* 3: ; ○ー○・1] এই কথা কহেন, ইস্রায়েলের প্রতি অমলেক যাহ। করিয়াছিল, মিসর হইতে উহার আসিবার সময়ে সে পথের মধ্যে উহার বিরুদ্ধে যেরূপ ঘাটি বসাইয়াছিল, ও আমি তাহ লক্ষ্য করিয়াছি। এখন তুমি গিয়া অমালেককে আঘাত কর, ও তাহার যাহ। কিছু আছে, নিঃশেষে বিনষ্ট কর, তাহার প্রতি দয়া করিও না ; স্ত্রী ও পুরুষ, বালকবালিক ও স্তন্যপায়ী শিশু, গোরু ও মেষ, উঞ্জ ও গদভ সকলকেই বধ কর। ৪ পরে শেীল লোকদিগকে ডাকাইয়া টলায়ীমে তাহদিগকে গণনা করিলেন ; দুই লক্ষ পদাতিক ও যিহ৫ দার দশ সহস্ৰ লোক হইল। পরে শোল অমালেকের নগর পর্য্যন্ত গিয়া উপতাকায় লুকাইয়া থাকিলেন। * আর শৌল কেনীয়দিগকে কহিলন, যাও, স্থানান্তরে যাও, তামালেকীয়দের মধ্য হইতে প্রস্থান কর, পাছে আমি তাঁহাদের সহিত তোমাদিগকেও বিনষ্ট করি ; যখন মিসর হইতে সমস্ত ইস্রায়েল-সন্তান বাহির হইয়৷ অtসিয়াছিল, তখন তোমরা তাহদের প্রতি দয়া করিয়াছিলে । অতএব কেনীয়গণ আমলেকের মধ্য হইতে প্রস্থান করিল। ৭ পরে শেীল হবলা অবধি মিসরের সম্মুখস্থ শুর পর্য্যন্ত ৮ অমলেককে আঘাত করিলেন। তিনি অমলেকের রাজ অগাগকে জীবিত ধরিলেন, এবং সমস্ত প্রজাকে ৯ খড়গধারে নিঃশেষে বিনষ্ট করিলেন । কিন্তু শোল ও লোকের অগাগের প্রতি এবং উত্তম উত্তম মেষ ও গোরুর প্রতি ও পুষ্ট গোবৎসর এবং মেষশাবকগুলির প্রতি ও সমস্ত উত্তম বস্তুর প্রতি দয়া করিলেন, সেই সকলকে নিঃশেষে বিনষ্ট করিতে চাহিলেন না ; কিন্তু যে কিছু তুচ্ছনীয় ও রোগ, তাহাই নিঃশেষে বিনষ্ট করিলেন । পরে শমূয়েলের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত ১১ হইল, আমি শোলকে য়াজ করিয়াছি বলিয়। আমার অনুশোচনী হইতেছে, যেহেতুক সে আমার অনুগমন হইতে ফিরিয়৷ আসিয়াছে, আমার বাক্য পালন করে নাই। তখন শমূয়েল ক্রুদ্ধ হইলেন, এবং সমস্ত রাত্রি ১২ সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করিলেন। পরে শমূয়েল শৌলের সহিত সাক্ষাৎ করিতে প্রত্যুষে উঠিলেন : তখন শমূয়েলকে এই সংবাদ দেওয়া হইল, শেল কর্মিলে আসিয়াছিলেন, আর দেখুন, তিনি নিজের জন্য একটী স্তম্ভ প্রস্তুত করাইয়াছেন, পরে তথা হইতে ১৩ ফিরিয়া,ঘূরিয়া গিলুগলে নামিয়া গেলেন। আর শমুয়েল শোলের নিকটে আসিলে শোল তাহাকে কহিলেন, আপনি সদাপ্রভুর আশীৰ্ববাদের পাত্র ; আমি সদাপ্রভুর ১৪ বাক্য পালন করিয়াছি। শমূয়েল কহিলেন, তবে আমার কর্ণগোচরে এই মেষের রব হইতেছে কেন ? ১৫ আর এই গোরুর ডাক আমি শুনিতোছ কেন ? শেীল কহিলেন, সে সকল অমালেকীয়দের হইতে আনীত হইয়াছে ; ফলতঃ আপনকার ঈশ্বর সদাপ্রভূর উদেশে ৰলিদান করিবার জন্ত লোকের উত্তম উত্তম মেষের 3 e ১ শমূয়েল । & 8 Go ও গোরুর প্রতি দয়া করিয়াছে ; কিন্তু আমরা অবশিষ্ট ১৬ সকলকে নিঃশেষে বিনষ্ট