পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ 8 8 ইয়া হাতে করিয়া মুখে দিলেন ; তাঁহাতে তাহার ২৮ চক্ষ সতেজ হইল। তখন লোকদের মধ্যে এক জন কহিল, তোমার পিতা শপথসহকারে লোক দগক এই দৃঢ় অজ্ঞ দিয়াছেন, যে ব্যক্তি অদ্য খাদ্য গ্রহণ করিবে, সে শাপগ্ৰস্ত হউক ; কিন্তু লোক সকল ক্লান্ত ২৯ হইয়াছে । যোনাথন কহিলেন, আমার পিতা লোকদিগকে ব্যাকুল করিয়াছেন ; বিনয় করি, দেখ, এই যৎকিঞ্চিৎ মধু আস্বাদন করাতে আমার চক্ষু কেমন ৩০ সতেজ হইল । আদ্য যদি লোকেরা শত্রদের হইতে প্রাপ্ত লুত্ৰব্য হইতে যথেষ্ট আহার করিতে পাচত, তবে আরও কত সতেজ হইত। কেননা এখন পলেষ্টয়দের মধ্যে মহাহত্য হয় নাই । ঐ দিবসে তাহার। মিকমস অবধি অয়ালোন পর্য্যন্ত পলেষ্টীয় দগকে আঘাত করিল ; আর লোকের আত৩২ শয় ক্লান্ত হইয় পড়িল । পরে লোকের লুটদ্রব্যের দিকে দড়িয়। মেষ, গোরু ও বাছুর ধfরয় ভূমিতে ৩৩ বধ করিতে ও রক্ত শুদ্ধ খাইতে লাগিল । তখন cকহ কেহ শেলকে বলিল, দেখুন, লোকের রক্ত শুদ্ধ ভোজন করিয়া সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিতেছে । তাহাতে তিনি কহিলেন, তোমরা সত্যলঙ্ঘন করি য়াছ : তাজ আমার নিকটে একখান বৃহৎ প্রস্তর ৩৪ গড় হয়৷ আন । শোল আরও কী হলেন, তোমরা লোক.দর মধ্যে চারিদিকে গিয়া তাহাদিগকে বল, তোমর প্রত্যক জন তাপন আপন গোর ও প্রত্যেক জন আপন আপন মেষ আমার নিকটে আন, আর এই স্থান বধ করিয়া ভোজন কর . রক্ত শুদ্ধ ভোজন করিয়। সদ।প্রভূর বিরুদ্ধে পাপ করিও না । তাহাতে সমস্ত লোক সেই রাত্রিতে প্রত্যেকে আপন আপন গোরু ৩৫ সঙ্গে করিয়া অনিয়। সেই স্থানে বধ করিল । তার শেীল সদা পৰ্ভুর উদেশে এক যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিলেন, তাহ সদাপ্রভুর উদ্দেশে তাহার নিম্মত প্রথম বেদে । পরে শোল কহিলেন, চল, আমরা রা। ত্রতে পলেষ্টীয়দের পশ্চাৎ নামিয়। গিয়। প্রভাত পৰ্য্যন্ত তাহদের দ্রব্য লুট করি, এবং তাহদের এক জনকেও অবশিষ্ট রাখিব না। তাহারা কহিল, আপনকার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই করুন। পরে যাজক কহিল, আইস, আমরা এই স্থানে ঈশ্বরের নিকট উপ স্থত ৩৭ হই । তাহাতে শোল ঈশ্বরের নিকট জিজ্ঞাস করেলেন, আমি কি পcলষ্টয়দের পশ্চৎ নামিয়া যাইব ? তুমি কি তাহাদিগকে ইস্রায়ে লর হন্তে সমর্পণ করবে? কিন্তু সেই দিন তিনি তাহাকে উত্তর দিলেন না । ৩৮ তপন শেল কহিলন, হে লোকদের অধ্যক্ষ সকল, তোমরা নিকট আহস, এবং আদ্যকার এই পাপ ৩৯ কিনে হইল, তই জ্ঞাত হও, বুঝয় দেখ। ইস্রায়েলের নিস্তারকর্তী জীবন্ত সদা ভুর দিব্য, যদ্যপি আমার পুত্ৰ যোনাথনেরই দোষে তাই হঠয় থাকে, তবু