পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ७ ; २२ – ४ १ ; २१ । ] ছাগবৎস লইয়া আপন পুত্র দায়ুদের হস্তে দিয়া শেলের ২১ কাছে পাঠাইয়া দিলেন। পরে দায়ুদ শৌলের নিকটে আসিয়া তাহার সম্মুখে দাড়াইলে তিনি তাহাকে অতিশয় ভালবাসিতে লাগিলেন, আর তিনি তাহার শস্ত্র২২ বাহক হইলেন। পরে শেীল যিশয়কে বলিয়া পাঠাইলেন, বিনয় করি, দায়ুদকে আমার সম্মুখে দাড়াইতে দেও ; কেননা সে আমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়াছে। ২৩ পরে ঈশ্বর হইতে সেই আত্মা যখন শেলের কাছে আসিত, তখন দায়ুদ বীণা লইয়া আপন হস্তে বাজাইতেন ; তাহতে শেীল স্বস্থ হইতেন, উপশম পাইতেন, এবং সেই দুষ্ট আত্মা তাহাকে ছাড়িয়া যাইত। দায়ুদ গলিয়াৎ বীরকে বধ করেন । Sግ পরে পলেষ্টীয়ের যুদ্ধ করিবার জন্ত সৈন্যসামন্ত সংগ্ৰহ করিয়া যিহুদার অধিকারস্থ সোখোতে একত্র হইল, এবং সোখের ও অসেকার মধ্যে এফস২ দৰ্ম্মীমে শিবির স্থাপন করিল। আর শেীল ও হস্রায়েল লোকের একত্র হইয় এল। তলভূমিতে শিবির স্থাপন করিয়৷ পলেষ্টয় দর প্রতিকূলে সৈন্ত রচনা করিলেন । ৩ এইরূপে পলেষ্টীয়ের এক দিকে এক পৰ্ব্বতে, ও ইস্রায়েল অন্ত দিকে অন্ত পৰ্ব্বতে দাড়াইল ; উভয়ের মধ্যে একটী উপত্যক ছিল। ৪ পরে গাৎ-নিবাসী এক বীর পলেষ্টীয়দের শিবির হইতে বহির হইল, তাহার নাম গলিয়াৎ, সে সাড়ে ৫ ছয় হস্ত দীর্ঘ । তাহার মস্তকে পিত্তলর শিরস্ত্র ছিল, এবং সে আইশের মত বৰ্ম্মে সজ্জিত ছিল ; সেই বৰ্ম্ম ৬ পিত্তলময়, তাহার পরিমাণ পাচ সহস্ৰ শেকল। আর তাহার প। পিত্তলের পত্রে আবৃত, ও তাহার স্কন্ধে ৭ পিত্তলের শল্য ছিল । তাহার বড়শার দণ্ড তত্ত্ববায়ের নরাজের সমান, ও বড়শার ফল। ছয় শত শেকল লৌহময় ছিল, এবং তাহার ঢলী তাহার অগ্ৰে অগ্ৰে ৮ চলিত। সে দাড়াইয়। ইস্রায়েলের সৈন্তশ্রেণীকে লক্ষ্য করিয়া চেচাইয়। বলিল, তোমরা কেন যুদ্ধার্থে সৈন্ত রচনা করিতে বাহির হইয়া আসিয়াছ ? আমি কি পলেষ্টীয় নহি, আর তোমরা কি শোলের দাস নহ ? তোমরা আপনাদের জন্ত এক জনকে মনোনীত কর : ৯ সে আমার নিকটে নামিয়া তাইকুক । সে যদি আমার সঙ্গে যুদ্ধ করিয়৷ জয়ী হয়, আমাকে বধ করে, তবে আমরা তোমাদের দাস হইব ; কিন্তু যদি আমি তাহাকে পরাজয় করিয়া বধ করিতে পারি, তবে তোমরা আমাদের দাস হইবে, আমাদের দাস্ত্যকৰ্ম্ম ১• করিবে । সেই পলেষ্টীয় আরও কহিল, অদ্য আমি ইস্রায়েলের সৈন্তগণকে টিটুকারি দিতেছি ; তোমরা ১১ এক জনকে দেও, আমরা পরস্পর যুদ্ধ করি। তখন শেীল ও সমস্ত ইএায়েল সেই পলেষ্টীয়ের এই সকল কথা শুনিয়া হতাশ ও অতিশয় ভীত হইলেন । দায়ুদ বৈৎলেহম-যিহুদী-নিবাসী সেই ইক্রার্থীয় পুরুষের পুত্র, যাহার নাম যিশয় ; সেই ব্যক্তির আটটা No. ১ শমুয়েল । 