3 с — ъ- е с 1 | দায়ুদ সেই পলেষ্টয়ের মুণ্ড তুলিয়৷ যিরশালেমে লইয়া গেলেন,কিন্তু তাহার সজ্জ। আপনার তাম্বুতে রাখিলেন। আর শেল যখন ঐ পলেষ্টয়ের বিরুদ্ধে দায়ুদকে যাইতে দেখিয়াছিলেন, তখন সেনাপতি আবৃনেরকে বলিয়াছিলেন, অবৃনের, এ যুব কাহার পুত্ৰ ? অবৃনের বলিয়াছিলেন, হে রাজন । আপনকার জীবৎ প্রাণের ৫৬ দিব্য, আমি তাহ বলিতে পারি না। পরে রাজ৷ বলিয়াছিলেন, তুমি জিজ্ঞাস কর, ঐ বালকট কাহার ৪৭ পুত্র ? পরে দায়ুদ যখন পলেষ্টয়কে বধ করিয়৷ ফিরিয়া আসিতেছেন, তখন অবনের তাহাকে ধরিয়া শেীলের কাছে লইয়া গেলেন ; তাহার হস্তে ঐ পলে৪৮ ষ্টীয়ের মুণ্ড ছিল। শেল তাহকে জিজ্ঞাসিলেন, হে যুবক, তুমি কাহার পুত্র ? দায়ুদ উত্তর করিলেন, আমি আপনকার দাস বৈৎলেহমীয় যিশয়ের পুত্র । Sbア শেীলের সহিত তাহার কথা সাঙ্গ इड्रेष्त्व যোনাথনের প্রাণ দায়ুদের প্রাণে সংসত্ত হইল, এবং যোনাখন আপন প্রাণের মত তাহাকে ভাল ২ বাসিতে লাগিলেন । আর শোল ঐ দিবসে তাহাকে গ্রহণ করিলেন, তাহার পিতার বাটীতে ফিরিয়৷ যাইতে ৩ দিলেন না। আর যোনাথন ও দায়ুদ এক নিয়ম করিলেন, কেননা যোনাথন তাহাকে প্রাণভুলা ভাল ৪ বাসিলেন । তার যোনাথন আপন গাত্রের পরিচছদ খুলিয়া দায়ুদকে দিলেন, নিজের সজ্জ, এমন কি, এ নিজের খড়গ, ধনুক ও কটিবন্ধনও দিলেন । পরে শৌল দাৰুদকে যে কোন স্থানে প্রেরণ করেন, দায়ুদ সেই স্থানে যান ও বুদ্ধিপূর্বক চলেন, এই জন্ত শেল যোদ্ধা দর উপরে কত্ত্ব ত্বপদে তাহাকে নিযুক্ত করিলেন, আর তাহ সমস্ত লোকের দৃষ্টিতে এবং শৌলের দাসগণের দৃষ্টিতেও ভাল বোধ হইল । ৬ পরে লোকের ফিরিয়া আসিলে যখন দায়ুদ পলেষ্টীয়দিগকে আঘাত করিয়৷ ফি রয়া আসিতেছিলেন, তখন শোল রাজার সঙ্গ সাক্ষাৎ করিতে ইস্রায়েলের সমস্ত নগর হইতে স্ত্রীলোকের তবলধ্বনি, আমোদ ও ত্রিতন্ত্রীবাদ্য পুরঃসর গান ও নুত্য করতে করতে ৭ বাহির হইয়া আসিল । সেই স্ত্রীলোকের অভিনয় ক্রমে পরস্পর গান করিয়া বলিল, শেল বধিলন সহস্ৰ সহস্ৰ, আর দায়ু বধিলেন অযুত অযুত। ৮ তাহতে শোল অতি ক্রুদ্ধ হইলেন, তিনি এই কথায় অসন্তুষ্ট হইয়। কহিলন, উহার দায়ুদের বিষয়ে অযুত অযুতের কথা বলিল, ও আমার বিষয়ে কেবল সহস্ৰ সহস্ত্রের কথ। বলিল ; ইহাতে রাজত্ব ব্যতীত সে আর ৯ কি পাইবে । সেই দিন অবধি শেল দায়ুদের উপরে দৃষ্টি রাখিলেন। দায়ুদের প্রতি শৌলের ঈর্ষ । পরদিবসে ঈশ্বর হইতে এক দুষ্ট আত্মা সবলে শৌলের উপরে আসিল, এবং তিনি গৃহমধ্যে প্রলাপ @@ 5 e ১ শমূয়েল । रै 8 >७ বকিতে লাগিলেন, আর দায়ুদ প্রত্যহ যেমন