اه ها و اهد ------ تاد و د د: ১৩ দিগকে আন, আমরা তাহাদিগকে বধ করি। কিন্তু শোল কহিলেন, আদ্য কাহারও প্রাণদণ্ড হইবে না, কেনন। অদ্য সদাপ্রভু ইস্রায়েলের মধ্যে নিস্তার সাধন ১৪ করি লন । পরে শমুয়েল লোকদিগকে কহিলেন, চল, আমরা গিল্গলে গিয়া সেখানে রাজত্ব পুনকবার স্থির ১৫ করি। তাহাতে সমস্ত লোক গিলগলে গিয়৷ সেই গিলুগলে সদাপ্রভুর সম্মুখে শেলকে রাজা করিল, এবং সে স্থানে সদাপ্রভুর সম্মুখে মঙ্গলাখক বলি উৎসর্গ করিল : আর সে স্থানে শেীল ও হস্রায়েলের সমস্ত লোক মহা আনন্দ করিল। ইস্রায়েলীয়দের প্রতি শমূয়েলের প্রবোধ বাক্য । Sto পরে শমূয়েল সমস্ত ইস্রায়েলকে কহিলেন, দেখ, তোমরা আমাকে যাহা যাহা কহিলে, আমি তোমাদের সেই সমস্ত বাক্যে কর্ণপাত করিয়া তোমাদের ২ উপরে এক জনকে রাজা করিলাম। এখন দখ, রাজা তোমাদের সম্মুখে গমনাগমন করিতেছেন ; কিন্তু আমি বুদ্ধ ও পঙ্ককেশ হইয়াছি ; আর দেখ, আমার পুত্ৰগণ তোমাদের সহিত আছে, এবং আমি বাল্যকাল অবধি তাদ্য পর্য্যন্ত তোমাদের সম্মুখ গমনাগমন করিয়া ৩ অাসিতেছি । আমি এই স্থানে অছি ; তোমরা সদtপ্রভুর সাক্ষাতে এবং তাহার অভিবিক্তের সাক্ষাতে আমার বিপক্ষে সাক্ষ্য দিয়া বল দেখি, আমি কাহার গোরু লইয়াছি ? কাহার গর্দভ লইয়াছি ? কাহার প্রতি দৌরাত্মা করিয়াছি ? কাহার উপরেই বা উৎ পীড়ন করিয়াছি ? কিম্বা আপন চক্ষু অন্ধ করিবার জন্ত কাছার হস্ত হইতে উৎকোচ গ্রহণ করিয়াছি ? ৪ অামি তোম। দিগকে তাহ ফিরাইয়া দিব । তাহার কহিল, তাপনি আমাদের প্রতি দৌরাত্ম্য করেন নাই, আমাদের উপরে উৎপীড়ন করেন নাই, কাহারও হস্ত ৫ হইতে কিছু গ্রহণ করেন নাই । তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা আমার হস্তে কোন দ্রব্য পাও নাই, এ বিষয়ে অদ্য তোমাদের বিপক্ষে সদাপ্রভু সাক্ষী, এবং তাহার অভিষিক্ত ব্যক্তি সাক্ষী। তাহারা উত্তর করিল, তিনি সাক্ষী । ৬ পরে শমূয়েল লোকদিগকে কহিলেন, সদাপ্রভুই মোশি ও হারোণকে উৎপন্ন করিয়াছিলেন, এবং তোমাদের পিতৃপুরুষদিগকে মিসর দেশ হইতে বাহির ৭ করিয়৷ আনিয়াছেন । তোমরা এখন দাড়াও ; তোমাদের প্রতি ও তোমাদের পিতৃপুরুষদের প্রতি সদাপ্রভু যে সমস্ত সাধু কায্য করিয়াছেন, তদ্বিষয়ে আমি সদাপ্রভুর সাক্ষাতে তোমাদের সহিত আলোচনা করিব । ৮ যাকোব মিসরে গেলে পর যখন তোমাদের পিতৃপুরুষের সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করিয়াছিল, তখন সদাপ্রভু মোশি ও হারোণকে প্রেরণ করেন ; আর তাহারা মিসর হইতে তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিলেন, এবং এই স্থানে তাহাদিগকে O. T. 10 J ১ শমূয়েল । ૨ 8 છે ৯ বাস করাইলেন। কিন্তু লোকের। আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া