及86 পুত্র, আর শৌলের সময়ে তিনি বৃদ্ধ, মনুষ্যদের মধ্যে ও গতবয়স্ক হইয়াছিলেন। সেই যিশয়ের বড় তিন পুত্ৰ শেলের পশ্চাৎ যুদ্ধে গমন করিয়াছিলেন। যুদ্ধে গত তাহার তিন পুত্রের মধ্যে জ্যেষ্ঠের নাম ইলীয়াব ; দ্বিতীয়ের নাম অবনদব ; আর তৃতীয়ের নাম শৰ্ম্ম । ১৪ দায়ুদ কনিষ্ঠ ছিলেন ; আর সেই বড় তিন জন ১৫ শেলের অনুগামী হইয়াছিলেন। কিন্তু দায়ুদ শেলের নিকট হইতে বৈৎলহমে আপন পিতার মেষ চরাই১৬ বার জন্ত যাতায়াত করিতেন। আর সেই পলেষ্টীয় চল্লিশ দিন পর্য্যন্ত প্রাতঃকালে ও সন্ধ্যাকালে নিকটে আসিয়া আপনাকে দেখাইত । ১৭ আর বিশয় আপন পুত্র দায়ুদকে কহিলন, তুমি আপন ভ্রাতাদের জন্ত এই এক ঐফ ভাজ। শস্ত্য ও দশখান রুট লইয়া শিবিরে ভ্রাতাদের কাছে দৌড়িয়া ১৮ যাও । আর এই দশ তাল পনীর তাহীদের সহস্রপতির নিকটে লইয়া যাও ; এবং তোমার ভ্রাতার কেমন আছে, দেখিয়া আইস, তাহদের হইতে কোন চিহ্ন ১৯ অtiনও । শোল ও তাহার এবং সমস্ত ইস্রায়েল এল৷ তলভূমিতে আছে, পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিতেছে । পরে দায়ুদ প্রত্যুষে উঠিয়া মেষগণকে এক জন রক্ষকের হস্তে সমর্পণ করিলেন, এবং যিশয়ের আজ্ঞানুসারে ঐ সকল দ্রব্য লইয়৷ গমন করিলেন । তিনি যে সময়ে শকটমণ্ডলের নিকটে উপস্থিত হইলেন, সেই সময়ে সৈন্তগণ যুদ্ধে যাইবার জন্ত বাহির হইতেছিল, এবং ২১ সংগ্রামের জন্ত সিংহনাদ করিতেছিল। পরে ইস্রায়েল এবং পলেষ্টীয়ের পরস্পর সম্মুখাসম্মুখি হইয়া সৈন্ত ২২ রচনা করিল। তখন দায়ুদ দ্রব্যরক্ষকের হস্তে আপনার দ্রব্য সকল রাখিয়া সৈন্তশ্রেণীর মধ্যে দৌড়িয়া গিয়া আপন ভ্রাতৃগণের মঙ্গল জিজ্ঞাসা করিলেন। ২৩ তিনি তাহদের সহিত কথা কহিতেছেন, ইতিমধ্যে দেখ, গাৎ-নিবাসী পলেষ্টীয় গলিয়াৎ নামক সেই বীর পলেষ্টীয়দের সৈন্তশ্রেণী হইতে উঠিয়া আসিয়৷ পুৰ্ব্বমত ২৪ কথা কহিল ; আর দায়ুদ তাহ শুনিলেন। কিন্তু ইস্ত্ৰীয়েলের সমস্ত লোক সেই ব্যক্তিকে দেখিয় তাহার সম্মুখ হইতে পলায়ন করিল, তাহার। অতিশয় ভীত ২৫ হইয়াছিল। আর ইস্রায়েল লোকের পরস্পর কহিল, এই যে ব্যক্তি উঠিয়া আসিল, ইহাকে তোমরা দেখিতেছ ত? এত ইস্রায়েলকে টিটকারি দিতে আসিয়াছে। ইহাকে যে বধ করিবে, রাজা তাহকে প্রচুর ধনে ধনবান করিবেন, ও তাহাকে আপন কন্যা দিবেন, এবং ইস্রায়েলের মধ্যে তাহার পিতৃকুলকে নিষ্কর করি২৬ বেন । তখন দায়ুদ, নিকটে যে লোকের দাড়াইয়াছিল, তাহাদিগকে জিজ্ঞাসিলেন, এই পলেষ্টয়কে বধ করিয়া যে ব্যক্তি ইস্রায়েলের কলঙ্ক খণ্ডন করিবে, তাহার প্রতি কি করা যাইবে ? এই তাচ্ছিন্নত্বক পলেষ্টয়ট কে যে, জীবন্ত ঈশ্বরের সৈন্তগণকে টিটুকারি ২৭ দিয়াছে ? তাহীতে লোকেরা এই প্রকারে তাহাকে 3. o 247