象、や区〜 আমাকে নিযুক্ত করিবার জন্ত যিনি তোমার পিতা ও তাহার সমস্ত কুল অপেক্ষ আমাকে মনোনীত করিয়াছেন, সেই সদাপ্রভুর সাক্ষাতেই [তাহ করিয়াছি ] : অতএব আমি সদাপ্রভুরই সাক্ষাতে আমোদ করিব । ২২ তার ইহা অপেক্ষ আরও লঘু হইব, এবং আমার নিজের দৃষ্টিতে আরও নীচ হুইব ; কিন্তু তুমি যে দাসীদের কথা কহিলে, তাহীদের কাছে সমাদৃত হইব । ২৩ আর শোলের কষ্ঠ মাখলের মরণকাল পৰ্য্যন্ত সন্তান হইল না । দায়ুদের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞ। ‘. পরে রাজা যখন আপন গৃহে বাস করিতে লাগিলেন, এবং সদাপ্রভু চারিদিকের সমস্ত শক্ৰ ২ হইতে তাহকে বিশ্রাম দিলেন, তখন রাজী নাথন ভাববাদীকে কহিলেন, দেখুন, আমি এরস কাঠের গৃহে বাস করিতেছি, কিন্তু ঈশ্বরের সিন্দুক যবনিকার ৩ মধ্যে বাস করিতেছে। নাথন রাজাকে কহিলেন, ভাল, যাহ। কিছু তাপনকার মনে আছে, তাহাই করুন; কেননা সদাপ্রভু আপনকার সহবত্তা। ৪ কিন্তু সেই রাত্রিতে সদাপ্রভুর এই বাক্য নাখনের ৫ নিকটে উপস্থিত হইল,তুমি যাও, আমার দাস দায়ুদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি আমার বাসের ৬ জন্ত গৃহ নিৰ্ম্মাণ করিবে ? ইস্রায়েল-সন্তানগণকে মিসর হইতে বাহির করিয়া আনিবার দিন হইতে অদ্য পর্য্যন্ত আমি ত কোন গৃহে বাস করি নাই, কেবল তাম্বুতে ৭ ও আবাসে থাকিয় যাতায়াত করিতেছি । সমস্ত ইত্মায়েল-সন্তানের মধ্যে আমার যাতায়াত কালে আমি যাহাকে আপন প্রজ ইস্রায়েলকে পালন করিবার ভার দিয়াছিলাম, ইস্রায়েলের এমন কোন বংশকে কি কখনও এই কথা বলিয়াছি যে, তোমর কেন আমার জন্তু এরস কাঠের গৃহ নিৰ্ম্মাণ কর নাই ? ৮ অতএব এখন তুমি আমার দাস দায়ুদকে এই কথা বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজার উপরে, ইস্রায়েলের উপরে নায়ক করিবার জন্ত আমিই তোমাকে মেষবাখান হইতে ও মেষের পশ্চাৎ ৯ হইতে গ্রহণ করিয়াছি। আর তুমি যে কোন স্থানে গমন করিয়াছ, সেই স্থানে তোমার সহবত্তী থাকিয়৷ তোমার সম্মুখ হইতে তোমার সমস্ত শক্রকে উচ্ছেদ করিয়াছি । আর আমি পৃথিবীস্থ মহাপুরুষদের নামের ১ • মত তোমার নাম মহৎ করিব । আর আমি আপন প্রজ ইস্রায়েলের জন্ত একটী স্থান নিরূপণ করিব ও তাহাদিগকে রোপণ করিব ; যেন আপনাদের সেছ স্থানে তাতার বাস করে, এবং আর বিচলিত না হয় । । দুষ্ট লোকের। তাহাদিগকে তার দুঃখ দিবে না, যেমন ১১ পূৰ্ব্বে দিত, এবং যে অবধি আমি আপন প্রজ ইস্রায়েলের উপরে বিচারকত্ত্বগণকে নিযুক্ত করিয়াছিলাম, সেই অবধি যেমন দিত। আর তাtাম যাবতীয় শক্র হইতে তোমাকে বিশ্রাম করাইব। আরও সদাপ্রভু ২ শমুয়েল । [ ७ ; २२-१ : २७ ॥ তোমাকে বলিতেছেন যে, তোমার জন্ত সদাপ্রভু এক ১২ কুল* নিৰ্ম্মাণ করবেন। তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তুমি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে, যে তোমার ঔরসে জন্মিবে তাহাকে স্থাপন করিব, এবং তাহার ১৩ রাজ্য কুস্থির করিব । আমার নামের নিমিত্তে সে এক গুহ নিৰ্ম্মাণ করবে, এবং তামি তাহার রাজসিংহাসন ১৪ চিরস্থায়ী করিব। আমি তাহার পিতা হইব, ও সে আমার পুত্র হইবে ; সে অপরাধ করিলে আমি মনুষ্যগণের দণ্ড ও মনুষ্য-সন্তানদের প্রহার দ্বারা তাহাকে ১৫ শাস্তি দিব। কিন্তু আমি তোমার সম্মুখ হইতে যাহাকে দূর করিলাম, সেই শোল হইতে আমি যেমন আপন দয়। অপসারণ করিলাম, তেমনি আমার দয়। তাহ। ১৬ হইতে দূরে যাইবে না। আর তোমার কুল ও তোমার রাজত্ব তোমার সম্মুখে চিরকাল স্থির থাকিবে; তোমার ১৭ সিংহাসন চিরস্থায়ী হইবে । নাথন দায়ুদকে এই সমস্ত বাক্য অনুসারে ও এই সমস্ত দর্শন অনুসারে কথা কহিলেন । তখন দায়ুদ রাজ ভিতরে গিয়া সদাপ্রভুর সম্মুখে বসিলেন, তার কহিলেন, হে প্ৰভু সদাপ্রভু, আমি কে, আমার কুলই বা কি যে, তুমি আমাকে এ পর্য্যন্ত ১৯ অনিয়াছ ? আর হে প্ৰভু সদাপ্রভু, তোমার দৃষ্টিতে ইহাও ক্ষুদ্র বিষয় হুইল ; তুমি আপন দাসের কুলের বিষয়ও সুদীর্ঘ কালের উদেশে কথা কহিলে ; হে ২• প্রভু সদাপ্রভু, এ কি মনুষ্যের নিয়ম ? আর দায়ুদ তোমাকে আর কি বলিবে ? হে প্ৰভু সদাপ্রভু, ২১ তুমি ত আপন দাসকে জ্ঞাত আছ । তুমি আপন বাক্যের অনুরোধে ও নিজ হৃদয়ানুসারে এই সমস্ত মহৎ কার্য্য সাধন করিয়া আপন দাসকে জ্ঞাত করিয়াছ । ২২ অতএব, হে সদাeভু ঈশ্বর, তুমি মহান ; কারণ তোমার তুল্য কেহই নাই, ও তুমি ব্যতীত কোন ঈশ্বর নাই ; আমরা স্বকৰ্ণে যাহ। যাহা শুনিয়াছি, তদনু২৩ সারে ইহা জানি। পৃথিবীর মধ্যে কোন একটা জাতি তোমার প্রজ ইস্রায়েলের তুল্য ? ঈশ্বর তাহাকে আপন প্রজা করিবার জন্য এবং আপন নাম প্রতিষ্ঠিত করিবার জন্ত মুক্ত করিতে গিয়াছিলেন, তুমি আমাদের পক্ষে মহৎ মহৎ কায্য ও তোমার দেশের পক্ষে ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্য্য তোমার প্রজাদের সম্মথে সাধন করিয়াছিলে, তাহাদিগকে তুমি মিসর, জাতিগণ ও দেবগণ ২৪ হইতে মুক্ত করিয়াছিলে । তুমি আপনার জন্ত তাপন প্রজ। ইস্রায়েলকে স্থাপন করিয়া চিরকালের জন্ত আপনার প্রজ করিয়াছ ; আর হে সদাপ্রভু, তুমি ২৫ তাহীদের ঈশ্বর হইয়াছ। এখন হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আপন দাসের ও তাহার কুলের বিষয়ে যে বাক্য বলিয়াছ, তাহ চিরকালের জন্ত স্থির কর : যেমন ২৬ বলিয়াছ, তদনুসারে কর । তোমার নাম চিরকাল >しア 268
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।