পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 6 be যাইবে ? অীশয় কহিলেন, আমি আপনার সঙ্গে ৭ যাইব । পরে রাত্রিকালে দায়ুদ ও অবাশয় লোকদের নিকটে আসিলেন, আর দেখ, শৌল শকটমণ্ডলের মধ্যে নিদ্রিত আছেন, তাহার শিয়রের কাছে তাহার বড়শ ভূমিতে পোতা, এবং চারিদিকে অবনের ও ৮ সমস্ত লোক শুইয়া আছে। তখন অবশয় দার্দকে কহিলেন, আদ্য ঈশ্বর আপনার শক্রকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন ; অতএব এখন বিনয় করি, বড়শী দ্বারা উহাকে এক আঘাতে ভূমির সহিত গাথিবীর অনুমতি দিউন, আমি উহাকে দুই বার আঘাত করিব ৯ নী। কিন্তু দায়ুদ অবশয়কে কহিলেন, উইকে বিনষ্ট করিও না ; কেননা সদাপ্রভুর অভিষিক্তের বিরুদ্ধে ১• কে হস্ত বিস্তার করিয়া নির্দোষ হইতে পারে ? দায়ুদ আরও কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, সদাপ্রভুই উহাকে আঘাত করিবেন, কিম্বা উহার দিন উপস্থিত হইলে উনি মরিবেন, কিম্ব সংগ্রামে গিয়া হত হই১১ বেন। আমি যে সদাপ্রভুর অভিষিক্তের বিরুদ্ধে হস্ত বিস্তার করি, সদাপ্রভু এমন না করুন ; কিন্তু উইঁর শিয়রের নিকটস্থ বড়শা ও জলের ভাড় তুলিয়া লইয়। ১২ আইস পরে আমরা চলিয়। যাইব । এইরূপে দায়ুদ শেীলের শিয়র হইতে তাহার বড়শা ও জলের ভাড় লইলেন, আর চলিয়া গেলেন, কিন্তু কেহ তাহ দেখিল না, জানিল না, কেহ জাগিলও না, কেননা সকলে নিদ্রিত ছিল ; কারণ সদাপ্রভু তাহাদিগকে অগাধ নিদ্রীয় মগ্ন করিয়াছিলেন । পরে দায়ুদ অন্ত পারে গিয়া দূরে পর্বতের শৃঙ্গে দাড়াইলেন : তাহদের মধ্যে অনেকটা স্থান ব্যবধান ১৪ ছিল। তখন দায়ুদ লোকদিগকে ও নেরের পুত্র অবনেরকে ডাকিয়া কহিলেন, হে অৰুনের, তুমি কি উত্তর দিবে না ? তখন অবনের উত্তর করিলেন, রাজার ১৫ কাছে চেচাইতেছ তুমি কে ? দায়ুদ আবৃনেরকে কহিলেন, তুমি কি পুরুষ নহ ? আর ইস্রায়েলের মধ্যে তোমার তুল্য কে ? তবে তুমি আপন প্রভু রাজাকে কেন সাবধানে রাখিলে না ? দেখ, তোমার প্রভু রাজাকে বিনষ্ট করিতে লোকদের মধ্যে এক জন ১৬ আসিল । তুমি এ কাজ ভাল কর নাই। জীবন্ত সদাপ্রভুর দিব্য, তোমরা মৃত্যুর সন্তান, কেননা সদাপ্রভুর অভিষিক্ত তোমাদের প্রভুকে সাবধানে রাখ নাই। তুমি একবার দেখ, রাজার শিয়রের নিকটস্থ বড়শা ও ১৭ জলের ভাড় কোথায় ? তখন শেল দায়ুদের স্বর বুঝিয়৷ কহিলেন, হে আমার বৎস দায়ুদ, এ কি তোমার স্বর ? দায়ুদ কহিলেন, ই প্রভো মহারাজ, এ আমারই ১৮ স্বর। তিনি আরও কহিলেন, আমার প্রভু আপন দাসের পশ্চাৎ পশ্চাৎ কেন ধাবমান হন ? আমি কি ১৯ করিয়াছি ? অামার হস্তে অনিষ্ট কি আছে ? এখন বিনয় করি, আমার প্রভু মহারাজ আপন দাসের কথা শুনুন ; যদি সদাপ্রভু আমার