করিতেন, সেইরূপ হস্ত দ্বারা বাদ্য বাজাইতেছিলেন, তখন শেলের ১১ হন্তে তাহার বড়শী ছিল। শোল সেই বড়শা নিক্ষেপ করিলেন, বলিলেন, আমি দায়ুদকে ভিত্তির সঙ্গে গাখিব ; কিন্তু দাযুদ্র দুই বায় তাহার সন্মুখ হইতে সরিয়া গেলেন । আর শোল দাযুদের বিষয়ে ভীত হইতে লাগিলেন, কারণ সদাপ্রভু দায়ুদের সহবত্তী ছিলেন, কিন্তু ১৩ শৌলকে ত্যাগ করিয়াছিলেন । সেই জন্ত শেীল আপনার নিকট হইতে তাহাকে দূর করিয়া দিলেন, ও সহস্ৰপতিপদে নিযুক্ত করলেন : তাহতে তিনি লোকদের সাক্ষাতে ভিতরে ও বাহিরে গমনাগমন ১৪ করিতে লাগিলেন। আর দায়ুদ আপন সমস্ত পথে বুদ্ধিপূর্বক চলিতেন, এবং সদাপ্রভু তাহার সহবর্তী ১৫ ছিলেন। তিনি বেশ বুদ্ধিপূর্ববক চলিতেছেন দেখিয়া ১৬ শোল তাহার বিষয়ে ত্ৰাসযুক্ত হইলেন । কিন্তু সমস্ত ইস্রায়েল ও ফিঙ্গদ দাসুদকে ভালবাসিত, কেননা তিনি তাহদের সাক্ষাতে ভিতরে ও বাহিরে গমনাগমন করিতেন । ১৭ পরে শেল দায়ুদকে কহিলেন, দেখ, আমার জ্যেষ্ঠ৷ কন্ত। মেরব, আমি তোমার সহিত তাহার বিবাহ দিব : তুমি কেবল আমার পক্ষে বিক্রমী হইয়। সদাপ্রভুর জন্ত সংগ্রাম কর । কারণ শৌল কহিলন, আমার হস্ত তাহার উপরে না উঠুক, কিন্তু পলেষ্টয়দের হস্ত তাহার ১৮ উপরে উঠুক। আর দায়ুদ শৌলকে কহিলেন, আমি কে. এবং আমার প্রাণ কি, ইস্রায়েলের মধ্য আমার পিতার গোষ্ঠীই বা কি যে, আমি রাজার জামাত হই ? ১৯ কিন্তু শৌলের কন্য। মেরবকে দাযুদের সহিত বিবাহ দিবার সময় উপস্থিত হইলে সে মহোল তীয় অদ্রীয়েলকে দত্ত হইল । পরে শৌলের কন্য। মীখল দাদকে প্রেম করিতে লাগিলন ; তখন লোকের শৌলকে তাহ জনাইলে ২১ তিনি তাহীতে সন্তুষ্ট হইলন। শৌল কহিলন, আমি তাহাকে সেই কন্যা দিব ; সে তাহর ফাদস্বরূপ হউক, ও পলেষ্টীয়দের হস্ত তাহার উপরে উঠুক । অতএব শেল দারূদকে কহিলেন, তুমি ভদ্য দ্বিতীয় ২২ বার আমার জামাত হও । পরে শোল তাপন দাসগণকে আজ্ঞা দিলেন, তোমরা গোপনে দারদের সহিত আলাপ করিয়৷ এই কথা বল, দেখ, তোমার প্রতি রাজ। সন্তুষ্ট, এবং তাহার সমস্ত দাস তোমাকে ভালবাসে ; অতএব এখন তুমি রাজার জামাত হও । ২৩ শীলের দাসগণ দায়ুদের কর্ণগোচরে এই কথা কহিল। দার্বুদ কহিলন, রাজার জামাত হওয়া কি তোমাদের কাছ লঘু বিষয় বোধ হয় ? আমি ত দরিদ্র লোক, ২৪ তুচ্ছের পাত্র। পরে শীলের দাসগণ তাহাকে সমাচার ২৫ দয়া কহিল, দাৰুদ এই প্রকার কথা বলেন । শৌল কহিলেন, তোমর দায়ুদকে এই কথা বল, রাজা কিছু পণ চাহেন না, কেবল রাজার শক্রদের প্রতিশোধের >ミ ২০ 249
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।