পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○ কেননা আমি তাহার বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলাম । ৮ পরে বালকট বড় হইয়৷ স্তন পান ত্যাগ করিল ; এবং যে দিন ইসহাক স্তন পান ত্যাগ করিল, সেই ৯ দিন অব্রাহাম মহাভোজ প্রস্তুত করিলেন । আর মিস্ত্ৰীয়া হাগার অব্রাহামের নিমিত্ত যে পুত্র প্রসব করিয়াছিল, সারা তাহাকে পরিহাস করিতে দেখি১• লেন। তাহাতে তিনি অব্রাহামকে কহিলেন, তুমি ঐ দাসীকে ও উহার পুত্রকে দূর করিয়া দেও ; কেননা আমার পুত্র ইস্হাকের সহিত ঐ দাসীপুত্র উত্তরাধি১১ কারী হুইবে না। এই কথায় অব্রাহাম আপন পুত্রের ১২ বিষয়ে অতি অসন্তুষ্ট হইলেন। আর ঈশ্বর অব্রাহামকে কহিলেন, ঐ বালকের বিষয়ে ও তোমার ঐ দাসীর বিষয়ে অসন্তুষ্ট হইও না ; সারা তোমাকে যাহা বলিতেছে, তাহার সেই কথা শুন ; কেননা ইসহাকেই ১৩ তোমার বংশ আখ্যাত হইবে। আর ঐ দাসীপুত্র হইতেও আমি এক জাতি উৎপন্ন করিব, কারণ সে ১৪ তোমার বংশীয়। পরে অব্রাহাম প্রত্যুষে উঠিয়া রুটী ও জলপূর্ণ কুপা লইয়া হাগারের স্বন্ধে দিয়া বালকটকে সমর্পণ করিয়া তাহাকে বিদায় করিলেন। তাহাতে সে প্রস্থান করিয়া বের শেবা প্রান্তরে ঘূরিয়৷ বেড়াইল । ১৫ পরে কুপার জল শেষ হইল, তাহাতে সে এক ঝোপের ১৬ নীচে বালকটীকে ফেলিয়া রাখিল ; আর তাপনি তাহার সন্মুখ হইতে অনেকটা দুরে, অনুমান এক তীর দুরে গিয়া বসিল, কারণ সে কহিল, বালকটার মৃত্যু আমি দেখিব না। আর সে তাহার সম্মুখ হইতে দূরে ১৭ বসিয়া উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল। তথন ঈশ্বর বালকটর রব শুনিলেন ; আর ঈশ্বরের দূত আকাশ হইতে ডাকিয়া হাগারকে কহিলেন, হাগার, তোমার কি হইল ? ভয় করিও না, বালকট যেখানে ১৮ আছে, ঈশ্বর তথা হইতে উহার রব শুনিলেন ; তুমি উঠিয়া বালকটকে তুলিয়া তোমার হাতে ধর ; কারণ ১৯ আমি উহাকে এক মহাজাতি করিব। তখন ঈশ্বর তাহার চক্ষু খুলিয়া দিলেন, তাহাতে সে এক সজল কুপ দেখিতে পাইল, আর তথায় গিয়া কুপাতে জল ২• পুরিয়া বালকটকে পান করাইল। পরে ঈশ্বর বালকটর সহবৰ্ত্তী হইলেন, আর সে বড় হইয়া উঠিল, ২১ এবং প্রান্তরে থাকিয়া ধনুৰ্দ্ধর হইল। সে পারণ প্রান্তরে বসতি করিল। আর তাহার মাত৷ তাহার বিবাহার্থে মিসর দেশ হইতে এক কন্য। অনিল । ঐ সময়ে অবীমেলক এবং তাহার সেনাপতি ফীখোল অব্রাহীমকে কহিলেন, আপনি যে কিছু করেন, সে সকলেতেই ঈশ্বর আপনার সহবত্তী । ২৩ অতএব আপনি এখন এই স্থানে ঈশ্বরের দিব্য করিয়া আমাকে বলুন যে, আমার প্রতি ও আমার পুত্র পৌত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করিবেন না ; এবং আমি আপনার প্রতি যেরূপ দয়া করিয়াছি, আপ ーマ আদিপুস্তক। [ ९ ४ ; v – ९ ९ ; १ । নিও আমার প্রতি ও আপনার