পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ ॐ 8 নের ও ইস্রায়েল লোকের দায়ুদের দাসগণের সম্মুখে পরাজিত হইল । ১৮ সে স্থানে যোয়াব, অবাশয় ও অসাহেল নামে সরয়ার তিন পুত্র ছিলেন, সেই অসাহেল বন্ত মৃগের স্থায় ১৯ চরণে দ্রুতগামী ছিলেন। আর অসাহেল অবনেরের পশ্চাৎ দোড়িতে লাগিলেন, যাইতে যাইতে অবনেরের পশ্চাদগমন হইতে দক্ষিণে কি বামে ফিরিলেন না । ২০ পরে অবৃনের পশ্চাৎ দিকে ফিরিয়া বলিলেন, তুমি কি অসাহেল ? তিনি উত্তর করিলেন, আমি সেই । ২১ অবনের তাহাকে কহিলেন, তুমি দক্ষিণে কি বামে ফিরিয়৷ এই যুবকগণের কোন এক জনকে ধরিয়া তাহার সজ্জা গ্রহণ কর । কিন্তু অসাহেল তাহার ২২ পশ্চাদগমন হইতে ফিরিতে সম্মত হইলেন না। পরে অনের অসাহেলকে পুনকবার কহিলেন, আমার পশ্চাদগমন হইতে ফির ; তামি কেন তোমাকে আঘাত করিয়া ভূতলশায়ী করিব ? করিলে তোমার ভ্রাত৷ ২৩ যোয়বের সাক্ষাতে কি করিয়া মুখ দেখাইব । তথাপি তিনি ফিরিতে সম্মত হইলেন না ; অতএব আবৃনের বড়শার গোড় তাহার উদরে এমন বিদ্ধ করিলেন যে, বড়শী তাহার পৃষ্ঠ দিয়া বাহির হইল ; তাহাতে তিনি সেখানে পড়িয়া গেলেন, সেই স্থানেই মরিলেন, এবং যত লোক অসাহেলের পতন ও মরণ স্থানে উপস্থিত ২৪ হইল, সকলেই দাড়াইয়া রহিল। কিন্তু যোয়াব ও অবশয় অবনেরের পশ্চাৎ পশ্চাৎ তাড়া করিয়া গেলেন; স্বৰ্য্যস্তকালে গিৰিয়েন প্রান্তরগামী পথের নিকটবৰ্ত্তী গাহের সন্মুখস্থ অন্ম গিরির কাছে উপস্থিত হইলেন । ২৫ আর বিদ্যমীন-সন্তানগণ তানেরের পশ্চাৎ একত্র দলবদ্ধ হইয় এক গিরির শৃঙ্গে দাড়াইয়া রহিল। ২৬ তখন অবনের যোয়াবকে ডাকিয় কহিলেন, খড়গ কি চিরকাল গ্রাস করিবে ? অবশেষে তিক্তত হইবে, ইহা কি জান না ? অতএব তুমি আপন ভ্রাতৃগণের পশ্চাদগমন হইতে ফিরিতে আপন লোকদিগকে কত ২৭ কল আজ্ঞ না দিয়া থাকিবে ? যোয়াব কহিলেন, জীবন্ত ঈশ্বরের দিব্য, তুমি যদি কথা না বলিতে, তবে লোকে প্রাতঃকালেই চলিয়া যাইত, আপন আপন ২৮ ভ্রাতার পশ্চাৎ পশ্চাৎ যাইত না । পরে যোয়াব তুরী বজাইলেন ; তাহাতে সমস্ত লোক স্থগিত হইল, ইস্রায়েলের পশ্চাৎ আর তাড়া করিল না, যুদ্ধও আর ২৯ করিল না। পরে অবৃনের ও তাঁহার লোকের আরাবী তলভূমি দিয়া সেই সমস্ত রাত্ৰি চলিয়। যদ্দন পার হইলেন, এবং সমুদয় বিথোণ দিয়া মহনয়িমে উপস্থিত ৩• হইলেন। আর যোয়াব আবৃনেরের পশ্চাদগমন হইতে ফিরিলেন ; পরে সমস্ত লোককে একত্র করলে দায়ু দের দাসগণের মধ্যে উনিশ জনের ও অসাহেলের ৩১ অভাব হইল। কিন্তু দায়ুদের দাসগণের আঘাতে বিস্তামানের ও অবনেরের লোকদের তিন শত ষাইট জন ৩২ মরিয়াছিল। পরে লোকের অসাহেলকে