করিয়াছি । তপন শমুয়েল শেলকে কহিলেন, ক্ষান্ত হও ; গত রাত্রিতে সদাপ্রভু আমাকে যাহা বলিয়াছেন, তাহা তোমাকে বলি । ১৭ শেল কহিলন, বলুন । শমুয়েল কহিলেন, যদিও তুমি আপনার দৃষ্টিতে ক্ষুদ্র ছিল, তথাপি তোমাকে কি ইস্রায়েল বংশ সকলের মস্তক করা হয় নাই ? আর সদাপ্রভ তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভি১৮ ষিক্ত করিলেন। পরে সদাপ্রভু তোমাক যাত্রাপথে পাঠাইলেন, কহিলেন, যাও, সেই পাপিষ্ঠ তামালেকীয়দিগকে নিঃশেষে বিনষ্ট কর ; এবং যে পর্য্যন্ত তাহার ১৯ উচ্ছিন্ন না হয়, তাবৎ তাহীদের সঙ্গে যদ্ধ কর । তবে তুমি সদা ভুর রবে অবধান না করিয়া কেন লুটের উপরে পড়িয়া সদাও ভর দষ্টিতে যাহা মন্দ, তাহাই ২০ করি lছ ? শেল শমুয়েলকে কহিলেন, আমি ত সদাপ্রভুর রবে অবধান করিয়াছি, যে পথে সদাপ্রভু আমাকে পাঠাইয়াছেন, সেই পথে গিয়াছি, আর অমালেকের রাজ অগাগকে আনিয়াছি, ও অমালেকীয়২১ দিগকে নিঃশেষে বিনষ্ট করিয়াচ । কিন্তু গিলগলে আপনকার ঈশ্বর সদাও ভুর উদ্দেশে বলিদান করিবার জন্য লোকের বর্জিত দ্রব্যের অগ্রিমাংশ বলিয়। লুটের মধ্য হইতে কতকগুলিন মেষ ও গোরু আনিয়াছে । ২২ শময়েল কহিলেন, সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন, তেমন কি হোমে ও বলিদানে সদা প্ৰভু প্রসন্ন হন ? দেখ, বলিদান অপেক্ষা আজ্ঞাপালন উত্তম, এবং ২৩ মেষের মেদ অপক্ষ। অবধান করা উত্তম । কারণ আজ্ঞালঙ্ঘন করা মন্ত্রপাঠ জন্ত পাপের তুল্য, এবং অবাধ্যতা পেত্তলিকতা ও ঠাক রপূজার সমান । তুমি সদাপ্রভুর বাক্য তাগ্রাহ করিয়াছ, এই জন্য তিনি তোমাকে অগ্রহ করিয়া রাজ্যচু্যত করিয়াছেন । তখন শোল শমুয়েলকে কহিলেন, আমি পাপ করিয়াছি ; ফলতঃ সদাপ্রভুর অজ্ঞ ও আপনকার বাক্য লজান করিয়াছি ; কারণ আমি লোকদিগকে ভয় ২৫ করিয়া তাহদের বাক্যে অবধান করিয়ছি। এখন বিনয় করি, আমার পাপ ক্ষমা করুন, ও আমার সঙ্গে ফিরিয়া আইল্গুন ; আমি সদপ্রভুকে প্ৰণিপাত করিব। ২৬ শমুয়েল শেলকে কহিলেন, আমি তোমার সঙ্গে ফিরিয়া যাইব না ; কেননা তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ করিয়াছ, আর সদাপ্রভু তোমাকে অগ্রাহ ২৭ করিয়া ইস্রায়েলের রাজাচুত করিয়াছেন। এই বলিয়া শমুয়েল চলিয়া যাইবার জন্য ফিরিয়া দাড়াইলেন, তখন শোল তাহার বস্ত্রের অঞ্চল ধরিলেন, তাহাতে ২৮ তাহা চিরিয়া গেল। তখন শমুয়েল তাহাকে কহিলেন, সদাপ্রভু অদ্য তোমা হইতে ইস্রায়েলের রাজ্য টানিয়া চিরিলেন, এবং তোম৷ হইতে উত্তম তোমার এক প্রতি২৯ বাসীকে তাহ দিলেন । আবার ইস্রায়েলের বিশ্বাসভূমি মিথ্যাকথা কহেন না ও অনুশোচন করেন না ; কেননা ৩০ তিনি মনুষ্য নহেন যে, অমুশোচনা করিবেন। তখন ૨8 245
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।