সে অবষ্ঠ মরিবে । কিন্তু সমস্ত লোকের মধ্যে কেহই ৪• তাহাকে উত্তঃ দিল না। পরে তিনি সমস্ত ইএায়েলকে ○》 ○3 ১ শমূয়েল । [ * 8 ; ఇy - ( ; షా ! কহিলেন, তোমরা এক দিকে থাক, এবং আমি ও আমার পুত্র যোনাথন অন্ত দিকে থাকি। তাহাতে লোকের শেলকে কহিল, আপনকার দৃষ্টিতে যাহ। ৪১ ভাল বোধ হয়, তাহাই করুন। পরে শোল সদাও ভুকে কহিলন, হে ইস্রায়েলের ঈশ্বর, যথার্থ কি, দেখাইয়া দিউন ; তখন যোনাথন ও শৌল ধর ৪২ পড়িলন, কিন্তু লোকেরা মুক্ত হইল। পরে শেীল কহিলেন, আমার ও আমার পুত্ৰ যোনাথনের মধ্যে গুলি৪৩ বট কর , তাহাতে যোনখন ধরা পড়িলেন । তখন শেল যোনাথনকে কহিলেন, বল দেখি, তুমি কি করিয়াছ ? যোনাথন বললেন, আমি আপন হস্তস্থিত দণ্ডের অগ্রভাগে একটু মধু লইয়। চাকিয়ছিলাম ; ৪৪ দেখুন, আমি মরিব । শেল কহিলেন, ঈশ্বর অমুক ও ততোধিক দণ্ড দেউন , যোনাথন, তুমি অবগু মারবে। ৪৫ কিন্তু লোকের শেলকে কহিল, ইস্রায়েলের মধ্যে যিনি এমন মহানিস্তার সাধন করিয়াছেন, সেই যোনাথন কি মরবেন ? এমন না হউক, জীবন্ত সদাপ্রভুর দিব্য, উহার মস্ত কর একটী কেশও মৃত্তিকাতে পড়িবে না, কেনন। উiন অদ্য ঈশ্বরের সহিত কাৰ্য্য করিয়াছেন । এই রূপে লোকেরা যোনাথনকে রক্ষা করিল, ৪৬ তাহার মৃত্য হইল না । পরে শোল পলেষ্টীয়দের পশ্চাদগমন হইতে ফিরিয়া আসিলেন, আর পলেষ্টীয়ের স্বস্থান গমন করিল। ৪৭ হস্রায়েলের উপর রাজত্ব গ্রহণ করিবার পর শেীল সকল দিকে সমস্ত শক্রর সহিত, মোয়াবের, অন্মোনসন্তানগণের, ইদোমের.সোবার রাজগণের ওপলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন ; তিনি যে কোন দিকে ফিরিতেন, ৪৮ ব্যতিব্যস্ত করিয়া তুলিতেন। তিনি বীরত্বের সহিত কায্য করি তন, অম। লককে আঘাত করিলেন, এবং লুট কারীদের হস্ত হইতে ইস্রায়েলকে উদ্ধার করিলেন। ৪৯ যোনাথন, যিশব ও মস্ক শূয় নামে শৌলের তিন পুত্র ছিলেন ; আর তাহার দুইটী কন্যার নাম এই, ৫০ জ্যেঠার নাম মেরব, কনষ্ঠার নাম মীখল ; আর শেলের স্ত্রীর নাম আইনেয়ম, তিনি অইমাসের কন্যা: এবং তাহার সেনাপতির নাম অবনের ; ইনি শৌলের ৫১ পিতৃব্য নেরের পুত্র । আর কৗশ শৌলের পিতা, ৫২ এবং অবনেরর পিতা নের অবৗয়েলের পুত্র । শেলের জীবন কাল ব্যাপিয়া পলেষ্টীয়দের সহিত ঘোরতর যুদ্ধ হইল। আর শেল কোন বলবান পুরুষ বা কোন বীর পুরুষকে দেখিলে গ্রহণ করতেন । অমলেকীয়দের সহিত যুদ্ধ। শৌলের অবাধ্যত । SC আর শমুয়েল শূেলকে কহিলেন, সদাপ্রভু আপন প্রজাদের উপরে, ইস্রায়েলের উপরে তোমাকে রাজপদে অভিষেক কারতে আমাকেই প্রেরণ করিয়া।ছলেন ; অতএব এখন তুমি সদাপ্রভুর ২ বাক্যের ঝুৰে কৰ্ণপাত কর । বাহিনীগণের সদাপ্রভু 244