○ デ চারি শত শেকল রৌপ্য তৌল করিয়া ইফ্রোণকে দিলেন । এইরূপে মন্ত্রির সম্মুখে মক্পেলায় ইফ্রোণের যে ক্ষেত্র ছিল, সেই ক্ষেত্র, তথাকার গুহা ও সেই ক্ষেত্রস্থ ১৮ বৃক্ষ সকল, তাহার চতুঃসীমার অন্তর্গত বৃক্ষসমূহ, এই সকলেতে হেভের সন্তানদের সাক্ষাতে, তাহার নগরদ্বারে প্রবেশকারী সকলের সাক্ষাতে, অব্রাহীমের স্বত্বt ১৯ ধিকার স্থিরীকৃত হইল। তৎপরে অব্রাহাম কনান দেশস্থ মন্ত্রির, অর্থাৎ হিরোণের সম্মুখে মকপেলা ক্ষেত্রে স্থিত ২০ গুহাতে আপন স্ত্রী সারার কবর দিলেন । এইরূপে কবরস্থানের অধিকারার্থে সেই ক্ষেত্রে ও তথাকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানগণ কর্তৃক স্থিরীকৃত হইল । ইসহাকের বিবাহ। R8 তৎকালে অব্রাহাম বৃদ্ধ ও গতবয়স্ক ছিলেন ; এবং সদাপ্রভু অব্রাহামকে সৰ্ব্ববিষয়ে আশীৰ্ব্বাদ ২ করিয়াছিলেন । তখন অব্রাহাম আপন দাসকে, তাহার সমস্ত বিষয়ের অধ্যক্ষ, গৃহের প্রাচীনকে কহিলেন, বিনয় করি, তুমি আমার জঙ্ঘার নীচে হস্ত দেও ; ৩ আমি তোমাকে স্বৰ্গ মৰ্ত্তোর ঈশ্বর সদাপ্রভুর নামে এই দিব্য করাই, যে কনানীয় লোকদের মধ্যে আমি বাস করিতেছি, তুমি আমার পুত্রের বিবাহের ৪ জন্ত তাহদের কোন কন্যা গ্রহণ করিবে না, কিন্তু আমার দেশে আমার জ্ঞাতিদের নিকটে গিয়া ৫ আমার পুত্র ইস্হাকের জন্য কন্যা আনিবে। তখন সেই দাস তাহাকে কহিলেন, কি জানি, আমার সহিত এই দেশে আসিতে কোন কন্যা সম্মত হইবে না ; আপনি যে দেশ ছাড়িয়া আসিয়াছেন, আপনার পুত্রকে ৬ কি আবার সেই দেশে লইয়। যাইব ? তখন আব্রাহাম তাহাকে কহিলেন, সাবধান, কোন ক্রমে আমার ৭ পুত্রকে আবার সেখানে লইয়া যাইও না। সদাপ্রভু, স্বর্গের ঈশ্বর, যিনি আমাকে পৈতৃক বাট ও জন্মদেশের মধ্য হইতে আনিয়াছেন, আমার সহিত আলাপ করিয়াছেন, এবং এমন দিব্য করিয়াছেন যে, আমি তোমার বংশকে এই দেশ দিব, তিনিই তোমার অগ্রে আপন দূত পাঠাইবেন ; তাহাতে তুমি আমার পুত্রের জন্ত তথা হইতে একটী কন্যা অনিতে পরিবে । ৮ যদি কোন কন্যা তোমার সহিত আসিতে সম্মত ন৷ হয়, তবে তুমি আমার এই দিব্য হইতে মুক্ত হইবে ; কিন্তু কোন ক্রমে আমার পুত্রকে আবার সে দেশে ন লইয়। যাইও না। তাহাতে সেই দাস আপন প্ৰভু অব্রাহীমের জঙ্ঘার নীচে হস্ত দিয়া তদ্বিষয়ে দিব্য করিলেন । পরে সেই দাস আপন প্রভুর উষ্ট্রদের মধ্য হইতে দশটা উষ্ট্র ও আপন প্রভুর সর্বববিধ উত্তম দ্রব্য হস্তে লইয়। প্রস্থান করিলেন, আরাম-নহরয়িম দেশে, নাহো১১ রের নগরে যাত্রা করিলেন। আর সন্ধ্যাকালে যে সময়ে > ግ 3 G আদিপুস্তক । [ ९० ; >१ - ९ 8 ; २४ ॥ স্ত্রীলোকের জল তুলিতে বাহির হয়, তৎকালে তিনি নগরের বাহিরে সজল কুপের নিকটে উদ্ভদিগকে বসা১২ ইয়া রাখিলেন, এবং কহিলেন, হে সদাপ্রভো, আমার কৰ্ত্ত অব্রাহামের ঈশ্বর, বিনয় করি, অদ্য আমার সম্মুখে শুভফল উপস্থিত কর, আমার প্রভু অব্রাহামের ১৩ প্রতি দয়া কর। দেখ, আমি এই সজল কুপের নিকটে দাড়াইয়া আছি, এবং এই নগরবাসীদের কন্যাগণ জল ১৪ তুলিতে বাহিরে আসিতেছে ; অতএব যে কন্যাকে আমি বলিব, আপনার কলশ নামাইয়। আমাকে জল পান করাউন, সে যদি বলে, পান কর, তোমার উষ্ট্রদিগকেও পান করাইব, তবে তোমার দাস ইস্হাকের জন্য তোমার নিরূপিত কন্য। সেই হউক ; ইহাতে আমি জানিব যে, তুমি আমার প্রভুর প্রতি দয়া করিলে। এই কথা কহিতে না কহিতে, দেখ, রিবিক কলশ স্বন্ধে করিয়া বাহিরে আসিলেন ; তিনি অব্রাহামের নাহোর নামক ভ্রাতার স্ত্রী মিষ্কার পুত্র বথুয়েলের কন্য। ১৬ সেই কন্য। দেখিতে বড়ই সুন্দরী এবং অবিবাহিত। ও পুরুষের পরিচয় অপ্রাপ্ত ছিলেন। তিনি কুপে নামিয়া ১৭ কলশ পুরিয়া উঠিয়া আসিতেছেন, এমন সময়ে সেই দাস দৌড়িয় তাহার সঙ্গে সাক্ষাৎ করিয়া কহিলেন, বিনয় করি, আপনার কলশ হইতে আমাকে কিঞ্চিৎ ১৮ জল পান করিতে দিউন। তিনি কহিলেন, মহাশয়, পান করুন; ইহা বলিয়া তিনি শীঘ্ৰ কলশ হাতের ১৯ উপরে নামাইয় তাহাকে পান করিতে দিলেন । আর তাহাকে পান করাইবার পর কহিলেন, যাবৎ আপনার উষ্ট্র সকলের পান সমাপ্ত না হয়, তাবৎ আমি ২০ উহাদের জন্যও জল তুলিব। পরে তিনি শীঘ্ৰ নিপানে কলশের জল ঢালিয়া পুনশ্চ জল তুলিতে কুপের নিকটে দৌড়িয়া গিয় তাহার উষ্ট সকলের নিমিত্ত জল তুলি২১ লেন। তাহাতে সেই পুরুষ তাহার প্রতি একদৃষ্টি চাহিয়, সদাপ্রভু তাহার যাত্র সফল করেন কি না, ২২ তাহ জানিবার জন্ত নীরব রহিলেন । উষ্ট্র সকল জল পান করিলে পর সেই পুরুষ অৰ্দ্ধ তোলা পরিমিত সোণার নথ, এবং দশ তোলা পরিমিত দুই হাতের ২৩ সোণার বালা লইয়া কহিলেন, আপনি কাহার কন্যা ? বিনয় করি, আমাকে বলুন, আপনার পিতার বাটতে ২৪ কি আমাদের রাত্রি যাপনের স্থান আছে ? তিনি উত্তর করিলেন, আমি সেই বথুয়েলের কন্যা, যিনি মিষ্কার পুত্র, যাহাকে তিনি নাহোরের জন্য প্রসব করিয়াছিলেন। ২৫ তিনি আরও কহিলেন, পোয়াল ও কলাই আমাদের কাছে যথেষ্ট আছে, এবং রাত্রি যাপনের স্থানও আছে। ২৬ তখন সে ব্যক্তি মস্তক নমন করিয়া সদাপ্রভুর উদ্দেশে ২৭ প্ৰণিপাত করিলেন, আর কহিলেন, আমার কৰ্ত্ত অব্রাহামের ঈশ্বর সদাপ্রভু ধন্য হউন, তিনি আমার কৰ্ত্তার সহিত আপন দয়া ও সত্য ব্যবহার নিবৃত্ত করেন নাই ; সদাপ্রভু আমাকেও পথঘটনাতে আমার কৰ্ত্তার জ্ঞাতিদের বাটীতে আনিলেন। পরে সেই কন্যা দৌড়িয়া গিয়া আপন মাতার গৃহের S Q. ミ* 18
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।