পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ : ১৫ – ৪ ; ২ । ] 3. ১৫ করিয়াছি, আমার সেই স্ত্রী মীখলকে দেও। তাহাতে ঈশ্ববোশৎ লোক পঠাইয় তাহার স্বামীর অথাৎ লয়িশের পুত্ৰ পলুটিয়েলের নিকট হইতে মখলকে ১৬ লইয়া আসিলেন । তখন তাহার স্বামী তাহার পশ্চাৎ পশ্চাৎ রোদন করতঃ বহুরীম পৰ্য্যন্ত তাহার সঙ্গে সঙ্গে চলিল। পরে অবনের তাহাকে কহিলেন, যাও, ফিরিয়া যাও ; তাহাতে সে ফিরিয়া গেল । পরে অনের ইস্রায়েলের প্রাচীনবর্গের সহিত এইরূপ কথোপকথন করিলেন, তোমরা ইতিপূর্বেই আপনাদের উপরে দায়ুদকে রাজ করিবার চেষ্টা ১৮ করিয়াছিল। এখন তাহাই কর, কেননা সদাপ্রভু দায়ুদের বিষয়ে বলিয়াছেন, আমি আপন দাস দায়ুদের হস্ত দ্বার। আপন প্রজ ইস্রায়েলকে পলেষ্টীয়দের হস্ত হইতে ও সকল শক্রর হস্ত হইতে নিস্তার করিব। ১৯ আর অবনের বিদ্যামীন বংশের কর্ণগোচরেও সেই কথা কহিলেন । আর ইস্রায়েলের ও বিদ্যমীনের সমস্ত কুলের দৃষ্টিতে যাহা ভাল বোধ হইল, অৰুনের সেই সকল কথা দায়ুদের কর্ণগোচরে বলিবার জন্য হিৰোণে ই - যাত্রা করিলেন । তখন অৰুনের বিংশতি জনকে সঙ্গে লইয়া হিত্ৰোণে দায়ুদের নিকটে উপস্থিত হইলে দায়ুদ অনেরের ও র্তাহার সঙ্গী লোকদের জন্ত ভোজ প্রস্তুত ২১ করিলেন। পরে অবনের দায়ুদকে কহিলেন, আমি উঠিয়া গিয়া সমস্ত হস্রায়েলকে আমার প্রভু মহারাজের নিকটে সংগ্ৰহ করি ; যেন তাহার। আপনকার সহিত নিয়ম করে, আর আপনি আপন প্রাণের ইচছমত সকলের উপরে রাজত্ব করেন। পরে দায়ুদ আবৃনেরকে বিদায় করিলে তিনি কুশলে প্রস্থান করলেন । আর দেখ, দায়ুদের দাসগণ ও যোয়াব চড়াউ করিয়া ফিরিয়া আসিলন, প্রচুর লুটদ্রব্য সঙ্গে লইয়া আদিলেন। তখন অৰুনের হিস্ত্ৰোণে দায়ুদের নিকটে ছিলেন ন, কারণ দামুদ তাহাকে বিদায় করিয়াছিলেন, তিনি ২৩ কুশলে গমন করিয়াছিলেন। পরে বোয়াব ও তাহার সঙ্গী সমস্ত সৈন্ত আসিলে লোকেরা যোয়াবকে কহিল, নেরের পুত্র অবনের রাজার নিকটে আসিয়াছিলেন, রাজা তাহাকে বিদায় করিয়াছেন, তিনি কুশলে চলিয়া ২৪ গিয়াছেন। তখন যোয়াব রাজার নিকটে গিয়া কহিলেন, আপনি কি করিয়াছেন ? দেখুন, অবৃনের আপনকার নিকটে আসিয়াছিল, আপনি কেন তাহাকে বিদায় করিয়া একেবারে চলিয়া যাইতে দিয়াছেন ? ২৫ আপনি ত নেরের পুত্র আবৃনেরকে জানেন । আপনাকে ভুলাইবার জন্ত, আপনকার বাহিরে ও ভিতরে গমনাগমন জানিবার জন্য, আর আপনি যাহ। যাহা করিতেছেন, সে সমস্ত অবগত হইবার জন্ত সে আসিয়াছিল। ২৬ পরে যোয়াব দায়ুদের নিকট হইতে বহির্গত হইয় অবৃনেরের পশ্চাৎ দূতগণকে প্রেরণ করিলেন ; তাহার সির কূপের নিকট হইতে তাহাকে ফিরাইয়া আনিল; ২৭ কিন্তু দায়ুদ তাই জানিতেন না। পরে অবনের হিত্ৰোণে ফিরিয়৷ আসিলে যোয়াব তাহার সহিত বিরলে আলাপ So

