ কন্ত্য নহে, পরে আমার ভাৰ্য্য হইল। আর যখন ঈশ্বর আমাকে পৈতৃক বাট হইতে ভ্রমণ করাইয়াছিলেন, তখন আমি তাহাকে বলিয়াছিলাম, আমার প্রতি তোমার এই দয়া করিতে হইবে, আমরা যে যে স্থানে যাইব, সেই সেই স্থানে তুমি আমার বিষয়ে বলিও, এ ১৪ আমার ভ্রাতা। তখন আবীমেলক মেষ, গোরু ও দাস দাসী আনাইয়া অব্রাহামকে দান করিলেন, এবং তাহার ১৫ গ্ৰী সারাকেও ফিরাইয়া দিলেন আর অবমেলক কহিলেন, দেখুন, আমার দেশ আপনার সমক্ষে আছে আপ১৬ নার যথা ইচ্ছ, বসতি করুন। আর তিনি সারাকে কহিলেন, দেখুন, আমি তাপনার ভ্রাতাকে সহস্র থান রৌপ্য দিলাম ; দেখুন, আপনার সঙ্গী সকলের নিকটে তাহা আপনার চক্ষুর আবরণস্বরূপ : সকল বিষয়ে ১৭ আপনার বিচার নিষ্পত্তি হইল। পরে অব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করিলেন, আর ঈশ্বর অবীমেলককে ও তাহার স্ত্রীকে ও র্তাহীর দাসীগণকে সুস্থ করিলেন : ১৮ তাহাতে তাহার প্রসব করিল। কেননা আব্রাহামের স্ত্রী সারার নিমিত্ত সদাপ্রভু আবীমেলকের গৃহে সমস্ত গৰ্ত্ত রোধ করিয়াছিলেন । ইস্হাকের জন্ম । ইশ্বায়েল দূরীকৃত। RS পরে সদাপ্রভু আপন বাক্যানুসারে সারার তত্ত্বাবধান করিলেন ; সদাপ্রভু যাহা বলিয়া২ ছিলেন, সারার প্রতি তাহা করিলেন । আর সার। গৰ্ত্তবতী হইয়। ঈশ্বরের উক্ত নিরূপিত সময়ে অব্রাহামের বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করি৩ লেন। তখন আব্রাহাম সারার গর্ভজাত নিজ পুত্রের ৪ নাম ইসহাক হাস্ত রাগিলেন। পরে ঐ পুত্র ইস্হকের আট দিন বয়সে অব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে ৫ তাহার ত্বকছেদ করিলেন । আব্রাহামের এক শত বৎ৬ সর বয়সে তাহার পুত্র ইসহাকের জন্ম হয় । আর সার কহিলেন, ঈশ্বর আমাকে হাস্ত করাইলেন ; যে কেহ ৭ ইহা শুনিবে, সে আমার সহিত হাস্য করিবে । তিনি আরও কছিলেন, সারা বালকদিগকে স্তন পান করাইবে, এমন কথা অব্রাহামকে কে বলিতে পারিত ? 15