* や 、 কহিলেন, তোমার খড়গ খুল, উহা দ্বারা আমাকে বিদ্ধ কর । নতুবা কি জানি, ঐ আচ্ছিন্নত্বকের আসিয়া আমাকে বিদ্ধ করিয়া আমার অপমান করিবে । কিন্তু তাহার অস্ত্রবাহক তাহা করিতে চাহিল না, কারণ সে আতিশয় ভীত হইয়াছিল ; অতএব শোল খড়গ লইয়া ৫ আপনি তাহার উপরে পড়িলেন। আর শেল মরিয়াছেন দেখিয় তাহার অস্ত্রবাহকও আপন খড়েগর উপরে পড়িয়া ৬ তাহার সহিত মরিল । এই প্রকারে সেই দিন শোল, তাহার তিন পুত্র, তাহার অস্ত্রবাহক ও তাহার সমস্ত লোক এক সঙ্গে মারা পড়েন । ৭ পরে ইস্রায়েলের যে লোকের তলভূমির ওপারে ও যর্দনের ওপারে ছিল, তাহার। যখন দেখিতে পাইল যে, ইস্রায়েল লোকের পলায়ন করিয়াছে, এবং শৌল ও তাহার পুত্ৰগণ মরিয়াছেন, তখন তাহার নগর সকল ১ শমুয়েল – ২ শমুয়েল। পরিত্যাগ করিয়া পলায়ন করিল, আর পলেষ্টীয়ের আসিয়া সেই সকল নগর মধ্যে বাস করিতে লাগিল । [○○ ; &ー > ; >& I ৮ পরদিবসে পলেষ্টয়ের হত লোকদের সজ্জাদি খুলিয়া লইতে আসিয়া গিল্বোয় পৰ্ব্বতে পতিত শোল ও ৯ তাহার তিন পুত্রকে দেখিতে পাইল ; তখন তাহার। তাহার মস্তক ছেদন করিয়া সজ্জা খুলিয়া লইল, এবং আপনাদের দেবালয়ে ও লোকদের মধ্যে সেই বাৰ্ত্ত। জ্ঞাপনার্থে পলেষ্টীয়দের দেশের সর্বত্র প্রেরণ করিল। ১০ পরে তাহার সজ্জা অষ্টারোৎ দেবীদের গৃহে রাখিল, এবং তাহার শব বৈৎ-শানের প্রাচীরে টাঙ্গাইয়া দিল । ১১ পরে যখন যাবেশ-গিলিয়দ-নিবাসিগণ শৌলের প্রতি ১২ পলেষ্টীয়দের কৃত সেই কৰ্ম্মের সংবাদ পাইল, তখন সমস্ত বিক্রমশালী লোক উঠিল, এবং সমস্ত রাত্রি হাটিয়া গিয়া শোলের ও তাহার পুত্ৰগণের শরীর বৈৎশানের প্রাচীর হইতে নামাইল, আর যাবেশে আসিয়া ১৩ তথায় তাহদের শব পোড়াইয়া দিল । আর তাহারা তাহীদের অস্থি লইয়া যাবেশস্থ ঝাউ গাছের তলার পুতিয়া রাখিল ; পরে সাত দিবস উপবাস করিল। শমুয়েলের দ্বিতীয় পুস্তক। শেীল ও যোনাথনের জন্ত দায়ুদের বিলাপ-গাথা । S শৌলের মৃত্যুর পরে এই ঘটনা হইল ; দায়ুদ অমলেকীয়দিগকে বধ করিয়া ফিরিয়া আসি২ লেন ; আর দাযুদ্র সিক্লগে দুই দিবস থাকিলেন ; পরে তৃতীয় দিবসে, দেখ, শৌলের শিবির হইতে একটা লোক আসিল, তাহার কাপড় ছেড়া ও মাথায় মাটী ছিল, দায়ুদের নিকটে আসিয়া সে ভূমিতে পড়িয়া প্ৰণিপাত ৩ করিল। দায়ুদ তাহাকে জিজ্ঞাসিলেন, তুমি কোথ৷ হইতে আসিয়াছ ? সে কহিল, আমি ইস্রায়েলের ও শিবির হইতে পলাইয়া আসিয়াছি ? দায়ুদ জিজ্ঞাসিলেন, সমাচার কি ? আমাকে বল দেখি। সে উত্তর করিল, লোকের যুদ্ধ হইতে পলায়ন করিয়াছে ; আবার লোকদের মধ্যেও অনেকে পতিত হইয়াছে, মারা পড়িয়াছে, এবং শৌল ও তাহার পুত্ৰ যোনাখনও ৫ মারা পড়িয়াছেন। পরে দায়ুদ সেই সংবাদদাতা যুবককে জিজ্ঞাসিলেন, শোল ও তাহার পুত্ৰ যোনাথন যে মারা পড়িয়াছেন, ইহা তুমি কি প্রকারে জানিলে ? ৬ তাহাতে সেই সংবাদদাতা যুবক তাহাকে কহিল, আমি ঘটনাক্রমে গিলবোয় পৰ্ব্বতে উপস্থিত হইয়াছিলাম, আর দেখ, শেল বড়শার উপরে নির্ভর দিয়া ছিলেন, এবং দেখ, রথ, ও অশ্বারোহিগণ চাপাচাপি ৭ করিয় তাহার খুব কাছে আসিয়াছিল। ইতিমধ্যে । তিনি পশ্চাতে মুখ ফিরাইয় আমাকে দেখিয়া ডাকি৮ লেন । আমি বলিলাম, এই যে আমি । তিনি আমাকে বলিলেন, তুমি কে ? আমি কহিলাম, আমি এক ৯ জন অমালেকীয় । তিনি আমাকে কহিলেন, বিনয় করি, আমার নিকটে দাড়াইয়। আমাকে বধ কর, কেনন। আমার মাথা ঘুরিতেছে, আর এখনও প্রাণ ১০ আমাতে সম্পূর্ণ রহিয়াছে। তাহাতে আমি নিকটে দাড়াইয় তাহাকে বধ করিলাম ; কেননা পতনের পরে তিনি যে জীবিত থাকিবেন না, ইহ। নিশ্চয় বুঝিলাম ; আর তাহার মস্তকে যে মুকুট ছিল, ও হস্তে যে বলয় ছিল, তাহ লইয়। এই স্থানে আমার ১১ প্রভুর নিকটে আসিয়াছি। তখন দায়ুদ আপন বস্ত্র ধরিয়া চিরিলেন, এবং তাহীর সঙ্গীরাও সকলে তদ্রুপ ১২ করিল, আর শৌল, তাহার পুত্ৰ যোনাথন, সদাপ্রভুর প্রজাগণ ও ইস্রায়েলের কুল খড়গ পতিত হওয়াতে তাহদের বিষয়ে তাহার শোক ও বিলাপ এবং সন্ধ্য ১৩ পর্য্যন্ত উপবাস করিলেন। পরে দায়ুদ ঐ সংবাদদাতা যুবককে কহিলেন, তুমি কোথাকার লোক ? সে কহিল, আমি এক জন প্রবাসীর পুত্র, অমালেকীয় । ১৪ দায়ুদ তাহাকে কহিলেন, সদাপ্রভুর অভিষিক্তকে সংহার করণার্থে আপন হস্ত বিস্তার করিতে তুমি ১৫ কেন ভীত হইলে না ? পরে দায়ুদ যুবকদের এক জনকে ডাকিয় আজ্ঞা করিলেন, তুমি নিকটে গিয়া ইহাকে আক্রমণ কর। তাহাতে সে তাহকে আঘাত 262
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।