  • R

২ শমূয়েল ।

  • や ○

করিবার ছলে নগর-দ্বারের ভিতরে তাঁহাকে লইয়া গেলেন, পরে আপন ভ্রাত অসাহেলের রক্তের প্রতিশোধার্থে সেই স্থানে তাহার উদরে আঘাত করিলেন, তাহাতে তিনি মরিয়া গেলেন । তৎপরে যখন দায়ুদ সেই কথা শুনিলেন, তখন তিনি কহিলেন, নেরের পুত্র আবৃনেরের রক্তপাত বিষয়ে আমি ও আমার রাজ্য সদাপ্রভুর সাক্ষাতে চিরকাল ২৯ নির্দোষ । সেই রক্ত যোয়াবের ও তাহার সমস্ত পিতৃকুলের উপরে বর্ভূক, এবং যোয়াবের কুলে প্রমেই কিম্ব কুষ্ঠা কিম্ব যষ্টি অবলম্বী কিম্বা খড়েগ পতিত কিম্ব ভক্ষ্যহীন লোকের অভাব না হউক । এইরূপে ঘোরাব ও তাহার ভ্রাত। অবশয় আবৃনেরকে বধ করেলেন, কেনন। তিনি গিবিয়োন যুদ্ধকালে তাহদের ভ্ৰাত অসাহেলকে বধ করিয়াছিলেন । পরে দায়ুদ যোয়াবকে ও তাহার সঙ্গী সকল লোককে কহিলন, তোমরা আপন আপন বস্ত্র চিরিয়া চট পরিধান কর, এবং শোক করিতে করিতে অবৃনেরের অগ্ৰে অগ্ৰে চল। আর দায়ুদ রাজাও শবাধারের পশ্চাৎপশ্চাৎ ৩২ চলিলেন । আর হিব্রাণে অবনেরকে কবর দেওয়৷ হইল ; তখন রাজ। অনেরের কবরের নিকটে উচ্চৈঃস্বরে রোদন করিলেন, সমস্ত লোকও রোদন করিল। ৩৩ রাজা আবৃনেরের বিষয়ে বিলাপ করিয়| কহিলেন, যেমন মূঢ় মরে, তেমনি কি মরিলেন আবৃনের ? ৩৪ তোমার হস্ত ছিল না বদ্ধ, চরণও ছিল ন নিগড়বদ্ধ ; যেমন কেহ অন্তয়ীদের সম্মুখে পড়ে, তেমনি পড়িলে তুমি । তখন সমস্ত লোক র্তাহার বিষয়ে তাবার রেদিন ৩৫ করিল। পরে কিছু বেলা থাকিতে সমস্ত লোক দায়ুদকে আহার করাইতে আসিল, কিন্তু দায়ুদ এই শপথ করিলেন, ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দও দিউন, যদি স্থয্য অস্তগত না হইলে আমি রুটী ৩৬ কিম্বা অন্ত কোন দ্রব্যের তাস্বাদ গ্রহণ করি । তখন সমস্ত লোক তাহ। লক্ষ্য করিল, ও সন্তুষ্ট হইল ; রাজ৷ বাহ! কিছু করিলেন, তাহতেই সকল লোক সন্তুষ্ট ৩৭ হইল। আর নেরের পুত্ৰ আবৃনেরের বধ রাজা হইতে হয় নাই, ইহ সমস্ত লোক ও সমস্ত হস্রায়েল, সেই ৩৮ দিবসে জানিতে পারিল । তার রাজা তপন দাসগণকে কহিলেন, তোমরা কি জান না যে, আদ্য ইস্রায়েলের মধ্যে প্রধান ও মহান এক জন পতিত হইলেন । তার ৩৯ রাজপদে অভিষিক্ত হইলেও অদ্য আমি তুৰ্ব্বল : এই কয়ট লোক, সরয়ার পুত্রেরা, আমার অবাধ্য। সদাপ্রভু ছত্ত্বিয়াকারীকে তাহার দুষ্টত নুরূপ প্রতিফল দিউন। ঈশ্ববোশতের মৃত্যু। 3 * * * শৌলের পুত্ৰ শুনিলেন যে, অবৃনের হিব্ৰোণে মরিয়া গিয়াছেন, তখন তাহার হস্ত দুৰ্ব্বল হহল, এবং সমস্ত ইস্রায়েল বিহ্বল হুইল । ২ শৌলের পুত্রের দুই জন দলপতি ছিল, এক জনের ২৮ 265