পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ e ; ১৯ – ১১ ; ২৭ ৷ ] ১৯ সেই স্থানে মারা পড়িলেন। হদরেষরের অধীন সমস্ত রাজা যখন দেখিলেন যে, তাহারা ইস্রায়েলের সম্মুখে পরাজিত হইয়াছেন, তখন তাহারা ইস্রায়েলের সহিত সন্ধি করিয়া তাহদের দাস হইলেন ; সেই অবধি অরামীয়ের অন্মোন-সন্তানদের সাহায্য করিতে ভীত হইল । দায়ুদের মহাপাপের বিবরণ। S$ পরে বৎসর ফিরিয়৷ অসিলে রাজবর্গের যুদ্ধে গমন সময়ে দায়ুদ যোয়াবকে, তাহার সহিত আপন দাসদিগকে ও সমস্ত ইস্রায়েলকে পাঠাইলেন : তাহারা গিয়া অন্মোন-সন্তানদিগকে সংহার করিয়া রব্ব নগর অবরোধ করিল ; কিন্তু দায়ুদ যিরূশালেমে থাকিলেন । ২ একদা বৈকালে দায়ুদ শয্যা হইতে উঠিয় রাজবাটীর ছাদে বেড়াইতেছিলেন, আর ছাদ হইতে দেখিতে পাইলেন যে, একটা স্ত্রীলোক স্নান করিতেছে ; স্ত্রী৩ লোকটী দেখিতে বড়ই কুন্দরী ছিল। দায়ুদ তাহার বিষয় জিজ্ঞাসা করিতে লোক পাঠাইলেন। এক জন কহিল, এ কি ইলিয়ামের কন্য, হিৰ্ত্তীয় উরিয়ের ৪ স্ত্রী বংশেবা নয় ? তখন দায়ুদ দূত পঠাইয় তাহাকে আনাইলেন, এবং সে তাহার নিকটে তালিলে দায়ুদ তাহার সহিত শয়ন করিলেন ; সে স্ত্রী ঋতুস্নান করিয়া শুচি হইয়াছিল। পরে সে অাপন ঘরে ফিরিয়া গেল । ও পরে সে স্ত্রী গৰ্ত্তবতী হইল ; আর লোক পাঠাইয়৷ দাযুদকে এই সমাচার দিল, আমার গৰ্ত্ত হইয়াছে। ৬ তখন দায়ুদ্ধ যোয়াবের নিকটে লোক পঠাইয়৷ এই আজ্ঞা করিলেন, হিৰ্ত্তীয় উরিয়কে আমার নিকটে পাঠাইয়া দেও। তাহাতে যোয়াব দায়ুদের নিকটে ৭ উরিয়কে পাঠাইলেন । উরিয় তাহার নিকটে উপস্থিত হইলে দায়ুদ তাহাকে যোয়াবের কুশল, লোকদের ৮ কুশল ও যুদ্ধের কুশল জিজ্ঞাসা করিলেন। পরে দায়ুদ উরিয়কে কহিলেন, তুমি আপন বাটীতে গিয়া প৷ ধোও। তখন উরিয় রাজবাটী হইতে বাহির হইল, আর রাজার নিকট হইতে তাহার পশ্চাৎ পশ্চাৎ ভেট ৯ গেল। কিন্তু উরিয় আপন প্রভুর দাসগণের সঙ্গে ১০ রাজবাটীর দ্বারে শয়ন করিল, ঘরে গেল না। পরে এই কথা দায়ুদকে বলা হইল যে, উরিয় ঘরে যায় নাই। দায়ুদ উরিয়কে কহিলেন, তুমি কি পথভ্রমণ করিয়া আইস নাই ? তবে কেন বাটীতে গেলে না ? ১১ উরিয় দায়ুদকে কহিল, সিন্দুক, ইস্রায়েল ও যিহ্ৰদ কুটীরে বাস করিতেছে, এবং আমার প্রভু যোয়াব ও আমার প্রভুর দাসগণ খোলী মাঠে ছাউনী করিয়া আছেন ; তবে আমি কি ভোজন পান করিতে ও স্ত্রীর সহিত শয়ন করিতে আপন গৃহে যাইতে পারি ? আপনকার জীবনের ও আপনকার জীবৎ প্রাণের ১২ দিব্য, আমি এমন কৰ্ম্ম করিব না। তখন দায়ুদ উরিয়কে কহিলেন, অদ্যও তুমি এই স্থানে থাক, ২ শমুয়েল ।

  • १ >