প্রবাসস্থান এই ২৪ দেশের প্রতি তক্রপ দয়া করিবেন । তখন অব্রাহাম ২৫ কহিলেন, দিব্য করিব। কিন্তু অবৗমেলকের দাসগণ এক সজল কুপ সবলে অধিকার করিয়াছিল, এই জন্ত ২৬ অব্রাহাম অবামেলককে অনুযোগ করিলেন। তাহাতে অবীমেলক কহিলেন, এই কৰ্ম্ম কে করিয়াছে, তাহা আমি জানি না ; আপনিও আমাকে জানান নাই, ২৭ এবং আমিও কেবল আদ্য এ কথা শুনিলাম। পরে তব্ৰাহাম মেষ ও গোরু লইয়া অবীমেলককে দিলেন, ২৮ এবং উভয়ে এক নিয়ম স্থির করিলেন। আর অব্রাহাম পাল হইতে সাতটা মেষবৎসা পৃথক্ করিয়া ২৯ রাখিলেন। অবমেলক তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি অভিপ্রায়ে এই সাত মেষবৎসা পৃথক ৩• করিয়া রাখলেন ? তিনি কহিলেন, আমি যে এই কুপ খনন করিয়াছি, তাহার প্রমাণার্থে আমা হইতে এই সাত মেষবৎসা আপনাকে গ্রহণ করিতে হইবে । ৩১ এজন্ত তিনি সেই স্থানের নাম বেরুশেবা দিব্যের কুপ] রাখিলেন, কেনন। সেই স্থানে তাহারী উভয়ে দিব্য ৩২ করিলেন। এইরূপে তাহারা বের শেবাতে নিয়ম স্থির করিলেন ; পরে অবামেলক ও তাহার সেনাপতি ফীথোল উঠিয়৷ পলেষ্টীয়দের দেশে ফিরিয়া গেলেন । পরে অব্রাহাম বের শেবায় ঝাউ গাছ রোপণ করিয়া সেই স্থানে অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে ৩৪ ডাকিলেন । আর অব্রাহাম পলেষ্টীয়দের দেশে অনেক দিন প্রবাস করিলেন । অব্রাহামের মহাপরীক্ষা । २ २ এই সকল ঘটনার পরে ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করিলেন । তিনি তাহাকে কহিলেন, হে অব্রাহাম ; তিনি উত্তর করিলেন, দেখুন, এই আমি । ২ তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্ৰকে, যাহাকে তুমি ভাল বাস, সেই ইস্হাককে লহয়৷ মোরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পৰ্ব্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার ৩ উপরে তাহাকে হোমার্থে বলিদান কর। পরে অব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্দভ সাজাইয়া দুই জন দাস ও আপন পুত্র ইসহাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্তে কাষ্ঠ কাটিলেন, আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের ৪ দিকে গমন করিলেন। তৃতীয় দিবসে অব্রাহাম চক্ষু ৫ তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। তখন অব্রাহাম আপন দাসদিগকে কহিলেন, তোমরা এই স্থানে গর্দভের সহিত থাক ; আমি ও যুবক, আমরা ঐ স্থানে গিয়া প্ৰণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরিয়া ৬ আসিব । তখন অব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইস্হাকের স্বন্ধে দিলেন, এবং নিজ হন্তে অগ্নি ও খড়গ লইলেন ; পরে উভয়ে একত্র চলিয়া গেলেন । ৭ আর ইসহাক আপন পিতা অব্রাহামকে কহিলেন, হে Nう○ 16