* や や নাম বান, আর এক জনের নাম রেখব ; তাহার ৩ বিস্তামীন বংশজাত বেরোতীয় রিম্মোণের পুত্র । বস্তুতঃ বেরোৎও বিদ্যমীনের অধিকারের মধ্যে গণিত, কিন্তু বেরোতীয়ের গিৰ্ত্তয়িমে পলায়ন করে, আর সে স্থানে ৪ অদ্য পৰ্য্যন্ত প্রবাসী রহিয়াছে। আর শৌলের পুত্র যোনাথনের এক পুত্র ছিল, সে উভয় চরণে খঞ্জ ; যিষিয়েল হইতে যখন শৌলের ও যোনাথনের সংবাদ আসিয়াছিল, তখন তাহার বয়ঃক্রম পাচ বৎসর ; তাহার ধাত্রী তাহাকে তুলিয়া লইয়। পলায়ন করিয়াছিল, কিন্তু ধাত্রী শীঘ্ৰ পলাইতে যাওয়ায় সে পতিত হইয়। খঞ্জ হইয়াছিল : তাহার নাম মফীবেশত । ৫ একদা বেরোতীয় রিন্মোণের পুত্র রেখব ও বান৷ গিয়া দিবসের উত্তাপকালে ঈশ্ববোশতের বাটীতে উপস্থিত হইল ; তখন তিনি মধ্যাহ্নকালে বিশ্রাম করিতে৬ ছিলেন । আর উহার প্রবেশ করিয়৷ গোম লইবার ছলে বাটীর মধ্যস্থান পয্যন্ত গিয়া তথায় তাহার উদরে আঘাত করিল ; পরে রেখব ও তাহার ভ্রাতা বানা পলায়ন ৭ করিল। তিনি যে সময়ে শয়নাগারে আপন খট্টাতে শুইয়াছিলেন, সেই সময়ে তাহার ভিতরে গিয়া আঘাতপূর্বক তাহকে বধ করিল ; পরে তাহার মস্তক ছেদন করিয়া মুণ্ডটা লইয়। আরাব তলভূমির পথ ধরিয়া সমস্ত ৮ রাত্রি গমন করিল। তাহার ঈশ্ববোশতের মুণ্ড হিত্ৰোণে দায়ুদের নিকটে আনিয় রাজাকে কহিল,দেখুন, আপনার শক্ৰ শোল, যে আপনার প্রাণনাশের চেষ্টা করিত, তাহার পুত্র ঈশবেশতের মুণ্ড ; সদাপ্রভু অদ্য আমাদের প্রভু মহারাজের পক্ষে শৌলকে ও তাহার বংশকে ৯ অন্যায়ের প্রতিফল দিলেন। কিন্তু দায়ুদ বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও তাহার ভ্রাত। বানাকে এই উত্তর করিলেন, যিনি সৰ্ব্বসঙ্কট হইতে আমার প্রাণ ১• মুক্ত করিয়াছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যে ব্যক্তি আমাকে বলিয়াছিল, দেখ, শৌল মরিয়াছে, সে শুভ ংবাদ অনিয়াছে মনে করিলেও আমি তাহাকে ধরিয়া সিকুগে বধ করিয়াছিলাম, তাহার সংবাদের জন্ত আমি ১১ তাহাকে এই পুরস্কার দিয়াছিলাম। এখন যাহার ধাৰ্ম্মিক ব্যক্তিকে তাহারই গৃহমধ্যে তাহারখটার উপরে হত্যা করিয়াছে, সেই দুষ্ট লোক যে তোমরা, আমি তোমাদের হইতে তাহার রক্তের প্রতিশোধ কি আরও লইব না ? পৃথিবী হইতে কি তোমাদিগকে উচ্ছেদ ১২ করিব না ? পরে দায়ুদ আপন যুবকদিগকে আজ্ঞ করিলে তাহার। তাহাদিগকে বধ করিল, এবং তাহদের হস্তপদ ছেদন করিয়া হিত্ৰোণস্থ পুষ্করিণীর পাড়ে টাঙ্গাইয়৷ দিল ; কিন্তু ঈশবেশতের মস্তক লইয়৷ হিব্ৰোণে অনেরের কবরে পুতিয়। রাখিল । ধিরূশালেমে দায়ুদের শ্ৰীবৃদ্ধি। ৫ । পরে ইস্রায়েলের সমস্ত বংশ হিৰোণে দায়ুন্দর নিকটে আসিয়া কহিল, দেখুন, আমরা আপন২ কার অস্থি ও মাংস। পূৰ্ব্বে যখন শৌল আমাদের ২ শমুয়েল । [ 8 3 ○ーG 3 >レi রাজা