কল্য তোমাকে বিদায় করিব। তাঁহাতে উরিয় সে ১৩ দিবস ও পরদিবস যিরশালেমে রহিল। আর দায়ুদ তাহাকে নিমন্ত্রণ করিলে সে তাহার সাক্ষাতে ভোজন পান করিল ; আর তিনি তাহাকে মত্ত করিলেন ; কিন্তু সে সন্ধ্যাকালে আপন প্রভুর দাসগণের সঙ্গে আপন শয্যায় শয়ন করিবার জন্ত বাহিরে গেল, ঘরে ১৪ গেল না। প্রাতঃকালে দায়ুদ যোয়াবের নিকটে এক ১৫ পত্র লিখিয়া উরিয়ের হাতে দিয়া পাঠাইলেন। পত্রখানিতে তিনি লিখিয়াছিলেন, তোমরা এই উরিয়কে তুমুল যুদ্ধের সম্মুখে নিযুক্ত কর, পরে ইহার পশ্চাৎ হইতে সরিয়া যাও, যেন এ আহত হইয়া মারা পড়ে। ১৬ পরে কোন স্থানে বিক্রমশালী লোক আছে, তাহ জানাতে যোয়াব নগর অবরোধ-কালে সেই স্থানে ১৭ উরিয়কে নিযুক্ত করিলেন। পরে নগরস্থ লোকের বাহির হইয়া যোয়ীবের সহিত যুদ্ধ করিলে কয়েক জন লোক, দায়ুদের দাসদের মধ্যে কয়েক জন, পতিত হইল, বিশেষতঃ হিৰ্ত্তীয় উরিয়ও মারা পড়িল । ১৮ পরে যোয়াব লোক পাঠাইয়। যুদ্ধের সমস্ত বৃত্তান্ত ১৯ দায়ুদ্ধকে জানাইলেন, আর দূতকে আদেশ করিলেন, তুমি রাজার সাক্ষাতে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত সমাপ্ত ২০ করিলে, যদি রাজার ক্রোধ জন্মে, আর যদি তিনি বলেন, তোমরা যুদ্ধ করিতে নগরের এত নিকটে কেন গিয়াছিলে ? তাহার প্রাচীর হইতে বাণ মারিবে, ইহা ২১ কি জানিতে না ? যিরূৰ্ব্বেশতের পুত্র অবৗমেলককে কে আঘাত করিয়াছিল ? তেবেষে একটা স্ত্রীলোক র্যাতার একখানি উপরের পাট প্রাচীর হইতে তাহার উপরে ফেলিয়া দিলে সে কি তাহতেই মরে নাই ? তোমরা কেন প্রাচীরের এত নিকটে গিয়াছিলে ? তাহা হইলে তুমি বলিবে, আপনকার দাস হিৰ্ত্তীয় উরিয়ও মারা পড়িয়ছে। ২২ পরে সেই দূত প্রস্থান করিয়া যোয়াবের প্রেরিত ২৩ সমস্ত কথা দায়ুদকে জ্ঞাত করিল। দূত দায়ুদকে কহিল, সেই লোকের আমাদের বিপক্ষে প্রবল হইয়৷ মাঠে আমাদের নিকটে বাহিরে আসিয়াছিল ; তখন আমরা দ্বারের প্রবেশ-স্থান পর্য্যন্ত তাহীদের পশ্চাৎ ২৪ পশ্চাৎ তাড়া করিয়াছিলাম। তখন ধনুৰ্দ্ধরের প্রাচীর হইতে আপনকার দাসদের উপরে বাণ নিক্ষেপ করিল: তাই মহারাজের কতক দাস মারা পড়িয়ছে ; আর ২৫ আপনকার দাস হিৰ্ত্তীয় উরিয়ও মরিয়াছে । তখন দায়ুদ দূতকে কহিলেন, যোয়াবকে এই কথা বলিও, তুমি ইহাতে অসন্তুষ্ট হইও না, কেননা খড়গ যেমন এক জনকে তেমনি আর এক জনকেও গ্রাস করে ; তুমি নগরের বিরুদ্ধে আরও সপরাক্রমে যুদ্ধ কর, নগর উচ্ছিন্ন কর ; এইরূপে তাহাকে আশ্বাস দিবে। ২৬ আর উরিয়ের স্ত্রী আপন স্বামী উরিয়ের মৃত্যু-সংবাদ ২৭ পাইয়। স্বামীর জন্ত শোক করিল। পরে শোক অতীত হইলে দায়ুদ লোক পঠাইয় তাহাকে আপন বাটতে আনাইলেন, তাহতে সে তাহার স্ত্রী হইল, ও তাহার 271