গেল, আর তিনি হাৎসোরের সেনাপতি সীষরার হস্তে, পলেষ্টীয়দের হস্তে ও মোয়াবরাজের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন, এবং ১০ ইহার। তাহাদর সহিত যুদ্ধ করিল। তখন তাহারা সদা ভুর কাছে ক্ৰন্দন করিয়া কহিল, আমরা পাপ করিয়ছি, আমরা সদা ভুক ত্যাগ করিয়া বালদেবগণের ও অষ্ট রোৎ দেবীগণের সেবা করিয়াছি ; কিন্তু এখন তুমি শক্ৰগণর হস্ত হইতে আমাদিগকে ১১ উদ্ধার কর, আমরা তামার সেবা করিব । পরে সদtপ্রভু যিরবাল, বদান, যি গুহ ও শমূয়লকে প্রেরণ করিয৷ তোমাদের চতুর্দ স্থ শক্র দর হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিলেন ; তাহাতে তোমরা ১২ নিৰ্ভয়ে বাস করিলে। পরে যখন তোমরা দেখিলে, অন্মোন-সন্তানদের রাজা নাইশ তোমাদের বিরুদ্ধে বাহির হইয়া আসিতেছে, তখন, তোমাদের ঈশ্বর সদা ভু তোমাদের রাজা থাকিতেও তোমরা আমাকে কহিল, না, আমাদের উপরে এক জন রাজা রাজত্ব ১৩ করুন। অতএব এই দেখ, সেই রাজা, যাহাকে তোমরা মনোনীত করিয়াছ ও যাদ্ধা করিয়াছ : দেখ, সদা প্ৰভু তোমাদের উপরে এক জন রাজা নিযুক্ত ১৪ করিয়াছেন। যদি তোমরা সদাপ্রভ ক ভয় কর, তাহার সেবা কর, ও তাহার রবে কর্ণপাত কর, এবং সদাপ্রভুর আজ্ঞর বিরুদ্ধাচরণ না কর, আর তোমরা ও তামাদের উপরে কত্ত্বর প্রাপ্ত রাজা, উভয়ে যদি আপন ১৫ ঈশ্বর সদপ্রভুর অনুবত্তী হও, তবে ভাল ] । কিন্তু তোমরা যদি সদাপ্রভুর রবে কর্ণপাত না কর, এবং সদাপ্রভুর আজ্ঞার বিরুদ্ধাচরণ কর, তবে সদা প্রভুর হস্ত যেমন তোমাদের পিতৃপুরুষদের বিরুদ্ধ ছিল, ১৬ তদ্রুপ তোমাদেরও বিরুদ্ধ হইবে । অতএব তোমরা দাড়াও ; সদা ভু তোমাদের সাক্ষাতে যে মহৎ কৰ্ম্ম ১৭ কfরবেন, তাহ দেখ । অদ্য কি গোম কাটার সময় নয় ? আমি সদাপ্রভুকে ডাকিব, যেন তিনি মেঘগর্জন ও বৃষ্টি দেন ; তাহতে তোমরা জানিবে ও বুঝিবে যে, তোমরা আপনাদের জন্ত রাজা যজ্ঞ করিয়া সদাপ্রভুর সাক্ষাতে ভারী দুষ্কৰ্য্য করিয়াছ । ১৮ তখন শমূয়েল সদাপ্রভুক ডাকিলে সদাপ্রভু এ দিবসে মেঘগজ্জন ও বৃষ্টি দিলেন ; তাহাতে সমস্ত লোক সদাপ্রভু হইতে ও শমুয়েল হইতে অতিশয় ভীত হইল । ১৯ আর সমস্ত লোক শমু য়লকে কহিল, তামরা যেন না মরি, এই জন্ত আপনি আপন দাসদের নিমিত্ত আপনকার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রাথন করুন, কেননা আমরা আমাদের সকল পাপের উপরে এই দুষ্কৰ্য্য করিয়াছি যে, আমাদের জন্ত রাজা যজ্ঞ করিয়াছি। পরে শমূয়েল লোকদিগকে কহিলেন, ভয় করিও না ; তোমরা এই সমস্ত প্রক্ষায্য করিয়াছ বটে, কিন্তু কোন মতে সদাপ্রভুর পশ্চাৎ ইহঁতে সরিয়া যাইও না, সমস্ত অন্তঃকরণের সহিত সদাপ্রভুর সেবা কর। ૨ ૭ 241
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।