ছিলেন, তখনও আপনিই ইস্রায়েলকে বাহিরে লইয়। যাইতেন ও ভিতরে আনিতেন। আর সদাপ্রভু আপনাকে বলিয়াছিলেন, তুমিই আমার প্রজ ইস্রা৩ য়েলকে চরাইবে ও ইস্রায়েলের নায়ক হইবে। এইরূপে ইস্রায়েলের প্রাচীনের সকলে হিত্ৰোণে রাজার নিকটে আসিলেন ; তাহাতে দায়ুদ রাজ হিরোণে সদাপ্রভুর সাক্ষাতে তাহদের সহিত নিয়ম করিলেন, এবং তাহার ইস্রায়েলের উপরে দায়ুদকে রাজপদে অভিষিক্ত করিলেন । ৪ দায়ুদ ত্রিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ ৫ করেন, এবং চল্লিশ বৎসর রাজত্ব করেন। তিনি হিব্ৰোণে যিহদার উপরে সাত বৎসর ছয় মাস রাজত্ব করেন; পরে যিরশালেমে সমস্ত ইস্রায়েলেরও যিহদার উপরে তেত্রিশ বৎসর রাজত্ব করেন । ৬ পরে রাজ ও তাহার লোকের দেশনিবাসী যিবুৰীয়দের বিরুদ্ধে বিরূশালেমে যাত্রা করিলেন : তাহাতে তাহার দায়ুদকে কহিল, তুমি এই স্থানে প্রবেশ করিতে পাইবে না, অন্ধের ও খঞ্জেরাই তোমাকে তাড়াইয় দিবে। তাহারা ভাবিয়ছিল, দায়ুদ এই স্থানে প্রবেশ করিতে পারবেন না। কিন্তু দারুদ সিয়োনের দুর্গ হস্তগত করিলেন ; তাহাই দায়ুদ-নগর। ৮ ঐ দিবসে দায়ুদ কহিলেন, যে কেহ যিবুৰীয়দিগকে আঘাত করে, সে জলপ্রণালীতে গিয়া দায়ুদের প্রণের ঘুণিত খঞ্জ ও অন্ধদিগকে আঘাত করুক। এই কারণ লোকে বলে, অন্ধ ও খঞ্জের রহিয়াছে, সে গৃহমধ্যে ৯ প্রবেশ করিবে না। আর দায়ুদ সেই দুর্গে বসতি করিয়া তাহার নাম দায়ুদ-নগর রাখিলেন ; এবং দায়ুদ মিল্লো অবধি ভিতর পর্যন্ত চারিদিকে [প্রাচীর } ১• গাখিলেন। পরে দাযুদ্র উত্তরাত্তর মহান হইয়া উঠিলেন, কারণ সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, তাহার সহবৰ্ত্তী ছিলেন । আর সোরের রাজ ইরম দায়ুদের নিকটে দূতগণকে এবং এরস কাষ্ঠ, সূত্রধর ও ভাস্করদিগকে পাঠাইলেন ; তাহার দায়ুদের জন্ত এক বাট নিৰ্ম্মাণ ১২ করিল। তখন দায়ুদ বুঝিলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের রাজপদে তাহাকে স্বস্থির করিয়াছেন, এবং আপন প্রজ ইস্রায়েলের নিমিত্তে তাহার রাজ্যের উন্নতি করিয়াছেন । ১৩ আর দায়ুদ হিব্রাণ হইতে আসিলে পর ফিরশালেমে আরও উপপত্নী ও ভায্য গ্রহণ করিলেন, তাহাতে ১৪ দায়ুদের আরও পুত্র কন্যা জন্মিল। যিরশালেমে তাহার যে সকল পুত্র জন্মিল, তাহদের নাম ; সন্মুয়, ১৫ শোবব, নাথন, শলোমন, যিভর, ইলীশুয়, নেফগ, ১৬ যাফিয়, ইলশামা, ইলিয়াদ ও ইলীফেলট । ১৭ পলেষ্টয়ের যখন শুনিল যে, দায়ুদ ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত হইয়াছেন, তখন পলেষ্টীয় সমস্ত লোক দায়ুদের অন্বেষণে উঠিয়া আসিল ; দায়ুদ ১৮ তাহ শুনিয়া দুর্গে নামিয়া গেলেন। আর পলেষ্টীয়ের > 3 266
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।