বিরুদ্ধে আপনাকে উত্তেজনা করিয়া থাকেন, তবে তিনি নৈবেদ্যের > ○ ১ শমুয়েল । [*S ; aー** 3 c l সৌরভ গ্রহণ করুন ; কিন্তু যদি মনুষ্য-সন্তানের করিয়া থাকে, তবে তাহারা সদাপ্রভুর সাক্ষাতে শাপগ্রস্ত হউক ; কেননা অদ্য তাহারা আমাকে তাড়াইয়া দিয়াছে, যেন সদাপ্রভুর অধিকারে আমার অংশ ন৷ থাকে ; তাহার বলিয়াছে, তুমি গিয়া অন্ত দেবগণের ২০ সেবা কর। অতএব এখন আমার রক্ত সদাপ্রভুর সাক্ষাৎ হইতে দূরে মৃত্তিকায় পতিত না হউক। ইস্রায়েলের রাজা একটী পিশুর অন্বেষণে বাহিরে আসিয়াছেন, যেমন কেহ পৰ্ব্বতে তিতির পক্ষীর পিছে দৌড়িয়া যায়। তখন শৌল কহিলেন, আমি পাপ করিয়াছি ; বৎস দায়ুদ, ফিরিয়া আইস ; আমি তোমার হিংসা আর করিব না, কেননা অদ্য আমার প্রাণ তোমার দৃষ্টিতে মহামূল্য ছিল। দেখ, আমি নিৰ্ব্বোধের কৰ্ম্ম করি২২ য়াছি, ও বড়ই ভ্রান্ত হইয়াছি। দায়ুদ উত্তর করিলেন, হে রাজন । এই দেখুন বড়শ ; কোন যুবা পার হইয়৷ ২৩ আসিয়া ইহা লইয়। যাউক। সদাপ্রভু প্রত্যেক জনকে তাহার ধাৰ্ম্মিকতা ও বিশ্বস্ততার ফল দিবেন : বাস্তবিক সদাপ্রভু অদ্য আপনাকে আমার হস্তে সমর্পণ করিয়াছিলেন, কিন্তু আমি সদাপ্রভুর অভিষিক্তের বিরুদ্ধে ২৪ হস্ত বিস্তার করিতে চাহিলাম না। অতএব দেখুন, অদ্য যেমন আমার সাক্ষাতে আপনকার প্রাণ মহামূল্য হইল, তেমনি সদাপ্রভুর সাক্ষাতে আমার প্রাণ মহামূল্য হউক ; আর তিনি সমস্ত সঙ্কট হইতে ২৫ আমাকে উদ্ধার করুন। পরে শোল দায়ুদকে কহিলেন, বৎস দায়ুদ, তুমি ধন্য ; তুমি অবস্ত মহৎ কৰ্ম্ম করিবে, আর বিজয়ী হইবে। পরে দায়ুদ আপন পথে চলিয়া গেলেন, শৌলও স্বস্থানে ফিরিয়া গেলেন। দায়ুদ গাৎ নগরে আশ্রয় লন । २१ পরে দায়ুদ মনে মনে কহিলেন, ইহার মধ্যে কোন এক দিন আমি শৌলের হস্তে বিনষ্ট হইব। পলেষ্টীয়দের দেশে পলায়ন ব্যতিরেকে আমার তার মঙ্গল নাই ; তথায় গেলে শৌল ইস্রায়েলের সমস্ত অঞ্চলে আমার অন্বেষণ করিতে ক্ষান্ত হইবেন, এবং ং আমি তাহার হস্ত হইতে রক্ষা পাইব । অতএব দায়ুদ উঠিয়া আপনার সঙ্গী ছয় শত লোক লইয়া মায়োকের পুত্র আর্থীশ নামক গাতের রাজার নিকটে গেলেন। ৩ আর দায়ুদ ও তাহার লোকেরা আপন আপন পরিবারশুদ্ধ গাতে আর্থীশের নিকটে বাস করিলেন, বিশেষতঃ দায়ুদ ও তাহার দুই স্ত্রী, অর্থাৎ যিন্ত্রিয়েলীয় অহানেয়ম ও নাবলের বিধবা কম্মিলীয়। অবৗগল তথায় ৪ বাস করিলেন। পরে দায়ুদ পলাইয়। গাতে গিয়াছেন, এই সংবাদ শৌলের কর্ণগোচর হইলে তিনি আর তাহার অন্বেষণ করিলেন না । পরে দায়ুদ আখীশকে কহিলেন, আমি যদি আপনকার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে জনপদের কোন নগরে আমাকে স্থান দিউন, আমি তথায় বাস マ》 g 258