তুলিয়া লইয়। বৈৎলেহমে তাহার পিতার কবরে কবর দিল। পরে ২ শমূয়েল। [ * 3 >セー○ ; >81 যোয়াব ও তাহার লোকের সমস্ত রাত্রি গমন করিয়া প্রভাতকালে হিত্ৰোণে উপস্থিত হইলেন। দায়ুদের বলবৃদ্ধি। অনেরের মৃত্যু। শৌলের কুলে ও দায়ুদের কুলে পরস্পর অনেক দিন যুদ্ধ হইল ; তাহতে দায়ুদ বলবান হইয় উঠিতে লাগিলেন, কিন্তু শোলের কুল ক্ষীণ হইয়৷ পড়িতে লাগিল । ২ আর হিরোণে দায়ুদের কএকটী পুত্র জন্মিল ; তাহার জ্যেষ্ঠ পুত্র আমন, সে যিষিয়েলীয়া অহীনোয়৩ মের সন্তান ; তাহার দ্বিতীয় পুত্র কিলাব, সে কম্মিলীয় নাবলের বিধবা অবগলের সন্তান ; তৃতীয় অবশালেম, সে গঙ্গুরের তলুময় রাজার কন্যা মাথার ৪ সন্তান ; চতুর্থ আদোনিয়, সে হগীতের সন্তান ; পঞ্চম ৫ শফটিয়, সে অব টলের সন্তান ; এবং ষষ্ঠ যিত্ৰিয়ম, সে দায়দের স্ত্রী ইয়ার সন্তান ; দায়ুদের এই সকল পুত্রের জন্ম হিত্ৰোণে হইল। ৬ যে সময়ে শৌলের কুল ও দাযুদের কুলে পরস্পর যুদ্ধ হইল, সেই সময়ে অবৃনের শেলের কুলের পক্ষে ৭ বীরত্ব দেখাইলেন। কিন্তু আয়ার কন্যা রিসৃপ নাম্নী এক স্ত্রী শৌলের উপপত্নী ছিল ঈশ্ৰবেশত ] অস্ত্ৰনেরকে কহিলেন, তুমি আমার পিতার উপপত্নীর ৮ কাছে কেন গমন করিয়াছ ? ঈশ্ববোশতের এই কথায় অবনের অতিশয় ক্রুদ্ধ হইয়া কহিলেন, আমি কি যিহদার পক্ষীয় কুকুর-মুণ্ড ? অদ্য পৰ্য্যন্ত আমি তোমার গিতা শৌলের কুলের প্রতি, তাহার ভ্রাতৃগণ ও বন্ধুগণের প্রতি দয়া করিতেছি, এবং তোমাকে দায়ুদের হস্তে সমর্পণ করি নাই ; তবু তুমি অদ্য ঐ স্ত্রীলোকের ৯ বিষয়ে আমাকে অপরাধী করতেছ ? ঈশ্বর অনেরকে অমুক ও ততোধিক দণ্ড দিউন, যদি দায়ুদের বিষয়ে সদাপ্ৰভু যে দিবা করিয়াছেন, আমি তদনুসারে কৰ্ম্ম ১০ না করি, শোলের কুল হইতে রাজ্য লইয়া দান অবধি বের শেবা পয্যন্ত ইস্রায়েলের উপরে ও বিহদার উপরে ১১ দায়ুদের সিংহাসন স্থাপনের চেষ্টা না করি। তখন তিনি অবনেরকে আর এক কথাও কহিতে পারলেন না, কারণ তিনি তাহাকে ভয় করিলেন । ১২ পরে অবনের আপনার পক্ষে দায়ুদের নিকটে দূত গণকে পাঠাইয় কহিলেন, এই দেশ কাহার ? অারও কহিলেন, আপনি আমার সহিত নিয়ম করুন, আর দেখুন, সমস্ত হস্রায়েলকে আপনকার পক্ষে ত্যানিতে ১৩ আমার হস্ত আপনকার সহকারী হইবে। দারুদ কহিলেন, ভাল ; আমি তোমার সহিত নিয়ম করিব : কেবল একটী বিষয় আমি তোমার কাছে চাই . যখন তুমি আমার মুখ দেখিতে আসিবে, তখন শৌলের কন্যা মীথলকে না আনিলে আমার মুখ ১৪ দেখিতে পাইবে না। আর দায়ুদ শৌলের পুত্র ঈশ্ববোশতের নিকটে দূত পঠাইয়া কহিলন, আমি পলেষ্টীয়দের এক শত লিঙ্গাগ্ৰত্বক পণ দিয়া যাহাকে বিবাহ 264